তথ্য প্রজুক্তি

তথ্যপ্রযুক্তির ওপর বিনা ফি-তে প্রশিক্ষণ দিচ্ছে আইডিবি-বিআইএসইডব্লিউ

তথ্যপ্রযুক্তির ওপর বিনা  প্রশিক্ষণ দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক–বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশনাল ওয়াকফ (আইডিবি-বিআইএসইডব্লিউ)। ২০০৩ সাল থেকে তথ্যপ্রযুক্তির নানা বিষয়ে বিনা ফি-তে প্রফেশনাল ডিপ্লোমা প্রদান করে প্রতিষ্ঠানটি। এ পর্যন্ত ১১ হাজার ৮৯১ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দিয়েছে। 

প্রতি বছর ৪টি রাউন্ডে এখানে প্রশিক্ষণার্থী ভর্তি করানো হয়। এখন চলছে রাউন্ড ৪৪–এর আবেদনপ্রক্রিয়া। আবেদন করতে হবে ৩০ আগস্ট এর মধ্যে।

আবেদনের শেষ তারিখ- ৩১ আগস্ট ২০১৯

ক্লাস শুরু- ০১ আক্টোবর ২০১৯

প্রশিক্ষণ প্রদানের স্থান- ঢাকা ও চট্টগ্রাম

বাংলাদেশে একমাত্র দীর্ঘমেয়াদী সম্পূর্ন ফ্রি কোর্স

১ বছর মেয়াদী প্রফেশনাল কোর্স এর সাথে ২ মাস মেয়াদী কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্স

আবেদনপ্রক্রিয়া ও যোগ্যতা: এসব বিষয়ে প্রশিক্ষণ নিতে হলে আবেদনকারীকে স্নাতক বা ফাজিল বা মাস্টার্স বা কামিল বা ডিপ্লোমা পাস হতে হবে।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। http://apply.idb-bisew.info এই ওয়েবসাইট ভিজিট করে আবেদনকারীকে ১০০ টাকা বিকাশের মাধ্যমে ওয়েবসাইটে উল্লিখিত নির্দেশনা অনুসারে বিকাশ নম্বরে পাঠাতে হবে। 

প্রশিক্ষণ–সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন—
ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশনাল ওয়াকফ (আইডিবি-বিআইএসইডব্লিউ)
আইডিবি ভবন (৫ম তলা), শেরেবাংলা নগর, ঢাকা- ১২০৭
ফোন: ৯১৮৩০০৬।
Web: www.idb-bisew.org

Related Articles

Back to top button
error: