চাকরি প্রস্তুতি

ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন সিলেবাস এবং প্রস্তুতি গাইডলাইন- বিসিএস প্রিলিমিনারি

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন বিষয়গুলোতে একটু পরিশ্রম করলে আপনি ভাল নম্বর তুলতে পারবেন। বিসিএস সিলেবাস অনুযায়ী (BCS Preliminary Syllabus) ভূগোল ও নৈতিকতা এই ২ টি বিষয়ে ১০ নম্বর করে মোট ২০ নম্বররে প্রশ্ন হয়ে থাকে। বিসিএস ক্যাডার স্বপ্ন পূরণে এই ২০ নম্বর গুরত্বের সাথে নিতে হবে। কিছু টেকনিক অনুসরণ করলে সংক্ষিপ্ত সময়ে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ভূগোল ও নৈতিকতায় প্রস্তুতি নেয়া সম্ভব।

নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন বিষয়ের জন্য প্রয়োজনীয় বইয়ের তালিকা

১) নবম দশম শ্রেণির বই, একাদশ ও দ্বাদশ শ্রেণির বই থেকে সিলেবাস অনুযায়ী টপিক।

২) এছাড়া বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলির জন্য যেকোনো ভালো সিরিজের বই (যেমন – এমপিথ্রি/প্রফেসর’স/অ্যাসিওরেন্স/ওরাকল)

ভূগোল, পরিবেশ ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ের জন্য প্রয়োজনীয় বইয়ের তালিকা

১) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পাঠ্য বই থেকে সিলেবাস অনুযায়ী টপিক।

২) অনুশীলনের জন্য যেকোনো ভালো প্রকাশনীর বিসিএস প্রস্তুতির গাইড বই (যেমন – এমপিথ্রি/প্রফেসর’স/অ্যাসিওরেন্স/ওরাকল)

বিসিএস সিলেবাস: ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা – মোট নম্বর ১০

  • বাংলাদেশ ও অঞ্চল ভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমানা, পারিবেশিক, আর্থ-সামাজিক ও ভূ-রাজনৈতিক গুরুত্ব।
  • অঞ্চল ভিত্তিক ভৌত পরিবেশ (ভূ-প্রাকৃতিক), সম্পদের বণ্টন ও গুরুত্ব।
  • বাংলাদেশের পরিবেশ: প্রকৃতি ও সম্পদ, প্রধান চ্যালেঞ্জ সমূহ।
  • বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন: আবহাওয়া ও জলবায়ু নিয়ামক সমূহের সেক্টরভিত্তিক (যেমন :অভিবাসন, কৃষি, শিল্প, মৎস্য ইত্যাদি) স্থানীয়, আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব।
  • প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা: দুর্যোগের ধরন, প্রকৃতি ও ব্যবস্থপনা।

বিসিএস সিলেবাস: নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন – মোটনম্বর ১০ (ETHICS, VALUES & GOOD GOVERNANCE)

  • Definition of Values and Good Governance
  • Relation between Values and Good Governance
  • General Perception of Values and Good Governance
  • Importance of Values and Good Governance in the life of an individual as a citizen as well as in the making of society and national ideals
  • Impact of Values and Good Governance in national development
  • How the element of Good Governance and Values can be established in society in a given social context
  • The benefit of Values and Good Governance and the cost society pays adversely in their absence

বিসিএস প্রিলিমিনারি নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন প্রস্তুতি

  • অনেকে ভাবেন এই বিষয়ে ফুল মার্কস পাওয়া আসলেই কঠিন। তবে এই বিষয়ে কিছু নির্দিষ্ট টপিকের ওপর ফোকাস করলে এখান থেকে ৫/৬ নম্বর খুব সহজেই অল্প পরিশ্রমে পেতে পারেন। যেমন- বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন সম্পর্কিত যত উক্তি দিয়েছেন, সেই উক্তিগুলো পড়ে ফেলুন। সুশাসনের উপাদান একেকটি সংস্থা একেকরকম বলেছে- জাতিসংঘের সুশাসনের উপাদান সংখ্যা একটি আবার বিশ্বব্যাংকের উপাদান সংখ্যা আরেকটি। এগুলো থেকে প্রতি বছর প্রশ্ন আসে। তাই এ নিয়ে পরিষ্কার ধারণা নিয়ে যাবেন।
  • নৈতিকতা ও মূল্যবোধের অনেক প্রকারভেদ আছে। এই প্রকারভেদ থেকে প্রশ্ন আসে। এটি পড়ে নিন।
  • বিগত বছরের সব প্রশ্ন ভালোমত পড়ে ফেলুন।
  • নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন এর ক্ষেত্রে ক্লাস ৯/১০ এর পৌরনীতি পরলে কিছুটা প্রস্তুতি হয়ে যাবে।

বিসিএস প্রিলিমিনারি ভূগোল, পরিবেশ ও দূর্যোগ ব্যবস্থাপনা প্রস্তুতি

  • ভূগোল পড়ার ক্ষেত্রে নিচের স্ট্র্যাটেজিটি অনুসরণ করুন।
    • দুর্যোগ ব্যবস্থাপনা (২ নম্বর): অনেক ছোট একটি অংশ। এখান থেকে প্রশ্ন আসবেই। আর তথ্যও সীমিত।
    • ভৌগোলিক উপাদানসমূহ (যেমন: শিলা, খনিজ, জলপ্রপাত, প্রণালী ইত্যাদি) (২ নম্বর)
    • বাংলাদেশ ও অঞ্চল ভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমানা, পারিবেশিক, আর্থ-সামাজিক ও ভূ-রাজনৈতিক গুরুত্ব (২ নম্বর): এই টপিকটি বাংলাদেশ বিষয়াবলি এবং ভূগোল দুইটি অংশই এই টপিক কাভার করবে।
    • বাংলাদেশের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ (২ নম্বর)
    • বাংলাদেশ ও বৈশ্বিক জলবায়ু (২ নম্বর)
  • সৌরজগৎ, আগ্নেয়গিরি, ভুমিরুপ এইগুলো ক্লাস ৮ এর সাধারন বিজ্ঞান, ক্লাস ৯ এর সামাজিক বিজ্ঞান এর ভূগোল অংশ দেখলে প্রস্তুতি অনেকটা হয়ে যাবে।

আপনি যদি কৌশলী হয়ে বিসিএস প্রিলির জন্য প্রিপারেশন নিতে পারেন, তাহলে ২/৩ মাসের পরিশ্রমেই বিসিএস প্রিলিমিনারি পাশ করা সম্ভব। অবশ্যই এক্ষেত্রে আপনাকে আপনার সময়ের সর্বোচ্চ ভাগ পড়াশুনাতে বিনিয়োগ করতে হবে। কারণ সাফল্য পেতে গেলে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। মনে রাখবেন, কেউ কাউকে সুযোগ করে দেয় না, সুযোগ নিজেকে তৈরি করে নিতে হয় যোগ্যতা ও পরিশ্রম দিয়ে। আপনি ১ ঘণ্টা বেশি পড়া মানে ১ ঘণ্টার পথ এগিয়ে গেলেন সাফল্যের পথে।

Related Articles

Back to top button
error: