দৈনন্দিন জীবন

কারো সাথে কথা বলবার সময় যে বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন

আপনার কথা বলার অঙ্গিভঙ্গি এবং মনের ভাব প্রকাশের ধরন আপনার সম্পর্কে আর একজনের মনে প্রাথমিক একটি ধারনা তৈরি করে যা খুবই গুরত্তপুর্ন। তাই কারো সাথে কথা বলবার আগে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখবেন যা নিচে উল্লেখ কর হল-

অল্প বলুন এবং বেশি শুনুনঃ

কথা বলবার সময় মাথায় রাখুন যে আপনি যার সাথে কথা বলছেন তার সাথে আপনার সম্পর্ক কেমন। বেশি কথা বলা মানেই আপনি তাকে বেশি তথ্য দিয়ে ফেলছেন। কথা শেষে দেখা যাবে আপনার সম্পর্কে ঐ ব্যাক্তি অনেক কিছুই জানেন কিন্তু আপনার তার সম্পর্কে জ্ঞান ভান্ডার শূন্য।

গোপন কথা জানাবেন নাঃ

কারো গোপন কথা আপনি আর এক জনের কাছে জানিয়ে হয়ত ভাবছেন যে আপনি তার কাছে অনেক ভালো হয়ে গিয়েছেন। কিন্তু বাস্তবতা আসলে উল্টো। ঐ ব্যাক্তি আপনার কাছে আর একজনের কথা শুনে নিবে কিন্তু আপনাকে কখনই ভবিষ্যতে বিশ্বাস করবে না। কারন এমনও হতে পারে যে আপনি অন্য কোন ব্যাক্তির কাছে আবার ঐ ব্যাক্তির কোন গোপন কথা বলে দিচ্ছেন।

তার অর্জনকে ছোট করে দেখবেন নাঃ

কারো অর্জনকে ছোট করে নিজেকে ছোট করবেন না। একজন ব্যাক্তির অর্জনের পেছনে অনেক গল্প থাকে। আপনি চাইলেই পারেন তার সকল অর্জনকে তুচ্ছ করতে। কিন্তু তাতে আপনার সম্মানই শুধু নষ্ট হবে আর কিছু নয়।

গীবত করবেন নাঃ

গীবত করবার চেয়ে বড় অন্যায় আর একটিও নেই। আপনি গীবত করবার নামে নিজেই আর একজনের পাপের অংশীদার হতে জাচ্ছেন। গীবত না করে সুন্দর ও সৃজনশীল আলোচনা করুন।

পজিটিভ মনের হউনঃ

মনের ভিতর থেকে না শব্দটি সরিয়ে ফেলুন। আশাবাদী হউন। হতাশাগ্রস্ত মানুষকে কেউই পছন্দ করে না। সব সময়ই একটা হাসি খুশি মনোভাব রাখুন ঠোঁটের কোনে।

নিজের প্রশংসা বেশি করবেন নাঃ

নিজের বেশি প্রশংসা করে অন্যের কাছে নিজেকে অহংকারী করে তুলবেন না। আপনার প্রতিভা কখনই লুকিয়ে থাকবে না। তাই খালি খালি নিজের ঢোল না পিটিয়ে অন্যকে সুযোগ করে দিন আপনার প্রশংসা করবার জন্য।

ভুল তথ্য দিবেন নাঃ

আপনি যা জানেন না তা নিয়ে তর্কে যাবেন না। আপনার ভুল তথ্য অন্যকে বিব্রত করতে পারে। তাছাড়া ভুল তথ্য দিয়ে নিজেকে ছোট করবার কোন মানে নেই।

ভদ্রতা বজায় রাখুনঃ

কারো সাথে কথা বলবার সময় ভদ্র আচরণ করুন, ভাষার ব্যাবহার সঠিক রাখুন এবং নিজেকে সংযত রাখুন। হুটহাট রেগে যাবেন না। আর রেগে যেয়ে অভদ্র ব্যাবহার করবেন না।

অপরিচিত কারো সাথে কথা বলার কৌশল, গুছিয়ে কথা বলতে পারি না, চালাকি করে কথা বলার উপায়, কথা কম বলার উপায়, সুন্দর করে কথা বলার কৌশল, কিভাবে জনসমক্ষে আত্মবিশ্বাসের সাথে কথা বলতে হয়, স্মার্টলি কথা বলা, বেশি কথা না বলার উপায়, ত সার্চগুলি, কম কথা বলার ৮ টি উপকারিতা, বেশি কথা না বলার উপায়, কথা কম বলার দোয়া, সুন্দর করে কথা বলার কৌশল, যুক্তি দিয়ে কথা বলার উপায়, বুদ্ধি করে কথা বলা, চালাকি করে কথা বলার উপায়, সুন্দর করে কথা বলার বই

আরও পরুন-

Related Articles

Back to top button
error: