দৈনন্দিন জীবন

জামালপুরে গাজা না পেয়ে গাজাখোর ছুটছে পাগলের মত

কিছু দিন আগে জামালপুরের জেলা প্রশাসক মাদকমুক্ত জামালপুরকে এলাকা ঘোষনা করেন। পুলিশের তৎপরতার কারনে অনেকেই গাজা ব্যবসা ছেড়ে দেয়ায় গাজার সহজলভ্যতা কমে গেছে। এখানকার গাজা সেবীরা মাঝে গাজা খেতে না পেয়ে ছুটছে পাগলের মত।

গাজা বিক্রির স্থান কমে যাওয়ায় এখন গাজা পাওয়া যাচ্ছে দিগুন বা তার চেয়েও বেশী দামে। ফলে যে কজন বিক্রেতা টিকে আছে তাদের বিক্রি কম হলেও লাভ বেশী হচ্ছে।

জামালপুরের সরিষাবাড়ীর পুলিশ প্রশাসন জানায় এলাকায় কোন গাজা বা মাদক ব্যবসায়ীর খোঁজ পেলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সুত্রঃ সময়ের কণ্ঠস্বর

ঢাকা বাংলাদেশের সেরা ১৫ গাইনী বিশেষজ্ঞ ডাক্তার

Related Articles

Leave a Reply

Back to top button
error: