অষ্টম, নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির বোর্ড বইয়ের সার-সংক্ষেপ এবং জে এস সি, এস এস সি ও এইচ এস সি বোর্ড পরীক্ষার প্রশ্ন ও উত্তর। (বিসিএস প্রিলিমিনারি উপযোগী)
অষ্টম শ্রেণি- বিজ্ঞান
সপ্তম অধ্যায়ঃ পৃথিবী ও মহাকর্ষ অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্য;
১।মেরু অঞ্চলে কোনো বস্তুর ওজন সবচেয়ে বেশি হয়। [৩৭ তম প্রিলিমিনারি]
২।চাঁদের মধ্যাকর্ষণজনিত ত্বরণের মান পৃথিবীর ৬ ভাগের ১ ভাগ। [৩৭ তম বিসিএস প্রিলিমিনারি]
৩। বস্তুদ্বয়ের মধ্যে দূরত্ব বেশি হলে বল কম হয়।
৪। মহাকর্ষ বলের প্রভাবে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে।
৫। পৃথিবী এবং অন্য যেকোনো বস্তুর মধ্যকার আকর্ষণকে অভিকর্ষ বলে।
৬। সূর্য্ ও চন্দ্রের মধ্যে যে আকর্ষণ তাকে মহাকর্ষ বলে।
৭। প্রতি সেকেন্ডে কোনো বস্তুর যে বেগ বৃদ্ধি পায় তাকে ত্বরণ বলে।
৮। অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাব পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে।
৯। মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম বলে সেখানে অভিকর্ষজ ত্বরণও বেশি ফলে ওজনও বেশি হয়।
১০।এ বিশ্বে যেকোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে মহাকর্ষ বলে।
১১। মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান ৯.৮৩ মিটার/সেকেন্ড২ ।
১২। মেরু অঞ্চল থেকে বিষুব অঞ্চলের দিকে পৃথিবীর ব্যাসার্ধ বাড়তে থাকায় অভিকর্ষজ ত্বরণের মান কমতে থাকে।
১৩। বিষুব অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে বেশি বলে সেখানে অভিকর্ষজ ত্বরণ কম হয় ফলে সেখানে বস্তুর ওজনও সবচেয়ে কম হয়।
এ অধ্যায়ের জে এস সি পরীক্ষার বিগত প্রশ্ন যা বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসে;
১। কোথায় অভিকর্ষজ ত্বরণ ‘g’ এর মান বা বস্তুর ওজন শূন্য? [জে এস সি-১৬, ১৫, ১৪]
উত্তরঃ পৃথিবীর কেন্দ্রে।
বাংলা ব্যাকরণ থেকে বিভিন্ন পরীক্ষায় বার বার আসা প্রশ্ন ও উত্তর
মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র, উপন্যাস, নাটক, গ্রন্থ, প্রবন্ধ, গল্প, গান, প্রামাণ্যচিত্র, ছোট গল্প
মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র, উপন্যাস, সাহিত্য থেকে বার বার আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় বার বার আসা গুরুত্বপূর্ণ Phrase and Idioms
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
ঢাকা মেট্রোরেল সম্পর্কে সকল প্রশ্ন ও উত্তর – মেট্রোরেল সাধারণ জ্ঞান
পদ্মা সেতু সম্পর্কে গুরুত্বপূর্ণ সকল প্রশ্ন ও উত্তর – পদ্মা সেতু সাধারণ জ্ঞান
বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক গুরত্বপুর্ন প্রশ্ন ও উত্তর- মুক্তিযুদ্ধ সাধারণ জ্ঞান
চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পত্রিকার নাম ও সম্পাদক তালিকা এবং সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
বিখ্যাত কবি সাহিত্যিকদের ছদ্মনাম ও উপাধি
অষ্টম শ্রেণির বোর্ড বই থেকে বিসিএস ও অন্যান্য চাকরি পরীক্ষায় আসা প্রশ্ন ও উত্তর
সবচেয়ে বেশি বার বিসিএস ও অন্যান্য চাকরির পরীক্ষায় আসা পশ্ন ও উত্তর
সাধারন জ্ঞান থেকে বিসিএস ও অন্যান্য চাকরি পরীক্ষায় আসা প্রশ্ন ও উত্তর
চাকরির পরীক্ষায় আসা বিভিন্ন দিবসের তালিকা- জাতীয় ও আন্তর্জাতিক দিবস
বিসিএস প্রস্তুতির জন্য বাংলা সাহিত্য থেকে কিছু গুরত্বপুর্ন প্রশ্নোত্তর – গুরুত্বপূর্ণ MCQ
বাংলা ভাষা ও সহিত্য থেকে ১০ ম থেকে ৪৩ তম বিসিএস পরীক্ষার সকল প্রশ্নোত্তর
আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী MCQ – গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
সাধারণ বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি
মানসিক দক্ষতা থেকে গুরত্বপুর্ন বিসিএস প্রশ্ন ও উত্তর (প্রিলিমিনারি ও লিখিত)
কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি ২০২৩ – গুরত্বপুর্ন প্রশ্ন ও উত্তর
সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৩ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
২। গৃথিবী ও চাঁদের মধ্যে কোনো বস্তুর ওজনের তারতম্য কীরূপ? [জে এস সি-১৬, ১৬, ১৫, ১৪, ১৪]
উত্তরঃ পৃথিবীতে ওজন ৬ গুণ হলে চাঁদে ১ গুণ।
৩। বলের একক কী? [জে এস সি-১৬, ১৫, ১৪]
উত্তরঃ নিউটন।
৪। ওজনের একক কী? [জে এস সি-১৬, ১৪]
উত্তরঃ নিউটন। (উল্লেখ্য, বলের ও ওজনের একক একই: নিউটন)
৫। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান বা বস্তুর ওজন কীরূপ? [জে এস সি-১৬, ১৫]
উত্তরঃ শূন্য।
৬। বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি? [জে এস সি-১৫, ১৪, ১৪ ]
উত্তরঃ মেরু অঞ্চলে।
৭। ভূ-পৃষ্ঠ থেকে পর্বত চূড়ায় কোনো বস্তুর ওজনের কী পরিবর্তন হবে? [জে এস সি- ১৪, ১৫]
উত্তরঃ ওজন কম হবে।
৮। কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে কী বলে? [জে এস সি-১৫, ১৪]
উত্তরঃ অভিকর্ষ।
৯। কোথায় বস্তুর ওপর পৃথিবীর কোনো আকর্ষণ থাকে না? [জে এস সি-১৫]
উত্তরঃ পৃথিবীর কেন্দ্রে।
১০। মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণ ‘g’ এর মান কত? [জে এস সি-১৪, ১৫, ১৫]
উত্তরঃ ৯.৮৩ মিটার/সেকেন্ড২ ।
১১। নির্দিষ্ট ভরের দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ হলে বলের কীরূপ পরিবর্তন হবে? [জে এস সি-১৫]
উত্তরঃ এক-চতুর্থাংশ হবে।
অষ্টম শ্রেণি- সমাজ
১১ তম অধ্যায়ঃ বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠী অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্য;
১। বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশের নৃগোষ্ঠীগুলো হলো—চাকমা, মারমা, ত্রিপুরা, ম্রো, তঞ্চঙ্গ্যা, বম, পাংখুয়া ও খুমি।
২। বাংলাদেশের উত্তর-পূর্বাংশের নৃগোষ্ঠীগুলো হলো—গারো, হাজং, কোচ, খাসি ও মনিপুরি।
৩। গারো, হাজং ও কোচ নৃগোষ্ঠীর লোকজন বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে বসবাস করে। [৩৭ তম বিসিএস]
৪। খাসি ও মনিপুরি নৃগোষ্ঠীর লোকজন সিলেট অঞ্চলে বসবাস করে।
৫। রাখাইনরা কক্সবাজার, পটুয়াখালি ও বরগুনা জেলায় বসবাস করে।
৬। বাংলাদেশের সবচেয়ে বড় নৃতাত্ত্বিক গোষ্ঠী হলো –চাকমা।
৭। চাকমারা বসবাস করে—রাঙ্গামাটি, বান্দরবান ওখাগড়াছড়ি জেলায়।
৮। চাকমাদের পাড়াকে বলে – আদাম।
৯। চাকমা সমাজ – পিতৃতান্ত্রিক।
১০। চাকমাদের চাষাবাদ পদ্ধতিকে ‘জুম’ বলা হয়।
১১। চাকমারা বৌদ্ধ ধর্মাবলম্বী।
১২। চাকমাদের সবচেয়ে জনপ্রিয় ও সর্ববৃহৎ উৎসবের না—‘বিজু’।
১৩। গারোরা বসবাস করে—ময়মনসিংহ, টাঙ্গাইল, নেত্রকোনা, শেরপুর, জামালপুর ও গাজীপুর।
১৮। গারোরা নিজেদের পরিচয় দিতে পছন্দ করে—‘মান্দি’ নামে।
১৯। গপরোদের সমাজ –মাতৃতান্ত্রিক।
২০। গারো সমাজের মূলে রয়েছে – মাহারি বা মাত্রিগোত্র।
২১। গারো সমাজে পাঁচটি দল রয়েছে। সাংমা, মারাক, মোমিন, শিরা ও আরেং।
২২। গারোদের আদি ধর্মের নাম – ‘সাংসারেক’।
২৩। গারোদের প্রধান দেবতার নাম – ‘তাতারা রাবুগা’।
২৪। গারোদের প্রধান উৎসবের নাম—‘ওয়াগালা’।
২৫। গারোদের ভাষার নাম –‘আচিক খুসিক’।
২৬। সাঁওতালরা বসবাস করে—রাজশাহী, রংপুর, দিনাজপুর ও বগুড়া জেলায়।
এ অধ্যায়ের জে এস সি পরীক্ষার বিগত প্রশ্ন যা বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসে;
১। বাংলাদেশে রাখাইনরা কোন ধর্মাবলম্বী ? (জে. এস. সি-২০১৬ )
উত্তরঃ বৌদ্ধ।
২। মারমারা কোন ধর্মাবলম্বী ? (জে. এস. সি- ১৬,১৬ )
উত্তরঃ বৌদ্ধ।
৩। মনিপুরি নৃগোষ্ঠীর লোকেরা কোন অঞ্চলে বসবাস করে? (জে. এস. সি- ১৬)
উত্তরঃ সিলেটে।
৪। চাকমা সমাজে রাজার পদটি নির্ধারিত হয় কীভাবে? (জে. এস. সি- ১৬)
উত্তরঃ বংশানুক্রমিক।
৫। মারমারা নববর্ষ উপলক্ষে কোন উৎসব পালন করে? (জে. এস. সি- ১৬)
উত্তরঃ সাংগ্রাই।
৬। ‘মারমা’ শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? (জে. এস. সি- ১৬)
উত্তরঃ ম্রাইমা থেকে।
৭। বৃহত্তর ময়মনসিংহ জেলায় বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম কী? (জে. এস. সি- ১৫)
উত্তরঃ গারো।
৮। কোন নৃগোষ্ঠীর লোকেরা ধর্মীয় ও লোকজ অনুষ্ঠাসে পাগড়ি পড়ে? (জে. এস. সি-১৫ )
উত্তরঃ রাখাইন।
৯। ‘সাংসারেক’ কাদের আদি ধর্ম? (জে. এস. সি- ১২,১৪,১৫)
উত্তরঃ গারোদের।
১০। ‘সাংগ্রাই’ উৎসব পালন করা হয় কখন? (জে. এস. সি- ১৫)
উত্তরঃ চৈত্র সংক্রান্তিতে।
১১। মাঘী পূর্ণিমার রাতে কিয়াং এর প্রাঙ্গনে ফানুস উড়ায় কোন নৃগোষ্ঠী? (জে. এস. সি- ১৫,১৫)
উত্তরঃ চাকমা।
১২। চাকমাদের শ্রেষ্ঠ উৎসবের নাম কী? (জে. এস. সি- ১২,১৩,১৫)
উত্তরঃ বিজু।
১৩। গারো, হাজং ও কোচ উপজাতীয়রা কোথায় বসবাস করে? (জে. এস. সি- ১৫)
উত্তরঃ ময়মনসিংহে।
অষ্টম শ্রেণি – বাংলা ব্যাকরণ
২ ম পরিচ্ছেদঃ ধ্বনি ও বর্ণ অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্য;
১। ধ্বনি ২ প্রকার। যথাঃ- ক. স্বরধধ্বনি খ. ব্যাঞ্জনধ্বনি।
২। মৌলিক স্বরধ্বনি—৭ টি। যথাঃ- অ, আ, ই, উ, এ, ও, অ্যা।
৩। বর্ণ ২ প্রকার। যথাঃ- ক. স্বরবর্ণ খ. ব্যঞ্জনবর্ণ।
৪। স্বরবর্ণ – ১১ টি। যথাঃ- অ, আ, ই, ঈ, উ, ঊ, ঋ, এ, ঐ, ও, ঔ।
৫। ব্যঞ্জনবর্ণ –৩৯ টি। যথাঃ- ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, ণ, ত, থ, দ, ধ, ন, প, ফ, ব, ভ, ম, য, র, ল, শ, ষ, স, হ, ড়, ঢ়, য়, ৎ, ং, ঃ, ঁ ।
৬। বাংলা বর্ণমালা মোট –৫০ টি। (স্বরবর্ণ ১১+ ব্যঞ্জনবর্ণ ৩৯ =৫০)
৭। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে – ’কার’ বলে।
৮। স্বরবর্ণের ‘কার’ চিহ্ন সংখ্যা—১০ টি। (শুধুমাত্র ‘অ’ বর্ণটির কোনো ‘কার’ নাই)।
৯। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে ‘ফলা’ বলে।
১০। ব্যঞ্জনবর্ণের ‘ফলা’ চিহ্ন সংখ্যা–৬ টি।(যথাঃ- ব-ফলা, ম-ফলা, য-ফলা, র-ফলা, ল-ফলা, ন/ণ- ফলা)।
এ অধ্যায়ের থেকে জে এস সি পরীক্ষার বিগত প্রশ্ন যা বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসে;
১। বাংলা বর্ণমালায় মোট কতটি বর্ণ রয়েছে? (জে. এস. সি- ১৬,১৪,১১)
উত্তরঃ ৫০ টি।
২। বাংলা বর্ণমালায় কতটি স্বরবর্ণ রয়েছে? (জে. এস. সি- ১৬,)
উত্তরঃ ১১ টি।
৩। বাংলা বর্ণমালায় কতটি ব্যাঞ্জনবর্ণ রয়েছে? (জে.এস. সি. – ১৬, ১০)
উত্তরঃ ৩৯ টি।
৪। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে? (জে.এস. সি. – ১২, ১০)
উত্তরঃ কার।
৫। ধ্বনি নির্দেশক চিহ্নকে কী বলে? (জে.এস. সি. – ১১, ১৩)
উত্তরঃ বর্ণ।
৬। মৌলিক স্বরধ্বণি কয়টি? (জে.এস. সি. – ১০, ১৫, ১৬)
উত্তরঃ ৭ টি।
৭। কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই? (জে.এস. সি. -১১, ১৪)
উত্তরঃ অ
৮। স্বরবর্ণের ‘‘কার’’ চিহ্ন কতটি? (জে.এস. সি. – ১৪, ১৫ )
উত্তরঃ ১০ টি।
৯। ব্যাঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে? (জে.এস. সি. – ১৪ )
উত্তরঃ ফলা।
১০। ব্যাঞ্জন বর্ণের ‘‘ফলা’’ চিহ্ন কতটি? (জে.এস. সি. – ১৪, ১৫, ১৬)
উত্তরঃ ৬ টি।
১১। যৌগিক স্বরধ্বনির প্রতীক কোনগুলো? (জে.এস. সি. – ১৫, ১০)
উত্তরঃ ঐ এবং ঔ
অষ্টম শ্রেণি- গণিত
১ ম অধ্যায়ঃ প্যাটার্ন অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্য;
১।মৌলিক সংখ্যা সহজেই নির্ণয় করা যায় –ইরাটোস্থিনিসের ছাঁকনির সাহায্যে।
২।কোনো প্যাটার্নে সাজানো সংখ্যাগুলোকে – ফিবোনাক্কি সংখ্যা বলে।
৩। গণিতের প্যাটার্ন পরিচিতি প্রদান করেন — সুইডিস গণিতবিদ উলফ গ্রিনেনদার।
৪। যে সংখ্যাকে ১ এবং ঐ সংখ্যা ছাড়া ভাগ করা যায় না তাকে — মৌলিক সংখ্যা বলে।
৫। সবচেয়ে ছোটো মৌলিক সংখ্যা হল – ২।
৬। মৌলিক সংখ্যা নির্ণয়ের একটি বিখ্যাত পদ্ধতি হলো – ইরাটোস্থিনিসের ছাঁকনি পদ্ধতি।
৭। ১ থেকে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে — ৮ টি।
৮। ১ থেকে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে – ১০ টি। [১০ম বিসিএস]
৯। ১ থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে – ১৫ টি
১০। ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে – ২৫ টি।
১১। ১ থেকে ১০০ পর্যন্ত ৩৪ টি সংখ্যাকে দুটি বর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যায়।
১২। ‘ ক’ ক্রমের ম্যাজিক সংখ্যা হবে – (ক(১+ক²))/২
এ অধ্যায়ের জে এস সি পরীক্ষার বিগত প্রশ্ন যা বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসে;
১। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনট? (জে. এস. সি.-১৪, ১৫, ১৬, ১৬)
উত্তরঃ ২ ।
২। ৩, ৯, ১৯, ৩৩ প্যাটার্নে পরবর্তী সংখ্যাটি কত? (জে. এস. সি.-১৬)
উত্তরঃ ৫১। ব্যাখ্যাঃ পার্থক্য- ৬, ১০, ১৪, সুতরাং পরবর্তী পার্থক্য হবে ১৮, এবং ৩৩+১৮=৫১।
৩। ১, ৪, ১০, ১৯, ৩১,……। তালিকার পরবর্তী সংখ্যাটি কত? (জে. এস. সি.-১৫, ১৬)
উত্তরঃ ৪৬। ব্যাখ্যাঃ পার্থক্য-৩, ৬, ৯, ১২, সুতরাং পরবর্তী পার্থক্য হবে ১৫, এবং ৩১+১৫=৪৬।
৪। ২, ৫, ৮, ১১, ১৪,………। তালিকার ১০ ম পদটি কত হবে? (জে. এস. সি.-১৪, ১৬)
উত্তরঃ ২৯। ব্যাখ্যাঃ প্যাটার্নের সাধারণ পদ=৩ক-১, সুতরাং ১০ম পদ=৩×১০-১=২৯।
৫। প্রথম ২০ টি স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? (জে. এস. সি.-১৪, ১৫, ১৬)
উত্তরঃ ৪০০। ব্যাখ্যাঃ প্রথম ২০ টি স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল হবে=(২০)২ =৪০০।
৬। ১ + ২ + ৩ + ৪ + ৫ + …………… + ২০ = কত?
উত্তরঃ ২১০। ব্যাখ্যাঃ যোগফল= ((প্রথমসংখ্যা+শেষসংখ্যা)×পদসংখ্যা)/২= ((১+২০)×২০)/২=২১০
৭। স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র কী? (জে. এস. সি.-১৪)
উত্তরঃ ((১ম পদ +শেষ পদ ) ×পদসংখ্যা)/২
৮। ৩০ থেকে ৫০ এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি? [জে এস সি-১৪]
উত্তরঃ ৫ টি। এন্ড্রয়েড অ্যাপ – জব সার্কুলার
৯। ১, ৩, ৫, ৭,……….তালিকার ৫০ তম সংখ্যা কত? [জে এস সি-১৪, ১৫]
উত্তরঃ ৯৯। ব্যাখ্যাঃ প্যাটার্নের সাধারণ পদ=২ক-১, সুতরাং ৫০ তম পদ=২×৫০-১=৯৯।
১০। ১০০ থেকে ১১০ পর্য্ন্ত মৌলিক সংখ্যা কতটি?
উত্তরঃ চারটি। যথাঃ- ১০১, ১০৩, ১০৭ ও ১০৯।
অষ্টম শ্রেণি – তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৫ ম অধ্যায়ঃ শিক্ষা ও দৈনন্দিন জীবনে ইন্টানেটের ব্যবহার অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্য;
১। GPS এর পূর্ণরূপ — Global Positioning System
২। সামাজিক যোগাযোগ মাধ্যম—ফেসবুক ও টুইটার।
৩। বাংলা সার্চ ইঞ্জিন হলো – পিপীলিকা।
৪। তথ্য খোঁজার জনপ্রিয় সাইট বা সার্চ ইঞ্জিন – (www.google.com)
৫। গাণিতিক বিভিন্ন সমস্যা সমাধানের সাইট হলো—(http://www.wolframalpha.com)
৬। E-Mail এর পূর্ণরূপ Electronic Mail
৭। ই-মেইলে পাঠানো যায় –লেখা, ছবি, ফাইল ও ডকুমেন্ট।
৮। বিশ্বব্যপী জনপ্রিয় ই-মেইলের সাইটগুলো হলো—ইয়াহু-মেইল সার্ভিস, জি-মেইল সার্ভিস।
৯। তারবিহীন ইন্টানেট সংযোগ সম্ভব- ওয়াইফাই ও ওয়াইম্যাক্স ব্যবহার করে। [৩৭ তম প্রিলিমিনারি]
১০। পথঘাট চিনতে অথবা রাস্তাঘাটের অবস্থান জানতে ব্যবহৃত হয়—জিপিএস।
১১। জিপিএসকে সংকেত পাঠায়—কৃত্রিম উপগ্রহ।
১২। Wi–Fi এর পূর্ণরূপ – Wireless Fidelity
৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান
৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান
৪২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান
৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান
৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান
৩৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান
৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান
৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান
৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান
৩৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান
৩৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান
৩৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান
৩২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান
৩১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান
৩০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান
২৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান
২৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান
২৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান
২৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান
২৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান
২৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান (বাতিল)
২৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান
২৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান
২২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান
২১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান
২০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান
১৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান
১৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান
১৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান
১৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান
১৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান
১৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান
১৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান
১২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান
১১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান
১০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান
ট্যাগঃ বিসিএস বই তালিকা সুশান্ত পাল, বিসিএস প্রিলিমিনারি বই তালিকা, বিসিএস প্রিলিমিনারি বই pdf, বিসিএস বুক লিস্ট, ৮ম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বহুনির্বাচনি প্রশ্ন ৩য় অধ্যায়, ৮ম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বহুনির্বাচনি প্রশ্ন ২য় অধ্যায়, বিসিএস প্রিলির জন্য সেরা বই, বিসিএস এর জন্য কোন বই ভালো