চাকরি প্রস্তুতি

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি থেকে বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় কম্পিউার ও তথ্যপ্রযু্ক্তি অংশ থেকে প্রতি বছর ১৫টি করে প্রশ্ন এসে থাকে। এই অংশ থেকে বিগত বছরের বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা কম্পিউটার ও তথ্যপ্রযুক্তির গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর সমাধান দেওয়া হলো।

বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি নিনজা টেকনিক- কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি সিলেবাস

প্রিলিমিনারি পরীক্ষার জন্য গুরুত্বপুর্ন প্রশ্নের বিষয়ভিত্তিক মডেল টেস্ট

সাধারণ জ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের মডেল টেস্ট

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি

১। MICR এর পূর্ণরূপ হলো–

ক.Magnetic Ink Character Region

খ.Magnetic Ink Character Resource

গ.Magnetic Ink Character Reader

ঘ.Magnetic Ink Character Recognition

উত্তরঃ 

২। কম্পিউটার প্রোগ্রামে, একই কাজ নির্দেশনা বারবার সম্পন্ন করার প্রক্রিয়াকে বলে–

ক.লুপিং

খ.ওভারল্যাপ

গ.ওভারলুপিং

ঘ.ওপরের কোনটিই নয়

উত্তরঃ 

৩। BIOS-এর পূর্ণরূপ কি?

ক.Basic Input Output Software

খ.Basic Input Output System

গ.British International Olimpic Socity

ঘ.Bangladesh International Olimpic Socity

উত্তরঃ 

৪। (10101) বাইনারি সংখ্যাটির দশমিক মান কত–

ক.12

খ.21

গ.121

ঘ.212

উত্তরঃ 

৫। LinkedIn এর ক্ষেত্রে কোনটি সঠিক?

ক.এটি একটি বিজনেস অরিয়েন্টেড সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস

খ.এটি ২০০২ সালে প্রতিষ্ঠিত

গ.২০০৬ সালে এটির সদস্যসংখ্যা ২০ মিলিয়নের অধিক হয়

ঘ.উপরের সবগুলোই

উত্তরঃ 

৬। নিচের কোনটি ইনপুট ডিভাইস?

ক.প্রিন্টার

খ.স্ক্যানার

গ.মনিটর

ঘ.ওপরের কোনটিই নয়

উত্তরঃ 

৭। কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদান প্রযুক্তিকে বলা হয়-

ক.ইন্টারকম

খ.ইন্টারনেট

গ.ই-মেইল

ঘ.ইন্টারসীড

উত্তরঃ 

৮। আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য হচ্ছে-

ক.বৃহৎ স্মৃতির আধার

খ.দ্রুত গতিতে প্রশ্ন সমাধান

গ.ভ্রমশূন্য ফলাফল

ঘ.উপরের সবগুলো

উত্তরঃ 

কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি ২০২৩ – গুরত্বপুর্ন প্রশ্ন ও উত্তর

সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৩ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণির বোর্ড বই থেকে বিসিএস ও অন্যান্য চাকরি পরীক্ষায় আসা প্রশ্ন ও উত্তর

সবচেয়ে বেশি বার বিসিএস ও অন্যান্য চাকরির পরীক্ষায় আসা পশ্ন ও উত্তর

সাধারন জ্ঞান থেকে বিসিএস ও অন্যান্য চাকরি পরীক্ষায় আসা প্রশ্ন ও উত্তর

৯। কম্পিউটারে স্ক্যানার যে ধরনের ডিভাইস–

ক.আউটপুট

খ.ইনপুট

গ.পাওয়ার সাপ্লাই

ঘ.কোনটিই নয়

উত্তরঃ 

১০। প্রথম তৈরি পারসনাল কম্পিউটারের নাম কি?

ক.অ্যালটেয়ার ৮৮৮৮

খ.অ্যালটেয়ার ৮৮০০

গ.অ্যালটেয়ার ৮৭৮৭

ঘ.অ্যালটেয়ার ৮০৮০

উত্তরঃ 

১১।   মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেয়ার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়? [৪০তম বিসিএস]

(ক) OMR

(খ) OCR

(গ) MICR

(ঘ) Scanner    

উত্তর: (গ) MICR

১২।   নিচের কোন প্রোগ্রামটি একটি সম্পূর্ণ কম্পিউটার প্রোগ্রামকে একবারে অনুবাদ ও সম্পাদন করে? [৪০তম বিসিএস]

(ক) Interpreter

(খ) Emulator

(গ) Compiler

(ঘ) Simulator

উত্তর: (গ) MICR

১৩।  নিচের কোনটি একই সাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে? [৪০তম বিসিএস]

(ক) Mouse                   

(খ) Microphone                      

(গ) Touch Screen                  

(ঘ) Printer

উত্তর: (গ) Touch Screen

১৪।   নিচের কোনটি Octal number নয়? [৪০তম বিসিএস]

(ক) 19                        

(খ) 77                             

(গ) 15                                 

(ঘ) 101          

উত্তর: (ক) 19

১৫। একটি রিলেশনাল ডাটাবেস মডেলে নিচের কোনটি দ্বারা Relation প্রকাশ করা হয়? [৪০তম বিসিএস]

(ক) Tuples

(খ) Attributes

(গ) Tables                           

(ঘ) Rows        

উত্তর: (গ) Tables

১৬।   Bluetooth কিসের উদাহরণ? [৪০তম বিসিএস]

(ক) Personal Area Network                                   

(খ) Local Area Network

(গ) Virtual Private Network                                               

(ঘ) কোনটিই নয়                      

উত্তর: (ক) Personal Area Network

১৭।   মোবাইল ফোনে কোন Mode- এ যোগাযোগ হয়? [৪০তম বিসিএস]

(ক) Simplex                 

(খ) Half-duplex                

(গ) Full-duplex                     

(ঘ) কোনটিই নয়

উত্তর: (গ) Full-duplex

১৮।   Time-shared OS –এর জন্য কোন scheduling policy সবচেয়ে ভাল? [৪০তম বিসিএস]

(ক) First come first serve

(খ) Round-robin                     

(গ) Shortest job first              

(ঘ) Last come first serve

উত্তর: (খ) Round-robin

১৯।   নিচের কোনটি ৫২(১৬) এর বাইনারী রূপ? [৪০তম বিসিএস]

(ক) 01010010(2)           

(খ) 01110011(2)                

(গ) 00001100(2)                    

(ঘ) 11110000(2)           

উত্তর: (ক) 01010010(2)    

২০।   প্রথম Web browser কোনটি? [৪০তম বিসিএস]

(ক) Netscape Navigator 

(খ) World Wide Web          

(গ) Internet Explorer             

(ঘ) Safari       

উত্তর: (খ) World Wide Web

২১। Social Networking Site- এ যোগাযোগে কোন media ব্যবহৃত হয়? [৪০তম বিসিএস]

(ক) Image/Video          

(খ) Audio                        

(গ) Text                              

(ঘ) উপরের সবগুলো

উত্তর: (ঘ) উপরের সবগুলো

২২।   Firewall কি protection দেবার জন্য ব্যবহৃত হয়? [৪০তম বিসিএস]

(ক) Fire attacks                                                   

(খ) Unauthorized access

(গ) Virus attacks                                                 

(ঘ) Data-driven attacks

উত্তর: (খ) Unauthorized access

২৩।   TV remote এর Carrier Frequency –র range কত? [৪০তম বিসিএস]

(ক) <100 MHZ             

(খ) <1 GHZ                      

(গ) < 2 GHZ                        

(ঘ) Infrared range এর

উত্তর: (ঘ) Infrared range এর

২৪।   CPU কোন address generate করে? [৪০তম বিসিএস]

(ক) Physical address 

(খ) Logical address               

(গ) Both-physical and logical address

(ঘ) উপরের কোনটি নয়

উত্তর: (খ) Logical address

২৫।   H.323 Protocol সাধারণত কি কাজে ব্যবহৃত হয়? [৪০তম বিসিএস]

(ক) File transfer            

(খ) VoIP                          

(গ) Data Security                  

(ঘ) File download

উত্তর: (খ) VoIP

২৬।   10101111 এর 1’s complement কোনটি? [৩৮তম বিসিএস]

(ক) 1111 1111             

(খ) 0000 0000                  

(গ) 0101 0000                     

(ঘ) 1100 0011 

উত্তর: (গ) 0101 0000

২৭।    কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়? [৩৮তম বিসিএস]

(ক) তামার তার               

(খ) কো-এক্সিয়াল ক্যাবল         

(গ) অপটিক্যাল ফাইবার              

(ঘ) ওয়্যারলেস মিডিয়া

উত্তর: (গ) অপটিক্যাল ফাইবার

২৮।   ই-মেইল গ্রহণ করার অধিক ব্যবহৃত প্রোটকল কোনটি? [৩৮তম বিসিএস]

(ক) POP3                    

(খ) POP9                         

(গ) HTML                           

(ঘ) SMTP

উত্তর: (ক) POP3

২৯।   কোনটি সঠিক নয়? [৩৮তম বিসিএস]

(ক) A + 0 = A               

(খ) A. 1=A                       

(গ) A+A’=1                          

(ঘ) A.A’=1

উত্তর: (ঘ) A.A’=1

৩০।   এক word কত বিট বিশিষ্ট হয়? [৩৮তম বিসিএস]

(ক) 8                          

(খ) 16                             

(গ) 4                                  

(ঘ) 2

উত্তর: (ক) 8

৩১।   ROM ভিত্তিক প্রোগ্রামের নাম কি? [৩৮তম বিসিএস]

(ক) malware                

(খ) irmware                      

(গ) virus                              

(ঘ) lip-lop

উত্তর: নেই

৩২।   একটি লজিক গেট – এর আউটপুট 1 হয় যখন এর সব ইনপুট 0 থাকে। এই গেটটি- [৩৮তম বিসিএস]

(ক) AND                     

(খ) OR                            

(গ) XOR                             

(ঘ) NAND

 উত্তর: (ঘ) NAND

৩৩।   কোনটি মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম? [৩৮তম বিসিএস]

(ক) Windows XP           

(খ) Windows 98                     

(গ) MS DOS                        

(ঘ) Windows 7

উত্তর: (গ) MS DOS

৩৪।   ডিস্ক ডিফ্রাগমেন্টেশান ব্যবহৃত হয়-[৩৮তম বিসিএস]

(ক) ভাইরাস ধ্বংসের জন্য                                          

(খ) খারাপ সেক্টরসমূহ পরীক্ষা করতে

(গ) ডিস্কের ফাইলগুলোকে পুনর্বিন্যস্ত করতে                      

(ঘ) ডিস্ক ফরমেট করতে

উত্তর: (গ) ডিস্কের ফাইলগুলোকে পুনর্বিন্যস্ত করতে

৩৫।   কোন সাইটটি কেনা-বেচার জন্য নয়? [৩৮তম বিসিএস]

(ক) ekhanei.com          

(খ) olx.com                      

(গ) google.com                     

(ঘ) amazon.com

উত্তর: (গ) google.com

৩৬।   কম্পিউটার নেটওয়ার্কে OSI মডেমের স্তর কয়টি? [৩৮তম বিসিএস]

(ক) ৭                          

(খ) ৫                               

(গ) ৯                                  

(ঘ) ৮

উত্তর: (ক) ৭

৩৭।   কোন প্রটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়? [৩৮তম বিসিএস]

(ক) TCP/IP                  

(খ) Novel netware             

(গ) Netbeui                       

(ঘ) Linux

উত্তর: (ক) TCP/IP

৩৮।   কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে? [৩৮তম বিসিএস]

(ক) $                          

(খ) #                               

(গ) &                                  

(ঘ) @

উত্তর: (ঘ) @

৩৯।   নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয়? [৩৮তম বিসিএস]

(ক) ফেসবুক                   

(খ) টুইটার                          

(গ) লিংকড ইন                       

(ঘ) উইকিপিডিয়া

উত্তর: (ঘ) উইকিপিডিয়া

৪০।   কম্পিউটার সিপিইউ (CPU)-এর কোন অংশ গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ করে? [৩৭তম বিসিএস]

(ক) এ. এল. ইউ (ALU)                                           

(খ) কন্ট্রোল ইউনিট (control unit)

(গ) রেজিস্টার সেট (Register set)                                

(ঘ) কোনোটিই নয়

উত্তর: (ক) এ. এল. ইউ (ALU)  

৪১।   “একটি ২(দুই) ইনপুট লজিক সেটের আউটপুট ∅ হবে, যদি এর ইনপুটগুলো সমান হয়”– এই উক্তিটি কোন সেটের জন্য সত্য? [৩৭তম বিসিএস]

(ক) AND                     

(খ) NOR

(গ) Ex-OR                      

(ঘ) OR

উত্তর: (গ) Ex-OR

৪২।   কোনটি অপারেটিং সিস্টেম নয়? [৩৭তম বিসিএস]

(ক) C                          

(খ) DOS                          

(গ) CP/M                            

(ঘ) XENIX

উত্তর: (ক) C

৪৩।    ক্লাউড সার্ভার নিচের কোনটিতে সবচেয়ে ভালো বর্ণনা করা সম্ভব? [৩৭তম বিসিএস]

(ক) নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত একাধিক কম্পিউটার সার্ভার      

(খ) একটি বিশাল ক্ষমতা সম্পন্ন কম্পিউটার সার্ভার

(গ) ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কম্পিউটিং সেবা দেয়া        

(ঘ) উপরের কোনোটিই নয়

উত্তর: (গ) ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কম্পিউটিং সেবা দেয়া

৪৪।   IPV6 এড্রেস কত বিটের? [৩৭তম বিসিএস]

(ক) ১২৮                      

(খ) ৩২                             

(গ) ১২                                

(ঘ) ৬

উত্তর: (ক) ১২৮

৪৫।   নিচের কোনটি ইনপুট ডিভাইস? [৩৭তম বিসিএস]

(ক) OMR                    

(খ) COM                         

(গ) Plotter                           

(ঘ) Monitor

উত্তর: (ক) OMR

৪৬।   ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্নকে নির্দিষ্ট করা যায়? [৩৭তম বিসিএস]

(ক) ২৫৬টি                    

(খ) ৪০৯৬টি                      

(গ) ৬৫৫৩৬টি                        

(ঘ) ৪২৯৪৯৬৭২৯৬টি

উত্তর: (গ) ৬৫৫৩৬টি

৪৭।   এনড্রয়েড অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? [৩৭তম বিসিএস]

(ক) এটির নির্মাতা গুগল                                                                                                           

(খ) এটি লিনাক্স (Linux) কার্নেল নির্ভর

(গ) এটি প্রধানত টাচস্ক্রিন মোবাইল ডিভাইসের জন্য তৈরি      

(ঘ) উপরের সবগুলো সঠিক

উত্তর: (ঘ) উপরের সবগুলো সঠিক

৪৮।   আইওএস (IOS) মোবাইল অপারেটিং সিস্টেমটি কোন প্রতিষ্ঠান বাজারজাত করে? [৩৭তম বিসিএস]

(ক) অ্যাপেল                   

(খ) গুগল                           

(গ) মাইক্রোসফট                      

(ঘ) আইবিএম

উত্তর: (ক) অ্যাপেল

৪৯।   EDSAC কম্পিউটার-এ ডাটা সংরক্ষণের জন্য কি ধরনের মেমরী ব্যবহার হতো? [৩৭তম বিসিএস]

(ক) RAM                    

(খ) ROM                         

(গ) Mercury Delay Lines        

(ঘ) Registers

উত্তর: (গ) Mercury Delay Lines

বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি নিনজা টেকনিক- বিষয়ভিত্তিক সিলেবাস

৫০।   ই-কমার্স সাইট amazon.com কত সালে প্রতিষ্ঠিত হয়? [৩৭তম বিসিএস]

(ক) ১৯৯০ সালে             

(খ) ১৯৮৮ সালে                  

(গ) ১৯৯৪ সালে                     

(ঘ) ১৯৯৮ সালে

উত্তর: (গ) ১৯৯৪ সালে

৫১।   ই-মেইল আদান প্রদানে ব্যবহৃত SMTP-এর পূর্ণরূপ কি? [৩৭তম বিসিএস]

(ক) Simple Message Transmission Protocol

(খ) Strategic Mail Transfer Protocol

(গ) Strategic Mail Transmission Protocol

(ঘ) Simple Mail Transfer Protocol

উত্তর: (ঘ) Simple Mail Transfer Protocol

৫২।   TCP দিয়ে কোনটি বোঝানো হয়? [৩৭তম বিসিএস]

(ক) প্রোগ্রাম                    

(খ) প্রোটোকল                     

(গ) প্রোগ্রামিং                          

(ঘ) ফ্লোচার্ট

উত্তর: (খ) প্রোটোকল

৫৩।   Push এবং Pop নিচের কার সাথে সম্পর্কিত? [৩৭তম বিসিএস]

(ক) Queue                   

(খ) Stack                         

(গ) Union                            

(ঘ) Array

৫৪।   ওয়াই-ফাই (Wi-Fi) নেটওয়ার্কে সংযোগের জন্য সংশ্লিষ্ট ডিভাইসটির সংযোগ মাধ্যম কোনটি? [৩৭তম বিসিএস]

(ক) তামার তার               

(খ) অপটিক্যাল ফাইবার          

(গ) তারহীন সংযোগ                 

(ঘ) উপরের সবকটি

উত্তর: (গ) তারহীন সংযোগ

৫৫।   নিচের কোন মেমোরীটি Non-volatile? [৩৬তম বিসিএস]

(ক) SRAM                   

(খ) DRAM                       

(গ) ROM                             

(ঘ) উপরের সবগুলো

উত্তর: (গ) ROM

৫৬।   নিচের কোনটি 3G Language নয়? [৩৬তম বিসিএস]

(ক) C                          

(খ) Java                          

(গ) Assembly Language         

(ঘ) Machine Language

উত্তর: গ, ঘ

৫৭।   নিচের কোন উক্তিটি সঠিক? [৩৬তম বিসিএস]

(ক) ১ কিলোবাইট = ১০২৪ বাইট                                

(খ) ১ মেগাবাইট = ১০২৪ বাইট

(গ) ১ কিলোবাইট = ১০০০ বাইট                                 

(ঘ) ১ মেগাবাইট = ১০০০ বাইট

উত্তর: (ক) ১ কিলোবাইট = ১০২৪ বাইট

৫৮।   Wi-fi কোন স্ট্যান্ডার্ড-এর উপর ভিত্তি করে কাজ করে? [৩৬তম বিসিএস]

(ক) IEEE 802.11          

(খ) EIEE 804.11               

(গ) IEEE 803.11                   

(ঘ) IFEE 806.11

উত্তর: (ক) IEEE 802.11

৫৯।   নিচের কোনটিতে সাধারণত ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয়? [৩৬তম বিসিএস]

(ক) WAN                                                           

(খ) Satellite Communication

(গ) MAN                                                           

(ঘ) TV রিমোর্ট কন্ট্রোলে

উত্তর: (ঘ) TV রিমোর্ট কন্ট্রোলে

৬০।   (1011)2+(0101)2=?[৩৬তম বিসিএস]

(ক) (1100)              

(খ) (11000)                 

(গ) (01100)2                     

(ঘ) কোনোটিই নয়

উত্তর: (ঘ) কোনোটিই নয়

৬১।   Wimax-এর পূর্ণরূপ কি? [৩৬তম বিসিএস]

(ক) Worldwide Interoperability for Microwave Access

(খ) Worldwide Internet for Microwave Access

(গ) Worldwide Interconnection for Microwave Access

উত্তর: (ক) Worldwide Interoperability for Microwave Access

৬২।   8086 কত বিটের মাইক্রো প্রসেসর? [৩৬তম বিসিএস]

(ক) 8                          

(খ) 16                             

(গ) 32                                 

(ঘ) উপরের কোনোটিই নয়

উত্তর: (খ) 16

৬৩। Mobile Phone-এর কোনটি input device নয়? [৩৬তম বিসিএস]

(ক) Keypad                 

(খ) Touch Screen              

(গ) Camera                         

(ঘ) Power Supply

উত্তর: (ঘ) Power Supply

৬৪।   নিচের কোনটি ডাটাবেজ language? [৩৬তম বিসিএস]

(ক) Oracle                   

(খ) C                              

(গ) MS-Word                       

(ঘ) কোনোটিই নয়

উত্তর: (ক) Oracle

৬৫।   কমিউনিকেশন সিস্টেমে গেটওয়ে কি কাজে ব্যবহার হয়? [৩৬তম বিসিএস]

(ক) বিভিন্ন নেটওয়ার্ক ডিভাইস সংযুক্ত করার কাজে

(খ) দুই বা তার অধিক ভিন্ন ধরনের নেটওয়ার্ককে সংযুক্ত করার কাজে

(ঘ) কোনোটিই নয়

উত্তর: (খ) দুই বা তার অধিক ভিন্ন ধরনের নেটওয়ার্ককে সংযুক্ত করার কাজে

৬৬।   নিচের কোনটি কম্পিউটারের প্রাইমারি মেমোরি? [৩৬তম বিসিএস]

(ক) RAM                    

(খ) Hard Disk                   

(গ) Pen drive                        

(ঘ) কোনোটিই নয়

উত্তর: (ক) RAM

৬৭।   Plotter কোন ধরনের ডিভাইস? [৩৬তম বিসিএস]

(ক) ইনপুট                     

(খ) আউটপুট                       

(গ) মেমোরি                           

(ঘ) উপরের কোনোটিই নয়

উত্তর: (খ) আউটপুট

৬৮।   কম্পিউটার সিস্টেম এ Scanner একটি কোন ধরনের যন্ত্র? [৩৫তম বিসিএস]

(ক) Input                     

(খ) Output                     

(গ) উভয়েই                           

(ঘ) কোনোটিই নয়

উত্তর: (ক) Input

৬৯।   কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে? [৩৫তম বিসিএস]

(ক) এ্যলুমিনিয়াম              

(খ) প্লাসটিক                      

(গ) সিলিকন                           

(ঘ) কোনোটিই নয়

উত্তর: (গ) সিলিকন

৭০।   Back up প্রোগ্রাম বলতে কী বোঝানো হয়? [৩৫তম বিসিএস]

(ক) নির্ধারিত ফাইল কপি করা                                      

(খ) আগের প্রোগ্রামে ফিরে যাওয়া

(গ) সবশেষ পরিবর্তন Undo করা                                 

(ঘ) কোনোটিই নয়

উত্তর: (ক) নির্ধারিত ফাইল কপি করা

৭১।   একটি প্রতিষ্ঠানে ডিভাইস ভাগাভাগি করে নেয়ার সুবিধা হলো ¾[৩৫তম বিসিএস]

(ক) অর্থ সাশ্রয়                 

(খ) সময় সাশ্রয়                   

(গ) স্থানের সাশ্রয়                      

(ঘ) উপরের সবকটি

উত্তর: (ঘ) উপরের সবকটি

৭২।   নিচের কোন সাইটটি কেনা-বেচার জন্য নয়? [৩৫তম বিসিএস]

(ক) ekhanei.com           

(খ) Olx.com                    

(গ) google.com                     

(ঘ) amazon.com

উত্তর: (গ) google.com

৭৩।   নিচের কোনটি ছাড়া Internet-এ প্রবেশ করা সহজ নয়? [৩৫তম বিসিএস]

(ক) Task bar                 

(খ) Notification area         

(গ) Menu bar                       

(ঘ) Web browser

উত্তর: (ঘ) Web browser

৭৪।   কম্পিউটার মেমোরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কি বলে? [৩৫তম বিসিএস]

(ক) Read-out                

(খ) Read from                 

(গ) Read                                       

(ঘ) উপরের সবগুলোই

উত্তর: (গ) Read

৭৫।   MICR-এর পূর্ণরূপ কি? [৩৫তম বিসিএস]

(ক) Magnetic Ink Character Reader                       

(খ) Magnetic Ink Code Reader

(গ) Magnetic Ink Case Reader                              

(ঘ) কোনোটিই নয়

উত্তর: (ক) Magnetic Ink Character Reader

৭৬।   নিচের কোনটি ডাটাবেজ ল্যাংগুয়েজ? [৩৫তম বিসিএস]

(ক) Data Definition Language                               

(খ) Data Manipulation Language

(গ) Query Language                                            

(ঘ) উপরের সবগুলোই

উত্তর: (ঘ) উপরের সবগুলোই

৭৭।   সোশ্যাল নেটওয়ার্কিং টুইটার কত সালে তৈরি হয়? [৩৫তম বিসিএস]

(ক) ২০০৪                     

(খ) ২০০৬                        

(গ) ২০০৩                            

(ঘ) ২০০৮

উত্তর: (খ) ২০০৬

৭৮। নিচের কোন স্মার্টফোন অপারেটিং সিস্টেমটি ওপেন সোর্স প্লাটফর্ম? [৩৫তম বিসিএস]

(ক) IOS                        

(খ) Windows phone          

(গ) Android                         

(ঘ) Symbian

উত্তর: (গ) Android

৭৯। মোবাইল কমিউনিকেশনে 4G-এর ক্ষেত্রে 3G এর তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য কি? [৩৫তম বিসিএস]

(ক) ভয়েস টেলিফোনি         

(খ) ভিডিও কল                   

(গ) মোবাইল টিভি                    

(ঘ) ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা

উত্তর: (ঘ) ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা

৮০। Oracle Corporation-এর প্রতিষ্ঠাতা কে? [৩৫তম বিসিএস]

(ক) Bill Gates                

(খ) Tim Cook                  

(গ) Andrew S Grove              

(ঘ) Lawrence J. Ellison

উত্তর: (ঘ) Lawrence J. Ellison

৮১।   প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে? [৩৫তম বিসিএস]

(ক) RAM                     

(খ) Clipboard                  

(গ) Terminal                        

(ঘ) Hard Disk

উত্তর: (ক) RAM

৮২।   পারসনাল কম্পিউটার যুক্ত করে নিচের কোনটি তৈরি করা যায়? [৩৫তম বিসিএস]

(ক) Supercomputer      

(খ) Network                    

(গ) Server                            

(ঘ) Enterprise

উত্তর: (খ) Network

৮৩।   The term PC means ¾[৩৪তম বিসিএস]

(ক) Private Computer     

(খ) Prime Computer         

(গ) Personal Computer          

(ঘ) Professional Computer

উত্তর: গ) Personal Computer

৮৪। ইন্টারনেট চালুর বছর ¾[৩৩তম বিসিএস]

(ক) ১৯৫৯                     

(খ) ১৯৬৫                        

(গ) ১৯৬৯                            

(ঘ) ১৯৮১

উত্তর: (গ) ১৯৬৯

৮৫।   মডেম –এর মধ্যে যা থাকে তা হলো-[৩২তম বিসিএস]

(ক) একটি মডুলেটর                                                 

(খ) একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর

(গ) একটি কোডেক                                                 

(ঘ) একটি এনকোডার

 উত্তর: (খ) একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর

৮৬।   কম্পিউটার ভাইরাস কি? [৩২তম বিসিএস]

(ক) একটি ক্ষতিকারক জীবাণু

(খ) একটি ক্ষতিকারক সার্কিট

(গ) একটি ক্ষতিকারক চৌম্বক ফ্লাক্স                                

(ঘ) একটি ক্ষতিকারক প্রোগ্রাম

উত্তর: (ঘ) একটি ক্ষতিকারক প্রোগ্রাম

৮৭।   কোনটি তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী? [৩২তম বিসিএস]

(ক) ওয়াইম্যাক্স               

(খ) সি-মস                         

(গ) ব্লু-টুথ                              

(ঘ) ব্রডব্যান্ড

উত্তর: (ক) ওয়াইম্যাক্স

৮৮।   অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে? [৩২তম বিসিএস]

(ক) প্রতিসরণ                    

(খ) বিচ্ছুরণ                      

(গ) অপবর্তন                          

(ঘ) অভ্যন্তরীণ প্রতিফলন

উত্তর: (ঘ) অভ্যন্তরীণ প্রতিফলন

৮৯।   BRTC-এর ইংরেজী পূর্ণরূপ কোনটি? [৩২তম বিসিএস]

(ক) Bangladesh Telephone Regulatory Commission

(খ) Bangladesh Telecommunication Regulatory Commission

(গ) Bangladesh Telecom Regulatory Commission

(ঘ) Bangladesh Telephone and Telegraph Regulatory Commission

উত্তর: (খ) Bangladesh Telecommunication Regulatory Commission

৯০।   কম্পিউটার টু কম্পিউটারে তথ্য আদান-প্রদান প্রযুক্তিকে বলা হয়[৩১তম বিসিএস]

(ক) ই-মেইল                    

(খ) ইন্টারকম                     

(গ) ইন্টারনেট                         

(ঘ) টেলিকমিউনিকেশন

উত্তর: (গ) ইন্টারনেট

৯১।   কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে বলা হয়- [৩০তম বিসিএস]

(ক) ই-মেইল                   

(খ) ইন্টারকম                      

(গ) ইন্টারনেট                         

(ঘ) টেলিগ্রাম

উত্তর: (গ) ইন্টারনেট

বাংলা ব্যাকরণ থেকে বিভিন্ন পরীক্ষায় বার বার আসা প্রশ্ন ও উত্তর

মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র, উপন্যাস, নাটক, গ্রন্থ, প্রবন্ধ, গল্প, গান, প্রামাণ্যচিত্র, ছোট গল্প

মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র, উপন্যাস, সাহিত্য থেকে বার বার আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক গুরত্বপুর্ন প্রশ্ন ও উত্তর- মুক্তিযুদ্ধ সাধারণ জ্ঞান

চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পত্রিকার নাম ও সম্পাদক তালিকা এবং সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

বিখ্যাত কবি সাহিত্যিকদের ছদ্মনাম ও উপাধি

চাকরির পরীক্ষায় আসা বিভিন্ন দিবসের তালিকা- জাতীয় ও আন্তর্জাতিক দিবস 

বিসিএস প্রস্তুতির জন্য বাংলা সাহিত্য থেকে কিছু গুরত্বপুর্ন প্রশ্নোত্তর – গুরুত্বপূর্ণ MCQ

বাংলা ভাষা ও সহিত্য থেকে ১০ ম থেকে ৪৩ তম বিসিএস পরীক্ষার সকল প্রশ্নোত্তর

৯২।কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে? [২৯তম বিসিএস]

(ক) RAM                     

(খ) ROM                        

(গ) হার্ডওয়্যার                        

(ঘ) সফ্‌টওয়্যার

উত্তর: (খ) ROM

৯৩।   পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটা তৈরি করে? [২৮তম বিসিএস]

(ক) কমপ্যাক, ১৯৮৫         

(খ) এপসন, ১৯৮১              

(গ) আইবিএম, ১৯৮৩               

(ঘ) অ্যাপল, ১৯৭৭

উত্তর: (খ) এপসন, ১৯৮১

৯৪।   ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটর কালচে অনুজ্জল যে লেখা ফুটে উঠে তা কিসের ভিত্তিতে তৈরী? [২৬তম বিসিএস]

(ক) এলইডি                    

(খ) আইসি                        

(গ) এলসিডি                          

(ঘ) সিলিকন চিপ

উত্তর: (ঘ) সিলিকন চিপ

৯৫।   কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে বলা হয়¾[২৪তম বিসিএস]

(ক) ইন্টারকম                   

(খ) ইন্টারনেট                     

(গ) ই-মেইল                           

(ঘ) ইন্টারসীড

উত্তর: (খ) ইন্টারনেট

৯৬।   ‘ল্যাপটপ’ কি? [২৪তম বিসিএস]

(ক) ছোট কুকুর                 

(খ) পর্বতারোহণ সামগ্রী          

(গ) বাদ্যযন্ত্র                           

(ঘ) ছোট কম্পিউটার

উত্তর: (ঘ) ছোট কম্পিউটার

৯৭।   কম্পিউটারে কোনটি নেই? [২৩তম বিসিএস]

(ক) স্মৃতি                      

(খ) বুদ্ধি বিবেচনা                  

(গ) দীর্ঘ সময় কাজ করার ক্ষমতা         

(ঘ) নির্ভুল কাজ করার ক্ষমতা

উত্তর: (খ) বুদ্ধি বিবেচনা

৯৮।   কম্পিউটার ভাইরাস হলো– [২১তম বিসিএস]

(ক) এক ধরনের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম                       

(খ) কম্পিউটারের যন্ত্রাংশে কোথাও শর্টসার্কিট

(গ) কম্পিউটারের যন্ত্রাংশের মধ্যে জমে থাকা ধূলা                

(ঘ) কম্পিউটারের কোনো যন্ত্রাংশ সার্কিটে ঢিলা কানেকশন

উত্তর: (ক) এক ধরনের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

ঢাকা মেট্রোরেল সম্পর্কে সকল প্রশ্ন ও উত্তর – মেট্রোরেল সাধারণ জ্ঞান

পদ্মা সেতু সম্পর্কে গুরুত্বপূর্ণ সকল প্রশ্ন ও উত্তর – পদ্মা সেতু সাধারণ জ্ঞান

আন্তর্জাতিক বিষয়াবলী

আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী MCQ – গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

৯৯।   কম্পিউটার কে আবিষ্কার করেন? [২০তম বিসিএস]

(ক) উইলিয়াম অটরেড        

(খ) ব্লেইসি প্যাসকেল             

(গ) হাওয়ার্ড এইকিন                 

(ঘ) অ্যাবাকাস

উত্তর: (গ) হাওয়ার্ড এইকিন

১০০।   কম্পিউটার সফটওয়্যারের জগতে নামকরা প্রতিষ্ঠান কোনটি? [১৯তম বিসিএস]

(ক) অলিভেটি                 

(খ) আইবিএম                     

(গ) অ্যাপেল ম্যাকিনটশ              

(ঘ) মাইক্রোসফট্

উত্তর: (ঘ) মাইক্রোসফট্

৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

৪২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

৩৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

৩৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

৩৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

৩৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

৩২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

৩১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

৩০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

২৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

২৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

২৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

২৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

২৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

২৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান (বাতিল)

২৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

২৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

২২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

২১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

২০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

১৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

১৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

১৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

১৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

১৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

১৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

১৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

১২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

১১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

১০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

বিসিএস কম্পিউটার ও তথ্য প্রযুক্তি pdf, বিসিএস কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বই, বিসিএস কম্পিউটার ও তথ্য প্রযুক্তি প্রশ্ন, বিসিএস কম্পিউটার ও তথ্য প্রযুক্তি সিলেবাস, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি mcq, বিসিএস বিজ্ঞান প্রশ্ন, বিসিএস বিজ্ঞান বই, বিসিএস বিজ্ঞান সাজেশন, বিসিএস কম্পিউটার ও তথ্য প্রযুক্তি pdf, বিসিএস কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বই, বিসিএস কম্পিউটার ও তথ্য প্রযুক্তি প্রশ্ন, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি অনার্স ২য় বর্ষ, প্রথম আবিষ্কৃত কম্পিউটারের নাম কি, বিশ্বের প্রথম কম্পিউটারের নাম কি এবং কম্পিউটার কত প্রকার, এনিয়াক কম্পিউটার কে আবিষ্কার করেন, কম্পিউটার কত সালে আবিষ্কার হয়, Mp3 কম্পিউটার ও তথ্য প্রযুক্তি pdf, বেসিক কম্পিউটার ও তথ্য প্রযুক্তি pdf, Professor’s কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি pdf, বিসিএস কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বই, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি প্রশ্ন, কম্পিউটার হ্যান্ড নোট, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি অনার্স ২য় বর্ষ, অগ্রদূত কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

Related Articles

Back to top button
error: