মেডিকেল

চোখের ছানি অপারেশনের পর যে নিয়মগুলি অবশ্যই মেনে চলবেন

ওষুধের মাধ্যমে চোখের ছানি চিকিৎসার কোনো সুযোগ নেই। ছানির একমাত্র চিকিৎসা হলো অপারেশন। অপারেশনের মাধ্যমে অস্বচ্ছ লেন্স বা ছানি অপসারণ করে সেখানে একটি কৃত্রিম লেন্স বসানো হয়।

তবে অনেক সময় সফল অস্ত্রোপচারের পরও রোগী ভালো দেখেন না বা নানান জটিলতার মুখোমুখি হন। একটু সাবধান থাকলেি এমন পরিস্থিতি এড়ানো সম্ভব হয়। ছানির অপারেশনের পর যে বিষয়গুলোতে সচেতন হওয়া প্রয়োজন, তার কয়েকটি হলো-

– অস্ত্রোপচারের পর কয়েক সপ্তাহ বিশেষ যত্ন দরকার। যেমন চোখে ঠিকঠাক ওষুধ দেওয়া, কালো চশমা পরা, চোখে পানি না দেওয়া বা উপুড় হয়ে কোনো কাজ না করা ইত্যাদি। এগুলো অবশ্যই যথাযথভাবে মেনে চলা উচিত।

এর মধ্যে চোখে পানি লাগানো বিশেষ করে ময়লা পানিতে চোখ ধোয়া বা গোসল করা হল খুবই বিপজ্জনক। এতে অনেক সময় চোখে সংক্রমণ দেখা দিতে পারে এবং স্থায়ীভাবে দৃষ্টি নষ্টও হয়ে যেতে পারে।

– যাদের ডায়াবেটিস আছে, তাদের অস্ত্রোপচার–পরবর্তী সময়ে কিছুটা বিশ্রামে থাকার কারণে বা হাঁটাহাঁটি না করতে পারার কারণে ডায়াবেটিস বেড়ে যেতে পারে। এই বিষয়টি খেয়াল রাখতে হবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখাটা এ সময়ে খুব গুরতপুর্ন। অনেকে মনে করেন, অস্ত্রোপচার শেষ, এখন ডায়াবেটিস বাড়লে ক্ষতি নেই। কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে চোখের ভালো নিরাময় হবে না।

– চার থেকে ছয় সপ্তাহ পর্জন্ত সাঁতার কাটা যাবে না। গোসল করা যাবে কিন্তু চোখে কোন প্রকার পানি লাগানো যাবে না।

– বাইরে গেলে অবশ্যই চোখের শিল্ড পরতে হবে।

– অস্বস্তি লাগলেও চোখ ডলাডলি করা যাবে না।

– পরিষ্কার ও স্বচ্ছ না দেখা পর্যন্ত চালকের আসনে বসা যাবে না।

– প্রথম কয়েক সপ্তাহ বাড়িতে হালকা হাঁটাহাঁটি করলেও অতিরিক্ত ব্যায়াম করা যাবে না ।

– চার সপ্তাহ পর্যন্ত চোখে কোনো ধরনের মেকআপ ব্যবহার করা যাবে না।

অস্ত্রোপচারের পর সামান্য অস্বস্তি, খসখস ভাব, লালচে চোখ, পানি পড়া, হালকা ঝাপসা দেখা স্বাভাবিক। তবে হঠাৎ প্রচণ্ড ব্যথা শুরু হলে বা চোখ অতিরিক্ত লাল দেখালে এবং দৃষ্টি কমে এলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। ছানি অস্ত্রোপচারের পর পুরোপুরি সুস্থ হতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগে। সুস্থ হবার ছয় সপ্তাহ পর আপনার চশমার পাওয়ারের জন্য চিকিৎসকের কাছে যেতে হবে।

https://bangla.minciter.com/2023/02/02/%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%96%e0%a7%87-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b2%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a3-%e0%a6%95%e0%a6%bf/

ট্যাগঃ চোখের ছানি অপারেশন খরচ কত ২০২২, চোখের ছানি অপারেশন ভিডিও, চোখের ছানি অপারেশন খরচ কত বাংলাদেশে, চোখ অপারেশনের পর কি খাওয়া নিষেধ, আমেরিকান চোখের লেন্সের দাম কত, চোখের ছানি দূর করার ড্রপ, চোখের ছানি অপারেশন খরচ কত ২০২১, চোখের ছানি অপারেশন কখন করতে হয়

Related Articles

Back to top button
error: