শিক্ষা

জিআরই কী? কেন, কোথায়, কখন, কীভাবে দিবেন?

জিআরই কী ধরনের পরীক্ষা:

বিদেশে উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে আবেদনকারীর দক্ষতা যাচাইয়ের জন্য বিশ্বে বহুল ব্যবহৃত পরীক্ষাটির নাম GRE (জিআরই)। এর পূর্ণরূপ হচ্ছে (Graduate Record Examination)।

বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য গ্র্যাজুয়েট রেকর্ড এক্সামিনেশনস (জিআরই) কাজে লাগে। এ ছাড়া ছয়টি বিষয়ে বিষয়ভিত্তিক জিআরই পরীক্ষা নেওয়া হয়।

জিআরই কখন দিতে হয়:

বছরের যেকোনো সময় পরীক্ষা দেওয়া যায়।

জিআরই দিতে কেমন খরচ হয়:

একাউন্ট খুলতে হবে www.gre.org তে গিয়ে। এটার জন্য রেজিস্ট্রেশন করতে খরচ পড়বে ২০৫ মার্কিন ডলার বা প্রায় সাড়ে ১৭ হাজার টাকা।। Credit Card এর মাধ্যমে পেমেন্ট করতে হয়।

https://bangla.minciter.com/2023/02/01/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%89%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%86%e0%a6%87%e0%a6%87%e0%a6%8f%e0%a6%b2/

জিআরই পরীক্ষায় কারা অংশ নেন:

সম্মান শ্রেণি উত্তীর্ণ যেকোনো শিক্ষার্থী, যাঁরা যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়তে ইচ্ছুক।

জিআরই কেন প্রয়োজন:

যুক্তরাষ্ট্র ও কানাডায় স্নাতকোত্তর পর্যায়ে উচ্চশিক্ষা, পিএইচডি গবেষণায় ভর্তির জন্য জিআরই প্রয়োজন।

জিআরই পরীক্ষার নম্বর কত:

৩৪০।

জিআরই পরীক্ষার সুবিধা:

নম্বরের ওপর ভিত্তি করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকে। এ ছাড়া ফলাফলের ভিত্তিতে বৃত্তি ও গবেষণা অনুদান পাওয়ার সুযোগ আছে।

জিআরই পরীক্ষার মেয়াদ:

পাঁচ বছর।

জিআরই পরীক্ষা কর্তৃপক্ষ:

যুক্তরাষ্ট্রের এডুকেশন টেস্টিং সার্ভিস (ইটিএস) জিআরই পরীক্ষার তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করে।

জিআরই আবেদনের প্রক্রিয়া:

জিআরই পরীক্ষার জন্য আপনাকে অনলাইনে নিবন্ধন করে নির্ধারিত দিনে নির্ধারিত কেন্দ্রে পরীক্ষা দিতে হবে।

জিআরই পরীক্ষার সময়:

৩ ঘণ্টা ৪৫ মিনিট।

জিআরই পরীক্ষার মডিউল:

জিআরই পরীক্ষার ৩টি প্রধান অংশ আছে—অ্যানালাইটিক্যাল রাইটিং, ভারবাল রিজনিং ও কোয়ান্টিটেটিভ রিজনিং।

জিআরই কোন কোন দেশের বিশ্ববিদ্যালয়ে লাগে?

যুক্তরাষ্ট্রের প্রায় সব বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য জিআরই স্কোর গ্রহণ করা হয়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ইয়েল বিশ্ববিদ্যালয়, কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে জিআরই স্কোর গুরুত্বপূর্ণ। জিআরই পরীক্ষায় ৩২০ বা এর বেশি স্কোর পেলে এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে এগিয়ে থাকা যায়। কোন কোন দেশের কোন কোন বিশ্ববিদ্যালয় বা ফেলোশিপ কর্তৃপক্ষ জিআরই স্কোর বিবেচনায় নেয়, তা আপনি জানতে পারবেন এই ওয়েবসাইট থেকে।

বিস্তারিত দেখুন অফিশিয়াল ওয়েবসাইটে

https://bangla.minciter.com/2023/02/01/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%89%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%83-%e0%a6%95%e0%a7%80%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac/

ট্যাগঃ জিআরই প্রস্তুতি বই, জিআরই প্রস্তুতি, Gre এর মেয়াদ কতদিন, জি আর ই রেজিস্ট্রেশন, জিয়ারি কি, GMAT meaning, জিম্যাট বই, জিম্যাট প্রস্তুতি

Related Articles

Back to top button
error: