দেশের মোবাইল ব্যাংকিং-এর ইতিহাসে এই প্রথম ডাক বিভাগের ডিজিটাল লেনদেন ‘নগদ’ নিয়ে আসলো সব থেকে কম খরচে ক্যাশ আউট করার সুবিধা। এখন মাত্র ৯ টাকা ৯৯ পয়সাতে (প্রতি হাজারে) ক্যাশ আউট করতে পারবেন ‘নগদ’ অ্যাপে আর ইউএসএসডি-তে ক্যাশ আউট করতে পারবেন ১২ টাকা ৯৯ পয়সায় (প্রতি হাজারে)। যেকোনো পরিমাণ ক্যাশ আউট-এর ক্ষেত্রে আনুপাতিক হারে চার্জ প্রযোজ্য। বিস্তারিত নিম্নোক্ত টেবিলে দেখুন । এবার কম খরচে লেনদেন করুন ইচ্ছেমত।
মাধ্যম | ক্যাশ আউট চার্জ – প্রতি হাজারে (ভ্যাট ছাড়া) | ক্যাশ আউট চার্জ – প্রতি হাজারে (ভ্যাট সহ) |
---|---|---|
অ্যাপ | ৯.৯৯ টাকা | ১১.৪৯ টাকা |
ইউএসএসডি | ১২.৯৯ টাকা | ১৪.৯৪ টাকা |
- সরকার নির্ধারিত ভ্যাট প্রযোজ্য
- অ্যাপ-এ ক্যাশ আউট চার্জ প্রতি হাজারে ১১.৪৯ টাকা (দুই দশমিক স্থান পর্যন্ত) দেখানো হয়েছে যেখানে প্রকৃত পরিমাণ ১১.৪৮৮৫ টাকা এবং ইউএসএসডি-তে চার্জ প্রতি হাজারে ১৪.৯৪ টাকা (দুই দশমিক স্থান পর্যন্ত) দেখানো হয়েছে যেখানে প্রকৃত পরিমাণ ১৪.৯৩৮৫ টাকা।
- উপরের শর্ত প্রসঙ্গে উল্লেখ্য যে, অ্যাপ, ইউএসএসডি (এসএমএস) এবং ‘নগদ’ ওয়েবসাইটে প্রদর্শিত চার্জসমূহের মধ্যে যদি কোন অসামঞ্জস্য পরিলক্ষিত হয়, তবে ‘নগদ’ ওয়েবসাইটে প্রদর্শিত চার্জটি অগ্রাধিকার পাবে।
- ফোর্বস এশিয়ার ‘১০০ ডিজিটাল তারকা’ তালিকায় বাংলাদেশি পরীমনি
- পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান বসানো হচ্ছে