তথ্য প্রজুক্তিসাম্প্রতিক খবর

নগদ এ এখন দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ

Last updated on September 21st, 2024 at 05:33 am

দেশের মোবাইল ব্যাংকিং-এর ইতিহাসে এই প্রথম ডাক বিভাগের ডিজিটাল লেনদেন ‘নগদ’ নিয়ে আসলো সব থেকে কম খরচে ক্যাশ আউট করার সুবিধা। এখন মাত্র ৯ টাকা ৯৯ পয়সাতে (প্রতি হাজারে) ক্যাশ আউট করতে পারবেন ‘নগদ’ অ্যাপে আর  ইউএসএসডি-তে ক্যাশ আউট করতে পারবেন ১২ টাকা ৯৯ পয়সায়  (প্রতি হাজারে)। যেকোনো পরিমাণ ক্যাশ আউট-এর ক্ষেত্রে আনুপাতিক হারে চার্জ প্রযোজ্য। বিস্তারিত নিম্নোক্ত টেবিলে দেখুন । এবার কম খরচে লেনদেন করুন ইচ্ছেমত।

মাধ্যমক্যাশ আউট চার্জ – প্রতি হাজারে
(ভ্যাট ছাড়া)
ক্যাশ আউট চার্জ – প্রতি হাজারে
(ভ্যাট সহ)
অ্যাপ৯.৯৯ টাকা১১.৪৯ টাকা
ইউএসএসডি১২.৯৯ টাকা১৪.৯৪ টাকা
  • সরকার নির্ধারিত ভ্যাট প্রযোজ্য
  • অ্যাপ-এ ক্যাশ আউট চার্জ প্রতি হাজারে  ১১.৪৯ টাকা (দুই দশমিক স্থান পর্যন্ত) দেখানো হয়েছে যেখানে প্রকৃত পরিমাণ ১১.৪৮৮৫ টাকা এবং ইউএসএসডি-তে চার্জ প্রতি হাজারে ১৪.৯৪ টাকা (দুই দশমিক স্থান পর্যন্ত) দেখানো হয়েছে যেখানে প্রকৃত পরিমাণ ১৪.৯৩৮৫ টাকা।
  • উপরের শর্ত প্রসঙ্গে উল্লেখ্য যে, অ্যাপ, ইউএসএসডি (এসএমএস) এবং ‘নগদ’ ওয়েবসাইটে প্রদর্শিত চার্জসমূহের মধ্যে যদি কোন অসামঞ্জস্য পরিলক্ষিত হয়, তবে ‘নগদ’ ওয়েবসাইটে প্রদর্শিত চার্জটি অগ্রাধিকার পাবে।

Related Articles

Back to top button
error: