দৈনন্দিন জীবন

যে কোন প্রতিযোগিতায় নির্বাচিতদের ইমেইলে যা লিখবেন!

নিচের এই ইমেইলটি লেখা হয়েছে একটি কেক বেকিং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নির্বাচিতদের জন্য।

ইমেইলে যা লিখবেন-

অভিনন্দন!

“প্রতিষ্ঠানের নাম” আয়জিত কেক বেকিং প্রতিযোগিতায় অংশগ্রহন করবার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে প্রথম রাউন্ডে অংশগ্রহনের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।  এই লক্ষে আপনাকে ১৮ তারিখ, ২০১৮ সকাল ১১.০০টায় এই ঠিকানায়-  “প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা” উপস্থিত থাকবার জন্য অনুরোধ করা হচ্ছে। উপস্থিতির দিন আপনি অবশ্যই আপনার নিজস্ব তৈরি করা একটি কেক আপনার সাথে আনবেন। আপনার তৈরি কেকটির বেকিং, ডিজাইন, স্বাদ, নতুনত্ব ও মানের উপর নির্ভর করে আপনাকে পরবর্তী পর্বের জন্য নির্বাচিত করা হবে। আপনি যদি পরবর্তী পর্বের জন্য নির্বাচিত না হন তবে “প্রতিষ্ঠানের নাম” এর পক্ষ থেকে আপনাকে একটি আকর্ষণীয় গিফট প্যাক প্রদান করা হবে।

  • কেকে কোন ধরনের অ-ভোজ্য পদার্থের ব্যবহার গ্রহণযোগ্য হবে না অন্যথায় প্রার্থী অযোগ্য নির্বাচিত হতে পারে।
  • কেক অবশ্যই নিজের বানানো হতে হবে।

My email, Gmail email, ইমেইল কত প্রকার ও কি কি, Create new email account, ইমেইল নাম্বার, জিমেইল আইডি, My email ID, ইমেইল একাউন্ট খুলুন, পরীক্ষার খাতায় ইমেইল লেখার নিয়ম, প্রফেশনাল ইমেইল লেখার নিয়ম, English email লেখার নিয়ম, বাংলায় ইমেইল লেখার নিয়ম hsc, একটি email দিয়ে অনেক গুলো লেখার নিয়ম pdf, ইমেইল লেখার নিয়ম ssc, Email লেখার নিয়ম jsc, বাংলা ২য় ইমেইল লেখার নিয়ম

যে কোন প্রতিযোগিতায় বিভিন্ন রাউন্ড যেভাবে সাজাবেন ও বিচারক প্যানেলের দায়িত্ব যা হবে!

কেক বেকিং ও ডিজাইনিং প্রতিযোগিতার আইডিয়া ও ফর্মের স্যাম্পল

Related Articles

Back to top button
error: