স্বাস্থ্য ও রূপ চর্চা

প্রিয়জনকে চুমু খাওয়ার যত উপকারিতা

প্রিয়জনকে চূমু দিলে শারীরিক চাহিদার থেকে বিশ্বাসের অঙ্গিকারই বেশি জায়গা পায়।

আপনি জানলে অবাক হবেন যে, চূমু খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্যও অনেক উপকারী। একাধিক শারীরিক সমস্যার সমাধান করে চূমু। এ কথা অনেক আগে থেকেই দাবি করেছেন ব্রিটিশ বিজ্ঞানীরা।

ব্রিটেনের ‘নিউরোসায়েন্স অ্যান্ড কগনিটিভ সায়েন্স’এর বিজ্ঞানীদের দাবি, চুমু খেলে উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, অবসাদের মতো একাধিক সমস্যার সমাধান হতে পারে।

গবেষণা অনুসারে, আধা ঘণ্টার চুম্বনে ৬৮ ক্যালোরি বার্ন হয়। এমনকি মার্কিন একদল গবেষকদের দাবি চূমু যদি বেশি তীব্র হয় তাহলে খুব দ্রুত শ্বাস-প্রশ্বাস চলে যা ৯০ ক্যালোরি পর্যন্ত ঝরতে পারে।

চূমুর স্বাস্থ্য উপকারিতা

মাসিকের ব্যথা কমে যায়

ব্রিটেনের বাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের মতে, প্রিয়জনকে চূমুর ফলে তার শরীরে অ্যান্ডরফিন হরমোন বেড়ে যায়, যা মাসিকের ব্যথা কমাতে সাহায্য করে।

মাইগ্রেনের ব্যথা কমে যেতে পারে

ব্রিটেনের ‘নিউরোসায়েন্স অ্যান্ড কগনিটিভ সায়েন্স’এর বিজ্ঞানীদের দাবি, চুমু খেলে মস্তিষ্কে অ্যান্ডরফিন হরমোনের ক্ষরণ হয় যা শরীরের ব্যথা-বেদনা কমাতে সাহায্য করে। চুমু তাই মাইগ্রেনের মতো মারাত্মক যন্ত্রণাও কমাতে পারে।

মানসিক চাপ কমে যায়

প্রিয়জনকে চুমুর সময় মস্তিষ্কে ডোপামিন আর সেরোটোনিন হরমোনের ক্ষরণ বাড়ে তাই অবসাদ ও দুশ্চিন্তা কমে তাড়াতাড়ি।

হৃদযন্ত্র ভালো থাকে

ব্রিটেনের বাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের মতে, চুমু হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। বিশেষজ্ঞদের মতে, উচ্চ রক্তচাপের মতো সমস্যাও দ্রুত নিয়ন্ত্রণে আনে চুমু।

অ্যালার্জির প্রকোপ কমে আসে

বিশেষজ্ঞদের মতে, চুমুর সময় আইজিই অ্যান্টিবডি কমে। এছাড়া হিস্টারিন হরমোনের ক্ষরণও কমে যায়। যার ফলে অ্যালার্জির প্রকোপও কমে।

ফুসফুস ভালো রাখে

চুমুর ফলে শক্তিশালী হয় ফুসফুস। নিয়মিত প্রিয়জনকে চুমু দিলে ফুসফুস সংক্রান্ত বিভিন্ন রোগ থেকে মুক্তি মেলে।

কঠিন রোগের ঝুঁকিও কমে যায়

প্রিয়জনকে চুমুর সময় মুখের ৩৪টি পেশী ও ১১২টি পস্ট্রুয়াল পেশী সক্রিয় হয়ে ওঠে। এর ফলে ফেসিয়াল পালসি, মাসকুলার ডিসটোনিয়ার মতো সমস্যায় আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে।

মুখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে

মুখ গহ্বরের স্বাস্থ্যর চুম্বন উপকারী। কারণ প্রিয়জনকে চুমুর সময় মুখের ভেতর প্রচুর পরিমাণে লালা নিঃসরণ হয়। একই সাথে মুখের ভেতরে নানা রকম উৎসেচক ক্ষরিত হয়।

সূত্র: জি নিউজ

ট্যাগঃ কপালে চুমু দিলে কি হয়, ছেলেদের কিভাবে কিস করতে হয়, লিপ কিস কেন করা হয়, কিভাবে কিস করলে মেয়েরা খুশি হয়, কোথায় কিস করলে কি হয়, কিস করলে কি বাচ্চা হয়, লিপ কিস করলে কি হয়, লিপ কিস দেওয়ার নিয়ম, লিপ কিস করলে কি হয়, চুমু খাওয়ার নিয়ম, ঠোঁটে চুমু খাওয়ার উপকারিতা, চুমু খাওয়ার অপকারিতা, চুমু খাওয়ার ছবি, Lip kiss এর উপকারিতা, লিপ কিস এর নিয়ম, চুমু খাওয়ার যত উপকারিতা bd-journal, প্রিয়জনকে চুমু খাওয়ার যত উপকারিতা

Related Articles

Back to top button
error: