
Last updated on March 23rd, 2025 at 12:34 pm
বেলের অনেক ঔষধি গুনাগুন আছে। কাঁচা বেল, পাকা বেল, বেলের পাতা, ফুল, ছাল ও মুল সবই অনেক উপকারী। বেলের পাতা, ছাল, ফুল ও মুল যথাক্রমে ব্যাথা, হার্ট, ডায়রিয়া ও হজমের জন্য ব্যাবহার হয়। পাকা বেলের শরবত খেতেও যেমন মজার শরীরের জন্যও তেমনই উপকারী। বেলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টস, প্রোটিন, বিটা-ক্যারোটিন, ভিটামিন, থিয়ামাইন, রিবোফ্লাভিন, খনিজ পদার্থ, ট্যানিন এবং ভিটামিন সি যা শরীরে নানান সমস্যার সমাধান দেয়।
বেল হৃদরোগ, কোলেস্টেরল নিয়ন্ত্রণ, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, টিবারকোলোসিস, হেপাটাইটিস, পেপটিক আলসার, পাইলস এবং আরও অনেক সমস্যা সমাধানে ব্যাবহার হয়। আসুন দেখে নেয়া যায় বেলের নানান বিস্ময়কর উপকারিতা।
- পাকা বেল চিনি পানির সঙ্গে মিশিয়ে শরবত করে খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় ও হজম সমস্যার সমাধান হয়।
- পাকা বেল ঘি এর সাথে মিশিয়ে খেলে হার্টের সমস্যার সমাধান হয়।
- উচ্চ রক্তচাপের রোগীরা নিয়মিত বেল ফল খেলে এই রোগ থেকে মুক্তি পায়।
- আয়ুর্বেদে বেল টিউবারকুলোসিস চিকিত্সার জন্য ব্যবহৃত হয়।
- বেলের শরবত মূত্রনালীর নানান রোগের সমাধান দেয়, আলসার নিরাময় করে, কোলেস্টরল নিয়ন্ত্রণ করে ও ক্যানসার প্রতিরোধ করে।
- পাকা বেল কুসুম গরম পানিতে মধুর সাথে মিশিয়ে খেলে রক্ত পরিষ্কার হয়।
- বেলে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা রক্তের শর্করা কমায় ও ডায়াবেটিস নিয়ন্ত্রন করে। বেলের পাতা ডায়াবেটিস রোগীদের জন্য বেশ কার্যকরী। বেল পাতা পুড়িয়ে তার ছাই দিয়ে দাঁত মাজলে মুখের র্দূগন্ধ দুর হয়।
- বেল ঠাণ্ডা জলে ভিজিয়ে মিছরি সহকারে পান করলে লিভারের সমস্যা দূর হয়।
- বেলে ট্যানিন নামে একটি রাসায়নিক দ্রব্য রয়েছে তাই বেল নিয়মিত খেলে ডায়রিয়ার রোগীরা সুস্থ হয়ে উঠে।
- মৃগী রোগের জন্য বেলের ফুল অনেক কার্যকরী।
- কাঁচা বেল পাইলস চিকিত্সার জন্য উপকারী।
- কচি কাঁচা বেল রোদে শুকিয়ে প্রতিদিন ১ কাপ পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খেতে হবে। এতে আমাশয় সম্পূর্ণ ভালো হয়।
- মধুর সাথে বেলের পাতার রস মিশিয়ে গেলে জ্বর ভালো হয়ে যায়।
বেল পাতার উপকারিতা, আমাশয়ে বেলের উপকারিতা, কাঁচা বেলের উপকারিতা, বেলের অপকারিতা, খালি পেটে বেল খাওয়ার উপকারিতা, বেলের উপকারিতা ও অপকারিতা, কত বেলের উপকারিতা, পাকা বেল খাওয়ার অপকারিতা
আরও পড়ুন –
ফ্ল্যাট কেনার আগে যে বিষয় গুলো খেয়াল রাখবেন
