দৈনন্দিন জীবন

৯৫ বছর বয়সী মাকে নিয়মিত দুধ-ভাত খাইয়ে দেন সন্তান

মায়ের মত আপন কে আছে এই দুনিয়ায়। সন্তানের প্রতি মায়ের অসীম ভালোবাসাকে মা প্রমান করে দেন গর্ভ ধারনের মাধ্যমেই তারপর তিলে তিলে গরে তুলেন সত্ত্ব ত্যাগ করে। মায়ের আশ্রয় তলেই সন্তান খুঁজে পায় প্রশান্তির ছোঁয়া।

এমন মাকে ভালবাসার বন্ধনে বেঁধে রেখে রেখেছেন ফরিদপুরের ছেলে চর টেপাখোলা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী তৈয়বুর রহমান স্বপন। ৯৫ বছর বয়সী মায়ের প্রিয় খাবার দুধ-ভাত আর কলা আর তাই প্রতিদিনই স্কুল থেকে ফিরে মায়ের মুখে তুলে দেন দুত-ভাতে কলা মেখে। বৃদ্ধ মাকে নিয়মিত গোসল করিয়ে দেন আর আর খেয়াল রাখেন ওষুধ সেবনের সময়ও।

স্বপনের তার মায়ের প্রতি এমন ভালোবাসাকে জানাই বিনম্র শ্রদ্ধা।

সুত্রঃ দৈনিক মাতৃকণ্ঠ

ঢাকা বাংলাদেশের সেরা ১৫ গাইনী বিশেষজ্ঞ ডাক্তার

Related Articles

Leave a Reply

Back to top button
error: