বাস সার্ভিস

মাগুরা টু ঢাকা পদ্মা সেতু হয়ে গোল্ডেন লাইন বাস সময়সূচি, ভাড়া

মাগুরা টু ঢাকা পদ্মা সেতু হয়ে গোল্ডেন লাইন বাস ভাড়া, মাগুরা টু ঢাকা পদ্মা সেতু হয়ে গোল্ডেন লাইন বাসের সময়সূচী, মাগুরা টু ঢাকা পদ্মা সেতু হয়ে গোল্ডেন লাইন বাস টিকিট কাউন্টার নাম্বার এবং অনলাইন টিকিট ।

খুলনা থেকে মাগুরা ভাড়া কত, সিলেট টু মাগুরা বাস, তুহিন পরিবহন মাগুরা, গোল্ডেন লাইন কাউন্টার মাগুরা, ফরিদপুর টু খুলনা বাস সার্ভিস, সাতক্ষীরা টু রাজশাহী বাস সার্ভিস

মাগুরা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা যেতে গোল্ডেন লাইন বাসের সময়সূচি ও ভাড়ার তালিকা বিস্তারিত জানুন এই পোস্টে।

পদ্মা সেতু দিয়ে ফরিদপুর থেকে সরাসরি গোল্ডেন লাইন পরিবহনের অল্প কিছু এসি এবং নন এসি বাস চলাচল করলেও মাগুরা থেকে সরাসরি ঢাকা ছেড়ে যাবে এমন বাস ছিলো না। আর তাই Golden Line Paribahan তাদের গাড়িবহরে যুক্ত হয়েছে AC – non AC বাস। যা মাগুরা ওয়াপদা থেকে ভাঙ্গা হয়ে পদ্মা সেতু পার হয়ে ঢাকা যাবে ।

বাংলাদেশের যে সকল জনপ্রিয় পরিবহন সেবা রয়েছে গোল্ডেন লাইন পরিবহন তার মধ্যে অন্যতম। পরিবহনটি অনেক দিন যাবদ ঢাকা থেকে ফরিদপুর তথা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় নিয়মিত চলাচল করে আসছে। এই পরিবহনটির এসি ও নন এসি পরিবহন পরিসেবা আছে। প্রধান বৈশিষ্ট্য বিবেচনা করলে এই পরিবহনে লাক্সারিয়াস সিট ব্যবস্থা আছে, ভালো ফিনিশিং আছে ও আধুনিক মডেলের গাড়ি আছে। যাত্রীদের জন্য অতিরিক্ত কিছু সুবিধা হচ্ছে এই পরিবহনে আংশিক ভাড়ার পরিমাণ কম আর যাত্রী পরিষেবা আন্তরিকতার সহিত প্রদান করে।

তবে চলুন এক নজরে দেখে নেই “মাগুরা থেকে সায়দাবাদ” AC এবং non AC বাস চলাচলের সময়সূচি।

মাগুরা টু ঢাকা সায়দাবাদ বাস সময়সূচিঃ

সময়সূচি – বাসের ধরণ
সকাল ০৬ঃ০০ মিনিট – নন এসি
এরপর সকাল ০৭ঃ০০ মিনিট – নন এসি
সকাল ০৮ঃ০০ মিনিট – নন এসি
সকাল ১০ঃ০০ মিনিট – নন এসি

দুপুর ১২ঃ৩৯ মিনিট – এসি
দুপুর ০২ঃ০০ মিনিট – নন এসি
বিকাল ০৪ঃ০০ মিনিট – নন এসি
বিকাল ০৪ঃ৩০ মিনিট – নন এসি
সন্ধা ০৬ঃ০০ মিনিট – নন এসি
রাত ০৮ঃ০০ মিনিট – নন এসি

সময়সূচি সংক্রান্ত এই তথ্য যদি আপনার যাতায়াতে সুবিধা করে তবে এটি শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন।

মাগুরা টু ঢাকা পদ্মা সেতু হয়ে গোল্ডেন লাইন বাস ভাড়া

মাগুরা টু ঢাকা (পদ্মাসেতু হয়ে) ভাড়া নির্ধারিত হয়েছে নন এসি ৫৫০ টাকা এবং এসি ৭০০ টাকা।

আর এই বাস সায়দাবাদ পর্যন্ত যাবে।

সকল বাস সার্ভিস, রুট, যোগাযোগের নম্বর, টিকিট বুকিং 2024

মাগুরা থেকে ঢাকা এবং ঢাকা থেকে মাগুরা যেতে চাইলে বাসের সময়সূচি, ভাড়ার তথ্য, কাউন্টার যোগাযোগ নাম্বার ইত্যাদি তথ্য জানতে https://bangla.minciter.com/ ওয়েবসাইটে প্রবেশ করে “ভ্রমণ” ক্যাটাগরিতে ক্লিক করুন।


Related Articles

Back to top button
error: