চাকরি প্রস্তুতি

সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী MCQ – গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর বা এমসিকিউ নিয়ে এখানে আলোচনা করা হলো। আন্তর্জাতিক বিষয়াবলী থেকে বিসিএস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন কমন আসতে দেখা যায়। আশা করি আপনাদের উপকারে আসবে। আন্তর্জাতিক বিষয়াবলী থেকে বার বার আসা প্রশ্ন ও সাম্প্রতিক সাধারণ জ্ঞান গুলো এক পলক দেখে নিন।

বিসিএস প্রস্তুতি A টু Z- বিষয়ভিত্তিক সিলেবাস, প্রশ্নোত্তর, মডেল টেস্ট, তথ্য, এমসিকিউ

আন্তর্জাতিক বিষয়াবলী MCQ

প্রশ্ন ১। সার্ক দেশগুলোর মধ্যে আয়তনে ক্ষুদ্রতম দেশ-

ক. নেপাল

খ. ভুটান

গ. শ্রীলংকা

ঘ. মালদ্বীপ

উত্তর: ঘ. মালদ্বীপ

প্রশ্ন ২। কোনটি সার্কভুক্ত দেশের রাজধানী নয়?

ক. ঢাকা

খ. কাঠমান্ডু

গ. ব্যাংকক

ঘ. থিম্পু

উত্তর: গ. ব্যাংকক

প্রশ্ন ৩। পেনাং কোন দেশের সমুদ্র বন্দর?

ক. ইন্দোনেশিয়া

খ. মালয়েশিয়া

গ. তাইওয়ান

ঘ. ফিলিপাইন

উত্তর: খ. মালয়েশিয়া

প্রশ্ন ৪। কোনটি দক্ষিণ এশিয়ার দেশ নয়?

ক. আফগানিস্তান

খ. মায়ানমার

গ. মালদ্বীপ

ঘ. ভুটান

উত্তর: খ. মায়ানমার

https://bangla.minciter.com/2023/03/11/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80-2/

প্রশ্ন ৫। দক্ষিণ চীন সাগরে চীন নাইন ড্যাশ দেয় কবে?

ক. ১৯৪৭ সালে

খ. ১৯৯৯ সালে

গ. ২০১৮ সালে

ঘ. ২০১৯ সালে

উত্তর: ক. ১৯৪৭ সালে

প্রশ্ন ৬। Which is the capital city of Pakistan?

ক. Islamabad

খ. Rawalpindi

গ. Lahore

ঘ. Karachi

উত্তর: ক. Islamabad

প্রশ্ন ৭। তক্ষশীলা কোন দেশে অবস্থিত?

ক. ভারতে

খ. পাকিস্তানে

গ. শ্রীলংকায়

ঘ. আফগানিস্তানে

উত্তর: খ. পাকিস্তানে

প্রশ্ন ৮। পাকিস্তান কত সালে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায়? ক. ১৯৯৭ সালে

খ. ১৯৯৮ সালে

গ. ১৯৯৯ সালে

ঘ. ২০০০ সালে

উত্তর: খ. ১৯৯৮ সালে

প্রশ্ন ৯। সোয়াত উপত্যকা কোন দেশে?

ক. পাকিস্তান

খ. ভারত

গ. আফগানিস্তান

ঘ. ইরান

উত্তর: ক. পাকিস্তান

১০। ‘Global Terrorism Index’ 2014 অনুযায়ী বিশ্বে সর্বাপেক্ষা ঝুঁকিপূর্ণ রাষ্ট্র —

ক.সিরিয়া

খ.ইরাক

গ.সুদান

ঘ.সোমালিয়া

উত্তরঃ 

১১। ১৯৮৯ থেকে ওজনস্তর বিষয়ক মন্ট্রিল প্রটোকল কতবার সংশোধন করা হয়?

ক.৫

খ.৮

গ.৪

ঘ.৭

উত্তরঃ 

১২। বর্তমান বিশ্বের কোন দেশটির সংবিধানকে ‘ শান্তি সংবিধান ‘ বলা হয় ?

ক.জাপান

খ.পেরু

গ.কোস্টারিকা

ঘ.সুইজারল্যান্ড

উত্তরঃ 

১৩। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব-পশ্চিম দ্বন্দের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোটটির নাম ছিল–

ক.কমিন্টার্ন

খ.কমেকন

গ.কমিনফর্ম

ঘ.কোনোটিই নয়

উত্তরঃ 

১৪। বিশ্ব প্রানী দিবস হচ্ছে —

ক.৪ অক্টোবর

খ.২৩ অক্টোবর

গ.২৯ জুন

ঘ.১১ ফেব্রুয়ারি

উত্তরঃ 

১৫। বর্তমান বিশ্বে ‘নিউ সিল্ক রোড ‘এর প্রবক্তা—

ক.জাপান

খ.ভারত

গ.আফগানিস্তান

ঘ.চীন

উত্তরঃ 

১৬। পূর্ব সতর্কতা ছাড়াই কোন দুর্যোগ সংঘটিত হয়?

ক.বন্যা

খ.ভূমিকম্প

গ.খরা

ঘ.ঘূর্ণিঝড়

উত্তরঃ 

১৭। ব্রিকসের সর্বশেষ শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়–

ক.রাশিয়া

খ.ব্রাজিল

গ.ভারত

ঘ.দক্ষিন আফ্রিকা

উত্তরঃ 

১৮। ১৯৮২ সালের সমূদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের সীমা হবে ভিত্তি রেখা হতে—

ক.২০০ নটিকেল মাইল

খ.৩০০ নটিকেল মাইল

গ.৩৫০ নটিকেল মাইল

ঘ.৪৫০ নটিকেল মাইল

উত্তরঃ 

১৯। জলবায়ূ পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোন দেশটি সমুদ্রের গভীরে মন্ত্রিসভার বৈঠক করেছে?

ক.ফিজি

খ.গোয়াম

গ.পাপুয়া নিউগিনি

ঘ.মালদ্বীপ

উত্তরঃ 

২০। সার্ক দেশগুলোর মধ্যে আয়তনে ক্ষুদ্রতম দেশ-
ক. নেপাল
খ. ভুটান
গ. শ্রীলংকা
ঘ. মালদ্বীপ
উত্তর: ঘ. মালদ্বীপ

মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র, উপন্যাস, নাটক, গ্রন্থ, প্রবন্ধ, গল্প, গান, প্রামাণ্যচিত্র, ছোট গল্প

মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র, উপন্যাস, সাহিত্য থেকে বার বার আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক গুরত্বপুর্ন প্রশ্ন ও উত্তর- মুক্তিযুদ্ধ সাধারণ জ্ঞান

চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পত্রিকার নাম ও সম্পাদক তালিকা এবং সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

বিখ্যাত কবি সাহিত্যিকদের ছদ্মনাম ও উপাধি

চাকরির পরীক্ষায় আসা বিভিন্ন দিবসের তালিকা- জাতীয় ও আন্তর্জাতিক দিবস 

বিসিএস প্রস্তুতির জন্য বাংলা সাহিত্য থেকে কিছু গুরত্বপুর্ন প্রশ্নোত্তর – গুরুত্বপূর্ণ MCQ

বাংলা ভাষা ও সহিত্য থেকে ১০ ম থেকে ৪৩ তম বিসিএস পরীক্ষার সকল প্রশ্নোত্তর

বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় বার বার আসা গুরুত্বপূর্ণ Phrase and Idioms

ঢাকা মেট্রোরেল সম্পর্কে সকল প্রশ্ন ও উত্তর – মেট্রোরেল সাধারণ জ্ঞান

পদ্মা সেতু সম্পর্কে গুরুত্বপূর্ণ সকল প্রশ্ন ও উত্তর – পদ্মা সেতু সাধারণ জ্ঞান

মানসিক দক্ষতা থেকে গুরত্বপুর্ন বিসিএস প্রশ্ন ও উত্তর (প্রিলিমিনারি ও লিখিত)

কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি ২০২৩ – গুরত্বপুর্ন প্রশ্ন ও উত্তর

সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৩ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণির বোর্ড বই থেকে বিসিএস ও অন্যান্য চাকরি পরীক্ষায় আসা প্রশ্ন ও উত্তর

সবচেয়ে বেশি বার বিসিএস ও অন্যান্য চাকরির পরীক্ষায় আসা পশ্ন ও উত্তর

২১. বার্বাডােস কবে প্রজাতন্ত্রে পরিণত হয়?

ক) ২৫ নভেম্বর ২০২১

খ) ২৭ নভেম্বর ২০২১

গ) ৩০ নভেম্বর ২০২১

ঘ) ২ ডিসেম্বর ২০২১

উত্তর : ৩০ নভেম্বর ২০২১

২২. ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে সংযুক্ত আরব আমিরাত সফর করেন কে?

ক) এরিয়েল শ্যারন

খ) নাফতালি বেনেত

গ) ড্যাভিড বেন গুরিয়ন

ঘ) আইজাক রবিন

উত্তর : নাফতালি বেনেত

আরো : কাকে ‘ফুটবলের রাজা’ বলা হয়

২৩. জার্মানির প্রথম নারী প্ররাষ্ট্রমন্ত্রীর নাম কী?

ক) বেয়ার্বেল বাস

খ) উরসুলা ভন ডার লেন

গ) আনালিনা বেয়ারবক

ঘ) আলেসান্দ্রা গ্যালােনি

উত্তর : আনালিনা বেয়ারবক

২৪. ২০২১ সালের ৭০তম মিস ইউনিভার্স কে?

ক) জোজিবিনি তুনজি

খ) স্টেফানি গুতেরেস

গ) ভানেসা পন্সে দে লিওন

ঘ) হরনাজ সান্ধু

উত্তর : হরনাজ সান্ধু

২৫. ২০২২ সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটালস্থান কোনটি?

ক) রিয়াদ (সৌদি আরব)

খ) তিবিলিসি (জর্জিয়া)

গ) বাগদাদ (ইরাক)

ঘ) গুয়াদালাজারা (মেক্সিকো)

উত্তর : গুয়াদালাজারা (মেক্সিকো)

২৬. জাতিসংঘ ঘােষিত ২০২২ সালনিত্বের কোন বর্ষ?

ক) International Year of Basic Sciences for Sustainable Development

খ) International Year of Glass

গ) International Year of Artisanal Fisheries and Aquaculture

ঘ) ওপরের সবগুলাে

উত্তর : ওপরের সবগুলাে

২৭. দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ নিউ ক্যালিডােনিয়া কোন দেশের অন্তর্ভুক্ত?

ক) নিউজিল্যান্ড

খ) অস্ট্রেলিয়া

গ) ফ্রান্স

ঘ) যুক্তরাষ্ট্র

উত্তর : ফ্রান্স

২৮. নিম্নের কোন দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী উভয়েই নারী?

ক) বার্বাডােস

খ) ফিনল্যান্ড

গ) নরওয়ে

ঘ) গিনি বিসাউ

উত্তর : বার্বাডােস

২৯. ১৭ ডিসেম্বর ২০২১ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) অনুমােদিত নবম টিকার নাম কী?

ক) Sputnik-V

খ) Moderna

গ) Covovax

ঘ) Covishield

উত্তর : Covovax

সরকার ও রাষ্ট্রপ্রধান

৩০. জার্মানির বর্তমান চান্সেলর কে?

ক) ওলাফ শলৎজ

খ) অ্যাঞ্জেলা মার্কেল

গ) ক্যাথেরিন হাইমানস

ঘ) লরেন্স দে কার্স

উত্তর : ওলাফ শলৎজ

৩১. বার্বাডােসের প্রথম নারী প্রেসিডেন্ট কে?

ক) সালােমে জোরাবিসভিলি

খ) সান্দ্রা ম্যাসন

গ) পলা মে উইক

ঘ) মিয়া আমর মােটলি

উত্তর : সান্দ্রা ম্যাসন

৩২. হন্ডুরাসের প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হন কে?

ক) কাজা কালাস

খ) শিওমারা কাস্ত্রো

গ) জ্যানেট ইয়েলেন

ঘ) সাহলে ওয়ার্ক জাউদি

উত্তর : শিওমারা কাস্ত্রো

৩৩. সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী কে?

ক) নাটালিয়া গারভিলিটা

খ) সিনডি কিরাে

গ) ম্যাগডালেনা অ্যান্ডারসন

ঘ) লিজ ট্রাস

উত্তর : ম্যাগডালেনা অ্যান্ডারসন

সংস্থা-সংগঠন

৩৪. ১ জানুয়ারি ২০২২ G7’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?

ক) ইমানুয়েল ম্যাক্রে (ফ্রান্স)

খ) ওলাফ শলজ (জার্মানি)

গ) জো বাইডেন (যুক্তরাষ্ট্র)

ঘ) বরিস জনসন (যুক্তরাজ্য)

উত্তর : ওলাফ শলজ (জার্মানি)

৩৫. ইউনিসেফ’র নতুন নির্বাহী পরিচালক কে?

ক) জেমস গ্রান্ট

খ) রাইটিস পলাউসকাস

গ) হেনরিয়েটা এইচ ফোর

ঘ) ক্যাথরিন এম রাসেল

উত্তর : ক্যাথরিন এম রাসেল

৩৬. ইন্টারপােলের বর্তমান সদস্য কত?

ক) ১৯২টি

খ) ১৯৩টি

গ) ১৯৪টি

ঘ) ১৯৫টি

উত্তর : ১৯৫টি

৩৭. ২৩ নভেম্বর ২০২১ কোন দেশ ইন্টারপােলের ১৯৫তম সদস্যপদ লাভ করে?

ক) নাউরু

খ) বতসােয়ানা

গ) মাইক্রোনেশিয়া

ঘ) জাম্বিয়া

উত্তর : মাইক্রোনেশিয়া

৩৮. আন্তর্জাতিক উন্নয়ন সমিতির (IDA) বর্তমান সদস্য কত?

ক) ১৭১টি

খ) ১৭২টি

গ) ১৭৩টি

ঘ) ১৭৪টি

উত্তর : ১৭৪টি

৩৯. ৩ নভেম্বর ২০২১ কোন দেশ IDA’র ১৯৫তম সদস্যপদ লাভ করে?

ক) বুলগেরিয়া

খ) ব্রাজিল

গ) চীন

ঘ) মালদ্বীপ

উত্তর : বুলগেরিয়া

সম্মেলন

৪০. ১৩তম ASEM শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?

ক) ২২-২৩ নভেম্বর ২০২১

খ) ২৫-২৬ নভেম্বর ২০২১

গ) ১-২ ডিসেম্বর ২০২১

ঘ) ৩-৪ ডিসেম্বর ২০২১

উত্তর : ২৫-২৬ নভেম্বর ২০২১

৪১. ১৩তম ASEM শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

ক) ব্রিসবেন, অস্ট্রেলিয়া

খ) জেনেভা, সুইজারল্যান্ড

গ) ওসাকা, জাপান

ঘ) নমপেন, কম্বােডিয়া

উত্তর : নমপেন, কম্বােডিয়া

রিপাের্ট সমীক্ষা

৪২. ২০২১ সালের টাইম বর্ষসেরা ব্যক্তিত্ব হন কে?

ক) গ্রেটা থানবার্গ (সুইডেন)

খ) অ্যাঞ্জেলা মার্কেল (জার্মানি)

গ) শেখ হাসিনা (বাংলাদেশ)

ঘ) ইলন মাস্ক (দক্ষিণ আফ্রিকা)

উত্তর : ইলন মাস্ক (দক্ষিণ আফ্রিকা)

৪৩. ২০২১ সালে বিশ্বের শীর্ষ প্রভাবশালী নারী কে?

ক) ম্যাকেঞ্জি স্কট (যুক্তরাষ্ট্র)

খ) সামিয়া সুলুহু হাসান (তানজানিয়া)

গ) ক্রিস্টিন লাগার্দ (ফ্রান্স)

ঘ) কমলা হ্যারিস (যুক্তরাষ্ট্র)

উত্তর : ম্যাকেঞ্জি স্কট (যুক্তরাষ্ট্র)

৪৪. বর্তমানে চাল আমদানিতে শীর্ষ দেশ কোনটি?

ক) চীন

খ) বাংলাদেশ

গ) ফিলিপাইন

ঘ) নাইজেরিয়া

উত্তর : চীন

৪৫. চাল আমদানিতে বাংলাদেশের অবস্থান কত?

ক) প্রথম

খ) দ্বিতীয়

গ) তৃতীয়

ঘ) চতুর্থ

উত্তর : দ্বিতীয়

ক্রীড়াঙ্গন

৪৬. ২০২১ সালের Ballon d’Or বিজয়ী কে?

ক) নেইমার

খ) রােনালদো

গ) রবার্ট লেভান্ডভােস্কি

ঘ) লিওনেল মেসি

উত্তর : লিওনেল মেসি

৪৭. পেশাদার ফুটবলে সবচেয়ে বেশি গােলের অধিকারী কে?

ক) ক্রিস্টিয়ানাে রােনালদো

খ) পেলে

গ) লিওনেল মেসি

ঘ) রােমারিও

উত্তর : ক্রিস্টিয়ানাে রােনালদো

৪৮. ২৩ নভেম্বর ২০২১ মেয়েদের ওয়ানডে ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেন কোন বাংলাদেশি?

ক) রিতু মনি

খ) রুমানা আহমেদ

গ) সালমা খাতুন

ঘ) শারমিন আক্তার সুপ্তা

উত্তর : শারমিন আক্তার সুপ্তা

৪৯. ২০২১ সালের স্বাধীনতা কাপ ফুটবলে চ্যাম্পিয়ন কোন দল?

ক) আবাহনী লিমিটেড

খ) বসুন্ধরা কিংস

গ) সাইফ স্পাের্টিং ক্লাব

ঘ) মােহামেডান স্পাের্টিং ক্লাব

উত্তর : আবাহনী লিমিটেড

৫০. টেস্টে এক ইনিংসে ১০ উইকেটের অধিকারী কোন ক্রিকেটার?

ক) জিম লেকার

খ) অনিল কুম্বলে

গ) এজাজ প্যাটেল

ঘ) ওপরের সকলেই

উত্তর : ওপরের সকলেই

৫১। কোনটি সার্কভুক্ত দেশের রাজধানী নয়?
ক. ঢাকা
খ. কাঠমান্ডু
গ. ব্যাংকক
ঘ. থিম্পু
উত্তর: গ. ব্যাংকক

৫২। পেনাং কোন দেশের সমুদ্র বন্দর?
ক. ইন্দোনেশিয়া
খ. মালয়েশিয়া
গ. তাইওয়ান
ঘ. ফিলিপাইন
উত্তর: খ. মালয়েশিয়া

৫৩। কোনটি দক্ষিণ এশিয়ার দেশ নয়?
ক. আফগানিস্তান
খ. মায়ানমার
গ. মালদ্বীপ
ঘ. ভুটান
উত্তর: খ. মায়ানমার

৫৪। দক্ষিণ চীন সাগরে চীন নাইন ড্যাশ দেয় কবে?
ক. ১৯৪৭ সালে
খ. ১৯৯৯ সালে
গ. ২০১৮ সালে
ঘ. ২০১৯ সালে
উত্তর: ক. ১৯৪৭ সালে

৫৫। Which is the capital city of Pakistan?
ক. Islamabad
খ. Rawalpindi
গ. Lahore
ঘ. Karachi
উত্তর: ক. Islamabad

৫৬। তক্ষশীলা কোন দেশে অবস্থিত?
ক. ভারতে
খ. পাকিস্তানে
গ. শ্রীলংকায়
ঘ. আফগানিস্তানে
উত্তর: খ. পাকিস্তানে

৫৭। পাকিস্তান কত সালে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায়? ক. ১৯৯৭ সালে
খ. ১৯৯৮ সালে
গ. ১৯৯৯ সালে
ঘ. ২০০০ সালে
উত্তর: খ. ১৯৯৮ সালে

৫৮। সোয়াত উপত্যকা কোন দেশে?
ক. পাকিস্তান
খ. ভারত
গ. আফগানিস্তান
ঘ. ইরান
উত্তর: ক. পাকিস্তান

৫৯। ভুটানের জনগণ সে দেশের ইতিহাসে প্রথমবারের মতো কখন ভোটাধিকার প্রয়োগ করেন?
ক. জানুয়ারি ২০০৮
খ. জুন ২০০৬
গ. এপ্রিল ২০০৭
ঘ. মে ২০০৮
উত্তর: ঘ. মে ২০০৮

৬০। ভুটানের রাজধানী কী?
ক. থিম্পু
খ. কাঠমান্ডু
গ. গ্যাংটক
ঘ. কলম্বো
উত্তর: ক. থিম্পু

৬১। ফ্যাসিবাদের অগ্রদূত কে?
ক. মুসোলিনী
খ. হিটলার
গ. নিতসে
ঘ. বিসমার্ক
উত্তর: গ. নিতসে

৬২। অনুরাধাপুর কোথায় অবস্থিত?
ক. ভুটান
খ. বাংলাদেশ
গ. শ্রীলংকা
ঘ. ভারত
উত্তর: গ. শ্রীলংকা

৬৩। OPEC থেকে কোন দেশ নিজেকে প্রত্যাহার করে নেয় ?
ক. নাইজেরিয়া
খ. লিবিয়া
গ. ভেনিজুয়েলা
ঘ. কাতার
উত্তর: ঘ. কাতার

৬৪। শ্রীলংকার রাজধানী-
ক. হ্যানয়
খ. কলম্বো
গ. রেঙ্গুন
ঘ. সায়গন
উত্তর: খ. কলম্বো

৬৫। নেপালের রাজতন্ত্রের বিলুপ্তি ঘটে কোন সালে?
ক. ২০০৫
খ. ২০০৬
গ. ২০০৭
ঘ. ২০০৮
উত্তর: ঘ. ২০০৮

৬৬। কোন দেশটি বলকান স্টেটের অন্তর্ভুক্ত নয়? ক. আলবেনিয়া
খ. সার্বিয়া
গ. হাঙ্গেরি
ঘ. লাটভিয়া
উত্তর: ঘ. লাটভিয়া

৬৭। ২০০৭ সালে নেপালে কত বছরের পুরনো রাজতন্ত্রের বিলোপ ঘটে?
ক. ২৩৫ বছর
খ. ২৪০ বছর
গ. ২৪৬ বছর
ঘ. ২৩৮ বছর
উত্তর: খ. ২৪০ বছর

৬৮। নেপালে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় কোন সালে?
ক. ১৯৯০
খ. ২০০৭
গ. ২০০৮
ঘ. ১৯৯১
উত্তর: গ. ২০০৮

৬৯। নিচের কোন দেশটি তাদের সংবিধানে প্রেসিডেন্টের মেয়াদ বিষয়টি তুলে দিয়েছে?
ক. কিউবা ও উত্তর কোরিয়া
খ. রাশিয়া ও চীন
গ. রাশিয়া ও কিউবা
ঘ. চীন ও উত্তর কোরিয়া
উত্তর: ঘ. চীন ও উত্তর কোরিয়া

৭০। কোন দেশ সমুদ্রে তলিয়ে যাওয়ার আশঙ্কায় অন্য দেশে জমি ক্রয়ের চিন্তা করছে?
ক. মালদ্বীপ
খ. শ্রীলংকা
গ. ফিজি
ঘ. কোনোটি নয়
উত্তর: ক. মালদ্বীপ

৭১। মধ্য এশিয়ার কোন দেশটির সঙ্গে আফগানিস্তানের সীমান্ত নেই?
ক. তুর্কেমেনিস্তান
খ. তাজিকিস্তান
গ. উজবেকিস্তান
ঘ. কাজাকিস্তান
উত্তর: ঘ. কাজাকিস্তান

৭২। আফগানিস্তানের কোন জাতিগোষ্ঠীর সদস্যরা সংখ্যাগরিষ্ঠ?
ক. পশতুন
খ. তাজিক
গ. উজবেক
ঘ. কুর্দি
উত্তর: ক. পশতুন

৭৩। পৃথিবীর সর্বোচ্চ বুদ্ধমূর্তিটি কোথায় অবস্থিত ছিল?
ক. সিংহল
খ. তিব্বত
গ. জাপান
ঘ. আফগানিস্তান
উত্তর: ঘ. আফগানিস্তান

৭৪। কান্দাহার কোন দেশের শহর?
ক. কাজাকিস্তান
খ. আফগানিস্তান
গ. ইরান
ঘ. কিরগিস্তান
উত্তর: খ. আফগানিস্তান

৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

৪২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

৩৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

৩৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

৩৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

৩৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

৩২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

৩১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

৩০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

২৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

২৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

২৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

২৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

২৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

২৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান (বাতিল)

২৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

২৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

২২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

২১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

২০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

১৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

১৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

১৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

১৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

১৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

১৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

১৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

১২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

১১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

১০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

৭৫। যে শহরটি আফগানিস্তানের মধ্যে অবস্থিত নয়-
ক. হেরাত
খ. কান্দাহার
গ. কোয়াটা
ঘ. সাজার-ই শরীফ
উত্তর: গ. কোয়াটা

৭৬। আফগানিস্তান থেকে রাজতন্ত্র উৎখাত হয়ে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক. ১৯৭২
খ. ১৯৭৩
গ. ১৯৭৯
ঘ. ১৯৮৯
উত্তর: খ. ১৯৭৩

৭৭। ভিয়েতনাম কোন দেশ থেকে স্বাধীনতা লাভ করে?
ক. ব্রিটেন
খ. পর্তুগাল
গ. ফ্রান্স
ঘ. স্পেন
উত্তর: গ. ফ্রান্স

৭৮। ভারতের প্রথম মহিলা প্রতিরক্ষামন্ত্রী কে ছিলেন?
ক. নির্মলা সীতারাম
খ. ইন্দিরা গান্ধী
গ. সোনিয়া গান্ধী
ঘ. প্রতিভা পাতিল
উত্তর: খ. ইন্দিরা গান্ধী

৭৯। “What Happened” গ্রন্থের রচয়িতা?
ক. বারাক ওবামা
খ. হিলারি ক্লিনটন
গ. অং সান সুচি
ঘ. ফ্রান্সিস ফুকুয়ামা
উত্তর: খ. হিলারি ক্লিনটন

৮০। মালদ্বিপের মুদ্রার নাম কি ?
ক) ডলার
খ) লিরা
গ) রুপিয়া
ঘ) রুপি

উত্তর গ। রুপিয়া

বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলী pdf, বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলী সিলেবাস, বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলী প্রশ্ন, বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলী বই, বিসিএস বাংলাদেশ বিষয়াবলী বই, বিসিএস বাংলাদেশ বিষয়াবলী pdf, বিসিএস বাংলাদেশ বিষয়াবলী সিলেবাস, বিসিএস বাংলাদেশ বিষয়াবলী প্রশ্ন, আন্তর্জাতিক প্রশ্ন ২০২২, বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলী pdf, বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলী সিলেবাস, বিসিএস বাংলা সাহিত্য প্রশ্ন, সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী pdf, বিসিএস প্রশ্ন ব্যাংক, বাংলা বিসিএস প্রশ্ন, বাংলাদেশ বিষয়াবলি বিসিএস প্রশ্ন, আন্তর্জাতিক প্রশ্ন ২০২২, বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলী pdf, বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলী সিলেবাস, বিসিএস বাংলা সাহিত্য প্রশ্ন, সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী pdf, বিসিএস প্রশ্ন ব্যাংক, বাংলা বিসিএস প্রশ্ন, বিসিএস প্রশ্ন সমাধান, আন্তর্জাতিক বিষয়াবলী mcq pdf, আন্তর্জাতিক সাধারণ জ্ঞান ২০২২, আন্তর্জাতিক বিষয়াবলী বিসিএস, বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলী সিলেবাস, সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী ২০২২, আন্তর্জাতিক সাধারণ জ্ঞান ২০২১, সাম্প্রতিক আন্তর্জাতিক সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক বিষয়াবলী pdf

Related Articles

Back to top button
error: