চাকরি প্রস্তুতি

সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৩ বাংলাদেশ বিষয়াবলী (Updated)

সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৩ বাংলাদেশ বিষয়াবলী। বিসিএস, ব্যাংক, প্রাইমারি পরীক্ষা, রাবি, জাবি, চবি, গুচ্ছ ভর্তি পরীক্ষায় সহ বিভিন্ন পরীক্ষায় সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৩ থেকে প্রশ্ন আসে। তাই সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৩ বাংলাদেশ বিষয়াবলী প্রশ্ন সবোর্চ্চ কমন পেতে এই পোস্টি পড়ুন।

সাম্প্রতিক সাধারণ জ্ঞান মার্চ ২০২৩, সাম্প্রতিক সাধারণ জ্ঞান এপ্রিল ২০২৩, সাম্প্রতিক সাধারণ জ্ঞান pdf, সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৩ pdf download, সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৩ জানুয়ারি।

সাধারণ জ্ঞান মডেল টেস্ট – বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি

সাধারণ জ্ঞান থেকে পরীক্ষায় বার বার আসা প্রশ্নের মডেল টেস্ট – ৪৫ তম বিসিএস

গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৩ বাংলাদেশ বিষয়াবলী- প্রশ্ন ও উত্তর-

৯ জানুয়ারি ২০২৩ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন পণ্যকে কৃষিজাত পণ্য নির্বাচিত করার ঘোষণা দেন?- পাট ।

শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি কোথায় স্থাপিত হবে? – রংপুর ।

মেট্রোরেল কোন মন্ত্রণালয়ের অধীন? – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়

শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি কোথায় স্থাপিত হবে? – জামালপুর ।

নবনির্বাচিত রাষ্ট্রপতি কোন সেক্টরে যুদ্ধ করেন?- ৭নং

বাংলাদেশ সংবিধানের কত অনুচ্ছেদে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান রয়েছে?- ১২৩ নং”

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন আইন, ২০২৩ অনুযায়ী BPSC – কিভাবে গঠিত হবে? – ১ জন সভাপতি এবং অন্যূন ৬ জন ও অনূর্ধ্ব ২০ সদস্যের সমন্বয়ে।

বাংলাদেশ জনগনের প্রত্যক্ষ ভোটে কয়টি রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে?- ৩টি

রাষ্টপতির কার্যালয় বিভাগ কয়টি?- ২টি

বর্তমানে কত সালের আইনের অধীনে রাষ্টপতি নির্বাচন অনুষ্ঠিত হয়?- ১৯৯১

২০২৩ সালে ভাষা আন্দোলনে একুশে পদক পেয়েছে কতজন? -৩জন

জাতীয় সংসদে ‘সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল, ২০২৩’ পাস হয় কবে? – ২৪ জানুয়ারি ২০২৩।

২০২৩ সালে গবেষণায় একুশে পদক কে লাভ করেছেন? মোঃআবুল মজিদ

২০২৩ সালে কতজন ব্যক্তি একুশে পদক পেয়েছেন?- ১৯জন

মন্ত্রী সভায় মোট নারী সদস্য কতজন রয়েছেন? ৫জন

বাংলাদেশ সিটি অব পিস কোথায় অবস্থিত? পারস্য উপসাগরে

৫৩ বছরের রেকর্ড ভেঙে দেশে সর্বোচ্চ ১৫ হাজার ৬০৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে কত তারিখে- ১৭ এপ্রিল, ২০২৩।

দেশের মানুষের গড় আয়ূ কমে কত হয়েছে? – ৭২.৩ বছর। পুরুষ ৭০.৬, নারী ৭৪.১ বছর- বিবিএস।

বাংলাদেশের নতুন মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রথম বই কোনটি?- ‘এগিয়ে যাবে বাংলাদেশ’। বইটির প্রকাশক আগামী প্রকাশনী।

বর্তমান প্রধান তথ্য কমিশনার কে?- ডক্টর আবদুল মালেক

বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটির নাম কী?- বানৌজা শেখ হাসিনা

বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটি কোথায় অবস্থিত?- পেকুয়া, কক্সবাজার

দেশের প্রথম জাতীয় ব্রাউজারের নাম কী?- তর্জনী

উড়াল ও পাতাল পথের সমন্বয়ে নির্মিতব্য MRT Line-1 এর দৈর্ঘ্য কত?- ৩১.২৪১ কিমি ।

দেশের প্রথম পাতাল রেলের ডিপো কোথায় নির্মাণ করা হচ্ছে?- নারায়ণগঞ্জের রূপগঞ্জের পিতলগঞ্জে।

১২ ফেব্রুয়ারি ২০২৩ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইতিহাসে প্রথম নারী প্যারেড কমান্ডার হিসেবে প্যারেড পরিচালনা করেন কে?- ড. সালমা সিদ্দিকা।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (BIDS) পোস্ট ইনুমারেশন চেক (PEC) প্রতিবেদন অনুযায়ী, প্রবাসী বাদ দিয়ে বাংলাদেশের জনসংখ্যা কত?- ১৬,৯৮,২৮,৯১১ জন।

বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হামিদ সেনানিবাস কোথায় অবস্থিত? মিঠামইন, কিশোরগঞ্জ ।

মিরপুর-কালশী ফাইওভারের দৈর্ঘ্য কত?- ২.৩৪ কিমি ।

পদ্মা সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেনের বাণিজ্যিক চলাচল শুরু হবে কবে? – ১ নভেম্বর ২০২৩।

মার্চ ২০২৩ কোন দেশ বাংলাদেশে দূতাবাস চালুর ঘোষণা দেয়?- মেক্সিকো

ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন উদ্বোধন করা হয় কবে?- ১৮ মার্চ ২০২৩

১৭ মার্চ ২০২৩ দেশের প্রথম কলেজ হিসেবে মোবাইল অ্যাপ চালু করে কোন প্রতিষ্ঠান?- সরকারি রাজেন্দ্র কলেজ

প্রিলিমিনারি পরীক্ষার জন্য গুরুত্বপুর্ন প্রশ্নের বিষয়ভিত্তিক মডেল টেস্ট

সাধারণ জ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের মডেল টেস্ট

বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি?- ১১০টি

২৬ ফেব্রুয়ারি ২০২৩ দেশের ১১০তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন পায় কোনটি?- বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজি, খুলনা

নিম্নের কোন ধানের জাতটি ডায়াবেটিক ধান নামে পরিচিতি পেয়েছে?- ব্রি ধান-১০৫

২২ ফেব্রুয়ারি ২০২৩ কৃষি মন্ত্রণালয় কোন পণ্যকে কৃষিপণ্য ঘোষণা করে? পাট

৪ মার্চ ২০২৩ কোন স্থল বন্দরে ই-গেট উদ্বোধন করা হয়?- বেনাপোল

“বিশেষ সাহিত্য পুরস্কার- ২০২৩” দেয়া হয় কাকে?- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে। অবদান: বঙ্গবন্ধুর ৩টি বইয়ের জন্য, বই ৩টি হলো: অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা ও আমার দেখা নয়াচীন, পুরস্কার দেয়া হয়: দিল্লী, ভারত, যৌথভাবে পুরস্কার গ্রহণ করেন: রামেন্দু মজুমদার ও মফিদুল হক।

বর্তমানে দেশে ইলিশের অভয়াশ্রম—৬টি।

ইলিশের ষষ্ঠ অভয়াশ্রম—বরিশাল।

বাংলাদেশের নবনির্বাচিত প্রেসিডেন্ট ( রাষ্ট্রপতি) এর নাম কি? – মো: সাহাবুদ্দিন

দেশের প্রথম স্মার্ট উপজেলা – শিবচর, মাদারীপুর

মুজিবনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে – মেহেরপুর

কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি ২০২৩ – গুরত্বপুর্ন প্রশ্ন ও উত্তর

সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৩ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণির বোর্ড বই থেকে বিসিএস ও অন্যান্য চাকরি পরীক্ষায় আসা প্রশ্ন ও উত্তর

সবচেয়ে বেশি বার বিসিএস ও অন্যান্য চাকরির পরীক্ষায় আসা পশ্ন ও উত্তর

সাধারন জ্ঞান থেকে বিসিএস ও অন্যান্য চাকরি পরীক্ষায় আসা প্রশ্ন ও উত্তর

GDP-এর চূড়ান্ত হিসাব ২০২১-২২ অনুযায়ী, মাথাপিছু আয় – ২,৭৯৩ টাকা

‘আমার জীবননীতি আমার রাজনীতি ‘ গ্রন্থের রচয়িতা – মো: আবদুল হামিদ

সম্প্রতি বাংলাদেশে আর্জেন্টিনা দূতাবাস চালু হয় – ২৭ ফেব্রুয়ারী, ২০২৩

২০২৩ সালে একুশে পদক লাভ করে ১৯ জন ব্যক্তি ও ২টি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলোর নাম – বাংলাদেশ জাতীয় জাদুঘর ( শিক্ষা), বিদ্যানন্দ ফাউন্ডেশন ( সমাজসেবা)

২০২৩ সালের সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পয়ন – বাংলাদেশ

মাতৃভাষার দিক থেকে বিশ্বে বাংলা ভাষার অবস্থান – ৫ম

ব্যবহারের দিক থেকে বিশ্বে বাংলা ভাষার অবস্থান – ৭ম

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৩ কোন প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে? – কানাডা ভিত্তিক ” International Mother Language Lovers Association “.

গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৩ বাংলাদেশ বিষয়াবলী- প্রশ্ন ও উত্তর-

বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা – ৪০ টি

দেশের প্রথম পাতাল রেল (MRT Line-1) এর দৈর্ঘ্য – ৩১.২৪১ কিলোমিটার

সর্বজনীন পেনসন ব্যবস্থাপনা বিল-২০২৩ পাস হয় – ২৪ জানুয়ারী, ২০২৩

বাংলাদেশের ঢাকা মেট্রোরেল (MRT Line-6) উদ্বোধন করা হয় – ২৮ ডিসেম্বর, ২০২২

মেট্রোরেল এর প্রথম যাত্রী – শেখ হাসিনা

২০২৩ সালের মার্চ মাসে বঙ্গবন্ধুকে ‘ ডক্টর অব লজ’ ডিগ্রি (মরণোত্তর) প্রদান করবে- ঢাকা বিশ্ববিদ্যালয়

বিবিসি বাংলা রেডিও’র সম্প্রচার বন্ধ হয়- ৩১ ডিসেম্বর, ২০২২

কারাগার থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লিখিত ৩৫টি পত্রাবলি নিয়ে সংকলিত গ্রন্থের নাম – চিঠিপত্র: শেখ মুজিবুর রহমান

শেখ হাসিনা পল্লি উন্নয়ন একাডেমি – জামালপুর

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস- ১০ জানুয়ারি

শহীদ আসাদ দিবস – ২০ জানুয়ারি

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২২ লাভ করেন- ১৫ জন ব্যক্তি

বর্তমানে বিশ্বের ৬০টি দেশে বাংলাদেশের ৮১টি কূটনৈতিক মিশন চালু রয়েছে।

সুন্দরবনে বাঘের সংখ্যা – ১১৪ টি

মেট্রোরেল এর লোগোর ডিজাইনার – আলী আহসান নিশান

মুজিব বর্ষের লোগোর ডিজাইনার – সব্যসাচী হাজরা

MRT Line-6 মেট্রোরেল এর দৈর্ঘ্য – ২১.২৬ কিলোমিটার ( উত্তরা-কমলাপুর)

MRT Line-6 মেট্রোরেল এর স্টেশন সংখ্যা – ১৭ টি

রাষ্ট্রপতি বাসভবনের নাম- বঙ্গভবন

শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয় – শরীয়তপুর

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় – নেত্রকোনা

মেট্রোরেল প্রকল্পে অর্থায়নকারী দেশ- জাপান (জাইকা)

MRT Line-1 (পাতাল রেল) এর স্টেশন সংখ্যা – ২১ টি

ডিজিটাল বাংলাদেশ এর বর্তমান নাম – স্মার্ট বাংলাদেশ

স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে- ২০৪১ সালের মধ্যে

” স্মার্ট বাংলাদেশ ” গড়ার ভিত্তি – ৪টি ( যেমন – স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট সোসাইটি)

“বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ” টানেল যে নদীর তলদেশে নির্মিত – কর্ণফুলী

কর্ণফুলী টানেল ( বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল) এর মূল অংশের দৈর্ঘ্য – ৩.৪ কিলোমিটার

বঙ্গবন্ধুকে নিয়ে রচিত প্রথম পূর্ণাঙ্গ জ্ঞানকোষ- মুজিবপিডিয়া

মুজিবপিডিয়া’র প্রকাশক- HCCBL ( History and Culture Circle Bangladesh Limited)

প্রধান সম্পাদক মুজিবপিডিয়া’র – কামাল চৌধুরী ( সম্পাদক – ফরিদ কবির)

মুজিবপিডিয়া’র নির্বাহী সম্পাদক – আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন

বাংলাদেশের সংবিধান দিবস – ৪ নভেম্বর

এ যাবৎ সংবিধান সংশোধন করা হয়েছে – ১৭ বার

১১৯তম দেশ হিসেবে ই-পাসপোর্ট চালু করে- বাংলাদেশ

বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস ও মানবন্টন (BCS Written Syllabus)

বিসিএস পরীক্ষার বই তালিকা- প্রিলি পাশ করতে যে বইগুলো পড়তে হবে

ট্যাগঃ Mp3 সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী pdf, সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৩ এপ্রিল, সাম্প্রতিক বিষয়াবলী ২০২৩, চাকরির সাধারণ জ্ঞান ২০২৩, সাম্প্রতিক সাধারণ জ্ঞান ডিসেম্বর ২০২৩,

বাংলা ভাষা ও সাহিত্য সিলেবাস

ইংরেজি ভাষা ও সাহিত্য সিলেবাস

বাংলাদেশ বিষয়াবলী সিলেবাস

আন্তর্জাতিক বিষয়াবলী সিলেবাস

সাধারণ বিজ্ঞান সিলেবাস

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি সিলেবাস

গাণিতিক যুক্তি সিলেবাস

মানসিক দক্ষতা সিলেবাস

ভূগোল ও দুর্যোগ ব্যবস্থাপনা

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন

বাংলা ব্যাকরণ থেকে বিভিন্ন পরীক্ষায় বার বার আসা প্রশ্ন ও উত্তর

বিসিএস
বিসিএস

মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র, উপন্যাস, নাটক, গ্রন্থ, প্রবন্ধ, গল্প, গান, প্রামাণ্যচিত্র, ছোট গল্প

মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র, উপন্যাস, সাহিত্য থেকে বার বার আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক গুরত্বপুর্ন প্রশ্ন ও উত্তর- মুক্তিযুদ্ধ সাধারণ জ্ঞান

চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পত্রিকার নাম ও সম্পাদক তালিকা এবং সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

বিখ্যাত কবি সাহিত্যিকদের ছদ্মনাম ও উপাধি

চাকরির পরীক্ষায় আসা বিভিন্ন দিবসের তালিকা- জাতীয় ও আন্তর্জাতিক দিবস 

বিসিএস প্রস্তুতির জন্য বাংলা সাহিত্য থেকে কিছু গুরত্বপুর্ন প্রশ্নোত্তর – গুরুত্বপূর্ণ MCQ

বাংলা ভাষা ও সহিত্য থেকে ১০ ম থেকে ৪৩ তম বিসিএস পরীক্ষার সকল প্রশ্নোত্তর

বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় বার বার আসা গুরুত্বপূর্ণ Phrase and Idioms

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

ঢাকা মেট্রোরেল সম্পর্কে সকল প্রশ্ন ও উত্তর – মেট্রোরেল সাধারণ জ্ঞান

পদ্মা সেতু সম্পর্কে গুরুত্বপূর্ণ সকল প্রশ্ন ও উত্তর – পদ্মা সেতু সাধারণ জ্ঞান

আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী MCQ – গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

সাধারণ বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি থেকে বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

৪০ থেকে ৪৪ তম বিসিএস প্রিলির গণিত ও মানসিক দক্ষতা প্রশ্ন সমাধান 

মানসিক দক্ষতা থেকে গুরত্বপুর্ন বিসিএস প্রশ্ন ও উত্তর (প্রিলিমিনারি ও লিখিত)

ভূগোল ও দুর্যোগ ব্যবস্থাপনা থেকে বিভিন্ন পরীক্ষায় বার বার আসা প্রশ্ন ও উত্তর

ভূগোল ও দুর্যোগ ব্যবস্থাপনা- অষ্টম শ্রেণির সমাজ বই থেকে গুরত্বপুর্ন প্রশ্ন ও উত্তর

বাংলাদেশের নদ-নদী থেকে বিভিন্ন পরীক্ষায় বার বার আসা প্রশ্ন ও উত্তর

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন থেকে বিভিন্ন পরীক্ষায় বার বার আসা প্রশ্ন ও উত্তর

Related Articles

Back to top button
error: