টিভি চ্যানেলগুলোর স্যাটেলাইট সেবার পাশাপাশি ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা যাবে এই স্যাটেলাইটের মাধ্যমে।
আমরা টিভি চ্যানেলগুলোর সম্প্রচার কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য বর্তমানে স্যাটেলাইট ভাড়া করি। যার জন্য বছরে চ্যানেলগুলোর শুধুমাত্র ভাড়ার জন্য গুনতে হয় প্রায় ১৭ কোটি টাকা। ফলে বঙ্গবন্ধু স্যাটেলাইট চালু হলে এই স্যাটেলাইট ভাড়া বাবদ খরচ কমবে। এছারাও বঙ্গবন্ধু স্যাটেলাইট- ১ চ্যানেলের ট্রানসপন্ডার বা সক্ষমতা বিক্রি করে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব হবে। এই স্যাটেলাইটের ৪০টি ট্রানসপন্ডারের মধ্যে প্রায় ২০টি ভাড়া দেওয়ার জন্য রাখা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। বঙ্গবন্ধু কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি (বিসিএসবি) লিমিটেড ট্রানসপন্ডার বিক্রির প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছে। আবার দেশের ভিটি চ্যানেলগুলো যদি এই স্যাটেলাইটের সক্ষমতা কেনে তবে দেশের টাকা দেশেই থাকবে। এর মাধ্যমে ডিটিএইচ বা ডিরেক্ট টু হোম ডিশ সার্ভিস চালু সম্ভব।
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর ৪০টি ট্রান্সপন্ডারের মোট ফ্রিকোয়েন্সি ক্ষমতা হলো ১ হাজার ৬০০ মেগাহার্টজ যা ব্যবহার করে ইন্টারনেটবঞ্চিত অঞ্চলে ইন্টারনেট পৌঁছে দেয়া সম্ভব। এমনই কিছু ইন্টারনেটবঞ্চিত অঞ্চল হল আমাদের পার্বত্য ও হাওর অঞ্চল। তবে স্যাটেলাইটের ব্যান্ডউইডথ ও ফ্রিকোয়েন্সি ব্যবহার করে ইন্টারনেট সরবরাহ করা বেশ ব্যয়বহুল যা ফাইবার অপটিক দিয়ে ইন্টারনেট সরবরাহের প্রায় ১০০ গুণ বেশি।
বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের সময় মোবাইল নেটওয়ার্ক ও যোগাযোগ ব্যাবস্থা অচল হয়ে পড়ে। তখন এই স্যাটেলাইটের মাধ্যমে দুর্গত এলাকায় দুর্যোগের সময় যোগাযোগব্যবস্থা চালু রাখা সম্ভব হবে। এ ছাড়া জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার কাজে, প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সেবা, টেলিমেডিসিন ও দূরনিয়ন্ত্রিত শিক্ষাব্যবস্থা প্রসারেও ব্যবহার করা যাবে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট।
আরও দেখুন
সুন্দর ত্বক পেতে যা করবেন! উজ্জ্বল ত্বকের ১০টি জাদুকরী প্রাকৃতিক উপাদান
ওজন কমাতে আদার শরবত (এক সপ্তাহেই ওজন কমিয়ে ফেলুন)
ওজন কমাতে কৌশলগত হউন! যা ডায়েটের তুলনায় সহজ!
মুখের ব্রন ও বড় ছিদ্র থেকে বাসায় বসে পরিত্রাণ পান
৬ থেকে ১২ মাস বয়সী শিশুর খাবারের ক্ষেত্রে যা অবশ্যই মনে রাখবেন
গর্ভবতী মায়ের যে বিষয় গুলো অবশ্যই মেনে চলতে হবে
সন্তানকে বুকের দুধ খাওয়ানোর যত উপকারিতা
ত্বকের কালো দাগ দূর করতে ঘরোয়া টিপস!
ত্বকে বয়সের ছাপ বা দ্রুত বুড়িয়ে যাওয়ার কারন গুলি জেনে নিন!
অনিদ্রা দূর করার জন্য ৬ টি পরামর্শ
স্তন ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার হওয়ার ১১টি প্রধান কারণ
শিশুদের কি টিকা দিতে হয়, শিশুর টিকা কখন দিতে হয়, রোগের নাম, টিকার নাম..
বঙ্গবন্ধু স্যাটেলাইট ২, বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে প্রশ্ন, বঙ্গবন্ধু স্যাটেলাইট অনুচ্ছেদ, বঙ্গবন্ধু স্যাটেলাইট এর কাজ কি, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ, বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ এর সুবিধা, বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ উৎক্ষেপণ, বঙ্গবন্ধু স্যাটেলাইট কোথায় অবস্থিত