৩৭ তম বিসিএস ২০২১ সালের প্রশ্নের সমাধান। আপনি কি 37 তম বিসিএস পরীক্ষার প্রশ্নের সমাধান খুঁজছেন? বিসিএস প্রশ্নের সমাধান পেতে এই পোস্টে স্বাগতম। 200 নম্বর MCQ প্রশ্নের পরীক্ষার সময়কাল মাত্র 2 ঘন্টা। প্রশ্নের সমাধান সহ এই পরীক্ষার বিশদ বিবরণ এই পোস্টে দেয়া আছে।
এই পরীক্ষা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কর্তৃপক্ষ গ্রহণ করেছে। ৩৭ তম বিসিএস পরীক্ষার MCQ প্রশ্ন সমাধানের জন্য এই পোস্টটি দেখুন।
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ভাল করার জন্য বিগত সালের সকল প্রশ্ন সমাধান পড়ে নিন। এতে করে বিসিএস এর সিলেবাস ও প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে আপনার সম্পূর্ণ ধারণা আসবে। এই লক্ষ্য নিয়ে আমরা ৩৭ তম বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান এখানে দিয়েছি।
৩৭ তম বিসিএস প্রিলিমিনারি পরিক্ষার প্রশ্ন ও সমাধান
৩৭ তম বিসিএস প্রশ্ন সমাধান ব্যাখ্যাসহ নিচে দেওয়া হলো। আশা করি আপনারা যারা বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য পোস্টি খুবই সহায়ক হবে। বিসিএস পরীক্ষার বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, তথ্য যোগাযোগ প্রযুক্তি, সাধারণ বিজ্ঞান, গণিত, মুল্যবোধ ও সুশাসন সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে সহজে আয়ত্ত করবার নানান টেকনিক আপ আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করছি।
৩৭ তম বিসিএস প্রশ্ন উত্তর
৩৭ তম বিসিএস প্রিলিমিনারি ইংরেজি
choose the appropriate prepositions in the blank of the following sentence:
The family doesn’t feel __________ going outing this season.
Ans: like
Fill in the blank with appropriate use of tense:
I couldn’t mend the computer myself, so I _________ at a shop.
Ans: had it mended
who wrote “Biographia Literaria”
Ans: S.T.Coleridge
Othello gave Desdemona _______ as a token of love:
Ans: Handkerchief
Choose the correct sentence:
Ans: all of it depends on you
A chart was appended to the report. here appended means –
Ans: joined
The mother sat vigilantly beside the sick baby. here vigilantly is:
Ans: an adverb
Fraility the name is women. Here Fraility is:
Ans: Noun
Which of the following words is in singular form?
Ans: radius
“A rolling stone gathers no moss” The complex form of the sentence is:
Ans: A stone that rolls gathers no moss
The new offer of job was alluring. Here Alluring means –
Ans: tempting
“Who planted this tree here?” The correct passive voice of this sentence is
Ans: By whom was the tree planted here?
Education is enlightening. Here enlightening is:
Ans: A gerund
Use the appropriate article –
I saw ______________ one eyed man when I was walking on the road.
Ans: a
15. the word ‘omnivorous’ means:
Ans: eating all types of food
16. complete the following sentence choosing the appropriate option:
it’s raining cats and dogs, so –
Ans: make sure you take an umbrella
17. the phrase “Achilles’ heel” means:
Ans: a weak point
18. he worked with all sincerity. the underlined phrase “with all sincerity” is:
Ans: an adverbial phrase
19. this is the book I lost. here “I lost” is:
Ans: an adjective clause
20. which do you think is the nearest in meaning to “proviso”:
Ans: stipulation
21. Cassandra is a night owl, so she doesn’t usually get up until about:
Ans: 11 a.m
22. Select the word that is the most closely opposite in meaning to the capitalized word: DELETERIOUS
Ans: harmless
23. Gerontion is a poem by –
Ans: T.S. Eliot
24. Fill in the blank. ‘___________’ is Shakespeare’s last play.
Ans: Tempest
25. who has written the poem “Elegy Written in a country Churchyard”?
Ans: Thomas Gray
26. Who has written the play Volpone?
Ans: Ben Jonson
27. Shakespeare composed much of his plays in what sort of verse?
Ans: Iambic pentameter
28. The repetition of beginning consonant sound is known as:
Ans: alliteration
29. which of the following is not a poetic tradition?
Ans: The Comic
30. What is a funny poem of five lines called?
Ans: Limerick
31. Robert Browning was a _________ poet. Fill in the gap with appropriate word.
Ans: Victorian
32. P.B. Shelley’s “Adonais’ is an elegy on the death of –
Ans: John Keats
33. The comparison of unlike things using the words like on as is known to be –
Ans: simile
34. “Restoration period’ in English literature refers to-
Ans: 1660
35. “The sun also rises” is a novel written by –
Ans: Earnest Hemingway
৩৭ তম বিসিএস প্রিলিমিনারি বাংলা
১ । কোনটি বাগধারা বোঝায়?
উত্তরঃ শিরে সংক্রান্তি
২। কোনটি মৌলিক শব্দ?
উত্তরঃ গোলাপ
৩ । বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ড. মুহম্মদ শহীদুল্লাহর লেখা?
উত্তরঃ বাংলা সাহিত্যের কথা
৪। ভাষা আন্দোলনভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কী?
উত্তরঃ হাসান হাফিজুর রহমান
৫ । নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ?
উত্তরঃ ভূরিভূরি, ভূড়িওয়ালা, মাতৃষ্বসা
৬। বাংলাদেশে গ্রাম থিয়েটারের প্রবর্তক কে?
উত্তরঃ সেলিম আল দীন
৭। ‘সমভিব্যাহারে’ শব্দটির অর্থ কী?
উত্তরঃ একযোগে
৮। শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কী রস বলে?
উত্তরঃ প্রেমরস
৯। ড. মুহাম্মদ শহীদ্দুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কী?
উত্তরঃ Buddhist Mystic Songs
১০। ‘পূর্ববঙগ গীতিকা’র লোকপালাসমূহের সংগ্ৰাহক কে?
উত্তরঃ দীনেশচন্দ্র সেন
১১। ‘চর্যাচর্যবিনিশ্চয়’-এর অর্থ কী?
উত্তরঃ কোনটি আচরণীয়, আর কোনটি নয়
১২। ‘গোরক্ষ বিজয়’ কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা?
উত্তরঃ নাথধর্ম
১৩। শাক্ত পদাবলির জন্য বিখ্যাত-
উত্তরঃ রাম প্রসাদ সেন
১৪। ‘অলৌকিক ইস্টিমার’ গ্রন্থের রচয়িতা কে?
হূমায়ুন আজাদ
১৫। ‘Custom’ শব্দের পরিভাষা কোনটি যথার্থ?
উত্তরঃ প্রথা
১৬। কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় ‘কালাপাহাড়’কে স্মরণ করেছেন কেন?
উত্তরঃ প্রচলিত ধর্ম ও সংস্কার বিদ্বেষী ছিলে বলে
১৭। “প্রদীপ নিবিয়া গেল”!-এ বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের?
উত্তরঃ বঙ্কিমচন্দ্রের ‘বিষবৃক্ষ
১৮। “মাতৃভাষার যাহার ভক্তি নাই সে মানুষ নহে।”—কার উক্তি?
উত্তরঃ মীর মশাররফ হোসেন
১৯। বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণধ্বনি?
উত্তরঃ দ্বিতীয় ও চতুর্থ
২০।‘কদাকার’ শব্দটি কোন উপসর্গযোগে গঠিত?
উত্তরঃ দেশি উপসর্গ
২১। যুক্তাক্ষর এক মাত্রা এবং বদ্ধাক্ষর ও এক মাত্রা গণনা করা হয় কোন ছন্দে?
উত্তরঃ মাত্রাবৃত্ত
২২।নিচের কোনটি অশুদ্ধ?
উত্তরঃ দোষী-নির্দোষী
২৩। ‘কল্লোল’ পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী?
উত্তরঃ দীনেশরঞ্জন দাশ
২৪। “আমি এ কথা, এ ব্যথা, সুখব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি।।”-রবীন্দ্রনাথের এ গানে “নিছনি” কী অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তরঃ পূজা
২৫।“ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম”—কে বলেছেন?
উত্তরঃ মোতাহের হোসেন চৌধুরী
২৬। কোন বাক্যটি শুদ্ধ?
উত্তরঃ তাঁর কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম
২৭। Ode কী?
উত্তরঃ খন্ড কবিতা
২৮। মুহাম্মদ আবদুল হাই রচিত ধ্বনি বিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কী?
উত্তরঃ ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনি তত্ত্ব
২৯। ‘জলে-স্থলে’ কী সমাস?
উত্তরঃ অলুক দ্বন্দ্ব
৩০। ‘ঔ’ কোন ধরনের স্বরধ্বনি?
উত্তরঃ যৌগিক স্বরধনি
৩১। “বিস্মায়াপন্ন” সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
উত্তরঃ বিস্ময় দ্বারা আপন্ন
৩২। কবি কায়কোবাদ রচিত ‘মহাশ্মশান’ কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল?
উত্তরঃ তৃতীয় পানিপথের যুদ্ধ
৩৩। সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি?
উত্তরঃ অলীক মানুষ
৩৪। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গীতাঙ্গলি’ কাব্য প্রকাশিত হয় কত সনে?
উত্তরঃ ১৯১০
৩৫। ‘আসাদের শার্ট’ কবিতার লেখক কে?
উত্তরঃ শামসুর রাহমান
৩৭ তম বিসিএস প্রিলিমিনারি আন্তর্জাতিক – ২০
১। নিম্নের কোনটি গ্রীন হাউজ গ্যাস নয়?
উত্তরঃ অক্সিজেন
২। BRICS এর সদর দপ্তর কোথায়?
উত্তরঃ সাংহাই
৩। World Development Report নিম্নের কোন সংস্থাটির বার্ষিক প্রকাশনা?
উত্তরঃ World Bank
৪। SDR (Special Drawing Rights) সুবিধা প্রবর্তনের জন্য কত সালে IMF এর গঠনতন্ত্র (Articles) সংশোধন করা হয়েছিল?
উত্তরঃ ১৯৬৯
৫। ‘Black Lives Matter’ কি?
উত্তরঃ বর্ণবাদ বিরোধী আন্দোলন
৬। মাথাপিছু গ্রীন হাউজ গ্যাস উদগীরণে সবচেয়ে বেশী দায়ী নিচের কোন দেশটি?
উত্তরঃ রাশিয়া
৭। ‘কালাপানি’ কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখন্ড?
উত্তরঃ ভারত ও নেপাল
৮। সম্প্রতি ভারত Google-কে নিচের কোন প্রোগ্রামের জন্য ছবি তোলা থেকে বিরত করে?
উত্তরঃ Street View
৯। জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা (UNEP) ও জলবায়ু বিষয়ক সংস্থা (WMO) এর মিলিত উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে-
উত্তরঃ IPCC
১০। IMF এর সদর দপ্তর অবস্থিত-
উত্তরঃ ওয়াশিংটন ডিসি
১১। জাতিসংঘের স্থায়ী সদস্য:
উত্তরঃ ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, বৃটেন, চীন
১২। ‘Law of the Sea Convention’ অনুযায়ী উপকূল থেকে কত দূরত্ব পর্যন্ত Exclusive Economic Zone’ হিসেবে গণ্য?
উত্তরঃ ২০০ নটিক্যাল মাইল
১৩। সলোমন-দীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত?
উত্তরঃ প্রশান্ত মহাসাগর
১৪। চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম কি?
উত্তরঃ উইঘুর
১৫। ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি যা Joint comprehensive plan of Action নামে পরিচিত তা সই হয়-
উত্তরঃ ১৪ জুলাই ২০১৫
১৬। গ্রীন পিস যাত্রা শুরু করে-
উত্তরঃ ১৯৭১
১৭। কোনটি নিরস্ত্রীকরণের সঙ্গে সম্পৃক্ত নয়?
উত্তরঃ NATO
১৮। সংবিধান অনুযায়ী মিয়ানমারের সংসদে কত শতাংশ আসন অনির্বাচিত সামরিক বাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে?
উত্তরঃ ২৫%
১৯। বিশ্বব্যাংক সংশ্লিষ্ট কোন সংস্থাটি স্বল্প আয়ের উন্নয়নশীল দেশে বেসরকারী খাতে আর্থিক সহায়তা ও উপদেশ দিয়ে থাকে?
উত্তরঃ IFC
২০। সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে প্রথম সূত্রপাত হয়?
উত্তরঃ ফ্রান্স
৩৭ তম বিসিএস প্রিলিমিনারি বাংলাদেশ – ৩০
১। ক্রিকেটে বাংলাদেশ টেস্ট মর্যাদা পায়-
উত্তরঃ ২০০০ সালে
২। পূর্ববঙ্গ ও আসাম গঠনকালে বৃটিশ ভারতের গভর্ণর জেনারেল ও ভাইসরয় ছিলেন-
উত্তরঃ লর্ড কার্জন
৩। বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব কে?
উত্তরঃ মুর্শিদ কুলী খান
৪। প্রথম বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান-
উত্তরঃ BADC
৫। সরকারী হিসেব মতে বাংলাদেশীদের গড় আয়ু-
উত্তরঃ ৭০.৮
৬। ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী বাংলাদেশে Household প্রতি জনসংখ্যা-
উত্তরঃ ৪.৪
৭। যে বিভাগে স্বাক্ষরতার হার সর্বাধিক-
উত্তরঃ বরিশাল বিভাগ
৮। ২০১৫-১৬ অর্থ বছরে অর্জিত বাংলাদেশের অর্জিত অর্থনৈতিক প্রবৃদ্ধির হার-
উত্তরঃ ৭.০৫%
৯। বাংলাদেশে সরকারি EPZ সংখ্যা-
উত্তরঃ ৮টি
১০। অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারী পাহাড়কে কত ভাগে ভাগ করা হয়েছে?
উত্তরঃ ২ ভাগে
১১। বাংলাদেশে সবচেয়ে বেশী রপ্তানি করে-
উত্তরঃ চীন
১২। আলুর একটি জাত-
উত্তরঃ ডায়মন্ড
১৩। বাংলাদেশে সবচেয়ে বেশী উৎপাদিত হয়-
উত্তরঃ বোরো ধান
১৪। বাংলাদেশের কোন জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু হয়?
উত্তরঃ সপ্তম
১৫। সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে-
উত্তরঃ ১৩৭
১৬। বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং চালু করে-
উত্তরঃ ডাচ বাংলা ব্যাংক লিমিটেড
১৭। ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীনে-
উত্তরঃ বাণিজ্য মন্ত্রণালয়
১৮। যে জেলায় হাজংদের বসবাস নেই-
উত্তরঃ বাংলাপিডিয়া অনুযায়ী এই চার জেলাতেই হাজংরা বাস করে
১৯। মাত্র ১টি সংসদীয় আসন-
উত্তরঃ রাঙ্গামাটি জেলায়
২০। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত ‘ধীরে বহে মেঘনা’ চলচ্চিত্রের নির্মাতা কে?
উত্তরঃ আলমগীর কবির
২১। জাতীয় সংসদে কাউন্টিং ভোট কি?
উত্তরঃ স্পীকারের ভোট
২২। ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী বাংলাদেশে নারী-পুরুষের অনুপাত-
উত্তরঃ ১০০:১০০.৩
২৩। NILG এর পূর্ণরূপ-
উত্তরঃ National Institute of Local Government
২৪। ১৯৫৪ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল-
উত্তরঃ নৌকা
২৫। বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি?
উত্তরঃ মালয়েশিয়া
২৬। বাংলাদেশে মর্যাদা অনুসারে ৩য় বীরত্বসূচক খেতাব-
উত্তরঃ বীর বিক্রম
২৭। ঐতিহাসিক ৬-দফাকে কিসের সাথে তুলনা করা হয়?
উত্তরঃ ম্যাগনাকার্টা
২৮। বাংলাদেশে তৈরি জাহাজ ‘স্টেলা মেরিস’ রপ্তানি হয়েছে-
উত্তরঃ ডেনমার্কে
২৯। বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দর-
উত্তরঃ পেট্রাপোল
৩০। বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা-
উত্তরঃ ২৮টি
৩৭ তম বিসিএস প্রিলিমিনারি সাধারণ বিজ্ঞান – ১৫
সাধারণ বিজ্ঞান–১৫
১. নিউক্লিয়াসের বিভাজন কে কি বলে-
ফিশন
২.ভাইরাসের জন্য সত্য নয়-
রাইবোজম থাকে
৩.গ্রীন হাউজ কি-
কাঁচের তৈরি ঘর
৪.কোনটি জারক পদার্থ নয়-
হাইড্রোজেন
৫.চাঁদে কোন বস্তুর ওজন পৃথিবীর ওজনের-
৬ ভাগের ১ ভাগ
৬.আকাশে রংধনুর কারন-
বৃষ্টির কণা
৭.মানব দেহের রোগ প্রতিরোধে প্রাথমিক প্রতিরক্ষার অংশ নয় কোনটি-
lysozyme
৮.তাপ ইঞ্জিনের কাজ-
তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর
৯.শুন্য মাধ্যমে শব্দের বেগ কত-
০
১০.ঈস্ট এর সংশ্লিষ্টতা নেই কোন শিল্পে-
সাইট্রিক এসিড তৈরিতে
১১.খাদ্য তালিকায় সামুদ্রিক মাছ,শৈবাল কোন রোগের প্রাদুর্ভাব কমায়-
Kwashiorkor
১২.বস্তুর ওজন কোথায় বেশি-
মেরু অঞ্চলে
১৩.প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমান-
৮০-৯০
১৪. চা পাতায় কোন ভিটামিন থাকে-
ভিটামিন-বি কমপ্লেক্স
১৫. ধরিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়–
ব্রাজিলের রিওডিজেনিরোতে
৩৭ তম বিসিএস প্রিলিমিনারি কম্পিউটার -১৫
১। কম্পিউটার সি,পি,ইউ (CPU)-এর কোন অংশ গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ করে?
উত্তরঃ এ,এল,ইউ( ALU)
২। “একটি ২(দুই) ইনপুট লজিক সেটের আউটপুট Ѳ হবে, যদি এর ইনপুটগুলো সমান হয়”-এই উক্তিটি কোন সেটের জন্য সত্য।
উত্তরঃ Ex-OR
৩।কোনটি অপারেটিং সিস্টেম নয়-
উত্তরঃ C
৪।ক্লাউড সার্ভার নীচের কোনটিতে সবচেয়ে ভালো বর্ণনা করা সম্ভব
উত্তরঃ চাহিদা অনুযায়ী কম্পিউটিং সেবা দেয়া
৫।IP-V6 এড্রেস কত বিটের?
উত্তরঃ ১২৮
৬।নীচের কোনটি ইনপুট ডিভাইস?
উত্তরঃ OMR
৭। ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্নকে নির্দিষ্ট করা যায়?
উত্তরঃ ৬৫৫৩৬ টি
৮। এনড্রয়েড অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে নীচের কোনটি সঠিক-
এটির নির্মাতা গুগল/
এটি লিনাক্স (Linux) কার্নেল নির্ভর/
এটি প্রধানত টাচ স্ক্রিন মোবাইল ডিভাইসের জন্য তৈরি/
উত্তরঃ উপরের সবগুলো সঠিক
৯।আই,ও,এস(IOS) মোবাইল অপারেটিং সিস্টেম কোন প্রতিষ্ঠান বাজারজাত করে?
উত্তরঃ অ্যাপেল
১০। EDSAC কম্পিউটার-এ ডাটা সংরক্ষণের জন্য কি ধরণের মেমরী ব্যবহার হতো?
উত্তরঃ Mercury Delay Lines
১১।ই-কমার্স সাইট amazon.com কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৯৪ সালে
১২।ই-মেইলের আদান প্রদানে ব্যবহৃত SMTP –এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Simple Mail Transfer Protocol
১৩।TCP দিয়ে কোনটি বোঝানো হয়?
উত্তরঃ প্রোটোকল
১৪। Push এবং Pop নীচের কার সাথে সম্পর্কিত?
উত্তরঃ Stack
১৫। ওয়াই-ফাই (Wi-Fi) নেটওয়ার্কের সংযোগের জন্য সংশ্লিষ্ট ডিভাইসটির সংযোগ মাধ্যম কোনটি-
উত্তরঃ তারহীন সংযোগ
৩৭ তম বিসিএস প্রিলিমিনারি ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা—১০
১। নিচের কোন আপদটি পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারণ
সড়ক দুর্ঘটনা
২। কোন নিয়ামকটি জলবায়ু নির্ধারণ করে না-
দ্রাঘিমারেখা
৩। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায়-
নতুন দিল্লি
৪। কখন দুর্যোগের ক্ষতি মাপা হয়-
পুনর্বাসন পর্যায়ে
৫। বাংলাদেশের সবচেয়ে বেশি নিচুভূমি কোথায় অবস্থিত-
মুন্সিগঞ্জ
৬। বাংলাদেশের কোন অঞ্চল বন্যা নিয়ন্ত্রন,পানি নিষ্কাশন ও সেচের জন্য ক্ষতিগ্রস্থ হচ্ছে-
চলনবিল
৭। বার্ষিক সরবোচ্চ গড় বৃষ্টিপাত কোন স্টেশনে রেকর্ড করা হয় –
সিলেট
৮। বাংলাদেশের খরা প্রবন অঞ্চল-
উত্তর- পশ্চিম
৯। কোনটি বাংলাদেশের মানুষের জীবিকা পরিবর্তনের উপর দীর্ঘ মেয়াদি প্রভাব রাখতে পারে-
সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি
১০। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি-
মেঘনা
৩৭ তম বিসিএস প্রিলিমিনারি নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন— ১০
১। একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের অত্যাবশ্যকীয় মৌলিক গুণাবলীল মধ্যে শ্রেষ্ঠ গুণ কোনটি?
উত্তরঃ দায়িত্বশীলতা
২। আমাদের চিরন্তন মূল্যবোধ কোনটি?
উত্তরঃ সত্য ও ন্যায়
৩। কোনটি ন্যায়পরায়ণতার নৈতিক মূলনীতি নয়?
উত্তরঃ সুশাসনের ক্ষেত্রে উচ্চ্ শিক্ষিত কর্মকর্তা নিয়োগ
৪। UNDP সুশাসন নিশ্চিতকরণের কয়টি উপাদান উল্লেখ করেছে?
উত্তরঃ ৬টি
৫। নৈতিক শক্তির প্রধান উপাদান কি?
উত্তরঃ সততা ও নিষ্ঠা
৬। জনগণ, রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হল?
উত্তরঃ সুশাসন
৭। সরকারি চাকরিতে সততার মাপকাঠি কি?
উত্তরঃ নির্মোহ ও নিরপেক্ষভাবে অর্পিত দায়িত্ব যথাবিধি সম্পন্ন করা
৮। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয়?
উত্তরঃ সংবাদ মাধ্যম
৯। সরকারী সিদ্ধান্ত প্রণয়নে কোন মূল্যবোধটি গুরুত্বপূর্ণ নয়?
উত্তরঃ সৃজনশীলতা
১০। সুশাসন বলতে রাষ্ট্রের সঙ্গে সুশীল সমাজের, সরকারের সঙ্গে শাসিত জনগণের, শাসকের সঙ্গে শাসিতের সম্পর্ক বোঝায় উক্তিটি কার?
উত্তরঃ ম্যাককরনী
৩৭ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান মানসিক দক্ষতা – ১৫
২০০৯ সালের ২৮ আগষ্ট শুক্রবার ছিল। ঐ বছরের ১ অক্টোবর কি বার ছিল?
উত্তরঃ বৃহষ্পতিবার
কোনটি ‘অগ্নি’ শব্দের সমার্থক শব্দ নয়-
উত্তরঃ প্রজ্বলিত
২য় বৃত্তের মধ্যে সঠিক সংখ্যাটি কত হবে?
চিত্র আছে–
উত্তরঃ ৯
৫-এর কত শতাংশ ৭ হবে-
উত্তরঃ ১৪০
কোন নৌকাকে বেশী গতিতে চালাতে হবে, বৈঠা ব্যবহার করতে হবে-
উত্তরঃ পিছনে
একটি লন রোলারকে যদি দুইজন ব্যক্তির একজন টেনে নেয় ও একজন ঠেলে নেয় তবে কার বেশী কষ্ট হবে?
উত্তরঃ ঠেলে নেয়া ব্যক্তির
Telephone:Cable::Radio:?
উত্তরঃ Wireless
কোন বৃত্তের ব্যাসার্ধে যদি ২০% কমে, তবে উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত % কমবে
উত্তরঃ 36%
৯। কোন বানানটি শুদ্ধ?
উত্তরঃ Achievement
If LOYAL is coded as ‘JOWAJ’, then PRONE is coded as-
উত্তরঃ NRMNC
বিভা:কিরণ::সুবলিত:?
উত্তরঃ সুগঠিত
০.৪*০.০২*০.০৮=?
উত্তরঃ .০০০৬৪
ভোর বেলায় আপনি বেড়াতে বের হয়েছেন, বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল। কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন, কয়েক মিনিট পরে আপনি ডানদিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোনদিকে?
উত্তরঃ পূর্ব
Find out the correct synonym of “TENUOUS”-
উত্তরঃ Thin
একটি মোটা ও একটি চিকন হাতওয়ালা স্ক্রু-ড্রাইভার দিয়ে একই মাপের দু’টি স্ক্রু-কে কাঠবোর্ডের ভিতরে সমান গভীরতায় প্রবেশ করাতে চাইলে কোনটি ঘটবে?
উত্তরঃ দুটিকে একই সংখ্যকবার ঘুরাতে হবে
৩৭ তম বিসিএস প্রিলিমিনারি গাণিতিক যুক্তি – ১৫
১। ১৭ সেমি, ১৫ সেমি এবং ৮ সেমি বাহুবিশিষ্ট ত্রিভুজটি হবে
উত্তরঃ সমকোণী
Solution: ১৫^২ + ৮^২ = ২৮৯
১৭^২=২৮৯
ত্রিভুজটি সমকোণী।
২। x2 -3x +1 =0 হলে (x2 – 1/x2) এর মান –
উত্তরঃ 3√5
Solution: x^2-3x+1=0
বা, x^2-3x=-1
বা, x(x-3)=-1
বা, x-3=-1/x
বা, x+1/x=3
বা, (x+1/x)^2=3^2
বা, (x+1/x)^2=9
বা, (x-1/x)^2+4.x.1/x=9
বা, (x-1/x)^2=9-4
বা, (x-1/x)^2=5
বা, x-1/x=√5
এখন,
x^2-1/x^2=(x+1/x) (x-1/x)
=3√5
৩। x2-5x + 6 < 0 হলে
উত্তরঃ 2<x<3
৪। A = {x| x ধনাত্মক পূর্ণসংখ্যা এবং x2<25}
B ={x| x মৌলিক সংখ্যা এবং x2<25}
C ={x| x মৌলিক সংখ্যা এবং x2=25 }
হলে, A \cap B \cap C = ?
উত্তরঃ \emptyset
A = {1,2,3,4}
B = {2,3}
C={5}
AnBnC={}
৫। ১০% মুনাফায় ৩০০০ টাকা এবং ৮% মুনাফায় ২০০০ টাকা বিনিয়োগ করলে মুনাফার শতকরা –
উত্তরঃ 9.2%
মোট মুনাফা ৫০০০
১০% মুনাফায় ৩০০০ টাকা, মুনাফা =৩০০ টাকা
এবং ৮% মুনাফায় ২০০০ টাকা =১৬০ টাকা
মোট মুনাফা ৪৬০ টাকা
%মুনাফা = ৯.২%
৬। দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয় স্থান বিনিময় করলে ৫৪ বৃদ্ধি পায়। অংক দুটির যোগফল ১২ হলে সংখ্যাটি কত?
উত্তরঃ ৩৯
৭। একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর ১০ এবং ৬ষ্ঠ পদ ৫২ হলে , ১৫ তম পদ কত?
উত্তরঃ 142
৬ষ্ঠ পদ= a+ (6-1)d=52
a+ 5*10=52
a+50=52
a=2
১৫ তম পদ = a+14d=2+140=142
৮। একটি থলিতে ৬টি নীল বল, ৮টি সাদা বল এবং ১০টি কালো বল আছে। দৈবভাবে তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত?
উত্তরঃ ২/৩
Solution: মোট বল = ২৪টি
সাদা বল না ১৬টি
সম্ভাবনা = ১৬/২৪=২/৩
৯। একটি গুণোত্তর অনুক্রমে তৃতীয় পদটি ২০ এবং ষষ্ঠ পদটি ১৬০ প্রথম পদ কত?
উত্তরঃ 5
Solution: ar2= 20—(1)
ar5=160—(2)
(2) divided by (1)
r3 = 8
r=2
=>ar2= 20, 4a=20, a= 5
১০। logx^(3/2)=-(1/2) হলে, x এর মান
উত্তরঃ 4/9
Solution: x-1/2= 3/2
=> 1/x1/2= 3/2
=>1/x =9/4
x=4/9
১১। একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মি. এবং প্রস্থ 10 মি. হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার?
উত্তরঃ 50\sqrt{5}
Solution: কর্ণের দৈর্ঘ্য 15 মি.
আয়তক্ষেত্রের প্রস্থ 10 মি.
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য =x
x2+ 102= 152
x2 = 125
x = 5v5
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = 50v5
১২। 261 টি আম তিন ভাইয়ের মধ্যে 1/3:1/5:1/9 অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কতটি আম পাবে?
উত্তরঃ 135
Solution: 1/3:1/5:1/9= 15:9:5
প্রথম ভাই পাবে 15/29 X 261 = 135
১৩। 13 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যা-এর দৈর্ঘ্য 24 সে.মি. হলে কেন্দ্র থেকে উক্ত জ্যা-এর লম্ব দূরত্ব সে.মি.?
উত্তরঃ 5
Solution:
a2=b2+c2
=>132=122+c2
=>c2=169-144
=>c=5
সুতরাং লম্ব দূরত্ব=5
১৪। 10টি জিনিসের মধ্যে 2টি এক জাতীয় এবং বাকীগুলো ভিন্ন ভিন্ন জিনিস। ঐ জিনিসগুলো থেকে প্রতিবারে 5টি নিয়ে কত প্রকারে বাছাই করা যায়?
উত্তরঃ 190
১৫। 100 টাকায় 10 টি ডিম কিনে 100 টাকায় 8 টি ডিম বিক্রয় করলে শতকরা লাভ কত হবে?
উত্তরঃ 25%
Solution: ১০টি ডিমের বিক্রয়মূল্য = ১০০/৮ *১০ = ১২৫ টাকা
সুতরাং, শতকরা লাভ =২৫%