৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আর বেশি দিন বাকি নেই। যেহেতু প্রিলিমিনারিতে প্রতিযোগী বেশি, তাই পাস করতে হলে অবশ্যই খুব ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। পরীক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার জন্য এখানে সাধারণ জ্ঞানের মডেল টেস্টের আয়োজন করা হয়েছে। এখানে বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলি বিষয়ের মডেল টেস্ট প্রকাশ করা হয়েছে।
১। ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নাই ?
ক.আসাম
খ.মিজোরাম
গ.ত্রিপুরা
ঘ.নাগাল্যান্ড
২। বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে?
ক.১টি
খ.২টি
গ.৩টি
ঘ.৪টি
৩। বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত ?
ক.খাগড়াছড়ি
খ.বান্দরবান
গ.কুমিল্লা
ঘ.রাঙ্গামাটি
৪। বাংলাদেশের কুয়েত সিটি বলা হয় কোন অঞ্চল কে?
ক.বরিশাল
খ.চট্টগ্রাম
গ.খুলনা
ঘ.সিলেট
৫। কুতুবদিয়া বাতিঘর নির্মাণ করা হয় কখন?
ক.১৮৫৫ সালে
খ.১৮৪০ সালে
গ.১৮৪৬ সালে
ঘ.১৮৪৮ সালে
৬। কর্ণফুলী নদীর তলদেশে দেশের একমাত্র টানেল নির্মাণ করবে কোন দেশ?
ক.চীন
খ.রাশিয়া
গ.ভারত
ঘ.জাপান
কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি ২০২৩ – গুরত্বপুর্ন প্রশ্ন ও উত্তর
সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৩ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
অষ্টম শ্রেণির বোর্ড বই থেকে বিসিএস ও অন্যান্য চাকরি পরীক্ষায় আসা প্রশ্ন ও উত্তর
সবচেয়ে বেশি বার বিসিএস ও অন্যান্য চাকরির পরীক্ষায় আসা পশ্ন ও উত্তর
সাধারন জ্ঞান থেকে বিসিএস ও অন্যান্য চাকরি পরীক্ষায় আসা প্রশ্ন ও উত্তর
৭. বাংলাদেশের উপকূলীয় এলাকায় বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ‘সিত্রাং’-এর নামকরণ করে কোন দেশ?
ক. মিয়ানমার
খ. থাইল্যান্ড
গ. ভুটান
ঘ. চীন
৮. প্রথমবারের মতো ‘জাতীয় প্রবাসী দিবস’ পালিত হয় কবে?
ক. ২৭ ডিসেম্বর ২০২২
খ. ২৯ ডিসেম্বর ২০২২
গ. ৩০ জানুয়ারি ২০২৩
ঘ. ৩০ ডিসেম্বর ২০২২
৯. বাংলাদেশ বর্তমানে বিশ্বের কততম বৃহত্তম অর্থনীতির দেশ?
ক. ৪১তম
খ. ৩৯তম
গ. ৪০তম
ঘ. ৩৬তম
১০. বাংলাদেশের সংসদীয় সরকারব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত হয়?
ক. দ্বাদশ
খ. সপ্তদশ
গ. পঞ্চদশ
ঘ. দশম
১১. ‘বঙ্গবন্ধু হাইটেক সিটি’ কোথায় অবস্থিত?
ক. ভাঙ্গা, ফরিদপুর
খ. গজনী, শেরপুর
গ. কালিয়াকৈর, গাজীপুর
ঘ. বাউফল, পটুয়াখালী
১২. জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে?
ক. প্রধানমন্ত্রী
খ. স্পিকার
গ. চিফ হুইপ
ঘ. রাষ্ট্রপতি
প্রিলিমিনারি পরীক্ষার জন্য গুরুত্বপুর্ন প্রশ্নের বিষয়ভিত্তিক মডেল টেস্ট
১৩. ‘বঙ্গবন্ধু-১’ স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হয় কবে?
ক. ১২ মে ২০১৮
খ. ২৬ মার্চ ২০১৮
গ. ২৮ ডিসেম্বর ২০১৯
ঘ. ১৬ ডিসেম্বর ২০১৮
১৪. ১৯৭০ সালের প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় কত তারিখে?
ক. ১২ জুন
খ. ১৮ জুলাই
গ. ১৭ ডিসেম্বর
ঘ. ১৩ ডিসেম্বর
১৫. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২২ মতে, বর্তমানে বাংলাদেশের মোট আয়তনের প্রায় কত শতাংশ বনভূমি রয়েছে?
ক. ১৬.৬৫ শতাংশ
খ. ১৭.১৫ শতাংশ
গ. ১৭.৪৫ শতাংশ
ঘ. ১৮.৩৫ শতাংশ
১৬. ‘ললিতা’ কোন ফসলের জাত?
ক. আলু
খ. গম
গ. মরিচ
ঘ. ধান
১৭. ‘মুজিব আমার পিতা’ অ্যানিমেটেড চলচ্চিত্রটির পরিচালকের নাম কী?
ক. শ্যাম বেনেগাল
খ. জুয়েল মাহমুদ
গ. মান্নান
ঘ. সোহেল মোহাম্মদ রানা
১৮. দুর্যোগ ব্যবস্থাপনায় সফলতার কারণে বাংলাদেশকে ‘মডেল’ হিসেবে স্বীকৃতি দেয় কোন সংস্থা?
ক. এডিবি
খ. ইউএনডিপি
গ. জাতিসংঘ
ঘ. বিশ্বব্যাংক
১৯. বাংলাদেশের সামুদ্রিক অঞ্চল রয়েছে কত বর্গকিলোমিটার (প্রায়)?
ক. ১ লাখ ১৮ হাজার ৮১৩
খ. ১ লাখ ৮১ হাজার ৮৩১
গ. ১ লাখ ১৯ হাজার ৩১৮
ঘ. ১ লাখ ৩১ হাজার ১৩৮
২০. ‘হাইল হাওর’ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
ক. কিশোরগঞ্জ
খ. মৌলভীবাজার
গ. সুনামগঞ্জ
ঘ. নেত্রকোনা
২১. বাংলাদেশের মোট ভূমির কতভাগ এলাকা ‘টারশিয়ারি যুগের পাহাড়’ নিয়ে গঠিত?
ক. ১২ ভাগ
খ. ১৭ ভাগ
গ. ২১ ভাগ
ঘ. ২৫ ভাগ
২২. কততম জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্ব চালু হয়?
ক. পঞ্চম
খ. ষষ্ঠ
গ. সপ্তম
ঘ. নবম
২৩. সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয়?
ক. ৫ম তফসিল
খ. ৫ম তফসিল
গ. ৬ষ্ঠ তফসিল
ঘ. ৪র্থ তফসিল
আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী MCQ – গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
সাধারণ বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি
৪০ থেকে ৪৪ তম বিসিএস প্রিলির গণিত ও মানসিক দক্ষতা প্রশ্ন সমাধান
মানসিক দক্ষতা থেকে গুরত্বপুর্ন বিসিএস প্রশ্ন ও উত্তর (প্রিলিমিনারি ও লিখিত)
২৪. কোনটি সাংবিধানিক পদ নয়?
ক. চেয়ারম্যান, মানবাধিকার কমিশন
খ. প্রধান নির্বাচন কমিশনার
গ. কনট্রোলার ও অডিটর জেনারেল
ঘ. চেয়ারম্যান, পাবলিক সার্ভিস কমিশন
২৫.নির্মাণাধীন ‘মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর’ কোথায় অবস্থিত?
ক. মহেশখালী, কক্সবাজার
খ. রামু, কক্সবাজার
গ. কলাপাড়া, পটুয়াখালী
ঘ. উখিয়া, কক্সবাজার
২৬. বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রবর্তন করা হয় কত সালে?
ক. ১৯৭১
খ. ১৯৭২
গ. ১৯৭৩
ঘ. ১৯৭৪
২৭. জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের সভাপতিত্ব করেন কে?
ক. এস জয়শংকর, ভারত
খ. আবদুল্লাহ শহীদ, মালদ্বীপ
গ. অ্যান্টনি ব্লিংকেন, যুক্তরাষ্ট্র
ঘ. কাসাবা কোরেসি, হাঙ্গেরি
২৮. জাতিসংঘ মানব উন্নয়ন প্রতিবেদন ২০২১-২২–এ বাংলাদেশের অবস্থান কততম?
ক. ১২৯তম
খ. ১৯১তম
গ. ১৩৯তম
ঘ. ১১৯তম
২৯. সাংহাই কো-অপারেশন সামিটের ২২তম শীর্ষ সম্মেলন ২০২২ কোথায় অনুষ্ঠিত হয়?
ক. আস্তানা, কাজাখস্তান
খ. দুশানবে, তাজিকিস্তান
গ. সমরখন্দ, উজবেকিস্তান
ঘ. বিশকেক, কিরগিজস্তান
৩০. জাতিসংঘের মানবাধিকারবিষয়ক নতুন হাইকমিশনার কে?
ক. হাসানাল বলকিয়া
খ. ভলকার তুর্ক
গ. লিবেরিও কারিলহো
ঘ. তাহলিয়া ম্যাকগ্রা
৩১. জাতিসংঘ কর্তৃক প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের (ডব্লিউআইপিও) উদ্ভাবন সূচক-২০২২-এ বাংলাদেশের অবস্থান কততম?
ক. ১০১তম
খ. ১০২তম
গ. ১১২তম
ঘ. ১১০তম
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
ঢাকা মেট্রোরেল সম্পর্কে সকল প্রশ্ন ও উত্তর – মেট্রোরেল সাধারণ জ্ঞান
পদ্মা সেতু সম্পর্কে গুরুত্বপূর্ণ সকল প্রশ্ন ও উত্তর – পদ্মা সেতু সাধারণ জ্ঞান
৩২. ইউরোপে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কোন চুক্তির মাধ্যমে ১৬৪৮ সালের ২৪ অক্টোবর ৩০ বছরের যুদ্ধের অবসান হয়?
ক. লুজান চুক্তি
খ. ভার্সাই চুক্তি
গ. প্যারিস চুক্তি
ঘ. ওয়েস্টফেলিয়া শান্তিচুক্তি
৩৩. কোন দেশ ‘চেকবুক ডিপ্লোমেসি’ প্রবর্তন করে?
ক. চীন
খ. ফ্রান্স
গ. নেদারল্যান্ডস
ঘ. সুইজারল্যান্ড
৩৪. কোন দেশটি I2U2 জোটের অন্তর্ভুক্ত নয়?
ক. ইসরায়েল
খ. যুক্তরাষ্ট্র
গ. ইরাক
ঘ. ভারত
৩৫. কোন চুক্তির মধ্য দিয়ে অটোমান সাম্রাজ্য বিলুপ্ত হয়?
ক. অটোয়া চুক্তি
খ. লুজান চুক্তি
গ. আকাশ চুক্তি
ঘ. ভার্সাই চুক্তি
৩৬. ‘জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি কোথায় অবস্থিত?
ক. চেচনিয়া
খ. মিয়ানমার
গ. রাশিয়া
ঘ. ইউক্রেন
৩৭. CVF-এর বর্তমান সভাপতি কোন দেশ?
ক. ঘানা
খ. বাংলাদেশ
গ. গ্রানাডা
ঘ. বাহামা
৩৮. স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?
ক. জেনেভা
খ. ভিয়েনা
গ. অটোয়া
ঘ. কিয়েটো
৩৯. বিশ্ব পর্যটন সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. বন, জার্মানি
খ. প্যারিস, ফ্রান্স
গ. মাদ্রিদ, স্পেন
ঘ. জেনেভা, সুইজারল্যান্ড
৪০. ‘বিশ্ব শান্তি দিবস’ কবে পালিত হয়?
ক. ২১ জানুয়ারি
খ. ২১ সেপ্টেম্বর
গ. ২২ ফেব্রুয়ারি
ঘ. ২২ অক্টোবর
৪১. ‘গলওয়ান’ কোন দুটি দেশের মধ্যকার সীমান্ত এলাকা?
ক. ভারত ও চীন
খ. ভারত ও পাকিস্তান
গ. ভারত ও নেপাল
ঘ. থাইল্যান্ড ও মিয়ানমার
৪২. ‘গ্লাসনস্ত নীতি’ কে প্রবর্তন করেন?
ক. পুতিন
খ. ব্রেজনেভ
গ. গর্ভাচেভ
ঘ. ক্রুশ্চেভ
৪৩. ‘চেকবুক ডিপ্লোমেসি’ বর্তমানে ব্যবহার করছে কোন দেশ?
ক. যুক্তরাষ্ট্র
খ. চীন
গ. ভারত
ঘ. ইউক্রেন
৪৪. জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) উদ্যোগে প্রতিবছর কত তারিখে ‘মীনা দিবস’ পালিত হয়?
ক. ২৪ জুলাই
খ. ২৪ সেপ্টেম্বর
গ. ২৩ অক্টোবর
ঘ. ২২ নভেম্বর
৪৫. ‘At Night All Blood Is Black’ উপন্যাসটির লেখক কে?
ক. ডেভিড দিওপ
খ. জুলিয়ান বার্নস
গ. সালমান রুশদি
ঘ. ড্যামন গ্যালগট
৪৬. জাতিসংঘের সাধারণ পরিষদে সিডও (CEDAW) সনদ গৃহীত হয় কবে?
ক. ১৮ ডিসেম্বর ১৯৭৯
খ. ৩ সেপ্টেম্বর ১৯৮১
গ. ৮ ডিসেম্বর ১৯৭৫
ঘ. ১ অক্টোবর ১৯৮৯
৪৭. ‘ষষ্ঠ সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২২’-এ চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
ক. বাংলাদেশ
খ. নেপাল
গ. ভুটান
ঘ. মালদ্বীপ
৪৮. ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু’ কোন নদীর ওপর নির্মিত?
ক. কালীগঙ্গা নদী
খ. ধলেশ্বরী নদী
গ. তিস্তা নদী
ঘ. কচা নদী
৪৯. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে গণচীনে অনুষ্ঠিত শান্তি সম্মেলনে অংশ নেন?
ক. ১৯৭২
খ. ১৯৫২
গ. ১৯৫৪
ঘ. ১৯৭৪
৫০. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২২ মতে, SDGs-তে কতটি সূচক রয়েছে?
ক. ১৭টি
খ. ১৬৯টি
গ. ২৩২টি
ঘ. ২৪১টি
৫১. বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন-২০২২ অনুযায়ী, জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
ক. চতুর্থ
খ. সপ্তম
গ. অষ্টম
ঘ. নবম
৫২. ‘গ্রামাঞ্চলে বিদ্যুতায়ণের ব্যবস্থা’ বিষয়টিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে ঘোষণা করা হয়?
ক. অনুচ্ছেদ ১৪
খ. অনুচ্ছেদ ১৫
গ. অনুচ্ছেদ ১৬
ঘ. অনুচ্ছেদ ১৭
৫৩. ‘ডিসকভারি অব বাংলাদেশ’ গ্রন্থটির লেখক কে?
ক. আতিউর রহমান
খ. মোহাম্মদ ফরাসউদ্দিন
গ. আকবর আলি খান
ঘ. রেহমান সোবহান
৫৪. ‘শেখ রাসেল দিবস’ কবে পালিত হয়?
ক. ১৮ সেপ্টেম্বর
খ. ১৮ জুলাই
গ. ১৮ নভেম্বর
ঘ. ১৮ অক্টোবর
৫৫. ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’ গঠিত হয় কবে?
ক. ১৯ জানুয়ারি ১৯৯০
খ. ১৯ জানুয়ারি ১৯৯১
গ. ১৯ জানুয়ারি ১৯৯২
ঘ. ১১ জানুয়ারি ১৯৯৩
৫৬. দেশে প্রথমবারের মতো ‘ব্রেন ডেথ’ কোন ব্যক্তির অঙ্গ নিয়ে অঙ্গ প্রতিস্থাপন করা হয়?
ক. সায়েরা ইসলাম
খ. সুফিয়া ইসলাম
গ. সারাহ ইসলাম
ঘ. জারাহ ইসলাম
৫৭. ‘একতারা তুই দেশের কথা’ গানটির রচয়িতা কে?
ক. নজরুল ইসলাম বাবু
খ. আপেল মাহমুদ
গ. গোবিন্দ হালদার
ঘ. গাজী মাজহারুল আনোয়ার
৫৮. ‘তুমব্রু সীমান্ত’ বাংলাদেশের কোথায় অবস্থিত?
ক. কুমিল্লা
খ. সিলেট
গ. রাঙামাটি
ঘ. বান্দরবান
৫৯. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২২ মতে, ২০২১-২২ অর্থবছরে খাদ্যশস্যের মোট উৎপাদন লক্ষ্যমাত্রা কত লাখ মেট্রিক টন?
ক. ৪৬৫.৮৩
খ. ৪৮৩.৬৫
গ. ৪৩৫.৬৩
ঘ. ৪৩৮.৬৫
৬০. বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) কোন মন্ত্রণালয়ের অধীন?
ক. অর্থ
খ. বাণিজ্য
গ. শিল্প
ঘ. আইন
৬১. বাংলাদেশ জাতিসংঘের সদস্য হিসেবে স্বীকৃতি লাভ করে কবে?
ক. ১৭ সেপ্টেম্বর ১৯৭৪
খ. ১ আগস্ট ১৯৭২
গ. ১০ জানুয়ারি ১৯৭২
ঘ. ১৭ সেপ্টেম্বর ১৯৭২
৬২. বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত?
ক. ঢাকা
খ. চট্টগ্রাম
গ. ঝালকাঠি
ঘ. ফেনী
৬৩. ২০২২ সালের জনশুমারি ও গৃহগণনা রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের ‘ক্ষুদ্র জাতিসত্তা’র সংখ্যা কতটি?
ক. ৪৮টি
খ. ৪৯টি
গ. ৫০টি
ঘ. ৫১টি
৬৪. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী, ‘একাদিক্রমে হউক বা না হউক—দুই মেয়াদের অধিক রাষ্ট্রপতির পদে কোনো ব্যক্তি অধিষ্ঠিত থাকিবেন না।’
ক. অনুচ্ছেদ ৫০ (১)
খ. অনুচ্ছেদ ৫০ (২)
গ. অনুচ্ছেদ ৫২ (৪)
ঘ. অনুচ্ছেদ ৫৩ (৪)
৬৫. কোন পণ্যকে ২০২৩ সালের ‘বর্ষপণ্য’ হিসেবে ঘোষণা করা হয়?
ক. হোম টেক্সটাইল পণ্য
খ. ওষুধশিল্প
গ. পাটজাত পণ্য
ঘ. চা-শিল্প
৬৬. ‘ফ্রম ডন টু ডার্কনেস’ কার আত্মজীবনীমূলক গ্রন্থ?
ক. রেহমান সোবহান
খ. আনিসুর রহমান
গ. নুরুল ইসলাম
ঘ. রওনক জাহান
৬৭। পূর্ব সতর্কতা ছাড়াই কোন দুর্যোগ সংঘটিত হয়?
ক.বন্যা
খ.ভূমিকম্প
গ.খরা
ঘ.ঘূর্ণিঝড়
৬৮। বর্তমান বিশ্বের কোন দেশটির সংবিধানকে ‘ শান্তি সংবিধান ‘ বলা হয় ?
ক.জাপান
খ.পেরু
গ.কোস্টারিকা
ঘ.সুইজারল্যান্ড
৬৯।১৯৮২ সালের সমূদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের সীমা হবে ভিত্তি রেখা হতে—
ক.২০০ নটিকেল মাইল
খ.৩০০ নটিকেল মাইল
গ.৩৫০ নটিকেল মাইল
ঘ.৪৫০ নটিকেল মাইল
৭০। বিশ্ব প্রানী দিবস হচ্ছে —
ক.৪ অক্টোবর
খ.২৩ অক্টোবর
গ.২৯ জুন
ঘ.১১ ফেব্রুয়ারি
৭১। ১৯৮৯ থেকে ওজনস্তর বিষয়ক মন্ট্রিল প্রটোকল কতবার সংশোধন করা হয়?
ক.৫
খ.৮
গ.৪
ঘ.৭
৭২। বর্তমান বিশ্বে ‘নিউ সিল্ক রোড ‘এর প্রবক্তা—
ক.জাপান
খ.ভারত
গ.আফগানিস্তান
ঘ.চীন
৭৩। ব্রিকসের সর্বশেষ শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়–
ক.রাশিয়া
খ.ব্রাজিল
গ.ভারত
ঘ.দক্ষিন আফ্রিকা
৭৪। জলবায়ূ পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোন দেশটি সমুদ্রের গভীরে মন্ত্রিসভার বৈঠক করেছে?
ক.ফিজি
খ.গোয়াম
গ.পাপুয়া নিউগিনি
ঘ.মালদ্বীপ
৭৫। ‘Global Terrorism Index’ 2014 অনুযায়ী বিশ্বে সর্বাপেক্ষা ঝুঁকিপূর্ণ রাষ্ট্র —
ক.সিরিয়া
খ.ইরাক
গ.সুদান
ঘ.সোমালিয়া
৭৬। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব-পশ্চিম দ্বন্দের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোটটির নাম ছিল–
ক.কমিন্টার্ন
খ.কমেকন
গ.কমিনফর্ম
ঘ.কোনোটিই নয়
৭৭।মংড়ু কোন দুটি দেশের সীমান্ত এলাকা?
ক.বাংলাদেশ – মায়ানমার
খ.মায়ানমার – চীন
গ.বাংলাদেশ – ভারত
ঘ.ভারত – মায়ানমার
৭৮।কোন ঘটনাটি আগে ঘটেছিল?
ক.রাশিয়ার বলশেভিক বিপ্লব
খ.ভারতের স্বধীনতা লাভ
গ.জাতিসংঘের জন্ম
ঘ.দ্বিতীয় মহাযুদ্ধ
৭৯। কোন মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউজে বসবাস করেন নি?
ক.আব্রাহাম লিংকন
খ.বেঞ্জামিন হ্যারিসন
গ.জর্জ ওয়াশিংটন
ঘ.রুজভেল্ট
৮০। সুইজারল্যান্ডের প্রাচীন নাম কী?
ক.হেলভেটিয়া
খ.রোডেশিয়া
গ.ডয়েল্যান্ড
ঘ.সলসবেরি
৮১। ‘WIPO’ এর সদর দপ্তর—
ক.ব্রাসেলস
খ.লন্ডন
গ.জেনেভা
ঘ.প্যারিস
৮২। Which is the capital of Tajikistan?/তাজিকিস্তান এর রাজধানীর নাম কি?
ক.Taskhand
খ.Doha
গ.Amla-Ata
ঘ.None of these
৮৩। পৃথিবীর দীর্ঘতম টানেল কোথায়?
ক.চীনে
খ.যুক্তরাজ্যে
গ.ফ্রান্সে
ঘ.জাপানে
৮৪। ‘উইঘুর’ হলো —
ক.চীনের একটি খাবারের নাম
খ.চীনের একটি ধর্মীয় স্থানের নাম
গ.চীনের একটি শহরের নাম
ঘ.চীনের একটি সম্প্রদায়ের নাম
৮৫। কোন সালে বিখ্যাত কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং জুনিয়র আততায়ীর গুলিতে প্রাণ হারান?
ক.১৯৫৮ সালে
খ.১৯৬৮ সালে
গ.১৯৪৮ সালে
ঘ.১৯৭৮ সালে
৮৬। ‘আবু গারিব’ কারাগার কোথায়?
ক.ইরান
খ.ইরাক
গ.কুয়েত
ঘ.লিবিয়া
মডেল টেস্ট-১২ সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলি) এর উত্তর
১।ঘ ২।খ ৩।ঘ ৪।গ ৫।গ ৬।ক ৭. খ।৮. ঘ। ৯. ক। ১০. ক । ১১. গ। ১২. ঘ। ১৩. ক। ১৪. গ। ১৫. গ। ১৬. ক।
১৭. ঘ। ১৮. গ। ১৯. ক। ২০. খ। ২১. ক। ২২. গ। ২৩. ঘ। ২৪. ক। ২৫. ক। ২৬. গ। ২৭. ঘ। ২৮. ক। ২৯. গ। ৩০. খ । ৩১. খ। ৩২. ঘ। ৩৩. ক। ৩৪. গ। ৩৫. খ। ৩৬. ঘ। ৩৭. ক। ৩৮. গ। ৩৯. গ। ৪০. খ। ৪১. ক। ৪২. গ। ৪৩. খ। ৪৪. খ। ৪৫. ক। ৪৬. ক। ৪৭. ক। ৪৮. ঘ। ৪৯. খ। ৫০. ঘ । ৫১. গ। ৫২. গ। ৫৩. গ। ৫৪. ঘ। ৫৫. খ। ৫৬. গ। ৫৭. ঘ। ৫৮. ঘ। ৫৯. ক। ৬০. গ। ৬১. ক। ৬২. ঘ। ৬৩. গ। ৬৪. খ। ৬৫. গ। ৬৬. ক। ৬৮।খ ৬৯।ক ৭০।গ ৭১।ক ৭২।ঘ ৭৩।খ ৭৪।ঘ ৭৫।খ ৭৬।খ ৭৭।ক ৭৮।ক ৭৯।গ ৮০।ক ৮১।গ ৮২।ঘ ৮৩।ঘ ৮৪।ঘ ৮৫। খ ৮৬। খ
চাকরির সাধারণ জ্ঞান ২০২২, চাকরির সাধারণ জ্ঞান বই, আজকের সাধারণ জ্ঞান, গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান, সরকারি চাকরির জন্য সাধারণ জ্ঞান, সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২২ আন্তর্জাতিক, সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৩ pdf, চাকরির প্রস্তুতি সাধারণ জ্ঞান, চাকরির সাধারণ জ্ঞান, গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান বাংলাদেশ, মজার সাধারণ জ্ঞান প্রশ্ন, গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান ২০২২, সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর, ছোটদের সাধারণ জ্ঞান, বিশ্ব সম্পর্কে সাধারণ জ্ঞান, বাংলাদেশের ইতিহাস সাধারণ জ্ঞান, বিসিএস মডেল টেস্ট বই, ৪৫ তম বিসিএস মডেল টেস্ট, বিসিএস মডেল টেস্ট বই pdf, বিসিএস অনলাইন মডেল টেস্ট, চাকরির প্রস্তুতি মডেল টেস্ট, মডেল টেস্ট প্রশ্ন, বিসিএস লিখিত মডেল টেস্ট, বাংলা মডেল টেস্ট, চাকরির সাধারণ জ্ঞান, গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান বাংলাদেশ, মজার সাধারণ জ্ঞান প্রশ্ন, গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান ২০২২, সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর, ছোটদের সাধারণ জ্ঞান, বিশ্ব সম্পর্কে সাধারণ জ্ঞান, বাংলাদেশের ইতিহাস সাধারণ জ্ঞান, বিসিএস মডেল টেস্ট বই, ৪৫ তম বিসিএস মডেল টেস্ট, বিসিএস মডেল টেস্ট বই pdf, বিসিএস অনলাইন মডেল টেস্ট, চাকরির প্রস্তুতি মডেল টেস্ট, মডেল টেস্ট প্রশ্ন, বিসিএস লিখিত মডেল টেস্ট, বাংলা মডেল টেস্ট