চাকরি প্রস্তুতি

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন থেকে বিভিন্ন পরীক্ষায় বার বার আসা প্রশ্ন ও উত্তর

নৈতিকতা ও সুশাসন বিসিএস প্রশ্ন pdf, নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন বই pdf, প্রফেসর স বিসিএস প্রিলিমিনারি নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন pdf, নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন mcq, সুশাসন ও নৈতিকতা বিসিএস, নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন নোট, নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন satt academy, ইউনিক নৈতিকতা ও সুশাসন 2024

এই নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন টপিকের উপর ১০ নম্বর বরাদ্দ থাকে। এখানে অল্প একটু সময় দিলে ভালো নম্বর তোলা যায়। নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন বিষয়গুলোতে একটু পরিশ্রম করলে আপনি ভাল নম্বর তুলতে পারবেন। বিসিএস ক্যাডার স্বপ্ন পূরণে এই ১০ নম্বর গুরত্বের সাথে নিতে হবে। কিছু টেকনিক অনুসরণ করলে সংক্ষিপ্ত সময়ে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন প্রস্তুতি নেয়া সম্ভব।

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন থেকে বিভিন্ন পরীক্ষায় বার বার আসা প্রশ্ন ও উত্তর

১. নীতিবিদ্যার আলোচ্য বিষয় কী?

উত্তর: সমাজে বসবাসকারী মানুষের আচরণের আলোচনা ও মূল্যায়ন

২. মানুষের কোন ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়?

উত্তর: ঐচ্ছিক ক্রিয়া

৩. মূল্যবোধ (Values) কী?

উত্তর: মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড

৪. সামাজিক মূল্যবোধের ভিত্তি কী?

কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি ২০২৩ – গুরত্বপুর্ন প্রশ্ন ও উত্তর

সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৩ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণির বোর্ড বই থেকে বিসিএস ও অন্যান্য চাকরি পরীক্ষায় আসা প্রশ্ন ও উত্তর

সবচেয়ে বেশি বার বিসিএস ও অন্যান্য চাকরির পরীক্ষায় আসা পশ্ন ও উত্তর

সাধারন জ্ঞান থেকে বিসিএস ও অন্যান্য চাকরি পরীক্ষায় আসা প্রশ্ন ও উত্তর

উত্তর: আইনের শাসন, নৈতিকতা এবং সাম্য ( সবগুলো)।

৫. সুশাসনের পূর্বশর্ত হচ্ছে –

উত্তর: মত প্রকাশের স্বাধীনতা

৬. সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য ( Millennium Development Goals) অর্জনে সুশাসনের কোন দিকগুলোর উপর গুরুত্ব দেয়া হয়েছে?

উত্তর: গ) সুশাসনের অর্থনৈতিক দিক।???

৭. “আইনের চোখে সব নাগরিক সমান।” – বাংলাদেশের সংবিধানের কত নম্বর ধারায় এ নিশ্চয়তা প্রদান করা হয়েছে?

উত্তর: ধারা ২৭

৮. Johannesburg Plan of Implementation সুশাসনের সঙ্গে নিচের কোন বিষয়টিকে অধিকতর গুরুত্ব দেয়?

উত্তর: টেকসই উন্নয়ন

৯. ‘সুশাসন’ শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা সুস্পটভাবে ব্যাখ্যা করে?

Ans : বিশ্বব্যাংক

১০. নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতি কিসের অন্তরায়?

উত্তর: সুশাসনের

১১। সুশাসনের পথে অন্তরায়-

উত্তর: স্বজনপ্রীতি

১২। ব্যক্তিগত মূল্যবোধ লালন করে-

উত্তর: সামজিক মূল্যবোধ???

১৩ ৷ নৈতিকভাবে বলা হয় মানবজীবনের-

উত্তর: নৈতিক আদর্শ

১৪। ‘Power: A New Social Analysis’ গ্রন্থটি কার লেখা?

উত্তর: রাসেল

১৫। মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে-

উত্তর: সামজিক অবক্ষয় রোধ করা।???

১৬। সুশাসন হচ্ছে এমন এক শাসন ব্যবস্থা যা শাসক ও শাসিতের মধ্যে-

উত্তর: আস্থার সম্পর্ক গড়ে তোলে

১৭। সুশাসনের পূর্বশর্ত হচ্ছে-

উত্তর: অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন

১৮। ‘সুবর্ণ মধ্যক’ হলো

উত্তর: দুটি চরমপন্থার মধ্যবর্তী পন্থা

১৯। নৈতিক আচরণবিধি (Code of ethics) বলতে বুঝায়-

ক) মৌলিক মূল্যবোধ সংক্রান্ত সাধারণ বচন যা সংগঠনের পেশাগত ভূমিকাকে সংজ্ঞায়িত করে

খ) বাস্তবতার নিরিখে নির্দিষ্ট আচরণের মানদণ্ড নির্ধারণ সংক্রান্ত আচরণবিধি

গ) দৈনন্দিন কার্যকলাপ ত্বরান্বিত করণে প্রণীত নৈতিক নিয়ম, মানদণ্ড বা আচরণবিধি

ঘ) উপরের তিনটিই সঠিক ( উত্তর)

২০। একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ হলো-

উত্তর: জনকল্যাণ।

২১. একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের অত্যাবশকীয় মৌলিক গুণাবলির মধ্যে শ্রেষ্ঠ গুণ কোনটি?

উত্তর: নৈতিকতা

২২. আমাদের চিরন্তর মূল্যবোধ কোনটি?

উত্তর: সত্য ও ন্যায়

২৩. রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয়?

উত্তর: সংবাদ মাধ্যম

২৪. সরকারি সিদ্ধান্ত প্রণয়নে কোন মূল্যবোধটি গুরুত্বপূর্ণ নয়?

উত্তর: সৃজনশীলতা

২৫. UNDP সুশাসন নিশ্চিতকরণে কয়টি উপাদান উল্লেখ করেছে?

উত্তর: ৯টি

২৬. কোনটি ন্যায়পরায়ণতার নৈতিক মূলনীতি নয়?

উত্তর: সুশাসনের জন্য উচ্চ শিক্ষিত কর্মকর্তা নিয়োগ

২৭. সরকারি চাকরিতে সততার মাপকাঠি কি?

উত্তর: নির্মোহ ও নিরপেক্ষভাবে অর্পিত দায়িত্ব যথাবিধি সম্পন্ন করা

২৮. নৈতিক শক্তির প্রধান উপাদান কি?

উত্তর: সততা ও নিষ্ঠা

২৯. “সুশাসন বলতে রাষ্ট্রের সঙ্গে সুশীল সমাজের, সরকারের সঙ্গে শাসিত জনগণের, শাসকের সঙ্গে শাসিতের সম্পর্ক বোঝায়” —উক্তিটি কার?

উত্তর: ম্যাককরনী

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন থেকে বিভিন্ন পরীক্ষায় বার বার আসা প্রশ্ন ও উত্তর

৩০. জনগণ, রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হলো—-

উত্তর: সুশাসন

৩১।গোল্ডেন মিন (Golden Mean) হলো–

উত্তর: দুটি চরম পন্থার মধ্যবর্তী অবস্থা

৩২. কোন বছর ইউএনডিপি (UNDP) সুশাসনের সংজ্ঞা প্রবর্তন করে?

উত্তর: ১৯৯৭

৩৩. শূন্যবাদ যে ল্যাটিন শব্দ থেকে উদ্ভুত তার অর্থ—

উত্তর: কিছুই না

৩ ৪. ব্যক্তি সহনশীলতার শিক্ষা লাভ করে-

উত্তর: মূল্যবোধের শিক্ষা থেকে

৩৫. সুশাসনের কোন নীতি সংগঠনের স্বাধীনতাকে নিশ্চিত করে?

উত্তর: স্বচ্ছতা

৩৬. নিচের কোন রিপোর্টে বিশ্বব্যাংক সুশাসনের সংজ্ঞা প্রদান করেছে?

উত্তর: শাসন প্রক্রিয়া ও উন্নয়ন

৩৭. নিচের কোনটি সুশাসনের উপাদান নয়?

উত্তর: নৈতিক শাসন

৩৮. নিচের কোনটি সংস্কৃতির উপাদান নয়?

উত্তর: আইন

বিসিএস

৩৯. জেরেমি বেন্থাম কোন দেশের অধিবাসী ছিলেন?

উত্তর: যুক্তরাজ্য

৪০. মূল্যবোধ পরীক্ষা করে–

উত্তর: ভাল ও মন্দ, ন্যায় ও অন্যায়, নৈতিকতা ও অনৈতিকতা

৪১. বাংলাদেশে নব নৈতিকতার প্রবর্তক হলেন-

উত্তর: আরজ আলী মাতুব্বর |

৪২. “আমরা যে সমাজেই বসবাস করি না কেন, আমাদের সকলেই ভালাে নাগরিক হওয়ার প্রত্যাশা করি।” এটি-

উত্তর: রাজনৈতিক ও সামাজিক অনুশাসন।

৪৩. সভ্য সমাজের মানদন্ড হলাে-

উত্তর: আইনের শাসন।

৪৪. বিপরীত বৈষম্য এর নীতি প্রয়োগ করা হয়-

উত্তর: নারীদের ক্ষেত্রে।

৪৫. মূল্যবোধ হলো-

উত্তর: মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড |

৪৬. জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো –

উত্তর: মৌলিক স্বাধীনতার উন্নয়ন।

৪৭. সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য হলো-

উত্তর: নিয়মিত কর প্রদান করা ।

৪৮. মূল্যবোধের চালিকা শক্তি হলো-

উত্তর: সংস্কৃতি।

৪৯. অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা হলে-

উত্তর: বিনিয়োগ বৃদ্ধি পায়

৫০. তথ্য পাওয়া মানুষের কি ধরনের অধিকার-

উত্তর: মৌলিক অধিকার।

৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

Related Articles

Back to top button
error: