৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আর বেশি দিন বাকি নেই। যেহেতু প্রিলিমিনারিতে প্রতিযোগী বেশি, তাই পাস করতে হলে অবশ্যই খুব ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। পরীক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার জন্য এখানে সাধারণ জ্ঞানের মডেল টেস্টের আয়োজন করা হয়েছে। এখানে বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলি বিষয়ের মডেল টেস্ট প্রকাশ করা হয়েছে।
১। চ্যানেল ৫৭ প্রবাহিত হয়েছে কোন স্থাপনার নিচ দিয়ে?
ক. চীনের প্রাচীর খ. বার্লিন প্রাচীর গ. পেন্টাগন ঘ. হোয়াইট হাউস
২। লাউকাঠী নদী কোন জেলায় অবস্থিত ?
ক. ঝালকাঠী খ. পিরোজপুর গ.বরগুণা ঘ. পটুয়াখালী
৩। বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস কত তারিখ ?
ক. ১ নভেম্বর খ. ৪ নভেম্বর গ. ৭ নভেম্বর ঘ. ৯ নভেম্বর
৪। ভাসানচর আবাসন প্রকল্পের আনুষ্ঠানিক নাম কি?
ক. আশ্রয়ণ-৪ খ. আশ্রয়ণ-৩
গ. আশ্রয়ণ-২ ঘ. আশ্রয়ণ–৫
৫। বেকন অব হোপ বা আশার আলোকবর্তিকা বাতিঘরটি কোথায় অবস্থিত?
ক. দুবলার চর খ. বাউলার চর
গ. উড়ির চর ঘ. ভাসান চর
কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি ২০২৩ – গুরত্বপুর্ন প্রশ্ন ও উত্তর
সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৩ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
অষ্টম শ্রেণির বোর্ড বই থেকে বিসিএস ও অন্যান্য চাকরি পরীক্ষায় আসা প্রশ্ন ও উত্তর
সবচেয়ে বেশি বার বিসিএস ও অন্যান্য চাকরির পরীক্ষায় আসা পশ্ন ও উত্তর
সাধারন জ্ঞান থেকে বিসিএস ও অন্যান্য চাকরি পরীক্ষায় আসা প্রশ্ন ও উত্তর
৬। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি ‘আমাদের শেখ মুজিব’শিরোনামের গানটির সুরকার কে ?
ক . সুপর্ণকান্তি ঘোষ খ. বাপ্পা মজুমদার
গ. সুজেয় শ্যাম ঘ.হাবিব ওয়াহিদ
৭। ‘চুলামনি’ মন্দির কোথায অবস্থিত ?
ক.রাজশাহী খ. খাগড়াছড়ি গ. দিনাজপুর ঘ. বান্দরবন
৮। দেশের খ্যাতনামা সাহিত্যিক, সাহিত্য সম্পাদক ও শিল্প সমালোচক আবুল হাসনাত মৃত্যু বরণ করেন কবে?
ক. ১ নভেম্বর ২০২০ খ. ২ নভেম্বর ২০২০
গ. ৩ নভেম্বর ২০২০ ঘ. ৪ নভেম্বর ২০২০
প্রিলিমিনারি পরীক্ষার জন্য গুরুত্বপুর্ন প্রশ্নের বিষয়ভিত্তিক মডেল টেস্ট
৯। বর্তমানে বাংলাদেশে কতটি কারাগার রয়েছে ?
ক. ৬৭ টি খ. ৬৮ টি গ. ৭১ টি ঘ. ৭২ টি
১০। বাংলাদেশে প্রবেশে বিদেশি নাগরিকদের কত ধরনের ভিসা দেওয়া হয়?
ক. ২৩ ধরনের খ. ৪৪ ধরনের
গ. ৩৩ ধরনের ঘ. ৫৫ ধরনের
১১। নির্মানাধীন রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র কোন মন্ত্রণালয়ের অধীন?
ক. প্রতিরক্ষা মন্ত্রনালয় খ. বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রনালয়
গ. শিল্প মন্ত্রনালয় ঘ. বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়
১২. জাতীয় সংসদ ভবনে দর্শকের আসন কয়টি?
ক. ৪৮০টি খ. ৪৩০টি গ. ৩৫০টি ঘ. ৮০টি
১৩। মুক্তিযুদ্ধের সময় রাজশাহী কত নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?
ক. ৭ খ. ৮ গ. ৯ ঘ. ১০
১৪. বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের একটি বড় অংশ-
ক. সেমাটিড খ. ককেশীয় গ. মঙ্গোলয়েড ঘ. অস্ট্রোলয়েড
১৫. চট্টগ্রাম অঞ্চলের প্রাচীন নাম কী?
ক. রাঢ় খ. বঙ্গ গ. হরিকেল ঘ. গৌড়
আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী MCQ – গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
সাধারণ বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি
৪০ থেকে ৪৪ তম বিসিএস প্রিলির গণিত ও মানসিক দক্ষতা প্রশ্ন সমাধান
মানসিক দক্ষতা থেকে গুরত্বপুর্ন বিসিএস প্রশ্ন ও উত্তর (প্রিলিমিনারি ও লিখিত)
১৬. ‘শীলাদেবীর ঘাট’ কোথায় অবস্থিত?
ক. ময়নামতি খ. বগুড়া গ. সোনারগাঁ ঘ. বান্দরবান
১৭. দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসিত করা হয়-
ক. গোয়ায় খ. ইয়াঙ্গুন গ. আন্দামানে ঘ. থাইল্যান্ডে
১৮. বাংলাদেশ কোন সালে CTBT অনুমোদন করে?
ক. ১৯৯৯ খ. ২০০০ গ. ২০০১ ঘ. ২০০২
১৯. ‘সম্মিলিত প্রয়াস; বলতে বোঝায়-
ক. জাতীয় সংসদ খ. জাতীয় জাদুঘর গ. শহীদ মিনার ঘ. জাতীয় স্মৃতিসৌধ
২০. সড়কপথে ঢাকা থেকে টেকনাফের দূরত্ব-
ক. ৩৪৬ কিমি. খ. ৪৭৫ কিমি. গ. ৪৯৫ কিমি. ঘ. ৫৭৫ কিমি.
২১. বাংলাদেশের মানচিত্র প্রথম কে আঁকেন?
ক. র্যাডক্লিক খ. কামরুল হাসান গ. জেমস রেনেল ঘ. শিব নারায়ণ
২২. বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে?
ক. ১৬ বার খ. ১৪ বার গ. ১৭ বার ঘ. ১৮ বার
২৩. মানব উন্নয়ন সূচক ২০১৯ অনুযায়ী বাংলাদেশের অবস্থান-
ক. ১৩৪তম খ. ১৩৫ গ. ১৩৬তম ঘ. ১৩৭তম
২৪. ষষ্ঠ আদমশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হবে-
ক. ২-৮ জানুয়ারি ২০২১ খ. ২-৮ মার্চ ২০২১ গ. ২১-২৮ জানুয়ারি ২০২২ ঘ. ২১-২৮ মার্চ ২০২২
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
ঢাকা মেট্রোরেল সম্পর্কে সকল প্রশ্ন ও উত্তর – মেট্রোরেল সাধারণ জ্ঞান
পদ্মা সেতু সম্পর্কে গুরুত্বপূর্ণ সকল প্রশ্ন ও উত্তর – পদ্মা সেতু সাধারণ জ্ঞান
২৫. ২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশে জিডিপির প্রবৃদ্ধি হয়েছে-
ক. ৭.১৫% খ. ৭.৩৫% গ. ৮.১৫% ঘ. ৮.৩৫%
২৬. বাংলাদেশের মন্ত্রিপরিষদের কতভাগ সদস্য টেকনোক্রাট হতে পারেন?
ক. এক-দশমাংশ খ. এক শতাংশ গ. দুই-দশমাংশ ঘ. দুই শতাংশ
২৭. ড. মুহম্মদ শহীদুল্লাহ স্মৃতি জাদুঘর কোথায় অবস্থিত?
ক. বাংলা একাডেমি খ. ঢাকা বিশ্ববিদ্যালয় গ. শিশু একাডেমি ঘ. শিল্পকলা একাডেমি
২৮. ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্রকাশিত দেয়াল পত্রিকার নাম কী?
ক. উত্তরাধিকার খ. দিশারী গ. ষাণ্মাসিক ঘ. কারাবার্তা
২৯. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র-আনুষ্ঠানিকভাবে জারি করা হয় ১৯৭১ সালের-
ক. ১০ জানুয়ারি খ. ২৬ মার্চ গ. ১০ এপ্রিল ঘ. ১৭ এপ্রিল
৩০. সংবিধানের কোন অনুচ্ছেদে ‘চলাফেরার স্বাধীনতার’ কথা বলা হয়েছে?
ক. ৩৯ খ. ৩৮ গ. ৩৭ ঘ. ৩৬
৩১. মুজিব বর্ষ উদ্যাপনের ক্ষণগণনা শুরু হয়-
ক. ১ জানুয়ারি ২০২০ খ. ১০ জানুয়ারি ২০২০ গ. ১১ জানুয়ারি ২০২০ ঘ. ২১ ফেব্রুয়ারি ২০২০
৩২. বাংলাদেশের পেঁয়াজের ভান্ডার বলে খ্যাত-
ক. রূপগঞ্জ, নারায়ণগঞ্জ খ. কোট চাঁদপুর, যশোর গ. সাঁথিয়া, পাবনা ঘ. রায়গঞ্জ, সিরাগঞ্জ।
৩৩. ‘কঠিন চীবরদান’ কোন ধর্মের উত্সব?
ক. জেন খ. বৌদ্ধ গ. হিন্দু ঘ. ইহুদি
৩৪. কোন আরব দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল?
ক. সৌদি আরব খ. সিরিয়া গ. জর্ডান ঘ. ইরাক
৩৫. ৭ মার্চ ১৯৭১ বঙ্গবন্ধুর ভাষণের মূল বিষয় ছিল কয়টি?
ক. ৩টি খ. ৪টি গ. ৭টি ঘ. ৮টি
৩৬. দেশে তৈরি প্রথম যাত্রীবাহী স্টিমার বা জাহাজের নাম কী?
ক. এমভি মধুমতি খ. এমভি বঙ্গবন্ধু গ. এমভি বাঙালি ঘ. এমভি বাংলাদেশি
৩৭. শালবন বিহার কোন রাজবংশের কীর্তি?
ক. পাল খ. চন্দ্র গ. দেব ঘ. সেন
৩৮. বঙ্গভঙ্গ করেন-
ক. লর্ড হার্ডিঞ্জ খ. লর্ড কার্জন গ. লর্ড ক্যানিং ঘ. লর্ড মাউন্টব্যাটেন
৩৯. বাংলাদেশ ওআইসির সদস্যপদ লাভ করে কবে?
ক. ১৯৭২ সালে খ. ১৯৭৪ সালে গ. ১৯৭৫ সালে ঘ. ১৯৭৬ সালে
৪০. জাতীয় প্রেসক্লাব কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৫২ সালে খ. ১৯৫৪ সালে গ. ১৯৭২ সালে ঘ. ১৯৮১ সালে
৪১. বাংলাদেশের কোন খেলোয়ার টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি করেন?
ক. সাকিব আল হাসান খ. মুশফিকুর রহিম গ. তামিম ইকবাল ঘ. মাহমুদউল্লাহ
৪২. বাংলাদেশে ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি রয়েছে কোথায়?
ক. রাজশাহী খ. সিলেট গ. চট্টগ্রাম ঘ. বরিশাল
৪৩. বাংলাদেশের প্রথম বায়ুবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত?
ক. ঝালকাঠি খ. ঢাকা গ. চট্টগ্রাম ঘ. ফেনী
৪৪. SIPRI কোন দেশভিত্তিক শান্তি গবেষণা সংস্থা?
ক. সুইডেন খ. ভারত গ. জাপান ঘ. সুইজারল্যান্ড
৪৫. জাতিসংঘ-ঘোষিত শান্তি দিবস পালিত হয়-
ক. ১ জানুয়ারি খ. ২৪ অক্টোবর গ. ৫ জুন ঘ. ২১ সেপ্টেম্বর
৪৬. দোজাংখা কোন দেশের ভাষা?
ক. ভুটান খ. নেপাল গ. খানা ঘ. কম্বোডিয়া
৪৭. মিয়ানমারের সীমান্তবর্তী দেশ-
ক. ৩টি খ ৪টি গ. ৫টি ঘ. ৬টি
৪৮. চীন প্রথম সামরিক ঘাঁটি করেছে-
ক. মালদ্বীপে খ. মিয়ানমারে গ. জিবুতিতে ঘ. শ্রীলঙ্কায়
৪৯. WHO-এর সদর দপ্তর কোথায়?
ক. জেনেভা খ. প্যারিস গ. লন্ডন ঘ. গ্রিস
৫০. জাপান সাগর ও পীতসাগরের মধ্যে অবস্থিত
ক. কোরিয়া উপদ্বীপ খ. মালয় উপদ্বীপ গ. বাহরাইন উপদ্বীপ ঘ. হাইনাইন উপদ্বীপ
মডেল টেস্ট উত্তর
১। খ, ২। ঘ, ৩। ক, ৪। খ, ৫।ঘ, ৬।ক, ৭।ঘ, ৮।ক । ৯।খ, ১০।গ, ১১। ঘ, ১২. খ, ১৩. ক, ১৪. গ, ১৫. গ, ১৬. খ, ১৭. খ, ১৮. খ, ১৯. ঘ, ২০. খ, ২১. গ, ২২. গ, ২৩. খ, ২৪. ক, ২৫. গ, ২৬. ক, ২৭. ক, ২৮. খ, ২৯. গ, ৩০. ঘ, ৩১. খ, ৩২. গ, ৩৩. খ, ৩৪. ঘ, ৩৫. খ, ৩৬. গ, ৩৭. গ, ৩৮. খ, ৩৯. খ, ৪০. খ, ৪১. গ, ৪২. গ, ৪৩. ঘ, ৪৪. ক, ৪৫. ঘ, ৪৬. ক, ৪৭. গ, ৪৮. গ, ৪৯. ক, ৫০. ক
চাকরির সাধারণ জ্ঞান ২০২২, চাকরির সাধারণ জ্ঞান বই, আজকের সাধারণ জ্ঞান, গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান, সরকারি চাকরির জন্য সাধারণ জ্ঞান, সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২২ আন্তর্জাতিক, সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৩ pdf, চাকরির প্রস্তুতি সাধারণ জ্ঞান, চাকরির সাধারণ জ্ঞান, গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান বাংলাদেশ, মজার সাধারণ জ্ঞান প্রশ্ন, গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান ২০২২, সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর, ছোটদের সাধারণ জ্ঞান, বিশ্ব সম্পর্কে সাধারণ জ্ঞান, বাংলাদেশের ইতিহাস সাধারণ জ্ঞান, বিসিএস মডেল টেস্ট বই, ৪৫ তম বিসিএস মডেল টেস্ট, বিসিএস মডেল টেস্ট বই pdf, বিসিএস অনলাইন মডেল টেস্ট, চাকরির প্রস্তুতি মডেল টেস্ট, মডেল টেস্ট প্রশ্ন, বিসিএস লিখিত মডেল টেস্ট, বাংলা মডেল টেস্ট, চাকরির সাধারণ জ্ঞান, গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান বাংলাদেশ, মজার সাধারণ জ্ঞান প্রশ্ন, গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান ২০২২, সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর, ছোটদের সাধারণ জ্ঞান, বিশ্ব সম্পর্কে সাধারণ জ্ঞান, বাংলাদেশের ইতিহাস সাধারণ জ্ঞান, বিসিএস মডেল টেস্ট বই, ৪৫ তম বিসিএস মডেল টেস্ট, বিসিএস মডেল টেস্ট বই pdf, বিসিএস অনলাইন মডেল টেস্ট, চাকরির প্রস্তুতি মডেল টেস্ট, মডেল টেস্ট প্রশ্ন, বিসিএস লিখিত মডেল টেস্ট, বাংলা মডেল টেস্ট