গল্প ও কবিতা

ভয়ংকর সব গা শিউরে উঠা ভৌতিক গল্প- ভুতের ছোট গল্প ৫

Last updated on March 22nd, 2025 at 01:38 am

ভুত নামটাই ভৌতিক। ভুত আমি মানুষের থেকেও বেশি ভয় পাই। তবে বাস্তবতায় দুটো ব্যাপারই সমান ভয়ংকর। গত ছুটিতে গ্রামে এক বিয়ে বাড়িতে গিয়েছিলাম। শীতে গ্রামের রাস্তায় প্রচণ্ড কুয়াশা থাকে। তেমন কিছু দেখা যায় না বললেই চলে। বিয়ের সকল আয়োজন ছেড়ে যখন বাড়ির দিকে রওনা হব তখনই বিপদ। সবাই ক্লান্ত, বাসা পর্যন্ত সাথে যাবার মত তেমন কেউ নেই। তাই কোন রকমে দৌড়ে দৌড়ে যেতে লাগলাম বাসার দিকে। আমিও দৌড়াই সাথে আমার সাথে কেও দৌড়ায়। আমিও থামি আবার সেও থামে। চিৎকার করলাম কে কে। কোন উত্তর নেই। কি ভয়ংকর ব্যাপার। কি করা যায়। এদিকে তো ভয়ে আমার ঘাম ছুটা শুরু করেছে এই প্রচণ্ড শীতে।

কি আর করা আমি আর থামলাম না। দৌড়াতে লাগলাম। জানিনা এত অল্প পথ আজ দৌড়াতে এত সময় লাগছে কেন। তখন ঘড়িতে রাত ১০ টার মত বাজে। তাই রাস্তায় তেমন মানুষও ছিল না। আবার গ্রামের রাস্তা বলে কথা তাই আলোও কম। সামনে একটি রাস্তা গেছে যেখানে গেলে আলোর দেখা মিলবে তখন  হয়ত বা পেছনে তাকিয়ে দেখা যাবে কে ছিল পাশে।  যাক অবশেষে আমি আলোর কাছে। এবার সাহস করে পেছনে তাকালাম। অদ্ভুত ব্যাপার, এক কুয়াশা খণ্ড মিলে গেল বাতাসের সাথে মুহর্তের মধ্যে।

লেখক

সুরাইয়া ইয়াসমিন

দৈনন্দিন জীবন
দৈনন্দিন জীবন

ভুতের ছোট গল্প, ভুতের গল্প বই, ভুতের গল্প ভিডিও, ভুতের গল্প কার্টুন, ভুতের অডিও, ভুতের গল্প ডাউনলোড, ভুতের গল্প, ভুত রহস্য,

আরও পরুন-

বয়স বাড়লেই কি ওজন বাড়ে?

সুন্দর ত্বক পেতে যা করবেন! উজ্জ্বল ত্বকের ১০টি জাদুকরী প্রাকৃতিক উপাদান

ওজন কমাতে আদার শরবত (এক সপ্তাহেই ওজন কমিয়ে ফেলুন)

Related Articles

Back to top button
error: