স্বাস্থ্য ও রূপ চর্চা

অতিরিক্ত চুল পড়ার সমস্যা : যেভাবে চুল পড়া বন্ধ করবেন

অতিরিক্ত চুল পড়ার সমস্যা সমাধান, অল্প বয়সে চুল পড়ার কারণ, ছেলেদের চুল পড়ার কারণ ও প্রতিকার, চুল পড়ার ওষুধ। ছেলেদের চুল পড়ার কারণ কি, কি খেলে চুল পড়া বন্ধ হয়, কোন ভিটামিনের অভাবে চুল পড়ে যায়, ছেলেদের চুল পড়ার ঔষধ।

চুলের সমস্যা ডাক্তার, চুলের সমস্যার জন্য কোন ডাক্তার দেখানো উচিত, চুলের বিল্ড আপ সমস্যা সমাধান, সালফেট যুক্ত শ্যাম্পু, স্যালিসাইলিক এসিড যুক্ত শ্যাম্পু।

চুল ধরে রাখার উপায়, গোসলের সময় চুল পড়া, চুল মজবুত করার উপায়। চুলের নানা সমস্যাকে বিদায় জানাতে ঘরোয়া এই ছয় পদ্ধতি বেশ কার্যকর।

শীত এলে চুল পড়া বেড়ে যায় কয়েক গুণ। এ সমস্যাকে বিদায় জানাতে আমরা অনেক কিছুই করি। কিন্তু সব সময় উপকার পাওয়া যায় না।

এমন ছয়টি উপায় জেনে নিন, যা ঘরোয়া উপায়ে কাজ করে চুল পড়া বন্ধে ।

যেহেতু ঘরে থাকা উপাদানেই এ উপায় গুলো অনুসরণ করা যায়, তাই চলুন দেরি না করে জেনে নিন সেসব।

অতিরিক্ত চুল পড়ার সমস্যা : যেভাবে চুল পড়া বন্ধ করবেন

গ্রিন টি :

এতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট, যা শুধু আপনার চুল পড়া বন্ধই করে না, বরং চুল গজাতেও সাহায্য করে।

কয়েক দিন ব্যবহার করেই দেখুন দারুণ ফল পাওয়া যায়। তাই নিয়মিত মাথায় গ্রিন টি ব্যবহার করুন।

এ ছাড়া পারলে দিনে এক কাপ করে গ্রিন টি পান করুন। অবশ্যই উপকার পাবেন। `

আমলকী :

আমলকী ব্যবহার হয়ে আসছে বেশ আগে থেকেই চুলের যত্নে। এটি চুল পড়া বন্ধে বেশ কার্যকর।

প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় চুলের গোড়া মজবুত ও শক্তিশালী করতে এর কোন বিকল্প নেই।

এ ছাড়া এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান খুশকি দূর করতে দারুণ কাজ করে।

তাই নিয়মিত আমলকী খান আর সাথে মাথায়ও এর রস লাগান।

পেঁয়াজের স্বাস্থ্য উপকারিতা ও ঔষধি গুন
পেঁয়াজের স্বাস্থ্য উপকারিতা ও ঔষধি গুন

পেঁয়াজের রস :

এতে আছে প্রচুর পরিমাণে সালফার। তাই এটি চুলের জন্য খুব উপকারী।

চুলের গোড়া শক্ত করতে এর জুড়ি নেই। মাথার খুশকি তাড়াতে এটি দারুণ কাজ করে।

নিয়মিত মাথায় পেঁয়াজের রস লাগালে চুলের নানা সমস্যা চলে যাবে।

নিমপাতা :

নিমে রয়েছে অনেক ঔষধি গুণ। চুল পড়া বন্ধে এটি বেশ কার্যকর। এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান।

যা চুলের গোড়া নরম করে খুশকি দূর করে আর পুষ্টি জোগায়। এর ফলে চুল আরো প্রাণবন্ত ও শক্তিশালী হয়। আর চুল পড়া কমে।

গরম তেল ম্যাসাজ :

নারকেল বা বাদামের তেল গরম করুন। এরপর আঙুল দিয়ে তা মাথার ত্বকে ম্যাসাজ করুন। এতে চুলের গোড়া শক্ত হবে। আর নিয়মিত ব্যবহারে চুল পড়া বন্ধ হবে। সাথে নতুন চুলও গজাতে পারে মাথায়।

কলা, তেল ও মধুর মিশ্রণ :

চুলের জন্য আমরা অনেক সময় ওষুধ ব্যবহার করে থাকি। তবে তা চুলের জন্য স্বাস্থ্যকর নাও হতে পারে । এতে চুল পড়ার আশঙ্কা বেড়ে যায়। এর বদলে আপনি কলা, নারকেল তেল, অলিভ ওয়েল ও মধুর মিশ্রণ ব্যবহার করতে পারেন। এটি নিয়মিত ব্যবহারে আপনার চুল পড়া কমবে।

বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান 2024

Related Articles

Back to top button
error: