গল্প ও কবিতা

বদলে যাওয়ার গল্প ৩ – অসাধারন শিক্ষনীয় ছোট গল্প 

গল্প – কার্টুন গল্প, শিক্ষনীয় গল্প, হাসির গল্প, বাংলা গল্প, রূপকথার গল্প, জীবনের গল্প, বাংলা ভালো গল্প, ভুতের কার্টুন গল্প, শিক্ষনীয় গল্প, বাংলা গল্প, জীবনের গল্প, হাসির গল্প, গল্প রোমান্টিক, প্রেমের গল্প, ভালো গল্প, রূপকথার বাংলা গল্প, সফলতার শিক্ষনীয় গল্প, শিক্ষনীয় বাস্তব গল্প, ইসলামিক শিক্ষনীয় গল্প, হাদীসের শিক্ষনীয় গল্প, ছোট ছোট শিক্ষনীয় গল্প, শিক্ষনীয় ছোট গল্প pdf, শিক্ষনীয় কষ্টের গল্প, শিক্ষনীয় মোটিভেশনাল গল্প।

বদলে যাওয়ার গল্প ১

বদলে যাওয়ার গল্প ২

ছেলের আশায় এক মায়ের ৪টি কন্যা সন্তান হয়ে গেল। পঞ্চম সন্তানটি ছেলে হল। তিনি বরাবরই ছেলেদের খুব পছন্দ করতেন। খাবার পাত্রেও স্বামী ও ছেলের ভাগে বেশি থাকত আর মেয়েরা পেত সামান্য। কষ্টের সংসারে কোন ভাবে ছেলে মেয়ে মানুষ করতে থাকলেন। মেধাবী হওয়ায় তাদের রেসাল্ট ভালো হত। এভাবে একে একে সবাই পড়াশুনা শেষে চাকরি শুরু করল। বাবা কাজ করবার শক্তি হারালেন আর ছেলেমেয়ের উপর নির্ভর হয়ে পরলেন। বড় আর মেজো মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় সংসার নিয়ে ব্যাস্ত থাকে তারপরও নিয়মিত খোঁজ করে আর মেজো মেয়ে চাকরি করে মাকে কিছু সংসার খরচ দেবার চেষ্টা করে। বাকি দুই মেয়ে নতুন চাকরি আর অল্প বেতন সত্তেও মায়ের কাছে সংসার খরচ দিতে থাকে আর ভাই এর পড়াশুনার খরচ চালানোর চেষ্টা করে। ভাই এর আর ৩ মাস পরেই পড়া শেষ হবে। তবে ভাই প্রতিদিনই মায়ের কাছ থেকে তার হাত খরচের জন্য বেশি করে টাকা চাইত আর মা তাকে কষ্ট বুঝতে দিতে চাইত না তাই যা চাইত তাই দিয়ে দিত। এর ফলে তিনি বিপদের দিনের জন্য কোন সঞ্চয় করে রাখতে পারেন নাই। হঠাত একদিন তার স্বামী অসুস্থ হয়ে পরলেন আর তাকে হাসপাতালে ভর্তি করা লাগল। কিন্তু টাকার অভাবে বেশিদিন চিকিৎসা চালানো কঠিন হয়ে পরল এবং তিনি কিছু দিনের মধ্যেই মারা গেলেন। তাই ছেলেমেয়ের প্রতি ভালবাসায় বিভাজন নয় বরং সমান দৃষ্টি ভংগি আনতে পারে পরিবর্তন।

জীবনসঙ্গী মিলন

Related Articles

Back to top button
error: