শিক্ষা

স্যাট কী? কেন, কোথায়, কখন, কীভাবে দিবেন?

(SAT = Scholastic Assessment Test)

স্যাট কী পরীক্ষা:

এসএটি বা স্যাট (স্কলাসটিক অ্যাসেসমেন্ট টেস্ট) পরীক্ষার স্কোর যুক্তরাষ্ট্রের কলেজ ও স্নাতক পর্যায়ে আবেদনে গ্রহণ করা হয়। এসএসসি ও এইচএসসি পাস করার পর একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা গ্রহণের জন্য কতটা প্রস্তুত তা পরিমাপ করা যায়।

স্যাট পরীক্ষার খরচ:

বাংলাদেশে পরীক্ষা দেওয়ার জন্য খরচ পড়বে ৯২ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে সাত হাজার টাকা।

https://bangla.minciter.com/2023/02/01/%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%86%e0%a6%b0%e0%a6%87-%e0%a6%95%e0%a7%80-%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a5%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%95%e0%a6%96%e0%a6%a8-%e0%a6%95%e0%a7%80/

স্যাট পরীক্ষার কারা অংশ নেন:

যুক্তরাষ্ট্রের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যেকোনো বিষয়ে স্নাতকে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা।

স্যাট কেন প্রয়োজন:

বিষয়ভিত্তিক ও বুদ্ধিবৃত্তিক দক্ষতা সনদ হিসেবে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আবেদনপত্রের সঙ্গে এসএটি স্কোর জমা দিতে হয়। এসএটি পরীক্ষার দুটি ধরন আছে—সাধারণ এসএটি ও এসএটি সাবজেক্ট টেস্ট।

স্যাট পরীক্ষার নম্বর:

স্যাট পরীক্ষায় সর্বনিম্ন স্কোর ৬০০ এবং সর্বোচ্চ স্কোর ২৪০০। সাধারণত বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির আবেদনের জন্য কোনো ন্যূনতম স্কোরকে আবশ্যক হিসেবে উল্লেখ করা হয় না, তবে যুক্তরাষ্ট্রের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীর স্কোর ২০০০ থেকে ২৪০০-এর মধ্যে হয়ে থাকে।

স্যাট পরীক্ষার সুবিধা:

যুক্তরাষ্ট্রের কলেজ ও বিশ্ববিদালয়ে স্নাতক পর্যায়ে উচ্চশিক্ষার জন্য একাডেমিক দক্ষতার প্রমাণ হিসেবে এই সনদ গ্রহণ করা হয়।

স্যাট পরীক্ষার মেয়াদ:

পাঁচ বছর কিংবা তারপরও ভর্তির কাজে ব্যবহার করা যায়।

স্যাট পরীক্ষা কর্তৃপক্ষ:

কলেজ বোর্ড।

https://bangla.minciter.com/2023/02/01/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%89%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%83-%e0%a6%95%e0%a7%80%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac/

স্যাট পরীক্ষার আবেদনের প্রক্রিয়া:

স্যাট পরীক্ষা দেওয়ার জন্য প্রথমেই স্যাটের অফিশিয়াল ওয়েবসাইটে (www. collegeboard. org) গিয়ে অনলাইনে নির্দিষ্ট ফি জমা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। পরীক্ষা দেওয়ার কমপক্ষে এক মাস আগে রেজিস্ট্রেশন সম্পন্ন করা জরুরি। এ ছাড়া রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজন হবে পাসপোর্ট এবং পিপি ছবির ডিজিটাল কপি। এ ক্ষেত্রে উল্লেখ্য যে পাসপোর্ট ছাড়া অন্য কোরো ধরনের শনাক্তকারী পরিচয়পত্র গ্রহণযোগ্য নয়।
রেজিস্ট্রেশন করার পর ওয়েবসাইট থেকে যে প্রবেশপত্র দেওয়া হবে তাতে পরীক্ষার দিন, সময় ও কেন্দ্র উল্লেখ করা থাকবে। পরীক্ষার দিন পরীক্ষার্থীকে প্রয়োজনীয় আরও কী কী নিয়ে যেতে হবে তাও বলা থাকবে প্রবেশপত্রে।

স্যাট পরীক্ষার সময়:

৩ ঘণ্টা ৪৫ মিনিট।

স্যাট পরীক্ষার মডিউল:

তিনটি—রিডিং, রাইটিং, ল্যাঙ্গুয়েজ এবং গণিতের ক্যালকুলেটর ও নন-ক্যালকুলেটর বিভাগ। বিষয়ভিত্তিক এসএটি পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন বা জীববিজ্ঞান ইত্যাদি বিষয়ে দক্ষতা যাচাই করা হয়।

https://bangla.minciter.com/2023/02/01/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%89%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%86%e0%a6%87%e0%a6%87%e0%a6%8f%e0%a6%b2/

স্যাট পরীক্ষা পদ্ধতি

Critical reading, math ও writing এই তিনটি অংশের প্রতি অংশে ৮০০ করে মোট ২৪০০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়। Critical reading-এ মূলত শব্দজ্ঞান, ছোট-বড় বিভিন্ন passage পড়ে তার ওপর প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা যাচাই করা হয়। গণিতের অংশের প্রশ্নগুলোর মধ্যে রয়েছে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি ও ত্রিকোণমিতি-সংক্রান্ত সমস্যার প্রশ্ন। রাইটিং অংশে থাকে বাক্য ও প্যারাগ্রাফ উন্নতিকরণ সম্পর্কিত প্রশ্ন। এ ছাড়া এ অংশে নিদ্রিস্ট বিষয়ের ওপর একটি রচনা লিখতে হয়, যার জন্য সময় বরাদ্দ থাকে ২৫ মিনিট।

বিস্তারিত

Related Articles

Back to top button
error: