চাকরি প্রস্তুতি

সবচেয়ে বেশি বার বিসিএস ও অন্যান্য চাকরির পরীক্ষায় আসা পশ্ন ও উত্তর

বিসিএস ও অন্যান্য চাকরির পরীক্ষায় বার বার আসা প্রশ্ন। সবচেয়ে বেশি বার বিসিএস ও অন্যান্য চাকরির পরীক্ষায় আগত প্রশ্ন।

সবচেয়ে বেশি বার বিসিএস ও অন্যান্য চাকরির পরীক্ষায় আগত পশ্নগুলো যা প্রতিবারই আসে।

বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান ২০২৩, বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা অনুবাদ pdf, বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা প্রশ্ন ২০২২, বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা ইংরেজি প্রশ্ন pdf, বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা সাধারণ বিজ্ঞান, বিসিএস ভাইভা প্রশ্ন ও উত্তর pdf, বিভিন্ন পরীক্ষায় আসা পূর্ণরূপ, ৩য় ও ৪র্থ শ্রেণীর নিয়োগ পরীক্ষার প্রশ্ন ২০২৩

বাংলা ব্যাকরণ থেকে বিভিন্ন পরীক্ষায় বার বার আসা প্রশ্ন ও উত্তর

মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র, উপন্যাস, নাটক, গ্রন্থ, প্রবন্ধ, গল্প, গান, প্রামাণ্যচিত্র, ছোট গল্প

মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র, উপন্যাস, সাহিত্য থেকে বার বার আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় বার বার আসা গুরুত্বপূর্ণ Phrase and Idioms

সবচেয়ে বেশি বার বিসিএস ও অন্যান্য চাকরির পরীক্ষায় আসা পশ্ন ও উত্তর

বিজ্ঞান

সুষম খাদ্যের উপাদান কয়টি ? [৩৪, ২৯ , ২৮ তম বিসিএস]

উত্তরঃ ৬টি।

পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় কোন প্রাণি ? [৩৪, ২১, ১৬ তম বিসিএস]

উত্তরঃ শুশুক।

ডায়াবেটিকস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হল ? [৩৪,৩০ ২১ তম বিসিএস]

চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয়।

সংকর ধাতু পিতলের উপাদান কী কী ? [৩৩, ৩২, ৩০, ২৩, ১০তম বিসিএস]

উত্তরঃ তামা ও দস্তা।

যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্মচাপ অঞ্চলের দিকে প্রবাহি হয় তাতে কী বায়ু বলে ? [৩২, ১২, ১০তম বিসিএস]

উত্তরঃ নিয়ত বায়ু।

আকাশে বিদ্যুত চমকায় কখন ? [৩১ ২৬, ১২ তম বিসিএস]

উত্তরঃ মেঘের অসংখ্য জলকণা/ বরফকাণার মধ্যে চার্জ সঞ্চিত হলে।

কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদান পদ্ধতিকে কী বলে? [৩১, ৩০ ২৪ তম বিসিএস]

উত্তরঃ ইন্টারনেট।

মানবদেহে সাধারণভাবে কত জোড়া ক্রোমোজম থাকে ? [৩১, ২৬, ১৯, ১১ তম বিসিএস]

উত্তরঃ ২৩ জোড়া।

ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা ? [৩০ ২৪ ২২ তম বিসিএস]

উত্তরঃ এডিস মশা।

রঙ্গিন টেলিভিশন থেকে কোন ক্ষতিকর রশ্মি বের হয় ? [৩০ ২৪, ২২, ১৬ তম বিসিএস]

উত্তরঃ গামা রশ্মি।

গ্রীনহাউজ ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরতর ক্ষতি কী হবে ? [৩০ ,২৬ ২২, ১৯, ১৫ তম বিসিএস]

উত্তরঃ নিম্মভূমি নিমজ্জিত হবে।

বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে খরচ কীরূপ হবে ? [৩০, ২৩, ১১ তম বিসিএস]

উত্তরঃ একই খরচ হবে।

পরমাণুর নিউক্লিয়াসে কী কী থাকে ? [৩৪, ২৩ তম বিসিএস]

উত্তরঃ নিউট্রন ও প্রোটন।

প্রাণি জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে কী বলে ? [৩৬,৩৪ তম বিসিএস]

উত্তরঃ ইভোলিউশন।

জীব জগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি ? [৩৬, ২৮ তম বিসিএস]

উত্তরঃ আলট্রাভায়োলেট রশ্মি।

নবায়নযোগ্য শক্তির উৎস কোনটি ? [১০ তম বিসিএস]

উত্তরঃ সূর্য।

প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হওয়ার কারণ কী?

উত্তরঃ উচ্চচাপে তরলের স্ফটনাঙ্ক বৃদ্ধি পায়।

কোনটি জীবাশ্ম জ্বালানী নয় ? [১০ তম বিসিএস]

উত্তরঃ বায়োগ্যাস।

যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্মচাপ অঞ্চলের দিকে প্রবাহি হয় তাতে কী বায়ু বলে ? [৩২, ১২, ১০তম বিসিএস]

উত্তরঃ নিয়ত বায়ু।

সাধারণ ড্রাইসেলে উলেকট্রোড হিসেবে কী থাকে?

উত্তরঃ কার্বন দণ্ড ও দস্তার কৌটা।

মাছ অক্সিজেন নেয় কীভাবে ? [১০ তম বিসিএস]

উত্তরঃ পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে।

দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হলে হাইভোল্টেজ ব্যবহার করার কারণ কী?

উত্তরঃ এতে বিদ্যুৎ এর অপচয় কম হয়।

ভৌগোলিকভাবে কোন গুরুত্বপূর্ণ কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে চলে গিয়েছে?

উত্তরঃ কর্কটক্রান্তি রেখা।

আমাদের দেহকোষ রক্ত হতে কী গ্রহণ করে ? [১০ তম বিসিএস]

উত্তরঃ অক্সিজেন ও গ্লূকোজ।

সংকর ধাতু পিতলের উপাদান কী কী?

উত্তরঃ তামা ও দস্তা।

পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পরছি না কেন ? [১০ তম বিসিএস]

উত্তরঃ মাধ্যাকর্ষণ বলের জন্য।

কোন তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য বর্ণ সৃষ্টি করা যায় ? [১০ তম বিসিএস]

উত্তরঃ লাল, নীল ও সবুজ।

বৈদ্যুতিক মটরের সাহায্যে কী কা হয় ? [১০ তম বিসিএস]

উত্তরঃ তড়িৎশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয়।

কচুশাকের কোন উপাদানটি বিশেষভাবে মূল্যবান ? [১০ তম বিসিএস]

উত্তরঃ লৌহ।

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

ঢাকা মেট্রোরেল সম্পর্কে সকল প্রশ্ন ও উত্তর – মেট্রোরেল সাধারণ জ্ঞান

পদ্মা সেতু সম্পর্কে গুরুত্বপূর্ণ সকল প্রশ্ন ও উত্তর – পদ্মা সেতু সাধারণ জ্ঞান

বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক গুরত্বপুর্ন প্রশ্ন ও উত্তর- মুক্তিযুদ্ধ সাধারণ জ্ঞান

চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পত্রিকার নাম ও সম্পাদক তালিকা এবং সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

জলজ উদ্ভিদ সহজেই ভাসতে পারার কারণ কী?

উত্তরঃ এদের কাণ্ডে অনেক বায়ুকুঠুরি থাকে।

চাঁদে বস্তুর ভর পৃথিবী হতে বেশি না কম? (৩৭ তম প্রিলি) [১০ম বিসিএস লিখিত বিজ্ঞান]

উত্তরঃ কম। চাঁদে বস্তুর ভর পৃথিবীর ভরের এক ষষ্ঠমাংশ অর্থা ৬ ভাগের ১ ভাগ।

‘বিগ ব্যাং থিওরী’ কী? [১০ম বিসিএস লিখিত বিজ্ঞান] [৩১ তম প্রিলিমিনারি]

উত্তরঃ এটা হলো মহাবিশ্ব সৃষ্টির সময়ের মহাবিস্ফোরণ। যখন একই সাথে স্থান, সময় ও পদার্থ সৃষ্টি হয়েছে। জর্জ লেমিটেয়ার এই বিগ ব্যাং থিওরীর প্রবক্তা।

কেমোথেরাপি কী ? [১০ম বিসিএস লিখিত বিজ্ঞান]

উত্তরঃ রাসায়নিক পদার্থের প্রয়োগের মাধ্যমে ক্যান্সারের চিকিৎসা পদ্ধতিকে কেমোথেরাপি বলে। এর জনক হলেন পল এহর্লিক।

নবায়নযোগ্য শক্তি বলতে কী বুঝায় ? [১০ম বিসিএস লিখিত বিজ্ঞান]

উত্তরঃ যে শক্তি একবার শেষ হয়ে গেলেও চার্জের মাধ্যমে পুনরায় নবশক্তিতে পরিণত করা যায় তাকে নবায়নযোগ্য শক্তি বলে। যেমন: স্টোরেজ ব্যাটারি ও পারমুটিট।

সামুদ্রিক জলোচ্ছ্বাস কী? [১০ম বিসিএস লিখিত বিজ্ঞান]

উত্তরঃ সমুদ্রে ঘূর্ণিঝড়ের সঙ্গে বাতাস সমুদ্রের উপর বল প্রয়োগ করে প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি করে যাকে সামুদ্রিক জলোচ্ছ্বাস বলে।

এইডস (AIDS) কী? [১০ম বিসিএস লিখিত বিজ্ঞান]

উত্তরঃ AIDS এর পূর্ণরূপ Acquired Immune Deficiency Syndrome. এটি একটি মারাত্মক সংক্রামক ব্যাধি। যা ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রে পাওয়া যায়।

নিউট্রন তারকা কী? [১০ম বিসিএস লিখিত বিজ্ঞান]

উত্তরঃ অত্যন্ত ঘনীভূত নিউট্রন কণিকা দ্বারা সৃষ্ট ক্ষুদ্রাকৃতির তারকা হল নিউট্রন তারকা।

ক্লোরোফিল কী? [১০ম বিসিএস লিখিত বিজ্ঞান]

উত্তরঃ উদ্ভিদের ক্লোরোপ্লাস্টিডে অবস্থিত সবুজ বর্ণের রঞ্জক হলো ক্লোরোফিল।

ওজোন কী? [১০ম বিসিএস লিখিত বিজ্ঞান]

উত্তরঃ ওজোন অক্সিজেনের একটি রূপভেদ। এর সংকেত O₃. ভূ-পৃষ্ঠ থেকে ৬৫ মাইল উপরে বায়ুমণ্ডলের চতুর্থ স্থরকে ওজোন স্থর বলে।

আয়ন স্থর কী? [১০ ম বিসিএস বিজ্ঞান]

উত্তরঃ মেসোমণ্ডলের ওপরের স্থর আয়নস্থর নামে পরিচিত। এর ব্যাপ্তি ভূ-পৃষ্ঠের ৮০ কিলোমিটার উর্ধ্ব হতে ৬৪৪ কিলোমিটার পর্য্ন্ত ।

সৌরশক্তি কী? [১০ ম বিসিএস বিজ্ঞান]

উত্তরঃ সূর্য্ থেকে প্রাপ্ত শক্তিই সৌর শক্তি। সূর্য্ হতে ফিউশন প্রক্রিয়ায় এই শক্তি উৎপন্ন হয়।

এসিড বৃষ্টি কী? [১০ ম বিসিএস বিজ্ঞান]

উত্তরঃ শিল্প-কারখানা অঞ্চলে বৃষ্টির পানির সাথে যে এসিডিক পলি মাটিতে পতিত হয় তাই এসিড বৃষ্টি।

অতিরিক্ত সাবান ব্যবহারে পুকুরের পানিতে কী ক্ষতি হয়? [১০ ম বিসিএস বিজ্ঞান]

উত্তরঃ সাবানে থাকে সোডিয়াম স্টিয়ারেট। যা পুকুরের ইকোসিস্টেম নষ্ট করে খাদ্যচক্র ক্ষতিগ্রস্ত করে।

সবচেয়ে বেশি বার বিসিএস ও অন্যান্য চাকরির পরীক্ষায় আসা পশ্ন ও উত্তর

সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী MCQ – গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

সাধারণ বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি

মানসিক দক্ষতা থেকে গুরত্বপুর্ন বিসিএস প্রশ্ন ও উত্তর (প্রিলিমিনারি ও লিখিত)

কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি ২০২৩ – গুরত্বপুর্ন প্রশ্ন ও উত্তর

সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৩ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

সুষম খাদ্য কাকে বলে? [১০ ম বিসিএস বিজ্ঞান]

উত্তরঃ খাদ্যের উপাদানসমূহের নির্দিষ্ট অনুপাতের সংমিশ্রণে যে খাদ্য প্রস্তুত করা হয় তাকে সুষম খাদ্য বলে। সুষম খাদ্যের উপাদান ৬ টি।

কোলেস্টেরল কী? [১০ ম বিসিএস বিজ্ঞান]

উত্তরঃ কোলেস্টেরল অ্যালকোহল জাতীয় এক ধরনের স্টেরয়েড। শরীরের চর্বি হতেই কোলেস্টেরলের উৎপত্তি।

কৃত্রিম বস্তু দ্বারা তৈরি ব্যাগ পরিবেশে কী দূষণ ঘটায়? [১০ ম বিসিএস বিজ্ঞান]

উত্তরঃ কৃত্রিম বস্তু বা পলিথিনতাতীয় যৌগের তৈরি ব্যাগ পানিতে বা মাটিতে পচে না। ফলে পানি নিষ্কাশন ও চাষাবাদে ব্যাঘাত ঘটায়।

আকাশের রং নীল কেন? [১০ ম বিসিএস বিজ্ঞান]

উত্তরঃ যে আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম সে আলোর বিক্ষেপণ বেশি। এজন্য কম তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট বেগুনী, নীল ও আসমানী আলোর বিক্ষেপণ অধিক হয়। নীল আলোর বিচ্যুতি লাল ও বেগুনী আলোর বিচ্যুতির মাঝামাঝি বলে নীল আলোর প্রাচুর্য্ ঘটে। ফলে আকাশ নীল দেখায়।

মানসিক দক্ষতা

ভোর বেলায় আপনি বেড়াতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য্ আপনার সমনে ছিল। কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন। কয়েক মিনিট পরে আপনি ডান দিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোন দিকে? (২৭ তম বিসিএস লিখিত, ৩৭ তম প্রিলিমিনারি)

উত্তরঃ পূর্ব দিকে।

A bird does not always have- (২৭ তম বিসিএস লিখিত)

Ans: Nest [ ব্যাখ্যাঃ একটা পাখির সবসময় Nest বা বাসা নাও থাকতে পারে।]

‘Quite’ is related to ‘Sound’, in the same way ‘Darkness’ is related to-(২৭ তম বিসিএস লিখিত)

Ans: Sunlight. ‘Quite’ এর বিপরীত শব্দ ‘Sound’ – তেমনি ‘Darkness’ এর বিপরীত শব্দ Sunlight

Silver is more prettier than iron because it is- (২৭ তম বিসিএস লিখিত)

Ans: Prettier

মিটারগেজ রেলপথের দুই লাইনের মধ্যে দূরত্ব কত? (২৭ তম বিসিএস লিখিত)

উত্তরঃ ১.১ মিটার।

AZ, CX EV ……… শূন্যস্থানে কী বসবে?(২৭ তম বিসিএস লিখিত)

উত্তরঃ GT ব্যাখ্যাঃ A …C…E….G এবং Z…..X….V…..T

বিখ্যাত কবি সাহিত্যিকদের ছদ্মনাম ও উপাধি

অষ্টম শ্রেণির বোর্ড বই থেকে বিসিএস ও অন্যান্য চাকরি পরীক্ষায় আসা প্রশ্ন ও উত্তর

সবচেয়ে বেশি বার বিসিএস ও অন্যান্য চাকরির পরীক্ষায় আসা পশ্ন ও উত্তর

সাধারন জ্ঞান থেকে বিসিএস ও অন্যান্য চাকরি পরীক্ষায় আসা প্রশ্ন ও উত্তর

চাকরির পরীক্ষায় আসা বিভিন্ন দিবসের তালিকা- জাতীয় ও আন্তর্জাতিক দিবস 

বিসিএস প্রস্তুতির জন্য বাংলা সাহিত্য থেকে কিছু গুরত্বপুর্ন প্রশ্নোত্তর – গুরুত্বপূর্ণ MCQ

বাংলা ভাষা ও সহিত্য থেকে ১০ ম থেকে ৪৩ তম বিসিএস পরীক্ষার সকল প্রশ্নোত্তর

আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

সাংহাই কী চীনের রাজধানী?(২৭ তম বিসিএস লিখিত)

উত্তরঃ না।

এরোপ্লেন কী বাতাসের চেয়ে হালকা?(২৭ তম বিসিএস লিখিত)

উত্তরঃ না।

Men are ……….shorter than their wives.(২৭ তম বিসিএস লিখিত)

Ans: rarely ব্যাখ্যাঃ পুরুষরা তাদের স্ত্রীদের থেকে খুব কমই খাটো হয়।

A contest always has –(২৭ তম বিসিএস লিখিত)

Ans: opponents ব্যাখ্যাঃ একটা প্রতিযোগিতায় সবসময় প্রতিযোগী থাকবেই।

বাংলা

‘আনারস’ ও ‘চাবি’ শব্দ দুটি কোন ভাষার শব্দ থেকে বাংলা ভাষায় এসেছে?

উত্তরঃ পর্তুগিজ।

গুরুচণ্ডালী দোষমুক্ত শব্দ কোনটি?

উত্তরঃ শবদাহ।

‘উভয়কূল রক্ষা’ অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি?

উত্তরঃ সাপও মরে, লাঠিও না ভাঙ্গে।

‘রত্নাকার’ শব্দটির সন্ধি বিচ্ছেদে কী হবে?

উত্তরঃ রত্ন + আকার

শুদ্ধ বাক্য কোনটি?

উত্তরঃ দুর্বলতাবশত অনাথা বসে পড়ল।

কোন দ্বিরুক্ত শব্দ দুটি বহুবচন নির্দেশ করে?

উত্তরঃ পাকা পাকা আম।

বাংলায় টি. এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে?

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

‘অগ্নিবীনা’ কাব্যগ্রন্থের প্রথম কবিতা কোনটি?

উত্তরঃ প্রলয়োল্লাস।

কোন বাক্যে ‘মাথা’ শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে?

উত্তরঃ মাথা খাটিয়ে কাজ করবে।

কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে?

উত্তরঃ নিমরাজি।

কোন শব্দটি তদ্ভব শব্দ?

উত্তরঃ চাঁদ।

শুদ্ধ বানান কোনটি? [১০, ২১ তম বিসিএস]

উত্তরঃ মুমূর্ষু।

‘কবর’ নাটকটির লেখক কে? [১০, ১৮, ২১ তম বিসিএস]

উত্তরঃ মুনীর চৌধুরী।

ক্রিয়া পদের মূল অংশকে কী বলে? [১০, ১২ তম বিসিএস]

উত্তরঃ ধাতু।

রবীন্দ্রনাথের ’শেষের কবিতা’ কী ধরনের গ্রন্থ? [১০ম বিসিএস]

উত্তরঃ উপন্যাস।

সবচেয়ে বেশি বার বিসিএস ও অন্যান্য চাকরির পরীক্ষায় আসা পশ্ন ও উত্তর

‘’আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি’’ গানটির রচয়িতা কে? [১০, ১৯ তম বিসিএস]

উত্তরঃ আব্দুল গফফার চৌধুরী।

বাংলায় কুরআন শরীফের প্রথম অনুবাদক কে? [১০, ১৬ তম বিসিএস]

উত্তরঃ ভাই গিরিশচন্দ্র সেন।

কাহ্নপা কে ছিলেন? [১০, ১২ বিসিএস লিখিত]

উত্তরঃ কাহ্নপা চর্যাপদের একজন প্রধান কবি। তাঁর রচিত পদের সংখ্যা ১৩ টি।

বাংলা ভাষার পূর্ববর্তী স্থরের নাম কী? [১০ বিসিএস লিখিত]

উত্তরঃ অপভ্রংশ।

বড়ু চণ্ডীদাসের কাব্যের নাম কী? [১০, ১৫, ২০, ২২, ৩৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন।

দৌলত উজির বাহরাম খানের কাব্যের নাম কী? [১০, ১৫ বিসিএস লিখিত]

উত্তরঃ লাইলী – মজনু।

ইউসুফ – জোলেখা’ কাব্যের রচয়িতা কে? [১০, ১৫ বিসিএস লিখিত]

উত্তরঃ শাহ মুহাম্মদ সগীর।

আলাওলের শ্রেষ্ঠ কাব্যের নাম কী? [১০ বিসিএস লিখিত]

উত্তরঃ পদ্মাবতী।

লালন শাহ কী রচনা করেছেন? [১০ বিসিএস লিখিত]

উত্তরঃ লালনগীতি (বাউলগান)।

মধুসূদন দত্তের মহাকাব্যের নাম কী? [১০ বিসিএস লিখিত]

উত্তরঃ মেঘনাদবধ কাব্য।

রবীন্দ্রনাথের ‘বলাকা’ কাব্যে প্রথম কোন সালে প্রকাশিত হয়? [১০ বিসিএস লিখিত]

উত্তরঃ ১৯১৬ খ্রিষ্টাব্দে বাংলা ১৩২২ সালে।

ইংরেজি

Have you time to listen …… my story? [১০ তম বিসিএস ইংরেজি]

Ans: to

She was obvious …..the presence of her friend. [১০ তম বিসিএস ইংরেজি]

Ans: of

Better write his debt ……. [১০ তম বিসিএস ইংরেজি]

Ans: off

Time and tide……for none. (৩৬ তম প্রিলিমিনারি) [১০ তম বিসিএস ইংরেজি]

Ans: wait

You will get……trouble if you do not mend yourself. [১০ তম বিসিএস ইংরেজি]

Ans: into

I’ll have finished …..the time you get back. [১০ তম বিসিএস ইংরেজি]

Ans: by

I’ll see…….it that you get home all right. [১০ তম বিসিএস ইংরেজি]

Ans: to

We have not yet arrived ……any decision. [১০ তম বিসিএস ইংরেজি]

Ans: at

I do not want to burden you……my worries. [১০ তম বিসিএস ইংরেজি]

Ans: with

। Don’t be ……such a hurry. [১০ তম বিসিএস ইংরেজি]

Ans: in

It is bad psychology to laugh ….children. [১০ তম বিসিএস ইংরেজি]

Ans: at

Who wrote ‘The Invisible Man’? [১০ তম বিসিএস ইংরেজি]

Ans: G. H. Wells wrote ‘The Invisible Man’

Who wrote the ‘Ivanhoe’? [১০ তম বিসিএস ইংরেজি]

Ans: Sir Walter Scott wrote ‘Ivanhoe’.

Who wrote ‘The jungle book’? [১০ তম বিসিএস ইংরেজি]

Ans: Rudyard Kipling

Who wrote ‘The Adventures of Sherlock Holmes’? [১০ তম বিসিএস ইংরেজি]

Ans: Arthur Conan Doyle

What are the names of two historical plays of Shakespear? [১০ তম বিসিএস ইংরেজি]

Ans: ‘King John’ and Henry V. www. prebd. com

What are the names of two well known English women writers? [১০ তম বিসিএস ইংরেজি]

সবচেয়ে বেশি বার বিসিএস ও অন্যান্য চাকরির পরীক্ষায় আসা পশ্ন ও উত্তর

Ans: Jane Austen and Virginia Woolf.

Who is the author of “A Farewell to Arms”? [১০ম বিসিএস]

উত্তরঃ Ernest Hemingway

Who is the author of “Animal Farm”? [১০ম বিসিএস]

উত্তরঃ George Orwell.

Who is the author of “India wins Freedom “? [১০ম বিসিএস]

উত্তরঃ Abul Kalam Azad.

He ……. To see us if he had been able to [১০ম বিসিএস]

Ans: would have come.

He had……of fever. [১০ম বিসিএস]

Ans: sever attack

How long did you wait? [১০ম বিসিএস]

Ans: till he come

I am not bad…….tennis. [১০ম বিসিএস]

Ans: at

What is the antonym of ‘Gentle’? [১০ম বিসিএস]

Ans: Rude Android App: Job Circular

What is the synonym of ‘Jovial’? [১০ম বিসিএস]

Ans: Gay

What is the synonym of ‘Competent’? [১০ম বিসিএস]

Ans: Capable

What kind of noun is ‘Cattle’? [১০ম বিসিএস]

Ans: Collective.

What kind of noun is ‘Girl’? [১০ম বিসিএস]

Ans: Common

What is the meaning of ‘White elephant’? [১০ম বিসিএস]

Ans: A very costly or troublesome possession

বাংলাদেশ বিষয়াবলি

শুদ্ধ বানান কোনটি? [১০, ২১ তম বিসিএস]

উত্তরঃ মুমূর্ষু।

‘কবর’ নাটকটির লেখক কে? [১০, ১৮, ২১ তম বিসিএস]

উত্তরঃ মুনীর চৌধুরী।

ক্রিয়া পদের মূল অংশকে কী বলে? [১০, ১২ তম বিসিএস]

উত্তরঃ ধাতু।

’আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি’’ গানটির রচয়িতা কে? [১০, ১৯ তম বিসিএস]

উত্তরঃ আব্দুল গফফার চৌধুরী।

বাংলায় কুরআন শরীফের প্রথম অনুবাদক কে? [১০, ১৬ তম বিসিএস]

উত্তরঃ ভাই গিরিশচন্দ্র সেন।

বাংলা গীতিকবিতায় ‘ভোরের পাখি’ কে? [১১, ১৪ তম বিসিএস]

উত্তরঃ বিহারীলাল চক্রবর্তী।

‘চাচা কাহিনী’র লেখক কে? [১১, ২৯ তম বিসিএস]

উত্তরঃ সৈয়দ মুজতবা আলী।

মধুসূদন দত্ত রচিত ‘বীরঙ্গনা’ কী ধরনের গ্রন্থ? [১২, ৩৬ তম বিসিএস]

উত্তরঃ পত্রকাব্য।

রোহিনী কোন উপন্যাসের নায়িকা? [১২, ১৬ তম বিসিএস]

উত্তরঃ কৃষ্ণকান্তের উইল।

‘বীরবল’ কোন লেখকের ছদ্মনাম? [১৪, ১৬, ৩২ তম বিসিএস]

উত্তরঃ প্রমথ চৌধুরী।

কোনটি মৌলিক শব্দ? [ ৩৭, ১৪ তম বিসিএস]

উত্তরঃ গোলাপ।

সমকাল’ পত্রিকার সম্পাদক কে ছিলেন? [১৫, ১৬, ২৫ তম বিসিএস]

উত্তরঃ সিকান্দ্র আবু জাফর।

সাধু ভাষা ও চলিত ভাষার মূল পার্থক্য কোথায়? [১৫, ১৬ তম বিসিএস]

উত্তরঃ ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে।

বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয়েছে? [১৬, ২৯ তম বিসিএস]

উত্তরঃ ১৯৫৫ সালে।

’একুশে ফেব্রুয়ারি’ গ্রন্থের সম্পাদক কে? [১৬, ২০ তম বিসিএস]

উত্তরঃ হাসান হাফিজুর রহমান।

উপসর্গের সাথে প্রত্যয়ের পার্থক্য কী? [১৭, ২৪ তম বিসিএস]

উত্তরঃ উপসর্গ থাকে শব্দের সামনে আর প্রত্যয় থাকে পেছনে।

নিত্য মূর্ধন্য-ষ যোগে গঠিত শব্দ কোনটি? [২০, ২৪ তম বিসিএস]

উত্তরঃ আষঢ়।

‘বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’ কার রচনা? [২১, ২৪ তম বিসিএস]

উত্তরঃ ড. মুহম্ম্দ শহীদুল্লাহ।

’কল্লোল’ পত্রিকা কোন সালে প্রকাশিত হয়? [২৭, ৩৩ তম বিসিএস]

উত্তরঃ ১৯২৩ সালে। প্রকাশক দীনেশরঞ্জন দাস।

‘পাখি সব করে রব রাত্রি পোহাইল’ এই পঙক্তিটির রচয়িতা কে? [২৬, ২৭ তম বিসিএস]

উত্তরঃ মদনমোহন তর্কালঙ্কার।

বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয় ? [৩০, ২৬ তম বিসিএস]

উত্তরঃ ১০ ডিসেম্বর।

বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটি ? [২৯, ২৮ তম বিসিএস]

উত্তরঃ সেন্টমার্টিন।

মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছে ? [২৯, ২২, ২০, ১৯, ১৫ তম বিসিএস]

উত্তরঃ ১১ টি।

ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয় ? [২৮, ২১, ১০ তম বিসিএস]

উত্তরঃ ১৬১০ সালে।

ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত ? [২৭, ২৬ তম বিসিএস]

উত্তরঃ ৫৪৩।

বাংলাদেশ কত সালে ইসলামি সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে ? [২৭, ২৬,২২তম বিসিএস]

উত্তরঃ ১৯৭৪ সালে।

বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় কত জন সদস্যের উপস্থিতিতে? [২৫, ২১ তম বিসিএস]

উত্তরঃ ৬০ জন।

মধ্যপ্রাচ্যে প্রথম কখন তেল অবরোধ করা হয়েছিলো? [২৫, ১৭ তম বিসিএস]

উত্তরঃ উত্তরঃ ১৯৭৩ সালে।

বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত? [২৫, ২৩ তম বিসিএস]

উত্তরঃ ইন্দোনেশিয়া।

বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? [২৪, ১৬ ১৪ তম বিসিএস]

উত্তরঃ কামরুল হাসান।

বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে? [২৩, ২২ তম বিসিএস]

উত্তরঃ তৈরি পোশাক থেকে।

দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? [২২, ১৪, ১৩তম বিসিএস]

উত্তরঃ লালমনিরহাট জেলায়।

সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত হয়? [২২, ২০ তম বিসিএস]

উত্তরঃ ১৯৮৫ সালে ঢাকায়।

বাংলাদেশে কোনো ব্যাক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত ? [২০, ১৯ তম বিসিএস]

উত্তরঃ ১৮ বছর।

’মোনালিসা’ চিত্রটির চিত্রকর কে? [১৮, ১৪ তম বিসিএস]

উত্তরঃ লিওনার্দো দ্যা ভিঞ্চি।

শালবন বিহার কোথায় অবস্থিত? [১০ম বিসিএস লিখিত]

উত্তরঃ কুমিল্লা জেলার ময়নামতি ও লালমাই পাহাড়ের মাঝখানে অবস্থিত।

উত্তরা গণভবন কোথায় অবস্থিত? [১০ম বিসিএস লিখিত]

উত্তরঃ নাটোরের দিঘাপাতিয়া নামক স্থানে অবস্থিত।

পাহাড়তলী কী জন্য বিখ্যাত? [১০ম বিসিএস লিখিত]

উত্তরঃ রেলের ইঞ্জিন ও বগি মেরামতের জন্য। এটি চট্টগ্রামে অবস্থিত।

সন্তোষ কী জন্য বিখ্যাত? [১০ম বিসিএস লিখিত]

উত্তরঃ কাগমারী সম্মেলন এখানে অনুষ্ঠিত হয়। এটি টাঙ্গাইলে অবস্থিত।

‘শেষের কবিতা’ কে লিখেছেন? [১০ম বিসিএস লিখিত]

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর। এটি একটি কাব্যধর্মী উপন্যাস।

’ব্যাথার দান’ কে লিখেছেন? [১০ম বিসিএস লিখিত]

উত্তরঃ কাজী নজরুল ইসলাম। এটি একটি গল্পগ্রন্থ।

জাতীয় ‘সংহতি দিবস’ কবে? [১০ম বিসিএস লিখিত]

উত্তরঃ ৭ নভেম্বর।

জাতীয় ‘শোক দিবস’ কবে? [১০ম বিসিএস লিখিত]

উত্তরঃ ১৫ আগস্ট। এন্ড্রয়েড অ্যাপ – জব সার্কুলার

রাজশাহী বিশ্ববিদ্যালয় কখন স্থাপিত হয়? [১০, ১৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ৬ জুলাই ১৯৫৩ সালে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কখন স্থাপিত হয়? [১০ম বিসিএস লিখিত]

উত্তরঃ ১৯৬১ সালে।

চন্দ্রঘোনা কাগজের কলে কোন প্রধান কাঁচামাল ব্যবহৃত হয়? [১০ম বিসিএস লিখিত]

উত্তরঃ বাঁশ ও কাঠ।

পাকশী কাগজের কলে কোন প্রধান কাঁচামাল ব্যবহৃত হয়? [১০ম বিসিএস লিখিত]

উত্তরঃ আখের ছোবরা।

গারো উপজাতীয়রা কোথায় বসবাস করে? [১০ম বিসিএস লিখিত]

উত্তরঃ ময়মনসিংহে।

খাসিয়া উপজাতীয়রা কোথায় বসবাস করে? [১০ম বিসিএস লিখিত]

উত্তরঃ সিলেটে।

পিএটিসি এর প্রধানক কর্মকর্তাকে কী বল হয়? [১০ম বিসিএস লিখিত]

উত্তরঃ রেকটর।

বাংলাদেশ স্কাউটস এর প্রধান কর্মকর্তাকে কী বলা হয়? [১০ম বিসিএস লিখিত]

উত্তরঃ কমিশনার।

বাংলাদেশ বিমান সংস্থার নিয়ন্ত্রনকারী মন্ত্রণালয়ের নাম কী? [১০ম বিসিএস লিখিত]

উত্তরঃ বেসামরিক বিমান ও পর্য্টন মন্ত্রণালয়।

আন্তর্জাতিক বিষয়াবলী

ন্যাটো কবে প্রতিষ্ঠিত হয়? [১০, ২৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ৪ এপ্রিল ১৯৪৯ সালে।

INF চুক্তি বলতে কী বোঝায়? [১০ ম বিসিএস লিখিত]

উত্তরঃ মাঝারি পাল্লার আণবিক শান্তি চুক্তি।

বিশ্ব ব্যাংকের বর্তমান সভাপতির নাম কী? [১০, ১৫ তম বিসিএস লিখিত]

উত্তরঃ জিম ইয়ং কিম। (দক্ষিণ কোরিয়া)

এশীয় উন্নয়ন ব্যাংকের বর্তমান সভাপতির নাম কী? [১০, ১৫ তম বিসিএস লিখিত]

উত্তরঃ তাকেহিকো নাকায়ও (জাপান)।

পপুলার ফর দ্য লিবারেশন অব প্যালেস্টান (পিএফএলপি) এর প্রতিষ্ঠাতা কে? [১০ ম বিসিএস লিখিত]

উত্তরঃ জর্জ হাবাস।

জাপানের প্রধান চারটি দ্বীপের নাম কী? [১০ ম বিসিএস লিখিত]

উত্তরঃ শিকুকু, কিউসু, হনসু ও হোক্কাইডু।

বিসিএস ভাইভা প্রশ্নঃ- ২০১১ থেকে ২০১৭ (প্রিলিমিনারি উপযোগী)

বিসিএস ভাইভা—২০১১, ৩০ তম বিসিএস। সূত্র: কারেন্ট অ্যাফেয়ার্স-২০১১।

মোবাইল কোর্ট সর্বোচ্চ কত বছর দণ্ড দিতে পারে? [৩০ তম বিসিএস ভাইভা]

উত্তরঃ ২ বছর।

বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা বলা ছিলো?

উত্তরঃ ৫৮খ – ৫৮ঙ।

‘জননী সাহসিকা’ কে? [৩০ তম বিসিএস ভাইভা]

উত্তরঃ কবি সুফিয়া কামাল।

‘সাঁঝের মায়ার কবি’ কে? [৩০ তম বিসিএস ভাইভা]

উত্তরঃ কবি সুফিয়া কামাল।

দ্রোহ ও তারুণ্যের কবি’ বলা হয় কাকে? [৩০ তম বিসিএস ভাইভা]

উত্তরঃ রুদ্র মুহম্মদ শহিদুলাল্লাহকে।

পশ্চিমবঙ্গের বর্তমান ক্ষমতাসীন পার্টির নাম কী? [৩০ তম বিসিএস ভাইভা]

উত্তরঃ তৃণমূল কংগ্রেস।

বাংলাদেশে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়িত হয় কখন? [৩০ তম বিসিএস ভাইভা]

উত্তরঃ ১৯৭৩ এর জুলাইয়ে।

মেট্রোপলিটন পুলিশের নেতৃত্ব দানকারী পুলিশ কমিশনার পুলিশের কোন পদমর্যাদার অধিকারী?

উত্তরঃ DIG (Deputy Inspector General)

বিশ্ব ডাক দিবস কবে? [৩০ তম বিসিএস ভাইভা]

উত্তরঃ ৯ অক্টোবর।

সর্বপ্রথম ডাক টিকেট চালু করে কোন দেশ? [৩০ তম বিসিএস ভাইভা]

উত্তরঃ যুক্তরাজ্য।

সবচেয়ে বেশি বার বিসিএস ও অন্যান্য চাকরির পরীক্ষায় আসা পশ্ন ও উত্তর

‘ক্যাস্টিং ভোট’ কী? [৩৭ তম প্রিলিমিনারি ২০১৬] [৩১ তম বিসিএস ভাইভা]

উত্তরঃ সংসদে স্পিকারের ভোটকে ’ক্যাস্টিং ভোট’ বলে।

সরকারি বিল কাকে বলে? [৩১ তম বিসিএস ভাইভা]

উত্তরঃ সংসদে মন্ত্রীদের দ্বারা উত্থাপিত বিলকে সরকারি বিল বলে। অন্যদিকে, সংসদে এম. পি দের দ্বারা উত্থাপিত বিলকে বেসরকারি বিল বলে।

‘মুজিব’ কথাটি সংবিধানের কোথায় কোথায় আছে? [৩১ তম বিসিএস ভাইভা]

উত্তরঃঅনুচ্ছেদ ৪ (ক), অনুচ্ছেদ ১৫০, তফসিল-৫, তফসিল-৬ ও তফসিল-৭।

প্রশাসনিক ট্রাইব্যুনাল কী? [৩১ তম বিসিএস ভাইভা]

উত্তরঃ এমন একটি ট্রাইব্যুনাল যেখানে সরকারি চাকরিতে কর্মরত কর্মকর্তাদের চাকরি সম্পর্কিত বিভিন্ন অভিযোগ আমলে নেয়া হয়। সংবিধানের ১১৭ নং অনুচ্ছেদে এ সম্পর্কে বলা আছে।

’ফ্লোর ক্রসিং’ কী? [৩১ তম বিসিএস ভাইভা]

উত্তরঃ কোনো সংসদ সদস্য যদি সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দেয় বা দল থেকে পদত্যাগ করে তবে সংসদে তার আসন শূন্য বলে গণ্য হবে। একে ফ্লোর ক্রসিং বলে।

গণিত

ত্রিভুজের দু’টি কোণের সমষ্টি তৃতীয় কোণের সমান হলে ত্রিভুজটি কী ধরনের ত্রিভুজ হবে? [পিএসসি নন ক্যাডার জব-’০৩, ’১১, ’১২, ’১৩, ’১৩, ‘১৩]

উত্তরঃ সমকোণী।

বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে? [৩২, ২৭ তম বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-’১৪, ’১৪, ’১৫, ‘১৫]

উত্তরঃ ৯ গুণ।

একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক-চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ ? [২১তম বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-০৩, ’০৭, ’১০, ’১১, ’১১, ’১৩, ’১৩, ‘১৪]

উত্তরঃ ১৬ গুণ।

একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ ? [২০তম বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-’০৮, ’১০, ’১১, ’১২, ’১২, ’১৩]

উত্তরঃ ৪ গুণ।

বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত হবে? [পিএসসি নন ক্যাডার জব-’০৪, ’০৬, ’০৯, ’১৩, ’১৩, ’১৩, ১৩, ’১৪, ’১৪, ‘১৪]

উত্তরঃ ২২/৭

সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কী ? [১৪তম বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-’০৩, ’০৭, ’১২, ’১২, ’১৩, ‘১৪]

উত্তরঃ ভূমি ×উচ্চতা।

১ কুইন্টালে কত কেজি হবে? [১৪তম বিসিএস,[পিএসসি নন ক্যাডার জব-’০৫, ’০৭, ’০৯, ‘১১]

উত্তরঃ ১০০ কেজি।

কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত? [৩৩তম বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-’০৭, ’০৮, ’১০, ’১২, ’১৩, ‘১৪]

উত্তরঃ ৩৬০⁰

১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত? [১৮ তম বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-’০৬, ‘১২]

উত্তরঃ ৫০৫০।

সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেন্টিমিটার হলে উহার অতিভুজ কত হবে ? [১৪তম বিসিএস , [পিএসসি নন ক্যাডার জব-’০৬, ‘ ০৯, ’১১, ‘১৩]

উত্তরঃ ৫ সেন্টিমিটার।

সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তবে ক্ষেত্রফল কত হবে? [১৪তম বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-’১০, ’১১, ’১৪, ‘১৪]

উত্তরঃ (√3)/4 a²

চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে কোনো একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে, চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিলো? [১০, ১২, ২৩, ৩৬ তম বিসিএস]

উত্তরঃ ২০%

a+b+c = 0 হলে, aᶾ+bᶾ+cᶾ এর মান কত? [১০ ম বিসিএস, নন ক্যাডার জব- ১৬, ১৫, ১৪, ১২]

উত্তরঃ 3abc

টাকায় ৩টি করে আম ক্রয় করে, টাকায় ২ টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? [১০,২৬, ৩২ তম বিসিএস]

উত্তরঃ ৫০%

১ মিটারে কত ইঞ্চি? [ ১১, ২৫ তম বিসিএস, নন ক্যাডার জব-০৫, ০৬, ১১, ১২, ১৫]

উত্তরঃ ৩৯.৩৭ উঞ্চি।

সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি ‘a’ হয় তবে ক্ষেত্রফল কত?

উত্তরঃ (√3)/4 a2

১ হতে ৪৯ পর্য্ন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত?

উত্তরঃ ২৫।

টাকায় ৩টি করে ক্রয় করে, টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

উত্তরঃ ৫০%

∆ ABC –এর BE=EF=FC. ∆ AEC এর ক্ষেত্রফল ৪৮ বর্গফুট হলে,ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কত বর্গফুট?

উত্তরঃ ৭২ বর্গফুট।

a +b = 5 এবং a –b = 3 হলে, ab এর মান কত?

উত্তরঃ 4

৬০ লিটার কেরোসিন ও পেট্রলের মিশ্রণের অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রল মিশালে অনুপাত ৩ : ৭ হবে?

উত্তরঃ ৮০ লিটার।

১ থেকে ৩০ পর্য্ন্ত সংখ্যাগুলোতে কতটি মৌলিক সংখ্যা আছে?

উত্তরঃ ১০ টি।

দুটি সংখ্যার গুণফল ১৫৩৬। সংখ্যা দুটির ল. সা. গু ৯৬ হলে, গ. সা. গু কত?

উত্তরঃ ১৬।

(.1 ×.01×.001)/(.2×.02×.002)= কত?

উত্তরঃ 1/8

সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন ৮ বৎসরে সুদে-আসলে তিনগুণ হবে?

উত্তরঃ ২৫ টাকা।

চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে, চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিলো?

উত্তরঃ ২০%

যদি (a – 5) (a + x) = a2 -25 হয়, তবে x এর মান কত?

উত্তরঃ ৫।

a + b + c = 0 হলে, a3 + b3 + c3 এর মান কত?

উত্তরঃ 3abc

ত্রিভুজের একটি কোণ এর অপর দুই কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি কী ধরনের হবে?

উত্তরঃ সমকোণী ত্রিভুজ।

বিসিএস
বিসিএস

সাধারণ জ্ঞান

বাঙালী জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠির অন্তর্ভুক্ত ? [৩৬,২৮ তম বিসিএস]

উত্তরঃ অস্ট্রিক।

৬ দফা দাবী কত সালে উত্থাপন করা হয় ? [৩৬, ১৩ তম বিসিএস]

উত্তরঃ ১৯৬৬ সালে।

IAEA এর সদর দফতর কোথায় ? [৩৬, ২১, ১১ তম বিসিএস]

উত্তরঃ ভিয়েনা।

বাংলাদেশের কোন অঞ্চলকে ৩৬০ আউলিয়ার দেশ বলে ? [ ৩৫, ১৫ তম বিসিএস]

উত্তরঃ সিলেট।

’অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’ এর সদর দফতর কোথায় ? [৩৪, ২৪ তম বিসিএস]

উত্তরঃ লন্ডন।

বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয় ? [৩৪, ২৮তম বিসিএস]

উত্তরঃ ৭ মার্চ ১৯৭৩।

বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত ? [৩২, ১১ তম বিসিএস]

উত্তরঃ ১০ : ৬।

বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত ? [৩১, ২২, ১৯, ১৪, ১০ তম বিসিএস]

উত্তরঃ সোনারগাঁও।

ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় ? [৩১, ২৯, ২২, ১০ তম বিসিএস]

উত্তরঃ ১৯২১ সালে।

প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কী ? [৩০, ১১ তম বিসিএস]

উত্তরঃ বরিশাল।

বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিলো কবে? [১০ তম বিসিএস]

উত্তরঃ ১৭ এপ্রিল ১৯৭১ সালে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কবে প্রবর্তিত হয়? [১০ তম বিসিএস]

উত্তরঃ ১৬ ডিসেম্বর ১৯৭২।

বিখ্যাত সাধক শাহ্ সুলতান বলখীর মাজার কোথায়? [১০ তম বিসিএস]

উত্তরঃ মহাস্থানগড়ে।

পাখি ছাড়া বাংলাদেশের কৃষিতে ’বলাকা’ ও দোয়েল কীসের নাম? [১০ তম বিসিএস]

উত্তরঃ গমসশ্য।

পাহাড়পুর বৌদ্ধ বিহারটি কী নামে পরিচিত ছিলো? [১০ তম বিসিএস]

উত্তরঃ সোমপুর বিহার।

বাংলা নববর্ষ পহেলা বৈশাখ কে চালু করেন? [১০ তম বিসিএস]

উত্তরঃ সম্রাট আকবর।

বাংলাদেশের কোথায় চীনামাটির সন্ধান পাওয়া গেছে? [১০ তম বিসিএস]

উত্তরঃ বিজয়পুর, নেত্রকোনা।

অগ্নিশ্বর, কানাইবাঁসী, মোহনবাঁসী ও বীটজবা কী জাতীয় ফলের নাম? [১০ তম বিসিএস]

উত্তরঃ কলা।

চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা কত সালে প্রবর্তিত হয়? [১০ তম বিসিএস]

উত্তরঃ ১৭৯৩ সালে।

কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? [১০ তম বিসিএস]

উত্তরঃ হুমায়ন।

উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিলেন? [১০ তম বিসিএস]

উত্তরঃ স্যার এ এফ রহমান।

পূর্বাশা দ্বীপের অপর নাম কী? [১০ তম বিসিএস]

উত্তরঃ দক্ষিণ তালপট্টি দ্বীপ।

সার্ক এর প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় কোন সালে? [১০ তম বিসিএস]

উত্তরঃ ১৯৮৫ সালে।

আরব দেশগুলোর মধ্যে কোন দেশটি প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়? [১০ তম বিসিএস]

উত্তরঃ ইরাক।

৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

৪২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

৩৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

বিসিএস ও অন্যান্য চাকরির পরীক্ষায় এই পশ্নগুলো প্রতিবাবই আসে।সবচেয়ে বেশি বার আসায় এগুলো জানা থাকলে অন্যদের চেয়ে এগিয়ে থাকবেন।

ট্যাগঃ বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা বাংলা প্রশ্ন, চাকরির পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান, বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্ন ও উত্তর, চাকরির পরীক্ষায় আসা বিভিন্ন দিবস, বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা প্রশ্ন, বিগত সালের চাকরির পরীক্ষার প্রশ্ন, পরীক্ষার প্রশ্ন উত্তর, গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর


Related Articles

Back to top button
error: