চাকরি প্রস্তুতি

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য প্রয়োজনীয় বইয়ের তালিকা

যারা একেবারে নতুন অর্থাৎ যারা প্রথম বিসিএস প্রার্থী, তারা কিভাবে প্রস্তুতি শুরু করবেন তা বুঝে উঠতে পারেন না। যারা এবার প্রথম বিসিএস দেবেন, তারা হয়তো ঠিক কোথা থেকে কীভাবে প্রস্তুতি শুরু করবেন তা ভাবছেন। হয়তো ভাবছেন, অল্প সময়ে কি ভালো করা সম্ভব?

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য প্রয়োজনীয় সব বইয়ের তালিকা এখানে দেয়া হয়েছে। এক নজরে বিসিএস (সাধারণ) প্রিলি পরীক্ষার বই-এর নাম জেনে নিন।

প্রকৃতপক্ষে, হাতে এখনো যে পরিমাণ সময় আছে, তাতে পরিকল্পনা করে পড়লে, ভালো করা সম্ভব। তো আসুন জেনে নেই বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য প্রয়োজনীয় বইয়ের তালিকা।

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য প্রয়োজনীয় বইয়ের তালিকা

  • প্রথমে বিসিএস প্রিলির সিলেবাস ভালো করে দেখুন এবং বিগত সালের প্রশ্নগুলো ভালোভাবে দেখুন। বিগত সালের প্রশ্নগুলো ব্যাখ্যাসহ পড়ুন। এর জন্য প্রফেসর’স বিসিএস প্রশ্ন ব্যাংক বা ওরাকল প্রিলি প্রশ্ন ব্যাংক অথবা অ্যাসিওরেন্স প্রিলি প্রশ্ন ব্যাংক থেকে পড়তে পারেন। তাছাড়া কারও কাছে জব সল্যুশন থাকলে সেখান থেকেও পড়ে নিতে পারেন।
  • এরপর ‘বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস’ বইটির এ টু জেড ভালোভাবে শেষ করুন। বইটি শেষ করলে বিসিএস প্রিলি নিয়ে আপনার ভয় থাকলে তা কেটে যাবে এবং নিজের প্রতি বিশ্বাস বেড়ে যাবে।
  • এরপর যেকোনো ভালো সিরিজের (যেমন এমপিথ্রি/প্রফেসর’স/অ্যাসিওরেন্স/ওরাকল) প্রিলির আলাদা বিষয়ের সিলেবাসের সাথে মিল রেখে টপিকগুলো পড়ে ফেলুন। গুরুত্বপূর্ণ টপিক বা অধ্যায়ের ওপর বেশি জোর দিন। বিশেষত যে টপিক বা অধ্যায় থেকে প্রায় প্রতিবার প্রশ্ন আছে, সেই টপিক বা অধ্যায়গুলো। মনে রাখবেন যে, প্রতি বিসিএস প্রিলিতে কিন্তু প্রিলির সিলেবাসের সব টপিক বা অধ্যায় থেকে প্রশ্ন আসে না। এক সেট প্রিলির বইয়ের পাশাপাশি নবম-দশম শ্রেণির ‘ভূগোল ও পরিবেশ’ বইটি ভালোভাবে পড়ুন। এ বই থেকে প্রিলির ‘ভূগোল ও দুর্যোগ ব্যবস্থাপনা’ অংশের হুবহু অনেক প্রশ্ন কমন আসে।
  • বিগত সালের বিভিন্ন নিয়োগ পরীক্ষা থেকে যেহেতু অনেক প্রশ্ন রিপিট হয়, সেজন্য জব সল্যুশন পড়ুন। এখানে বিগত সালের বিভিন্ন নিয়োগ পরীক্ষার ব্যাখ্যাসহ সমাধান পাবেন। এ ক্ষেত্রে প্রফেসর’স জব সল্যুশন বা ওরাকল জব সল্যুশন যেকোনো একটি ফলো করতে পারেন।
  •  তারপর বিসিএসের ভালো মানের একটি বা দুটি মডেল টেস্ট (বিসিএস রিয়াল মডেল টেস্ট বইটি ও সাথে অন্য যেকোনো ভালো মানের মডেল টেস্ট বইয়ের সাহায্য নিতে পারেন) নিয়ে সময় ধরে পরীক্ষা দিন। তারপর দেখুন কোন বিষয়ে কত পান। যে বিষয়ে কম পাবেন, সেই বিষয় ভালোভাবে শেষ করুন, বিষয়টিতে জোর দিন।
  • এছাড়া যে কাজটি করবেন, ৪র্থ-১০ম শ্রেণির ম্যাথগুলো শেষ করুন এবং ৯ম-১০ম শ্রেণির ভূগোল ও পরিবেশ, বাংলা ব্যাকরণ বইটি সাথে রাখবেন। দৈনিক একটি জাতীয় পত্রিকা পড়ুন। যাদের পত্রিকা পড়ার অভ্যাস নেই বা পড়ার সুযোগ নেই, তারা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স পড়ুন। পরীক্ষার আগমুহূর্তে সাম্প্রতিক সাধারণ জ্ঞানের জন্য একটি বই পড়তে পারেন।

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য বিষয়ভিত্তিক বইয়ের তালিকা

বাংলা ভাষা ও সাহিত্য

বাংলা ভাষার জন্য বিসিএস প্রিলিমিনারি বই তালিকাঃ

১। নবম দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বই।

২। ভাষা ও শিক্ষা, লিখেছেন হায়াৎ মামুদ। এই বইয়ে এইচএসসি বিভিন্ন সালের সকল বোর্ড প্রশ্ন দেয়া আছে। যা অনুশীলন করলে বাংলা ভাষা অংশে পুরো নাম্বার তুলা সম্ভব।

৩। অনুশীলনের জন্য যেকোনো ভালো প্রকাশনীর বিসিএস প্রস্তুতির গাইড বই (যেমন – এমপিথ্রি/প্রফেসর’স/অ্যাসিওরেন্স/ওরাকল)

বাংলা সাহিত্যের জন্য –

১। হুমায়ুন আজাদের “লাল নীল দীপাবলি”

২। অনুশীলনের জন্য অগ্রদূত প্রকাশনীর বাংলা বই।

English Language & Literature

১। Master পাবলিকেশন্স এর বই।

২। Wren & Martin এর High English Grammar, TOEFL Cliff’s & Barron’s, Common Mistakes in English by T. J. Fitikides বইগুলোর গ্রামার অংশের উদাহরণ গুলো খুবই জরুরী।

৩। অনুশীলনের জন্য যেকোনো ভালো প্রকাশনীর বিসিএস প্রস্তুতির গাইড বই (যেমন – এমপিথ্রি/প্রফেসর’স/অ্যাসিওরেন্স/ওরাকল)

ইংরেজি সাহিত্যের জন্য বিসিএস বই তালিকাঃ

১) A gateway to English Literature বা A handbook on English Literature এই দুইটির যেকোন একটি কিনতে পারেন।

গাণিতিক যুক্তি

১। ৯ম-১০ম শ্রেণির পাঠ্য বই থেকে সিলেবাস অনুযায়ী টপিক গুলো করে ফেলতে হবে।

২। Khairuls Basic Math

৩। অনুশীলনের জন্য যেকোনো ভালো প্রকাশনীর বিসিএস প্রস্তুতির গাইড বই (যেমন – এমপিথ্রি/প্রফেসর’স/অ্যাসিওরেন্স/ওরাকল)

মানসিক দক্ষতা

১) জর্জমেন্টালস এবিলিটি বা খাইরুলস মেন্টাল এবিলিটি এই দুইটির যেকোন একটি কিনে নিতে পারেন।

২। অনুশীলনের জন্য যেকোনো ভালো প্রকাশনীর বিসিএস প্রস্তুতির গাইড বই (যেমন – এমপিথ্রি/প্রফেসর’স/অ্যাসিওরেন্স/ওরাকল)

সাধারণ বিজ্ঞান

১। অষ্টম শ্রেণির বিজ্ঞান বই (ষষ্ঠ, সপ্তম, অষ্টম, দশম, ১১তম, ১২তম, ১৩তম, ১৪তম অধ্যায়)

২। নবম-দশম শ্রেণির বিজ্ঞান বই (প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ, সপ্তম অষ্টম, নবম, দশম, ১১তম, ১২তম, ১৩তম, ১৪তম)।

৩। নবম-দশম শ্রেণির পদার্থবিজ্ঞান (চতুর্থ, সপ্তম, অষ্টম, নবম, ১২তম, ১৩তম, ১৪তম)।

৪। উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান দ্বিতীয়পত্র (চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, অষ্টম, নবম, দশম, ১২তম অধ্যায়)।

৫। নবম-দশম শ্রেণির রসায়ন (দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম, নবম, দশম অধ্যায়)।

৬। নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান (দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, নবম, ১১তম, ১২তম অধ্যায়)।

৭। দৈনিক পত্রিকার বিজ্ঞান-প্রযুক্তি পাতা

৮।অনুশীলনের জন্য যেকোনো ভালো প্রকাশনীর বিসিএস প্রস্তুতির গাইড বই (যেমন – এমপিথ্রি/প্রফেসর’স/অ্যাসিওরেন্স/ওরাকল)

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি

১) একাদশ শ্রেণির পাঠ্য বইয়ে বিসিএস এর সিলেবাসের সব টপিকই আছে।

২) অনুশীলনের জন্য আইসিটি ভিউ অথবা ইজি পাবলিকেশিন্স এর বই পড়া যেতে পারে।

বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি এবং নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন

১) নবম দশম শ্রেণির বই, একাদশ ও দ্বাদশ শ্রেণির বই থেকে সিলেবাস অনুযায়ী টপিক।

২) এছাড়া বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলির জন্য যেকোনো ভালো সিরিজের বই (যেমন – এমপিথ্রি/প্রফেসর’স/অ্যাসিওরেন্স/ওরাকল)

ভূগোল, পরিবেশ ও দূর্যোগ ব্যবস্থাপনা

১) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পাঠ্য বই থেকে সিলেবাস অনুযায়ী টপিক।

২) অনুশীলনের জন্য যেকোনো ভালো প্রকাশনীর বিসিএস প্রস্তুতির গাইড বই (যেমন – এমপিথ্রি/প্রফেসর’স/অ্যাসিওরেন্স/ওরাকল)

ট্যাগঃ বিসিএসের জন্য প্রয়োজনীয় বই সুশান্ত পাল, বিসিএস প্রিলিমিনারি বই pdf, বিসিএস কি বই পড়তে হবে?, ২ মাসে বিসিএস প্রস্তুতি, বিসিএস এর জন্য কোন ডাইজেস্ট ভালো, বিসিএস প্রস্তুতি কিভাবে শুরু করব, বিসিএস এর জন্য কত ঘন্টা পড়তে হবে, বিসিএস লিখিত বই তালিকা, বিসিএস বই তালিকা সুশান্ত পাল, বিসিএস প্রিলিমিনারি বই pdf, বিসিএস বুক লিস্ট, বিসিএস এর জন্য কোন ডাইজেস্ট ভালো, বিসিএস গাইড বই, বিসিএস রেফারেন্স বই, বিসিএস এর জন্য কত ঘন্টা পড়তে হবে, বিসিএস প্রস্তুতির জন্য পড়ার রুটিন, বিসিএস বই তালিকা সুশান্ত পাল, বিসিএস প্রিলিমিনারি বই তালিকা, বিসিএস বুক লিস্ট, বিসিএস এর জন্য কোন ডাইজেস্ট ভালো, বিসিএস প্রিলির জন্য সেরা বই, বিসিএস গাইড বই, বিসিএস প্রিলিমিনারি বই pdf, বিসিএস প্রস্তুতির জন্য পড়ার রুটিন, বইয়ের তালিকা

Related Articles

Back to top button
error: