চাকরি প্রস্তুতি

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী সিলেবাস এবং প্রস্তুতি গাইডলাইন- বিসিএস প্রিলিমিনারি

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হয় মোট ২০০ মার্কের। ২০০ মার্কের মধ্যে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী ৫০ মার্ক। প্রিলিমিনারি পাশ করতে হলে এই বিষয়ে ভালো মার্ক পেতে হবে। বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলীর অনেক তথ্য পরিবর্তনশীল। তথ্য সম্পর্কে এই বিষয়ে আপ টু ডেট থাকতে হয়। আজকে আমরা শেয়ার করবো কিভাবে সহজে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী প্রস্তুতি নেয়া যায়।

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলীর জন্য প্রয়োজনীয় বইয়ের তালিকা

১। নবম দশম শ্রেণির বই, একাদশ ও দ্বাদশ শ্রেণির বই থেকে সিলেবাস অনুযায়ী টপিক।

২। এছাড়া বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলির জন্য যেকোনো ভালো সিরিজের বই (যেমন – এমপিথ্রি/প্রফেসর’স/অ্যাসিওরেন্স/ওরাকল)

৩। আজকের বিশ্ব/ নতুন বিশ্ব বই এবং প্রতি মাসের মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স

আন্তর্জাতিক বিষয়াবলী সিলেবাস – মোট নম্বর ২০

  • বৈশ্বিক ইতিহাস
  • আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা
  • ভু-রাজনীতি
  • আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক
  • বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ
  • আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি
  • আন্তর্জাতিক সংগঠনসমূহ এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি

বাংলাদেশ বিষয়াবলী সিলেবাস – মোট নম্বর ৩০

বাংলাদেশের জাতীয় বিষয়াবলী

  • প্রাচীনকাল থেকে সম-সাময়িক কালের ইতিহাস, কৃষ্টি ও সংস্কৃতি
  • বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসঃ ভাষাআন্দোলন
  • ১৯৫৪ সালের নির্বাচন
  • ছয় দফা আন্দোলন ১৯৬৬
  • গণ-অভ্যুত্থান ১৯৬৮ – ১৯৬৯
  • ১৯৭০সালের সাধারণ নির্বাচন
  • অসহযোগ আন্দোলন
  • ৭মার্চের ঐতিহাসিক ভাষণ – স্বাধীনতা ঘোষণা
  • মুজিবনগর সরকারের গঠন ও কার্যাবলী
  • মুক্তিযুদ্ধের রণকৌশল – মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গের ভূমিকা
  • পাকবাহিনীর আত্মসমর্পণ এবং বাংলাদেশের অভ্যুদয়।

বাংলাদেশের কৃষিজ সম্পদ

  • শস্য উৎপাদন এবং এর বহুমুখী করণ
  • খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা

বাংলাদেশের জনসংখ্যা

  • আদমশুমারি              
  • জাতি – গোষ্ঠী – উপজাতি সংক্রান্ত বিষয়াবলী

বাংলাদেশের অর্থনীতি

  • উন্নয়ন পরিকল্পনা প্রেক্ষিত ও পঞ্চবার্ষিকী
  • জাতীয় আয় – ব্যয়
  • রাজস্বনীতি ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি
  • দারিদ্র্য বিমোচন

বাংলাদেশের শিল্প ও বাণিজ্য

  • শিল্প উৎপাদন
  • পণ্য আমদানি ও রপ্তানি করণ
  • গার্মেন্টস শিল্প ও এর সার্বিক ব্যবস্থাপনা
  • বৈদেশিক লেন-দেন ও অর্থপ্রেরণ
  • ব্যাংক ও বীমা ব্যবস্থাপনা

বাংলাদেশের সংবিধান

  • প্রস্তাবনা ও বৈশিষ্ট
  • মৌলিক অধিকারসহ রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ
  • সংবিধানের সংশোধনীসমূহ

বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা

  • রাজনৈতিক দলসমূহের গঠন, ভূমিকা ও কার্যক্রম
  • ক্ষমতাসীন ও বিরোধীদলের পারস্পরিক সম্পরকাদি
  • সুশীল সমাজ ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহ এবং এদের ভূমিকা

বাংলাদেশের সরকার ব্যবস্থা

  • আইন, শাসন ও বিচার বিভাগসমূহ
  • আইন প্রণয়ন
  • নীতি নির্ধারণ
  • জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রশাসনিক ব্যবস্থাপনার কাঠামো
  • প্রশাসনিক পুনর্বিন্যাস ও সংস্কার

বাংলাদেশেরজাতীয়অর্জন

  • বিশিষ্ট ব্যক্তিত্ব
  • গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহ
  • জাতীয় পুরস্কার
  • খেলাধুলা
  • চলচ্চিত্র ও গণমাধ্যম সংশ্লিষ্ট বিষয়াদি।

বিসিএস প্রিলিমিনারি বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী প্রস্তুতি

  • বাংলাদেশ বিষয়াবলির জন্য এই ৩টি টপিকের ওপর ভালো ভাবে পরলে ১৮-২০ নম্বর পর্যন্ত কমন পেতে পারেন। টপিক তিনটি হল বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের সংবিধান ও চলতি বছরের অর্থনৈতিক সমীক্ষা।
  • বাংলাদেশের অর্জন বিষয়ক সাম্প্রতিক তথ্যগুলো জেনে নিন তাহলে বাংলাদেশ বিষয়াবলিতে ৬০-৮০% নম্বর আপনি অবশ্যই রাখতে পারবেন।

মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র, উপন্যাস, নাটক, গ্রন্থ, প্রবন্ধ, গল্প, গান, প্রামাণ্যচিত্র, ছোট গল্প

মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র, উপন্যাস, সাহিত্য থেকে বার বার আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক গুরত্বপুর্ন প্রশ্ন ও উত্তর- মুক্তিযুদ্ধ সাধারণ জ্ঞান

  • বাংলাদেশ অংশে বিশেষ করে বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের ছোট, বড়, বিখাত, কুখ্যাত, মুক্তিযুদ্ধ, নদী, পাহাড়, বাংলাদেশের ইতিহাস (ইংরেজ আমল-পাকিস্থান আমল ও বাংলাদেশ আমল), বাংলাদেশের কৃষি, শিল্প, জনসংখ্যা; অর্থনীতি, রাজনৈতিক ব্যবস্থা; সরকারব্যবস্থা, জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনা, জাতীয় পুরস্কার, খেলাধুলা, চলচ্চিত্র, ইত্যাদি ভাল ভাবে দেখতে হবে।
  • আন্তর্জাতিক বিষয়াবলিতে বিগত বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাগুলোতে দেখা গিয়েছে সাম্প্রতিক ঘটনাবলি থেকে প্রশ্ন বেশি কমন আসে। সাম্প্রতিক গুরুত্বপূর্ণ তথ্যাবলি, পরিবেশগত কূটনীতি রিলেটেড বিষয়াদি, আন্তর্জাতিক সংগঠন এবং বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনে বাংলাদেশের অবস্থান ইত্যাদি টপিকগুলোর উপরে ভালো ধারণা থাকলে আপনি ৬০% নম্বর কমন পাবেন আশা করি। এছাড়া ওয়ার্ল্ড ম্যাপের উপর ভিত্তি করে আপনি প্রিপারেশন নিলে এই বিষয়ের প্রস্তুতিতে আপনি স্বাভাবিকভাবেই অনেকের চেয়ে এগিয়ে থাকবেন।
  • আন্তর্জাতিক বিষয়ের যে বিষয়গুলো অবশ্যই দেখা উচিত তার একটা সংক্ষিপ্ত ধারণা নিচে দেখুন-
    • সকল মহাদেশ পরিচিতি, মহাদেশের বিশেষভাবে বিখ্যাত পরিচিত স্থানের নাম, পরিচয়, ভৌগলিকভাবে বিখ্যাত নাম ও উপনাম। (যেমন, এশিয়া মহাদেশের মধ্য দিয়ে গেছে কোন রেখা গেছে?= ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, চীনের দুঃখ= হোয়াংহো, পৃথিবীর শীতলতম স্থান= রিজ (এন্টার্কটিকা), বিশ্বের কোন গ্রাম দুটি দেশে অবস্তিত?= পানমুনজাম, ইত্যাদি)পৃথিবীর বিখ্যাত, ছোট- বড়, বৃহত্তম – ক্ষুদ্রতম, দীর্ঘতম বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। এর মধ্যে ব্যাক্তি, স্থান ও অন্যান্য বিষয় অন্তর্ভুক্ত হবে।বিশেষ অঞ্চল পরিচিতি, বিশ্বের কতিপয় জাতিয় নাম ( যেমন ফিনল্যান্ড এর জাতিও নাম- মৌলি, গ্রিসের জাতিও নাম – হেল্লাস, রেড ইন্ডিয়ান রা কোথায় বাস করে? উত্তর আমেরিকায়, গ্রিনল্যান্ড দ্বীপটির কার মালিকানায় আছে? ডেনমার্ক)
    • “সুপার সেভেন, সেভেন সিস্টার্স, থ্রি টাইগার্স, ফোর টাইগার্স, ইন্দোচিন, ইস্ট এশিয়ান মিরাকল, গোল্ডেন ট্রায়াঙ্গল, গোল্ডেন ক্রিসেন্ট, গোল্ডেন ওয়েজ, গোল্ডেন ভিলেজ”
    • বিভিন্ন দেশের রাজধানী , মুদ্রা ও পার্লামেন্টের নাম, একই নামে দেশের ও রাজধানির নাম।
    • বিভিন্ন দেশের শাসন ব্যবস্থা ও সরকার ব্যবস্থা।
    • বিশ্বের বিখ্যাত প্রনালিসমুহ, সীমারেখা, খাল, বিখ্যাত কেলেংকারি, সীমান্ত, বিখ্যাত সকল শহর গুলো কোন কোন নদীর তীরে অবস্তিত, প্রধান প্রধান ও বিখ্যাত সমুদ্র, নদী ও বিমানবন্দর গুলু ও বিমানসংস্থা সম্পর্কে ধারণা।
    • বিখ্যাত হ্রদ, দ্বীপ, অন্তরীপ, জলপ্রপাত, মরুভুমি, পর্বত, পর্বতশৃঙ্গ, গিরিপথ, সুড়ঙ্গপথ বাঁধ, জাদুঘর ইত্যাদি সম্পর্কে ধারণা।
    • সংবাদপত্র, সংবাদসংস্থা, কেন্দ্রীয় ব্যাংক, বিখ্যাত প্রাসাধ, অট্টালিকা, ভবন , মেঘাসিটি, সম্পর্কে ধারণা।
    • বিভিন্ন দেশের স্বাধীনতা অর্জন ও উপনিবেশিক দেশ , উপজাতি ও তাদের বাসস্থান সম্পর্কে ধারণা।
    • জাতিসংঘ ও এর অঙ্ঘ সংঘটন সম্পর্কে ধারণা। সংঘটনগুলোর সদর দফতর, সদস্য রাষ্ট্রের সংখ্যা, কখন গঠিত হয় এবং এর সাথের সম্পর্কিত কোন বিখ্যাত, আলোচিত- সমালুচিত ঘটনা।
    • বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক, রাজনৈতিক, সামরিক , অর্থনৈতিক জোট , সংঘটনগুলোর সদর দফতর, সদস্য রাষ্ট্রের সংখ্যা, কখন গটিত হয়
    • আলোচিত- সমালোচিত অথবা যুদ্ধসমুহ এর সাথে সম্পর্কিত নেতা (হিটলার, মুসোলিনি) সম্পর্কে ধারণা। বিভিন্ন দ্বীপের মালিকানা নিয়ে রাষ্ট্রগুলোর মাঝে বিরোধ।
    • বিভিন্ন ধরনের বিখ্যাত সকল চুক্তি ও এর সাথে সম্পর্কিত দেশ, নেতা বা রাষ্ট্রপ্রধানগণ।
    • পুরষ্কার ও সম্মাননা
    • খেলাধুলা ও সাম্প্রতিক উল্লেখযোগ্য ঘটনা।
  • এছাড়া দৈনিক একটি জাতীয় পত্রিকা পড়ুন। যাদের পত্রিকা পড়ার অভ্যাস নেই বা পড়ার সুযোগ নেই, তারা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স পড়ুন। পরীক্ষার আগমুহূর্তে সাম্প্রতিক সাধারণ জ্ঞানের জন্য একটি বই পড়তে পারেন।

আপনি যদি কৌশলী হয়ে বিসিএস প্রিলির জন্য প্রিপারেশন নিতে পারেন, তাহলে ২/৩ মাসের পরিশ্রমেই বিসিএস প্রিলিমিনারি পাশ করা সম্ভব। অবশ্যই এক্ষেত্রে আপনাকে আপনার সময়ের সর্বোচ্চ ভাগ পড়াশুনাতে বিনিয়োগ করতে হবে। কারণ সাফল্য পেতে গেলে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। মনে রাখবেন, কেউ কাউকে সুযোগ করে দেয় না, সুযোগ নিজেকে তৈরি করে নিতে হয় যোগ্যতা ও পরিশ্রম দিয়ে। আপনি ১ ঘণ্টা বেশি পড়া মানে ১ ঘণ্টার পথ এগিয়ে গেলেন সাফল্যের পথে।

ট্যাগঃ বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলী সিলেবাস, বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলী pdf, বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলী প্রশ্ন, বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলী সাজেশন, বিসিএস বাংলাদেশ বিষয়াবলী সিলেবাস, বিসিএস বাংলাদেশ বিষয়াবলী pdf, বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলী বই, বিসিএস বাংলাদেশ বিষয়াবলী প্রশ্ন, বিসিএস প্রিলিমিনারি সিলেবাস ২০২২, বিসিএস প্রিলিমিনারি সিলেবাস PDF download, ৪৫ তম বিসিএস সিলেবাস, বিসিএস সিলেবাস ডাউনলোড, ৪৪ তম বিসিএস প্রিলিমিনারি সিলেবাস, বিসিএস পরীক্ষার সিলেবাস pdf, বিসিএস সিলেবাস ২০২২ পিডিএফ, বিসিএস সিলেবাস বই

Related Articles

Back to top button
error: