চাকরি প্রস্তুতি

৩৬ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান

৩৬ তম বিসিএস ২০২১ সালের প্রশ্নের সমাধান। আপনি কি 36 তম বিসিএস পরীক্ষার প্রশ্নের সমাধান খুঁজছেন? বিসিএস প্রশ্নের সমাধান পেতে এই পোস্টে স্বাগতম। 200 নম্বর MCQ প্রশ্নের পরীক্ষার সময়কাল মাত্র 2 ঘন্টা। প্রশ্নের সমাধান সহ এই পরীক্ষার বিশদ বিবরণ এই পোস্টে দেয়া আছে।

এই পরীক্ষা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কর্তৃপক্ষ গ্রহণ করেছে। ৩৬ তম বিসিএস পরীক্ষার MCQ প্রশ্ন সমাধানের জন্য এই পোস্টটি দেখুন।

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ভাল করার জন্য বিগত সালের সকল প্রশ্ন সমাধান পড়ে নিন। এতে করে বিসিএস এর সিলেবাস ও প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে আপনার সম্পূর্ণ ধারণা আসবে। এই লক্ষ্য নিয়ে আমরা ৩৬ তম বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান এখানে দিয়েছি।

৩৬ তম বিসিএস প্রিলিমিনারি পরিক্ষার প্রশ্ন ও সমাধান

৩৬ তম বিসিএস প্রশ্ন সমাধান ব্যাখ্যাসহ নিচে দেওয়া হলো। আশা করি আপনারা যারা বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য পোস্টি খুবই সহায়ক হবে। বিসিএস পরীক্ষার  বাংলা, ইংরেজিবাংলাদেশ বিষয়াবলীআন্তর্জাতিক বিষয়াবলীতথ্য যোগাযোগ প্রযুক্তি, সাধারণ বিজ্ঞান, গণিত, মুল্যবোধ ও সুশাসন সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে সহজে আয়ত্ত করবার নানান টেকনিক আপ আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করছি।

৩৬ তম বিসিএস প্রিলিমিনারি পরিক্ষার প্রশ্ন ও সমাধান বাংলা

০১ ) ‘ বন্ধন ’ শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি ?

বন্ + ধন্ ।

০২ ) বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ –

৮ টি ।

০৩ ) বিজ্ঞান শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ –

জ + ঞ ।

০৪ ) বহুব্রীহি সমাসবদ্ধ পদ –

অনমনীয় ।

০৫ ) প্রবণ শব্দে –

ণত্ব বিধান অনুসারে ‘ ণ ’ এর ব্যবহার হয়েছে ।

০৬ ) “ মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে ” বাক্যটির নেতিবাচক রূপ

মিথ্যাবাদীকে কেউ পচন্দ করে না ।

০৭ ) ‘ Null and Void ’ এর বাংলা পরিভাষা হচ্ছে

বাতিল ।

০৮ ) ‘ হেড মৌলভী ’ কোন কোন ভাষার শব্দ যোগে গঠিত হয় ?

ইরেজি + ফার্সি ।

০৯ ) ‘ রবীন্দ্র ’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি ?

রবি + ইন্দ্র ।

১০ ) “ এ যে আমার চেনা লোক ” বাক্যে ‘ চেনা ’ কোন পদ ?

বিশেষণ ।

১১ ) ‘ প্রকর্ষ ’ শব্দের সমার্থক শব্দ কোনটি ?

উৎকর্ষ ।

১২ ) বালুচর –

কাজী নজরুল ইসলামের রচনা ।

১৩ ) ‘ সবুজপত্র ’ প্রকাশিত হয় –

১৯১৪ সালে ।

১৪ ) মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক –

পায়ের আওয়াজ পাওয়া যায় ।

১৫ ) বেদের মেয়ে –

জসীমউদ্দীনের নাটক ।

১৬ ) মধ্যযুগের বাংলা সাহিত্যের কোন ধর্মপ্রচারকের প্রভাব সবচেয়ে বেশি ?

শ্রীচৈতন্য দেব ।

১৭ ) মুনীর চৌধুরী অনুদিত নাটক –

মুখরা রমনী বশীকরণ ।

১৮ ) কবিতার কথা কি ?

উপন্যাস ।

১৯ ) ‘ বিষাদ সিন্ধু ’ একটি

ইতিহাস আশ্রয়ী উপন্রাস ।

২০ ) মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকার মৃত্যুবরণ করেন কবে ?

১৭৬০ সালে ।

২১ ) ‘ তোহফা ’ কাব্যটি কে রচনা করেন ?

আলাওল ।

২২ ) এন্টনি ফিরিঙ্গি কী জাতীয় সাহিত্যের রচয়িতা ?

কবিগান ।

২৩ ) ‘ রাজা প্রদাপাদিত্য চরিত্র ’ গ্রন্থটির রচয়িতা কে ?

রামরাম বসু ।

২৪ ) ‘ ইয়ং বেঙ্গল ’ গোষ্টীর মুখপত্র রুপে কোন পত্রিকা প্রকাশিত হয় ?

জ্ঞানাণ্বেষণ ।

২৫ ) হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম কি ?

গ্রামবার্তা প্রকাশিকা ।

২৬ ) কোনটি ভ্রমণ সাহিত্য বিষয়ক গ্রন্থ নয় ?

চার ইয়ারী কথা ।

২৭ ) যে উপন্যাসে গ্রামীন সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি ?

সীতারাম ।

২৮ ) কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের ‘ ঘরে বাইরে ’ উপন্যাসের ?

নিখিলেস – বিমলা ।

২৯ ) কুহেলিকা কাজী নজরুল ইসলামের –

উপন্যাস ।

৩০ ) বীরাঙ্গনা –

মাইকেল মধুসুদন দত্তের পত্র কাব্য ।

৩১ ) ‘ একখানি ছোট ক্ষেত আমি একলা ’ রবীন্দ্রনাথের কোন কবিতার চরণ ?

সোনার তরী ।

৩২ ) ‘ আমি কিংবদন্তীর কথা বলছি ’ কবিতাটি কার লেখা ?

আবু জাফর ওবায়দুল্লাহ ।

৩৩ ) ভেজাল –

শওকত ওসমানের রচনা নয় ।

৩৬ তম বিসিএস প্রিলিমিনারি পরিক্ষার প্রশ্ন ও সমাধান ইংরেজি

৩৪ ) Professor Razzak was a scholar _____ refute .

of

৩৫ ) David Copperfield is a/an __________ novel .

Victorian

৩৬ ) Elegy Written in a Country Churchyard is written by –

William Wordsworth .

৩৭ ) John Smith is good _______ Mathematics .

at

৩৮ ) Shakespeare’s ” Measure for Measure ” is a successful –

tragic Comedy.

৩৯ ) Teacher said , The earth _______ round the sun .

moves .

৪০ ) The romantic age in English literature began with the publication of –

Preface to Lyrical Ballads .

৪১ ) In English grammar __________ deals with formation of sentence .

Syntex .

৪২ ) ‘ The Return of Native ‘ – written by :

Thomas Hardy .

৪৩ ) He insisted _________ there .

on my going .

৪৪ ) The idiom ” A stitch in time saves nine ” – refers to the importance of –

timely action .

৪৫ ) Frailty the name is woman ‘ – is a famous dialogue from –

W.Shakespeare .

৪৬ ) The poem ” The Solatary Reaper ” is written by-

W . Wordswroth .

৪৭ ) The Merchant of Venice ‘ is a Shakespearean play about –

a jew .

৪৮ ) The right antonym for ” initiative “- 

apathy .

৪৯ ) The play ‘ Candida ‘ is written by-

G.B Shaw .

৫০ ) Writer’s of romantic period is –

S.T. Coleridge .

৫১ ) This could have worked if I _____ been more cautious .

had .

৫২ ) The Climax of a plot is what happens

at the height .

৫৩ ) London town is found a living being in the words of –

Charles Dickens .

৫৪ ) I have been living in Dhaka _______ 2000 .

since .

৫৫ ) Give the antonym of the word ” Transitory ” 

permanent .

৫৬ ) Verb of “Number ” is-

number .

৫৭ ) ‘ Child is the father of man ‘ is take from poem of –

W.Wordsworth .

৫৮ ) Slow and steady _______ the race .

wins .

৫৯ ) ‘ Man is a political animal ‘ said this ?

Aristotle .

৬০ ) Who is known as ‘ the poet of nature ‘ in English Literature ?

William Wordsworth .

৬১ ) Identify the correct sentence :

Yesterday , hhe went home .

৬২ ) ” A passage to India ” is written by –

E.M Forster .

৬৩ ) ‘ Gitanjali ‘ of Rabindranath Tagore was translated by –

W.B Yeats .

৬৪ ) ‘ Venerate ‘ means –

respect .

৬৫ ) Credit TK 5000 _________ my account .

to .

৬৬ ) ‘ To do away with ‘ means –

to get rid of .

৬৭ ) Who of the following writers was not a novelist ?

W.B Yeats .

৬৮ ) Which one is a correct sentence ?

paper is made from wood .

৩৬ তম বিসিএস প্রিলিমিনারি পরিক্ষার প্রশ্ন ও সমাধান বাংলাদেশ বিষয়াবলী

৬৯ ) বাঙ্গালী জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত ?

অস্টিক ।

৭০ ) বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি ?

পুন্ড ।

৭১ ) বাংলা নামের উৎপত্তির বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়েছে ?

আইন-ই-আকবরী ।

৭২ ) ঢাকার লালবাগের দুর্গ নির্মাণ করেন কে ?

শায়েস্তা খান ।

৭৩ ) বাংলার ‘ ছিয়াত্তরের মনন্তর ’ এর সময় কাল কত ?

১৭৭০ খ্রি:

৭৪ ) সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় ?

৩১ জানুয়ারী , ১৯৫২ ।

৭৫ ) ৬ দফা দাবি কখন পেশ করা হয় ?

১৯৬৬ সালে ।

৭৬ ) বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ই মার্চ ভাষণের সময় পূর্বপাকিস্তানে যে আন্দোলন চলছিল সেটি হলো –

অসহযোগ আন্দোলন ।

৭৭ ) ২৬ মার্চ ১৯৭১ এর স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু জারি করেন

ওয়্যারলেসের মাধ্যমে ।

৭৮ ) বাংলাদেশের রোপা আমন ধান কাটা হয়

অগ্রাহায়ণ – পৌষ মাসে ।

৭৯ ) সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে পড়েছে ?

৬২ % ।

৮০ ) MDG এর অন্যতম লক্ষ্য কি ?

ক্ষুধা ও দারিদ্র দূর করা ।

৮১ ) তত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে ?

১৫ তম ।

৮২ ) বাংলাদেশের জাতীয় সংসদ কত কক্ষবিশিষ্ট ?

এক কক্ষবিশিষ্ট ।

৮৩ ) ভারতের কতটি ছিটমহল বাংলাদেশের ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে ?

১১১ টি ।

৮৪ ) বাংলাদেশের ভৌগোলিক অবস্থান – ৮৮°০১ থেকে ৯২°৪১ পূর্ব দ্রাঘিমাংশে

৮৫ ) বাংলাদেশের প্রথম আদমশুমারী কখন অনুষ্ঠিত হয় ?

১৯৭৪ সালে ।

৮৬ ) কোন উপজাতির ধর্ম ইসলাম ?

পাঙন ।

৮৭ ) ঢাকার ‘ ধোলাই খাল ’ কে নির্মাণ করেন ?

ইসলাম খান ।

৮৮ ) বাংলা ভাষাকে পাকিস্তান গণপরিষদে কত তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করেন ?

১৬ ফেবরুয়ারি , ১৯৫৬ ।

৮৯ ) মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের বুদ্ধিজীবিদের উপর ব্যাপকহারে হত্যাকান্ড সংঘঠিত হয় কখন ?

১৪ ডিসেম্বর , ১৯৭১ ।

৯০ ) বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি ?

পূর্ব জার্মানী ।

৯১ ) বাংলাদেশের বৃহত্তম জেলা কতটি ?

১৭ টি ।

৯২ ) ‘ শুভলং ’ ঝরনা কোন জেলায় অবস্থিত ?

রাঙ্গামাটি ।

৯৩ ) বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কি ?

লালপুর , নাটোর ।

৯৪ ) বাংলাদেশের জাতীয় পতাকা গৃহীত হয় কখন ?

১৭ জানুয়ারি ১৯৭২ সালে ।

৯৫ ) কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয় ?

৪ চরণ ।

৯৬ ) ECNEC এর সভাপতি বা চেয়ারম্যান কে ?

প্রধানমন্ত্রী ।

৯৭ ) অগি্নশ্বর

কলার উন্নত জাত ।

৯৮ ) বর্তমান সময়ে বাংলাদেশ সরকারের বড় অর্জন কোনটি ?

যুদ্ধঅপরাধীদের বিচার ।

৯৯ ) বাংলাদেশে বয়স্ক ভাতা চালু হয় কখন ?

১৯৯৮ সালে ।

১০০ ) বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত ?

৪১৫৬ কি.মি ।

১০১ ) মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য কত ?

১১.৮ কি.মি ।

১০২ ) সুন্দরবনে বাঘ গনণায় ব্যবহৃত হয়

পাগ-মার্ক ।

১০৩ ) ২০০৪ সালের ভয়ঙ্কর ‍সুনামির ঢেউয়ের গতি কত ছিল ?

৭০০-৮০০ কি.মি ঘন্টায় ।

১০৪ ) ফিশারীজ ট্রেনিং ইনষ্টিটিউড কোথায় অবস্থিত ?

চাঁদপুরে ।

৩৬ তম বিসিএস প্রিলিমিনারি পরিক্ষার প্রশ্ন ও সমাধান আন্তর্জাতিক বিষয়াবলী

১০৫ ) কোন সংকটকে কেন্দ্র করে ১৯৫০ সালে ‘ শান্তির জন্য ঐক্য প্রস্তাব ’ জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয় ?

কোরিয়া সংকট ।

১০৬ ) সুয়েজ খাল কোন বছর চালু হয় ?

১৮৬৯ সালে ।

১০৭ ) International Mother Earth Day

22 April .

১০৮ ) প্রেসিডেন্ট উড্রো উইলসনের ১৪ দপার কত নম্বর দফায় জাতিপুন্জের সৃষ্টির কথা বলা হয়েছে ?

১৪ নং ।

১০৯ ) ১৭৮৩ সালে ভার্সাইতে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয় ?

২ টি ।

১১০ ) লাওসের সরকারি নাম কি ?

Laos People’s Democratic Republic .

১১১ ) কোন রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমান্ত যুক্ত ?

চীন ।

১১২ ) জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির UNDP শীর্ষ পদটি কী ?

প্রশাসক ।

১১৩ ) জলবায়ু পরিবর্তন মোকাবেলায় Green Climate Fund বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য কি পরিমাণ অর্থ মন্জুর করেছে ?

১০০ বিলিয়ন ডলার ।

১১৪ ) যুক্তরাষ্ট্র কবে এককভাবে ABM চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে ?

জুন , ২০০২ ।

১১৫ ) আরবলীগ প্রতিষ্ঠা পায় কখন ?

১৯৪৫ সালে ।

১১৬ ) Yalta Conference এর এককটি লক্ষ্য ছিল –

জাতিসংঘ প্রতিষ্ঠা ।

১১৭ ) বর্তমানে NAM এর সদস্য সংখ্যা কত ?

১২০ ।

১১৮ ) ‘ War and Peace ‘ গ্রন্থের রচয়িতা কে ?

লিও টলস্টয় ।

১১৯ ) আন্তর্জাতিক রেডক্রসের সদর দপ্তর কোথায় ?

জেনেভায় ।

১২০ ) IAEA এর সদর দপ্তর কোথায় ?

ভিয়েনা ।

১২১ ) সার্ক প্রতিষ্ঠিত হয় কখন ?

১৯৮৫ সালে ।

১২২ ) জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কখন ?

১৯৪৫ সালে ।

১২৩) আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত ?

সিরিয়া ।

১২৪ ) মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন ?

আলবেনিয়ায় ।

১২৫ ) সুনামীর কারণ কি ?

সমুদ্র তলদেশে ভুমিকম্পন ।

১২৬ ) যে সব অণুজীব রোগ সৃষ্টি করে তাদেরকে কি বলা হয় ?

প্যাথজেনিক ।

১২৭ ) শিশুর মনস্তাত্বিক চাহিদা পূরণে জরুরী –

স্বীকৃতি , স্নেহ ও সাফল্য ।

১২৮ ) আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে কোনটি ?

ট্রিপসিন ।

১২৯ ) বায়ুমন্ডলের শতকরা কতভাগ আরগন বিদ্যমান ?

০.৮ ভাগ ।

১৩০ ) মানুষের রক্তে লোহিত রক্ত কণিকা কোথায় সঞ্চিত থাকে ?

প্লীহাতে ।

১৩১ ) কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রুপান্তর করা যায় ?

ডায়নামো ।

১৩২ ) মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ ?

স্বায়ুতন্ত্র ।

১৩৩ ) ভাইরাস জনিত রোগ নয় কোনটি ?

নিউমোনিয়া ।

১৩৪ ) কোন জ্বালানি পোড়ালে সালফার – ড্রাই অক্সাইড বাতাসে আসে ?

ডিজেল ।

১৩৫ ) মোবাইল টেলিফোন লাইনের মধ্য দিয়ে কি প্রবাহিত হয় ?

তড়িৎশক্তি ।

১৩৬ ) জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি ?

গামা রশ্মি ।

১৩৭ ) বেশি দুর থেকে দেখা যায় কোন রং ?

লাল ।

১৩৮ ) ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হলো –

আইসোটোপ ।

৩৬ তম বিসিএস প্রিলিমিনারি পরিক্ষার প্রশ্ন ও সমাধান কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি

১৩৯ ) কোন মেমোরীটি Non-volatile ?

ROM .

১৪০ কোনটি 3G Language নয় ?

Assembly and Machine Language .

১৪১ )১ কিলোবাইট = কত বাইট ?

১০২৪ ।

১৪২ ) Wi-fi কোন স্টান্ডার্ড এর উপর ভিত্তি করে কাজ করে ?

IEEE 802.11

১৪৩ ) কোনটিতে সাধারণত ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয় ?

TV রিমোর্ট কন্টোল ।

১৪৪ ) ( 1011 )2 + ( 0101 )2 = ?

( 10000 )2 .

১৪৫ ) Wi MAX এর পূর্ণরূপ কি ?

Worldwide Interoperability for Microwave Access .

১৪৬ ) Boolean Algebra এর ক্ষেত্রে কোনটি সঠিক ?

A + A = 1 .

১৪৭ ) 8086 কত বিটের মাইক্রো প্রসেসর ?

16 .

১৪৮ ) Mobile Phone এর কোনটি input device নয় ?

Power Supply .

১৪৯ ) কোনটি ডাটাবেজ language ?

Oracle .

১৫০ ) LinkedIn এর ক্ষেত্রে কোনটি সঠিক ?

LinkedIn হলো ২০০২ সালের ডিসেম্বর প্রতিষ্ঠিত একটি বিজনেস অরিয়েন্টড সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস । বর্তমানে এর সদস্য সংখ্যা ৩০০ মিলিয়ন প্রায় ।

১৫১ ) কমিউনিকেশন সিস্টেমে গেটওয়ে কি কাজে ব্যবহার হয় ?

দুই বা তার অধিক ভিন্ন ধরনের নেটওয়ার্কের সংযুক্ত করার কাজে ।

১৫২ ) কোনটি কম্পিউটারের প্রাইমারি মেমোরী ?

RAM .

১৫৩ ) Plotter কোন ধরনের ডিভাইস ?

আউটপুট ।

৩৬ তম বিসিএস প্রিলিমিনারি পরিক্ষার প্রশ্ন ও সমাধান ভূগোল ও দূযোগ ব্যবস্থাপনা

১৫৪ ) দূযোগ ব্যবস্তাপনা নীতিমালা কবে জারি করা হয়েছে ?

১৯ জানুয়ারি , ২০১৫ ।

১৫৫ ) বিশ্বব্যাংক অনুযায়ী ভবিষ্যতের জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বিশ্ব সাহায্যের কত শতাংশ বাংলাদেশকে প্রদান করবে ?

৩০ % ।

১৫৬ ) বায়ুমন্ডলের মোট শক্তির কত শতাংশ সূর্য থেকে পাওয়া যায় ?

৯৯.৯৭ % ।

১৫৭ ) সমুদ্রপৃষ্ট 45 cm বৃদ্ধি পেলে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে climate refugee হবে ?

৩.৫ কোটি ।

১৫৮ ) ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউড কোথায় অবস্থিত ?

চাঁদপুরে ।

১৫৯ ) ২০০৪ সালের ভয়ানক সুনামি ঢেউয়ের গতি ঘন্টায় কত কি.মি ছিল ?

৭০০ -৮০০ কি.মি ।

১৬০ ) সুন্তরবনে বাঘ হনণায় ব্যবহৃত হয় –

পাগ – মার্ক ।

১৬১ ) মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য কত

১১.৮ কি.মি ।

১৬২ ) বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত ?

৪১৫৬ কি.মি ।

১৬৩ ) বাংলাদেশে কখন থেকে বয়স্ক ভাতা চালু হয় ?

১৯৯৮ সাল থেকে ।

৩৬ তম বিসিএস প্রিলিমিনারি পরিক্ষার প্রশ্ন ও সমাধান গণিত

১৬৪ ) A = { x:x মৌলিক সংখ্যা এবং x ≤ 5 } হলে P( A ) এর সদস্য সংখ্যা কত ?

৮ .

১৬৫ ) ১২ টি পুস্তক থেকে ৫ টি কত প্রকারে বাছাই করা যায় যেখানে ২ টি পুস্তক সর্বদাই অন্তর্ভূক্ত থাকবে ?

১২০ ।

১৬৬ ) আবহাওয়া অফিসের রিপোট অনুযায়ী ২০১৫ সালের জুলাই মাসের ২য় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট ৫ দিন । ঐ সপ্তাহে বুধবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত ?

২/৭ ।

১৬৭ ) ৩৫০ টাকা ধরে ৩ কেজি মিষ্টি কিনে ৪ টাকা হারে ভ্যাট দিলে মোট কত ভ্যাট দিতে হবে ?

৪২ টাকা ।

১৬৮ ) যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না ?

০ % ।

১৬৯ ) দুটি সংখ্যার গুনফল ৩৩৮০ এবং গ.সা.গু ১৩ । সংখ্যা দুটির ল.সা.গু কত ?

২৬০ ।

১৭০ ) 1 + 2 + 3……+(2x + 1 ) কত ? ➫ x2 .

১৭১ ) Log√381 কত ? ➫ 8 .

১৭২ ) যদি ( 25 )2x+3 = 53x+6 হয় তবে x = কত ? ➫ ০

১৭৩ ) ∠x = ➫ 34° .

১৭৪ ) △ABC এ ∠A = 40° , ∠B = 70° হলে △ABC কি ধরনের ত্রিভুজ ?

সমদ্বিবাহু ।

১৭৫ ) x2 + y2 = 185 , x – y = 3 এর একটি সমাধান হলো –

( 11 , 8 )

১৭৬ ) a – [a-{a-(a-a-1)}] = কত ?

a + 1 .

১৭৭ ) x – 1/x = 1 হলে x3-1/x3 এর মান কত ?

4 .

১৭৮ ) ১ + ৫ + ৯ + ………+ ৮১ = ?

৮৬১ ।

১৮০ ) যদি ৫+৩ = ২৮ , ৯+১ = ৮১০ , ২+১ = ১৩ , হয় তবে , ৫+৪ = কত ?

১৯ ।

১৮১ ) ইংরেজি বর্ণমালার ধারাবাহিকভাবে ১৮ তম অক্ষরের বামদিকে ১০ম অক্ষর কোনটি ?

H .

১৮২ ) √15.6025 = ?

.95 ।

১৮৩ ) ৩ , ৭ , ৪ , ১৪ , ৫ , ২১ , ৬ ধারার অষ্টম সংখ্যাটি কত হবে ?

২৮ ।

১৮৪ ) দুটি সমান্তরাল রেখা কটি বিন্দুতে ছেদ করে ?

দুটি সমান্তরাল রেখা কখনও একটিকে অপরটি ছেদ করে না ।

১৮৫ ) আয়নায় প্রতিফলিত হলে নিচের কোনটি কোন পরিবর্তন হবে না ?

OTTO

১৮৬ ) ভারসাম্য রক্ষা করতে নিচের কোন চিত্রে বাম দিকে কত ওজন রাখতে হবে ?

৮ কেজি ।

১৮৭ ) সঠিক বানান কোনটি ? কুসংস্কার ।

১৮৮ ) আয়না থেকে ২ ফুট দুরত্বে দাঁড়িয়ে আয়নাতে আপনার প্রতিবিম্ব কতদূর দেখা যাবে ?

২ ফুট ।

১৮৯ ) ২ এর কত শতাংশ ৮ হবে ?

৪০০ ।

১৯০ ) প্রশ্নবোধক স্থানে ( ? ) কোনটি হবে ? ৩,১০,৯,৮,২৭,৬,৮১,৪,২৪৩,(?)

২ ।

১৯১ ) প্রশ্নবোধক স্থানে ( ? ) কোনটি হবে ?

৩১ ।

১৯২ ) ‘Power : A new Social Analysis ‘ গ্রন্থটির রচয়িতা কে ?

রাসেল ।

১৯৩ ) ‘ সুবর্ণ মধ্যম ’ হলো

দুটি চরমপন্থার মধ্যবর্তী পন্থা ।

১৯৪ ) ব্যক্তিগত মূল্যবোধ লালন করে –

স্বাধীনতার মূল্যবোধকে ।

১৯৫ ) মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে –

সামাজিক অবক্ষয় রোধ ।

১৯৬ ) সুশাসন হচ্ছে এমন এক শাসন ব্যবস্থা যা শাসক ও শাসিতের মধ্যে আস্থার সর্ম্পক গড়ে তোলে ।

১৯৭ ) সুশাসনের পূর্বশর্ত হচ্ছে –

অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ।

১৯৮ ) একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ হলো –

জনকল্যাণ ।

১৯৯ ) সুশাসনের পথে অন্তরায় কি ?

স্বজনপ্রীতি ।

২০০ ) নৈতিকতা বলা হয় মানবজীবনের –

নৈতিক আর্দশকে ।

Related Articles

Back to top button
error: