দৈনন্দিন জীবন

মেয়েদের রাগ ভাঙ্গানোর সহজ উপায়

Last updated on March 23rd, 2025 at 12:39 pm

মেয়েদের রাগ ভাঙ্গানোর সহজ উপায় – সম্পর্কের মাঝে কথা কাটাকাটি কখনও একটু অভিমান থাকতেই পারে৷ ফলাফলে বেজায় রেগে আছে আপনার মনের মানুষটি৷

তার রাগ আর কিছুতে কমতে চাইছে না৷ তাই আপনার মনেও জমেছে একরাশ চিন্তা৷ মাঝে মাঝে প্রেমের সম্পর্কে ঝগড়া হওয়া কিন্তু ভাল৷ কিন্তু মনের মানুষ একটু বেশি অভিমানী হলে তার রাগ ভাঙানো বেশ মুশকিল হয়ে পড়ে৷ দুশ্চিন্তা ছেড়ে দিন৷ মনের মানুষের রাগ ভাঙ্গাবেন কিভাবে তারই কয়েকটি টিপস রইল এখানে আপনার জন্য৷

‘সরি’ নিজেই বলুন

অনেক সময় দোষ না করলেও ‘সরি’ নিজেই বলুন৷ সরি বললেই যে আপনি ছোট হয়ে যাবে তা কিন্তু নয়৷ দুজনেরই যদি দোষ থাকে তবে কখনই একা ঝগড়া করা যাবে না৷ নিজে দোষ করলে তা স্বীকার করুন৷ যদি আপনি ছোটখাট কোন ভুলও করে থাকেন তাহলেও তার কাছে ক্ষমা চেয়ে নিন৷ এমনটা করলে আপনার মনের মানুষের রাগ বেশি ক্ষণ থাকবে না৷

জরিয়ে ধরুন

অল্প সময়ের মধ্যেই যদি মনের মানুষের রাগ ভাঙাতে চান তবে তাকে শক্ত করে জরিয়ে ধরুন তাকে৷ এমনটা করলে মনের মানুষের রাগ নিমেষেই গলে পানি হয়ে যাবে৷  শক্ত আলিঙ্গন সাধারনত ভালবাসার পরিমাণ প্রকাশ করে৷  আর মনের মানুষের আভিমানী মুহুর্তে আলিঙ্গন তাকে আপনার কাছে আনতে বাধ্য করবে৷

পছন্দের কোন জিনিষ উপহার দিন

মনের মানুষ রাগ করে থাকলে তাকে তার পছন্দের কোন জিনিস উপহার দিতে পারেনে। উপহার যে দামি কিছু হতে হবে তা নয়৷ চাইলে এই শাহবাগের মোড় থেকে তার প্রিয় ফুল বা চকোলেট উপহার দিতে পারেন৷ প্রথমে তিনি একটু মুখ গোমরা করে থাকবেন কিন্তু রাগ গলতে বেশি সময় লাগবে না।

উপহার দিন

তেমনই ভালবাসার মানুষের রাগ ভাঙ্গানোর সবচেয়ে ভাল উপায় হল একটা কার্ডে সরি লিখে তাকে পাঠানো৷ আবার একটা কার্ডে ম্যাজিক্যাল তিনটি শব্দ লিখেও তাকে দিতে পারেন৷ এছাড়াও তার পছন্দের একটি কেক কিনে তার উপর সরি লিখেও তাকে দিতে পারেন৷ আর তাকে নিয়ে ফেসবুকে একটা পোস্ট দিতে পারে।

পছন্দের জায়গায় ঘুরে আসুন

রাগ নিয়ন্ত্রণের জন্য ঘোরাঘুরি বেশ ভালো একটি উপায়। রাগ হোক আর মন খারাপ হোক- ঘুরতে যান প্রিয় কোনো জায়গায়। হারিয়ে যান প্রকৃতির মাঝে। দেখুন রাগ কমবে আর মনও ভালো থাকবে।

দৈনন্দিন জীবন
দৈনন্দিন জীবন

Related Articles

Back to top button
error: