দৈনন্দিন জীবন

কর্মক্ষেত্রে সফলতা অর্জন, নিজের প্রতিভা বিকাশ ও সম্মান বৃদ্ধিতে করণীয়

জীবনে সফল হওয়ার মূলমন্ত্র কী, সফলতা কিভাবে আসে, কর্মক্ষেত্রে সফলতার চাবিকাঠি class 8, কাজে সফলতা অর্জনের জন্য কোন গুণটি থাকা প্রয়োজন, আমি সফল হতে চাই, সফলতা অর্জনের উক্তি, কর্মক্ষেত্রে সাফল্য লাভের গল্প, ছাত্র জীবনে সফল হওয়ার উপায়, কর্মক্ষেত্রে সফলতা অর্জন, নিজের প্রতিভা বিকাশ ও সম্মান বৃদ্ধিতে করণীয়।

বাংলাদেশের সেরা হাসপাতালের তালিকা

চাকরি আমাদের দৈনন্দিন জীবনের নিয়মিত একটি অংশ। জীবন জীবিকা নির্বাহে এর পেছনে আমাদের ছুটতেই হয় নিয়ম করে। অনেকেই হতাশায় ভুগেন চাকরি নিয়ে। কেউ নতুন চাকরির খোঁজ করতে থাকেন নানাবিধ ঝামেলার কারনে। অথচ একটু কৌশলী হলেই চাকরি ক্ষেত্রে নিজের সবচেয়ে ভাল দিক ফুটিয়ে তোলা সম্ভব। চাকরি ছাড়াটাই সব সমস্যার সমাধান নয় বরং কৌশলী হন। নিচের কিছু টিপস আপনাকে কর্মক্ষেত্রে নিজের প্রতিভা বিকাশ ও সম্মান বৃদ্ধিতে সাহায্য করবে-

১। কাজের দৈনিক তালিকা রাখুনঃ 

সময়মত কাজ বুঝে পেলে কে না খুশি হয়। দৈনিক কাজের তালিকা আপনাকে এ ব্যাপারে অনেক সাহায্য করবে। সকালে অফিসে এসেই আপনার সারাদিনের কাজের তালিকায় চোখ বুলিয়ে নিন। তারপর গুরত্ত্ব অনুযায়ী কাজগুলো করা শুরু করে দিন।

২। সহকর্মীর সাথে সুসম্পর্ক বজায় রাখুনঃ

সহকর্মীর সাথে সুসম্পর্ক বজায় রাখুন। তবে কখনই আপনার দুর্বল দিকগুলো তাদের সাথে শেয়ার করবেন না। অফিসিয়াল যে কোন প্রয়োজনে তাদের সাহায্য নিন এবং প্রয়োজনে তাদেরও সাহায্য করুন। এক সাথে দুপুরের খাবার খান আর কাজের বিরতিতে এক কাপ কফিও শেয়ার করুন। মাঝে মাঝে একসাথে বাহিরে কোন রেস্টুরেন্টও সহকর্মিদের সাথে খেতে চলে যান। অফিসের একঘিয়েমি কাটাতে সহকর্মীর সাথে সুসম্পর্ক রাখা জরুরী।

৩। আপনার বসের সাথে সুসম্পর্ক বজায় রাখুনঃ

নিয়মিত যোগাযোগ ও কাজের আপডেট দিয়ে আপনার বসের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। কোন কারনে আপনার সাথে বসের দ্বিমত হলে সেটা মাথা গরম করে নয় বরং যুক্তি দিয়ে অথবা কাজের মাধ্যমে তাকে বুঝিয়ে দিন।

৪। মিটিং এ সক্রিয় থাকুন-

মিটিং অফিসিয়াল কাজের একটি গুরুত্ত্বপুর্ন অংশ যেখানে আমাদের নিয়মিত নিজেদের সক্রিয় থাকা প্রয়োজন। মিটিং এ গুরুত্ত্বপুর্ন ব্যাক্তিরা থাকেন যাদের কাছে নিজের সৃজনশীলতা ও সক্রিয়তা তুলে ধরা জরুরী। আর তাই যে কোন মিটিং এর আগে খুব ভালো ভাবে ঐ মিটিং এর এজেন্ডা বা বিষয়াবলী সম্পর্কে জেনে আসা প্রয়োজন। আর নিজের কোন প্রেজেন্টেশান, আলোচনা বা মতামত থাকলে সে ব্যাপারেও পূর্ব প্রস্তুতি নিয়ে রাখা জরুরী। আপনার সৃজনশীল ভাবনা গুলো শেয়ার করুন মিটিং এবং সবার দৃষ্টিতে নিজের যোগ্যতা তুলে ধরুন।

৫। আপনার যুক্তি তুলে ধরুন- 

সকল বিষয়ে আপনার সহমত থাকবে এমনটি নয়। যে কোন মিটিং অথবা কথপকথন এর সময় আপনার দ্বিমত থাকলে অবশ্যই যুক্তি সহ আপনার ব্যাখ্যা তুলে ধরুন। এটি অত্যন্ত জরুরী কারন যৌক্তিকতা আপনার ব্যাক্তিত্ত তুলে ধরে।

৬। অফিসে সোশ্যাল মিডিয়া ব্যাবহার কমিয়ে দিন- 

অফিসে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যাবহার আপনার কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে। আর তাই হাতের কাজ শেষ করে তবেই সোশ্যাল মিডিয়া ব্যাবহার করুন। অফিসের সহকর্মিদের বুঝেশুনে সোশ্যাল মিডিয়াতে যোগ করুন।

৭। আপনার ডেস্কের চারপাশ পরিচ্ছন্ন রাখুন-

একটি পরিচ্ছন্ন পরিবেশ কাজের ক্ষেত্রে আপনাকে আরও উদ্যমী করে তুলবে। আর তাই কর্মক্ষেত্রে আপনার চারপাশ পরিচ্ছন্ন রাখুন এবং অন্যকেও সেই পরামর্শ দিন। এছারাও পরিচ্ছন্ন পরিবেশ অন্যদের কাছে আপনাকে আরও সুন্দর করে তুলে ধরবে।

৯। মানসিক চাপ এড়াতে পরিবারকে সময় দিন ও ছুটি নিন- 

নিয়ম করে অতিরিক্ত মানসিক চাপ এড়াতে ছুটি নিয়ে নিন। সাপ্তাহিক ছুটিতে পরিবারকে সময় দিন। কোথাও ঘুরে আসুন সকলের সাথে। অনেক সময় আমরা নিজের অজান্তেই অফিসে কাজের চাপে মানসিক অস্থিরতায় ভুগি যা আমাদের কাজে বিঘ্ন ঘটায় তাই নিজের ক্ষেত্রে সব সময়ই যত্নশীল হওয়া উচিত।

ট্যাগঃ আমি সফল হতে চাই, কর্মক্ষেত্রে সফলতার চাবিকাঠি class 8, সফলতা কিভাবে আসে, জীবনে সফল হওয়ার মূলমন্ত্র কী, সফলতা অর্জনের উক্তি, কাজে সফলতা অর্জনের জন্য কোন গুণটি থাকা প্রয়োজন, ছাত্র জীবনে সফল হওয়ার উপায়, সফলতার পোস্ট।

Related Articles

Back to top button
error: