
Last updated on October 31st, 2024 at 01:44 am
গল্প – কার্টুন গল্প, শিক্ষনীয় গল্প, হাসির গল্প, বাংলা গল্প, রূপকথার গল্প, জীবনের গল্প, বাংলা ভালো গল্প, ভুতের কার্টুন গল্প, শিক্ষনীয় গল্প, বাংলা গল্প, জীবনের গল্প, হাসির গল্প, গল্প রোমান্টিক, প্রেমের গল্প, ভালো গল্প, রূপকথার বাংলা গল্প, সফলতার শিক্ষনীয় গল্প, শিক্ষনীয় বাস্তব গল্প, ইসলামিক শিক্ষনীয় গল্প, হাদীসের শিক্ষনীয় গল্প, ছোট ছোট শিক্ষনীয় গল্প, শিক্ষনীয় ছোট গল্প pdf, শিক্ষনীয় কষ্টের গল্প, শিক্ষনীয় মোটিভেশনাল গল্প।
এক মায়ের ভিষণ মাথা ব্যাথা শুরু হল। তার তিন ছেলে ও এক মেয়ে ছিল। ছেলেরা কেউই কাছে থাকত না। আর কাজের ব্যাস্ততায় মায়ের সাথে কথা বলবার ও সময় পেত না। মেয়েকে ধারে কাছে বিয়ে দেয়ায় মেয়েটা যখনই পারতো মাকে এসে দেখে যেত। ব্যাথা শুরু হবার পর খুব খারাপ লাগায় মা একে একে তার সব ছেলেমেয়ে কে ফোন করল। বড় ছেলে একটু পরে কথা বলবে বলে ফোন কেটে দিল। মেজ ছেলে বাহিরে আছে, বাসায় যেয়ে কথা বলবে বলে ফোন কেটে দিল। ছোট ছেলে ফোন ধরল না। আর মেয়ে ফোন পেয়ে মায়ের খোঁজ নিল প্রথমে আর অসুস্থ শুনেই বলল মা আমি আসছি এখনই। মেয়ে আসতে আসতে মা দুনিয়া ছেড়ে চলে গেলেন। মায়ের সাথে কোন ছেলেরই ঠিকমত শেষ কথা বলা হলো না আর এই আফসোস নিয়ে তাদের বাকি জীবন কাটাতে হল। এক সময় মা বাবা তাদের জীবনের মুল্যবান সময় আমাদের দিয়ে বড় করে তুলেছেন আর আমাদের মুল্যবান সময় থেকে কয়েক মিনিট সময় তাদের দিতে আমরা খুবই কার্পণ্য করি।