সাম্প্রতিক খবর

অস্ট্রেলিয়া নাকি বাংলাদেশ? কে জিতবে আজ?

নটিংহামে মাঠে বিশ্বকাপে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। সেমিফাইনালের স্বপ্ন আর প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। পাঁচবারের বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। ক্রিকেটে এই দুদেশের মধ্যে লড়াই হয়েছে ১৯ বার যার মধ্যে ১৮ বারই জিতেছে অস্ট্রেলিয়া। রেকর্ডের দিক থিকে বাংলদেশ থেকে অনেক এগিয়েই রয়েছে অস্ট্রেলিয়া।

বাংলাদেশের বাকি এখন আর চারটি ম্যাচ। বাংলাদেশ সবগুলো জিতে তাহলে সোজা চলে যাবে সেমিফাইনালে। তবে ৩ ম্যাচ জিতলেও পয়েন্ট হবে ১১। সেক্ষেত্রেও সেমিফাইনালের পথ খুলে যাবে বাংলাদেশের সামনে। জদিও ১১ পয়েন্ট পেলেও নিশ্চিত হওয়া যাবে না সেমিফাইনাল। কারন সাথে আছে রানরেটের হিসাব। ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পারফরম্যান্স এবং পয়েন্ট সেমিফাইনালে তাদের উপস্থিতি অনেকটা নিশ্চিত করছে । ওদিকে নিউজিল্যান্ড-ভারতের ম্যাচটা না হওয়ায় তাদের রানরেটে কোনো পার্থক্য হয়নি। সাউথ আফ্রিকার জিতে সাথে নিউজিল্যান্ডের যোগ হয়েছে আরও পয়েন্ট। আর ২ ম্যাচ হেরে গেলেই বাংলাদেশের শেষ হয়ে যেতে পারে সেমির সম্ভাবনা।

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বাংলাদেশ দল বাঁচিয়ে রেখেছে বিশ্বকাপ সেমিফাইনালের আশা। তবে সমীকরণটা এখন বেশ কঠিন। বৃষ্টিতে শ্রীলঙ্কার সাথে ম্যাচটা না হওয়ায় বাংলাদেশকে বেশ ক্ষতির মুখোমুখি হতে হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে নিউজিল্যান্ডের সাথে হেরে। নিউজিল্যান্ডের সাথে ম্যাচ জিতলে ৯ পয়েন্ট নিয়ে এগিয়ে থাকার সুযোগ ছিল। ৫ ম্যাচ খেলে বর্তমানে দলের সর্বশেষ পয়েন্ট ৫।

বিশ্বকাপে এখন পর্জন্ত দুর্দান্ত ফর্মে আছেন সাকিব আল হাসান। তামিমের সাথে ভাগ্য সহায় হচ্ছে না তবে তিনিও জ্বলে উঠতে পারেন। সাইফুদ্দিন আর মোস্তাফিজও ফর্মে আছেন। ওয়ার্নার এবং ফিঞ্চকে তাড়াতাড়ি ফিরিয়ে দিতে পারলে জয়ের সম্ভবনা থাকবে। বাংলাদেশের ব্যাটসম্যানদের সতর্কতার সাথে সামাল দিতে হবে মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্সকে। স্পিন ঘাটতি মেটাতে অস্ট্রেলিয়া ‘এ’ দল থেকে অ্যাশ্টন আগারকে এনে প্রাকটিস করানো হচ্ছে। সেমির আশা টিকিয়ে রাখতে আজকে বাংলাদেশ দলের সবটা দিয়েই লড়ে যেতে হবে মাঠে।

হতাশার বিষয় হল, আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী সকালে এবং সন্ধ্যায় ভেন্যুতে বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। সেখানে তাপমাত্রা ১৪ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বলে আশা করা হচ্ছে।

Related Articles

Back to top button
error: