সাম্প্রতিক খবর

জান্নাতুল ফেরদৌস ঐশী, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ- ২০১৮

এবারের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮ ঘোষণা করা হয় পিরোজপুরের মেয়ে জান্নাতুল ফেরদৌস ঐশী কে। ঐশী  আগামী ৭ই ডিসেম্বর চীনে মিস ওয়ার্ল্ড ২০১৮’র মূল পর্বে যোগ দেয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন।

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ, সুন্দরী প্রতিযোগিতা নাকি কৌতুক তৈরির আড্ডাখানা?

তিনি পিরোজপুরের মধ্যবিত্ত পরিবারের মেয়ে। ঐশীর গ্রামের বাড়ি পিরোজপুরের মাটিভাঙ্গা এলাকায়। তার বাবা আব্দুল হাই, একজন বিশিষ্ট সমাজসেবী এবং মা, আফরোজা হোসনে আরা, একজন স্কুল শিক্ষিকা। তারা দুই বোন। তার বড় বোনের নাম শশী। এ বছরই ঐশী এইচএসসি পাস করেছেন মাটিভাঙ্গা ডিগ্রি কলেজ থেকে। ঐশী হুমায়ূন আহমেদের ভক্ত, এই লেখকের সব সাহিত্যই তার ভালো লাগে বিশেষ করে হিমু ও মিসির আলী বইগুলো তার বেশ প্রিয়। গত জুলাই মাসে তিনি ঢাকায় আসেন বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোচিং করবার জন্য। এরই মধ্যে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’-এ আবেদন করেন পরিবারের কাউকে কিছু না জানিয়েই। বেশ কয়েক ধাপ পেরিয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নেন।

অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী তথ্য মতে ভারতের নয়নিকা চ্যাটার্জির দুই মাসের জন্য ঢাকায় আসবেন। এই সময়টাতে তিনি ঐশী কে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেবেন।

আরও পরুন 

Related Articles

Back to top button
error: