(IELTS) International English Language Testing System
আইইএলটিএস কী পরীক্ষা:
ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম (আইইএলটিএস) হলো ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি পরীক্ষা।
প্রথম দিকে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার জন্য আইইএলটিএস অপরিহার্য ছিল। কিন্তু বর্তমান সময়ে উত্তর আমেরিকা অর্থাৎ যুক্তরাষ্ট্র ও কানাডার বিশ্ববিদ্যালয়গুলোও আইইএলটিএস স্কোর গ্রহণ করছে। ইউরোপের বেশির ভাগ দেশের বিশ্ববিদ্যালয়গুলো আইইএলটিএস গ্রহণ করে থাকে।
আইইএলটিএস পরীক্ষা কখন দেয়া যায়:
বছরের যেকোনো সময় পরীক্ষা দেওয়া যায়।
আইইএলটিএস পরীক্ষার খরচ:
আইইএলটিএস পরীক্ষার নিবন্ধন ফি ১৭ হাজার ৫০০ টাকা। (যুক্তরাজ্যে ভিসা ও অভিবাসনের জন্য পরীক্ষা ফি ১৯ হাজার ৭০০ টাকা)
আইইএলটিএস পরীক্ষায় কারা অংশ নেন:
যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়াসহ ইংরেজিভাষী বিভিন্ন দেশে উচ্চশিক্ষা, গবেষণা ও কাজের সুযোগ গ্রহণকারীরা। এই পরীক্ষায় সকলে অংশ নিতে পারেন। এর জন্য কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই।
আইইএলটিএসপরীক্ষা কেন প্রয়োজন:
বিদেশে ভাষা দক্ষতা সনদ হিসেবে বিশ্ববিদ্যালয়ে আবেদনপত্রের সঙ্গে একাডেমিক আইইএলটিএস সনদ জমা দিতে হয়। এ ছাড়াও ভিসার আবেদনপত্রসহ চাকরির জন্য ‘আইইএলটিএস জেনারেল ট্রেনিং’ সনদ প্রয়োজন হয়।
আইইএলটিএস পরীক্ষার মডিউল:
আইইএলটিএস পরীক্ষাটি দুই ধরনের: একাডেমিক ও জেনারেল ট্রেনিং। আইইএলটিএস পরীক্ষায় এই দুই ধরনের মডিউলেই মোট চারটি অংশ থাকে। লিসেনিং (Listening), রিডিং (Reading), রাইটিং (Writing) ও স্পিকিং (Speaking)।
আইইএলটিএস পরীক্ষার নম্বর:
এক থেকে নয়-এর স্কেলে আইইএলটিএসের নম্বর দেওয়া হয়। চারটি অংশে আলাদাভাবে প্রাপ্ত স্কোর যোগ করে গড় করে চূড়ান্ত স্কোর দেওয়া হয়। ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইলে সাধারণত সাত থেকে সাড়ে সাত এর মধ্যে স্কোর পেতে হয়। তবে সাড়ে ছয়-এর কম খুব কম বিশ্ববিদ্যালয়ে নেয়।
আইইএলটিএস পরীক্ষার সুবিধা:
উচ্চশিক্ষার জন্য ভাষা দক্ষতার প্রমাণ হিসেবে এই পরীক্ষার সনদ গ্রহণ করা হয়। বিশ্বের প্রায় ১৪০টি দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে আইইএলটিএস স্কোর গ্রহণযোগ্য। এ ছাড়া অভিবাসনসংক্রান্ত কাজে সনদ সংযুক্ত করতে হয়।
আইইএলটিএ এর মেয়াদ কত দিন:
আইইএলটিএ এর মেয়াদ থাকে দুই বছর।
আইইএলটিএস পরীক্ষা কর্তৃপক্ষ:
ব্রিটিশ কাউন্সিল, আইডিপি, আইইএলটিএস অস্ট্রেলিয়া ও কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইংলিশ।
আইইএলটিএস পরীক্ষার আবেদনের প্রক্রিয়া:
বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপির আয়োজনে এই পরীক্ষা দেওয়া যায়। প্রতি মাসে সাধারনত তিনবার পরীক্ষা নেওয়া হয়। ওয়েবসাইটে অথবা ফোন করে পরীক্ষার তারিখ জেনে নিতে পারেন। দুই সপ্তাহের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। পরীক্ষা দেওয়ার জন্য সাম্প্রতিক সময়ের পাসপোর্ট ও দুই কপি পাসপোর্ট আকারের রঙিন ছবি লাগবে। আইইএলটিএস স্কোরের মেয়াদ থাকে দুই বছর।
বাড়িতে বসেই অনলাইনে ফরম পূরণ করে টাকা জমা দেওয়া যাবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের নির্দিষ্ট কিছু শাখায়। ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে দেখে নেয়া যায় কোন কোন শাখায় টাকা দেওয়া যাবে। এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় পরীক্ষার সময়, স্থান, নিবন্ধন নম্বর ইত্যাদি তথ্য। অনলাইনে পূরণ করা ফরমের প্রিন্ট কপি ও ব্যাংকে টাকা জমা দেওয়ার স্লিপ সংগ্রহে রাখতে হয়, এগুলো পরে কাজে লাগতে পারে।
আইইএলটিএস পরীক্ষার সময়:
২ ঘণ্টা ৫৫ মিনিট।