মানুষ মরে গেলে তার শরীরে পচন ধরে ঠিকই কিন্তু তার আত্মা অবিনশ্বর।
শরীর শুধু মাত্র একটা ধারক। এখন কথা হল আত্মা কি আমাদের মাঝে থাকতে পারে। যারা দেখেছে বা অনুভব করেছে তারাই হয়ত বলবে হ্যাঁ আর বাকিরা আত্মা সম্পর্কে ইচ্ছুক বা একদমই ইচ্ছুক না। আত্মা বা ভূতের আবির্ভাব রাতেই বেশি হয় কারন তখন মানুষ সবচেয়ে বেশি একা থাকে।
নীলা রাগ করে বাড়ি থেকে বের হয়ে এসেছে। সে অনেক অভিমানী কিন্তু ধৈর্য আসে বটে। বের হয়েছে বিকেলের সময় কিন্তু স্টেশানে ট্রেন আসতে অনেক দেরি। সম্ভবত ১১ টার দিকে এসে পৌঁছাবে। সে বসে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাদসে।
বাড়ি থেকে আসার পেছনে কারন হল তার স্বামী। ঢাকা শহরে তাদের বসবাস। বিয়ে হয়েছে ১ বছর হবে। কিন্তু তার মধ্যেই তার স্বামীর নির্যাতন। নিলার নিজের জীবনের অর্থই হারাতে বসেছিল সে। তাই বাসা থেকে বেড় হয়ে এসেছে মায়ের বাসায় যাবার উদ্দেশে।
স্টেশানে বসে থাকতে নীলার খুব ভয় করছে কারন চারিদিকে অপরিচিত মানুষ।
নীলা কখনো একা ভ্রমন করে নাই। এতক্ষণে নীলা তার মন খারাপের কথা ভুলে গেছে। কারন মানুষ কখনই একটা বিষয় নিয়ে বেশিক্ষণ ভাবতে পারে না, নতুন ভাবনা স্থান করেই নেয়। এমন অবস্থায় এক অপরিচিত লোকের আগমন। লোকটিকে দেখে ভাল মানুষই মনে হচ্ছে যদিও সে পান চিবোচ্ছে আর মাথায় একটা কালো ক্যাপ দেখে কিছুটা সন্দেহের জায়গা তৈরি হয়েছে নীলার ভেতর। লোকটা পাশে বসে পান চিবোনো শেষ করে নীলাকে জিজ্ঞেস করলো, “কি মন ভালো হয়েছে?” নীলার উত্তর, “ আপনি কীভাবে জানলেন যে আমার মন খারাপ”।
আপরিচিত লোকঃ আমিও ট্রেনের অপেক্ষায় আছি। আপনাকে দেখলাম অনেকক্ষণ ধরে কাঁদছেন। কিছুক্ষণ আগে খেয়াল করলাম আপনার আর কান্না নেই, তাই মনে হল এখন আপনার সাথে হয়ত কথা বলা যাবে। আমার সময় কাটছে না। যদিও ট্রেন চলে আসবে আর কিছুক্ষণের ভেতরেই।
নিলাঃ আপনি কোথায় জাবেন?
আপরিচিত লোকঃ আমি যেখানে যাবো সেটা আপনার এখনো অচেনা।
নিলাঃ মানে কি? আমি কি চিনি না চিনি তা আপনি জানেন নাকি?
আপরিচিত লোকঃ এই একটু মজা করলাম। একটু সাবধানে থাকবেন। কিছুদিন আগে এখানে একটা ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। এই আমার বয়সী এক লোক মারা গেছিল ট্রেনে কাটা পরে। মর্মান্তিক!
নিলাঃ অহ! আচ্ছা!
আপরিচিত লোকঃ যাহ আপনার মন খারাপের কথাটাই তো জানা হল না।
নিলাঃ ব্যাপারটা আমার একান্তই ব্যাক্তিগত।
আপরিচিত লোকঃ হুম! ভালো!
নিলাঃ আপনি কোথায় জাবেন তা কিন্তু বললেন না!
আপরিচিত লোকঃ এরপর দেখা হলে বলব। অই যে আমার ট্রেন আসছে। (যদিও নীলা কিছুই দেখতে পাচ্ছিল না) শুনুন আপনাকে একটা কথা বলে যাই, “কোন কিছু হারিয়ে ফেললে আর ফিরে পাওয়া যায় না, পরে শুধুই হাহাকার করতে হয়, এই যেমন, জীবন!”। আসি তবে। ভালো থাকবেন।
লোকটা কিছুদূর হাঁটতে হাঁটতে নীলার চোখের আড়াল হয়ে গেল। নীলা কোন ট্রেনও দেখতে পেল না।
লেখক
সুরাইয়া ইয়াসমিন