
Last updated on September 21st, 2024 at 03:38 pm
হস্ত ও কারুশিল্প ব্যবসায় প্রতিষ্ঠান আড়ংয়ে ‘আউটলেট ম্যানেজার’ পদে নিয়োগ দেওয়া হবে। ব্র্যাকের পরিচালক ফজলে হাসান আবেদ ১৯৭৮ সালের ১৮ ডিসেম্বর আড়ং প্রতিষ্ঠা করেন। বর্তমানে ঢাকা, চট্টগ্রামসহ বাংলাদেশের ৮টি শহরে আড়ং-এর মোট ২১টি শাখা রয়েছে। আগ্রহীরা আগামী ০১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
আড়ং চাকরি বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নামঃ আড়ং
পদের নাম: আউটলেট ম্যানেজার
বেতন স্কেল ও গ্রেড: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরনঃ ফুল টাইম
চাকরির স্থানঃ আড়ং, আড়ং আউটলেট, রিটেইল
আবেদনের যোগ্যতাঃ বিস্তারিত দেখুন এখানে
আবেদন শুরুর তারিখঃ ১৮ নভেম্বর ২০২০
আবেদনের শেষ তারিখঃ ০১ ডিসেম্বর ২০২০
যেভাবে আবেদন করবেনঃ অনলাইন। এই ইমেইলে career.aarong@brac.net সিভি পাঠিয়ে আবেদন করুন।
অফিসিয়াল জব সার্কুলার:
