এইচএসসি ও সমমান পরীক্ষার ফল জানবার সকল মাধ্যমগুলি ও উপায় নিম্নে উল্লেখ করা হল-
শিক্ষা প্রতিষ্ঠানে
বেলা দেড়টার পর থেকে পরীক্ষার্থীরা নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফলাফল জানতে পারবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ই-মেইলে ফল জানিয়ে দেওয়া হবে।
ওয়েবসাইটে
এছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন (http://www.educationboard.gov.bd/)।
মোবাইলের মাধ্যমে
মোবাইল থেকে এসএসএম করে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে। HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০24 লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। আলিমের ফল জানতে Alim লিখে স্পেস দিয়ে Mad স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০24 লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। এইচএসসি ভোকেশনালের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৮ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএস এর মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে।
স্থানীয় পর্যায়ে
সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার ই-মেইলে কেন্দ্র ও প্রতিষ্ঠানের ফলাফলের সফটকপি ও হার্ডকপি পাওয়া যাবে।
ফল পুনঃনিরীক্ষা
টেলিটক থেকে আগামী ২০ থেকে ২৬ জুলাই পর্যন্ত ফল পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে।