গল্প ও কবিতা

কবিতা সমগ্র ৬- মায়াবিনী (লেখকঃ সুরাইয়া ইয়াসমিন)

মায়াবিনী

লেখক- সুরাইয়া ইয়াসমিন 

ওগো মায়াবিনী, তোমার মায়াজাল

কেন বিছিয়ে রেখেছ এই সবুজের বনে?

কাল মেঘের আকাশ আর বাতাসের দোলা

করেছে এ তটিনী তোমার মতোই আরও মায়াবিনী।

মায়ায় মায়ায় ভরে উঠেছে এ পাড়ের পদ্মগুলি,

ঐ প্রজাপতি, ঐ শালিক সাথে বাতাসে ফুলের ঘ্রানে

শিতল বাতাসের ঠান্ডা আলিঙ্গনে

আজ তুমি ছুঁয়ে যাও আমায় হে মায়াবিনী।

বৃষ্টির ছন্দে তালে আর কিছুক্ষণেই মেতে উঠবে এ ধরণী

ওহে এত দ্বিধা কেন?

কে জানে, হয়ত এ বৃষ্টিই আজ ধুয়ে দিতে পারে

তোমার মায়াজাল গুলি।

প্রেমের কবিতা, জীবনমুখী কবিতা, বিখ্যাত কবিতা, সেরা কবিতা, ভালো বাংলা কবিতা, কষ্টের কবিতা, বিরহের কবিতা, ১৮+ বাংলা কবিতা, জনপ্রিয় বাংলা কবিতা, ভালো বাংলা কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলা শর্ট কবিতা, ভালো বাংলা রোমান্টিক কবিতা, ১৮+ বাংলা কবিতা, জীবন ভিত্তিক কবিতা, সেরা কবিতা, জীবনমুখী কবিতা

Related Articles

Back to top button
error: