দৈনন্দিন জীবন

করোনাভাইরাস: গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৩৯০ জন, মৃত্যু ১০ জনের

Last updated on September 16th, 2024 at 04:40 am

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ৩৯০ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ১০ জনের।

এ নিয়ে বাংলাদেশে মোট মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭৭২। আর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ১২০ জনের।

২২ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বিভিন্ন পরীক্ষাগারে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ তথ্য জানান। তিনি বলেন যে, গত ২৪ ঘণ্টায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩০৯৬ জনের, নতুন ৫ জনসহ চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন মোট ৯২ জন।

অন্যদিকে, করোনাভাইরাসের বিশ্বব্যাপী সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী (ওয়ার্ল্ডোমিটার লাইভ আপডেট) , কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন বিশ্বের ২৫ লাখ ৮৭ হাজার ৮১৯ জন। এপর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৭ লাখ ৬ হাজার ৬ জন সুস্থ হয়ে উঠেছেন এবং ১ লাখ ৮০ হাজার জন রোগী মারা গেছেন।

করোনাভাইরাস বিশ্বের মোট ২১০টি দেশে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ এই সংকটকে “মহামারি” ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গত ১৬ই এপ্রিল সারা দেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে বাংলাদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ।

Coronavirus

Related Articles

Back to top button
error: