সাম্প্রতিক খবর

কোরবানি ঈদে ৯ দিনের লম্বা ছুটি! ঈদের সম্ভাব্য দিন ১২ আগস্ট!

Last updated on September 16th, 2024 at 03:22 pm

চাঁদ দেখার উপর নির্ভর করে এবারের কোরবানির ঈদ হতে পারে ১২ আগস্ট। ঈদ উপলক্ষে ১১ থেকে ১৩ আগস্ট রবি, সোম ও মঙ্গলবার টানা তিন দিনের ছুটি। এর আগে ৯ ও ১০ আগস্ট শুক্র-শনিবার দুদিন সাপ্তাহিক ছুটি পরছে। ১৪ আগস্ট বুধবার অফিস খোলা থাকলেও এই দিন অনেকেই অফিস থেকে অগ্রিম ছুটি নিয়ে নিচ্ছেন। এদিকে চাঁদ ওঠার কারণে ঈদ এক দিন পিছিয়ে গেলে অর্থাৎ ১৩ই আগস্ট বা মঙ্গলবার ঈদ হলে বুধবারও ঐচ্ছিক ছুটি নেওয়ার প্রয়োজনও পড়বে না।

এদিকে বৃহস্পতিবার ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে সরকারি ছুটি থাকবে। আবার ১৬ ও ১৭ আগস্ট শুক্র ও শনিবার আবার সাপ্তাহিক ছুটি হবে। সব মিলিয়ে ৯ আগস্ট থেকে ১৭ আগস্ট টানা ৯ দিনের ছুটি উপভোগ করতে পারবেন চাকুরীজীবীরা। ৭, ৮ ও ৯ আগস্ট যাত্রীদের টিকেটের চাহিদাও তাই বেশি। ৯ দিনের লম্বা ছুটি থাকবার কারনে অনেকেই ধীরেসুস্থে বাড়ি ফিরবেন।

ত্বকে বয়সের ছাপ পরার কারন জেনে নিন! চামড়া ভাজ পড়ার কারণ

Related Articles

Back to top button
error: