দৈনন্দিন জীবন

তারাবির নামাজ কত রাকাত? ৮ রাকাত পড়া যাবে কি?

Last updated on March 5th, 2025 at 04:16 pm

তারাবির নামাজ কত রাকাত? ৮ রাকাত পড়া যাবে কি?

তারাবির নামাজ কত রাকাত?

রমজানে তারাবির নামাজ ২০ রাকাত। মাহে রমজানে রাতে এশার নামাজের চার রাকাত ফরজ ও দুই রাকাত সুন্নতের পর এবং বিতর নামাজের আগে দুই রাকাত করে ১০ সালামে যে ২০ রাকাত নামাজ আদায় করা হয়, তাকে ‘তারাবি নামাজ’ বলা হয়।

তারাবির নামাজ ৮ রাকাত পড়া যাবে কি?

মাহে রমজানে তারাবির নামাজ ২০ রাকাত। তবে কেউ ৮ রাকাত যে পড়তে পারবেন না তা নয়। কেউ চাইলে ৮ রাকাতও পড়তে পারেন। ৮ রাকাতের বিষয়ে ওলামায়ে কেরামের ইস্তিহাদ রয়েছে। এটা নিয়ে কোন সমস্যা নেই। এখানে রাকাতটা মূল নয় বরং আপনি কতটা সময় নিয়ে, কতটা চেতনা নিয়ে পড়লেন তাই মুল। এটি রাতের নামাজ। আপনি যদি দীর্ঘ সময় নিয়ে পড়েন, তাহলে আল্লাহ আপনার উপর খুশি হবেন। আল্লাহকে খুশি করাটাই এখানে মূল কাজ। রাকাতটা মূল কাজ নয়।

রমজান মাসে কয়েকটি আমল
রমজান মাসে কয়েকটি আমল

ট্যাগঃ তারাবির নামাজের ইতিহাস, তারাবির নামাজ কত রাকাত, তারাবির নামাজ সুন্নত নাকি নফল, তারাবির নামাজ কি, তারাবির নামাজের নিয়ত, তারাবির নামাজের চার রাকাত পরপর দোয়া, তারাবির নামাজের নিয়ত আরবিতে, তারাবির নামাজের হাদিস, তারাবির নামাজ ৮ রাকাতের দলিল,

রোজায় ইফতারে মজাদার তরমুজের শরবত রেসিপি

Related Articles

Back to top button
error: