স্বাস্থ্য ও রূপ চর্চা

নাক দিয়ে রক্ত পড়ার কারণ, কিসের লক্ষণ ? করণীয় কি?

সর্দির সাথে নাক দিয়ে রক্ত পড়ার কারণ, নাক দিয়ে রক্ত পড়া রোগের নাম, গর্ভাবস্থায় নাক দিয়ে রক্ত পড়ার কারণ, হঠাৎ নাক দিয়ে রক্ত পড়া কিসের লক্ষণ, ঘন ঘন নাক দিয়ে রক্ত পড়ার কারণ, বাচ্চাদের নাক দিয়ে রক্ত পড়ার কারণ, নাক দিয়ে রক্ত পড়া বন্ধ করার ঔষধ, গরমে নাক দিয়ে রক্ত পড়ার কারণ

বেশিরভাগ মানুষই জীবনের কোনো না কোনো সময় নাক দিয়ে রক্ত পড়ার এই সমস্যার সম্মুখীন হন। নাক, কান, গলা ছাড়াও শরীরের অন্য অনেক রোগের কারণেও অনেক সময় নাক দিয়ে রক্ত পড়তে পারে। আবার যে কোনো বয়সেই এটি হতে পারে। এটি হতে পারে নাকের এক পাশ দিয়ে বা উভয় পাশ দিয়ে।

নাক দিয়ে রক্ত পড়ার কারণ কি?

বিশেষজ্ঞরা বলছেন নানান কারণে নাক দিয়ে রক্ত পড়তে পারে তা হল-

১. নাকের আঘাতজনিত কারণ। নখ বা আঙুলের খোঁচা।

২. অপারেশনজনিত কারন।

৩. নাকের সর্দি, সাইনোসাইটিস এর জন্য হতে পারে।

৪. রক্তরোগ থাকলে যেমন আইটিপি, ভন উইলিব্রেন্ড ডিজিজ, হিমোফাইলিয়া

৫. নাকের ভেতর টিউমার এর জন্য হতে পারে।

৬. নাকের মাঝখানের হাড় অতিরিক্ত বাঁকা হলে এমন হয়।

৭. নাকের মাঝখানের পর্দায় ছিদ্র ইত্যাদি।

৮। ওষুধ এর প্রভাবে (এসপিরিস/ওয়ারফেরিন জাতীয়)।

৯। উচ্চরক্তচাপ জনিত কারণ।।

১০। রক্তনালির কিছু জন্মগত ত্রুটি জনিত কারণ।।

১১। পিরিয়ডের সময় এবং গর্ভাবস্থায় হতে পারে।

১২। জন্ডিস বা লিভারের প্রদাহ, লিভার সিরোসিস জনিত কারণ।

১৩। কোনো বস্তু নাকে ঢুকলে

১৪। নাকের পর্দা শুষ্ক থাকলে, বা তাতে ঘা হলে

১৫। নাকের বিভিন্ন ধরনের ইনফেকশন যেমন- এট্রফিক রাইনাইটিস, রাইনসপোরিডিওসিস।

১৬। নাকের পলিপস ও অন্যান্য টিউমার

ওজন কমাতে এই ৫ খাবার যত ইচ্ছে খেতে পারবেন

নাক দিয়ে রক্ত পড়ার লক্ষণ কি?

  • হঠাৎ করে নাক দিয়ে রক্ত ঝরতে থাকে। সাধারণত এক ছিদ্র থেকে, আবার কখনো বা দুই নাসারন্ধ্র হতেও
  • নাকের ক্ষত থাকলে দেখা যায় বেশি দৌড়াদৌড়ির করবার পর নাক থেকে রক্ত ঝরে
  • রাতে রক্তপাত হলে শিশু তা গিলে ফেলে তার ফলে পরদিন বমি বা রক্ত মলে তা প্রকাশ পায়

নাক দিয়ে রক্ত পড়লে করণীয় কি?

হঠাৎ করে নাক দিয়ে রক্ত পরলে আতঙ্কিত হবেন না।

  • স্থির হয়ে বসে সামনের দিকে মাথা ঝুঁকে থাকুন। বরফের টুকরো কাপড়ে রেখে জড়িয়ে নাক ও কপালে হাল্কা করে ঠান্ডা ছ্যাঁক দিন। নাকের সামনের নরম অংশ দুই আঙুল দিয়ে শক্ত করে চেপে প্রায় ৫ মিনিট রাখুন।
  • শিশুদের ক্ষেত্রে, বেশি অস্থির না হয়ে শিশুকে এমনভাবে বসিয়ে রাখুন, যাতে মাথা খানিকটা সামনের দিকে ঝুঁকে থাকে। ফলে সে আর রক্ত গিলবে না । শিশুকে শান্তভাবে বসানো অবস্থায় বৃদ্ধাঙ্গুলি ও তর্জনী দিয়ে ১০ মিনিট বা রক্তপাত বন্ধ না হওয়া পর্যন্ত তার নাকটা টিপে রেখে তাকে মুখ দিয়ে শ্বাস নিতে বলুন।
  • রক্তক্ষরণ বন্ধ না হলে ভ্যাসলিন দিয়ে তুলা ভিজিয়ে পুঁটলির মতো করে নাকের ছিদ্রে ঢুকিয়ে দিন। খেয়াল রাখুন যেন তুলার কিছু অংশ নাকের বাইরে থাকে।
  • নিকটস্থ চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া ও ‘ইএনটি’ বিশেষজ্ঞ দেখানো

নাকের সামনের দিক থেকে রক্তপাত হলে দ্রুত তা বন্ধ হয় কিন্তু পেছন বা ভেতরের দিক থেকে রক্তপাত হলে তা বন্ধ করতে অনেক সময় লাগতে পারে। কিছু ক্ষেত্রে রক্তের বিভিন্ন পরীক্ষা করা লাগতে পারে যেমন এক্স-রে, সিটিস্ক্যান, নাকের এন্ডোস্কপি।

নাক দিয়ে রক্ত পড়া প্রতিরোধ করবেন যেভাবে

  • ঘন ঘন নাক খোঁটানোর অভ্যাস পরিত্যাগ করা
  • বেডরুম যেন আর্দ্রতাসম্পন্ন থাকে তা খেয়াল রাখুন বিশেষ করে শীতকালে
  • নাকের সংক্রমণ ও অ্যালার্জির ক্ষেত্রে যথাযথ ব্যবস্থাপনা গ্রহন করুন
  • নাকে স্টেরয়েড স্প্রে নেওয়ার অভ্যাস থাকলে তা এই সময়ে বন্ধ রাখবেন
দৈনন্দিন জীবন

Related Articles

Back to top button
error: