পরিচালক সঞ্জয় লীলা বানসালির ছবিটি ২৫ শে জানুয়ারি মুক্তি পাচ্ছে পদ্মাবতী নামে নয়, ‘পদ্মাবত’ নামে।
পরিচালক পদ্মাবতী ছবিতে পাঁচটি পরিবর্তন করেছেন ভারতের সেন্সর বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের (সিবিএফসি) নির্দেশনা অনুযায়ী। এই ছবিটি তৈরি হয়েছে ‘পদ্মাবত’ নামের একটি কাল্পনিক কবিতাকে অবলম্বন করে। তাই পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হয় পদ্মাবত কবিতার নামেই নেয়া হয় পদ্মাবতীর সংশোধিত নাম আর বিতর্কের অবসান হোক। ‘বানসালি দাবি করেছেন যে ছবিটি তিনি মহম্মদ জয়সীর কবিতা “পদ্মাবত” অবলম্বনে বানিয়েছেন। যদিও ছবির সঙ্গে ওই কবিতার পার্থক্য রয়েছে ।
যে ছবিতে পাঁচটি পরিবর্তন করতে বলা হয়েছিল এই ছবিতে তা হল- ১. ছবিতে অবশ্যই জানাতে হবে, এই ছবির সঙ্গে ঐতিহাসিক ঘটনার কোনো মিল নেই। ২. ছবির নাম পরিবর্তন করে ‘পদ্মাবত’ করতে হবে। ৩. ‘ঘুমার’ গানের কিছু পরিবর্তন আনতে হবে। ৪. ঐতিহাসিক স্থান ও কাল নিয়ে কিছু তথ্য দেখাতে হবে। ৫. ছবিতে অবশ্যই লিখতে হবে, ভারত সতীদাহ প্রথাকে সমর্থন করে না। এই শর্তগুলো মানলে তবেই ছবিটি প্রদর্শনের অনুমতি দেওয়া হবে।