স্বাস্থ্য ও রূপ চর্চা

পেঁয়াজের স্বাস্থ্য উপকারিতা ও ঔষধি গুন

পেঁয়াজের স্বাস্থ্য উপকারিতা ও ঔষধি গুন।

পেঁয়াজ ছাড়া রান্নার কথা ভাবুন তো। রান্নায় স্বাদ আনতে চাইলে পেঁয়াজের উপস্থিতি আবশ্যক। তবে পেঁয়াজ কাটতে যেয়ে যদিও কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল হয়ে যায়। তারপরও রান্নায় পেঁয়াজ অবশ্যই চাই। রান্না ছাড়াও পেঁয়াজের আরও অনেক ব্যাবহার রয়েছে। পেঁয়াজের স্বাস্থ্য উপকারিতা নিম্নে উল্লেখ করা হল-

পেঁয়াজের স্বাস্থ্য উপকারিতা ও ঔষধি গুন

  • শরীরের কোন অংশ আগুনে পুড়ে গেলে সেখানে পেঁয়াজ বাটা দিলে ব্যথা কমবে ও দাগ পোড়বে না।
  • পেয়াজের রস চুলকে শক্তিশালী করে চুল পরা বন্ধ করে।
  • পোকামাকড়ের কামড় আক্রান্ত স্থানে পেঁয়াজ দিলে ব্যথা ও ফোলা কমে।
  • শরীরে জ্বর জ্বর ভাব অনুভব করলে ঘুমানোর সময় পায়ে মোজা পরে মোজার মধ্যে পেঁয়াজের কাটা টুকরো রেখে দিলে জ্বর কমে যায়।
  • পেঁয়াজের রসের সঙ্গে একটু মধু মিশিয়ে খেলে গলা ব্যথা, সর্দি-কাশি কমে যায়।
  • পেঁয়াজের রস ত্বকের রোদে পোড়া ভাব কমায়, ত্বকের কালো দাগ দূর করে এবং স্বাভাবিক রং ধরে রাখে।
  • পেঁয়াজ হার্ট সুস্থ রাখে এবং হাড় ভালো রাখে।
  • কৃমির সমস্যায় পেঁয়াজের রস উপকারী।

আরও পড়ুন-

  • বেলের ঔষধি গুনাগুন, স্বাস্থ্য উপকারিতা, খাওয়ার নিয়ম
  • মজাদার খাবার ফুচকা
  • মজাদার জাম্বুরা বা বাতাবি লেবু মাখা যেভাবে বানাবেন

Related Articles

Leave a Reply

Back to top button
error: