
এটা অবিশ্বাস্য হলেও সত্য যে হাতি ছবি আঁকতে পারে।
সুডা নামের এই হাতিটি অনেক প্রতিভাশালী। সে নিজেই সুন্দর সুন্দর প্রতিকৃতি একে ফেলতে পারে।
থাইল্যান্ডের চিয়াং মাই এ মাইটইং এলিফ্যান্ট ক্যাম্পে এই হাতিটি রয়েছে। থাইল্যান্ডের বেশ কিছু ক্যাম্পেই এমন কিছু প্রতিভাবান হাতি পাওয়া যাবে। এই হাতি গুলো আসলেই অনেক প্রতিভাবান কারন একটা ছবি আঁকতে মাংসপেশির চলন, বুদ্ধিমত্তার সাথে লাইনগুলো আঁকা ও শুঁড়কে কাজে লাগানো মোটেও সহজ নয়।
নিঃসন্দেহে এটা বলা যেতে পারে যে ছবি আঁকতে পারা এই হাতি গুলো অনেক প্রতিভার অধিকারী কিন্তু তাদের ট্রেইনিং পর্যায়টা মোটেও সুখকর নয়। ট্রেনিং এর সময়টা তাদের বেশ বেগ পোহাতে হয়। তাছাড়া অনেক সময়ই তাদের একই ছবি বার বার আঁকতে হয় যা তাদের জীবনে যাপনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
আরও পড়ুন-



