চাকরি প্রস্তুতি

প্রিলিমিনারি পরীক্ষার জন্য গুরুত্বপুর্ন প্রশ্নের বিষয়ভিত্তিক মডেল টেস্ট – ৪৫তম বিসিএস

৪৫তম বিসিএসের আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এখন আবেদনকারীদের দিতে হবে প্রিলিমিনারি পরীক্ষা। যেহেতু প্রিলিমিনারিতে প্রতিযোগী সংখ্যা বেশি, তাই এই পরীক্ষায় পাস করতে হলে ভালোভাবে প্রস্তুতি আবশ্যক। পরীক্ষার্থীদের প্রস্তুতিতে সুবিধার জন্য এখানে বিষয়ভিত্তিক মডেল টেস্ট দেয়া হয়েছে। বাংলা, ইংরেজিবাংলাদেশ বিষয়াবলীআন্তর্জাতিক বিষয়াবলীতথ্য যোগাযোগ প্রযুক্তি, সাধারণ বিজ্ঞান, গণিত, মুল্যবোধ ও সুশাসন থেকে গুরুত্বপুর্ন প্রশ্নের বিষয়ভিত্তিক মডেল টেস্ট দিয়ে দিন এখনই।

বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি নিনজা টেকনিক- বিষয়ভিত্তিক সিলেবাস

বাংলাদেশ বিষয়াবলি

১. বাংলাদেশের একাত্তরের গণহত্যাকে স্বীকৃতি প্রদানকারী মার্কিন গবেষণা প্রতিষ্ঠান কোনটি?
ক. দ্য লেমকিন ইনস্টিটিউট
খ. দ্য হিউম্যান রাইটস ইনস্টিটিউট
গ. দ্য জেনোসাইড ইনস্টিটিউট
ঘ. দ্য ফেডারেল ইনস্টিটিউট

২. বাংলাদেশ থেকে ‘জমিদারি প্রথা’ উচ্ছেদ হয় কত সালে?
ক. ১৯৫৬
খ. ১৯৫৩
গ. ১৯৫৪
ঘ. ১৯৫০

৩. কে মুজিবনগর সরকারের ‘ক্যাবিনেট সচিব’ ছিলেন?
ক. এইচ টি ইমাম
খ. খন্দকার আসাদুজ্জামান
গ. আবু সাঈদ চৌধুরী
ঘ. লুৎফর রহমান

৪. নিচের কোনটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগের অন্তর্ভুক্ত?
ক. স্মার্ট বাংলাদেশ
খ. সবার জন্য বিদ্যুৎ
গ. ত্রাণ ও পুনর্বাসন
ঘ. নিরাপদ খাদ্য

৫. ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস’ পালিত হয় কবে?
ক. ২১ জুলাই
খ. ২৩ জুলাই
গ. ২৫ জুলাই
ঘ. ২৭ জুলাই

৬. বাংলাদেশের কৃষিতে ‘ক্ষীরশাপাতি’ কোন ফসলের উন্নত জাত?
ক. ধান
খ. তুলা
গ. ভুট্টা
ঘ. আম

৭. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২২ মতে, বর্তমানে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার করা হয় কতটি পণ্যের মোড়কীকরণে?
ক. ১৭টি
খ. ১৯টি
গ. ২১টি
ঘ. ২৩টি

৮. ‘শিল্প পুলিশ’ গঠিত হয় কত সালে?
ক. ২০০৯
খ. ২০১০
গ. ২০১১
ঘ. ২০১২

৯. বাংলাদেশের প্রথম নারী নির্বাচন কমিশনার কে ছিলেন?
ক. নাজমুন আরা সুলতানা
খ. মেহের আফরোজ
গ. কবিতা খানম
ঘ. ড. শিরীন শারমিন চৌধুরী

১০. বাংলা সালের কতটি মাস ৩১ দিনে?
ক. ৪টি
খ. ৬টি
গ. ৫টি
ঘ. ৯টি

১১. ‘গণহত্যাজনিত অপরাধ, মানবতাবিরোধী অপরাধ বা যুদ্ধাপরাধ’–সংক্রান্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ কোনটি?
ক. ৪৭ (৩)
খ. ৪৭ক
গ. ৪৭(২)
ঘ. ৭৪

১২. বাংলা একাডেমি থেকে ২০২০ সালে প্রকাশিত ‘আমার দেখা নয়া চীন’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. শেখ মুজিবুর রহমান
খ. ড. আকবর আলী খান
গ. আবুল মনসুর আহমেদ
ঘ. রেহমান সোবহান

১৩. শাসন বিভাগের প্রকৃত নির্বাহী কে?
ক. রাষ্ট্রপতি
খ. প্রধানমন্ত্রী
গ. স্পিকার
ঘ. হুইপ

১৪. PBI (Police Bureau of Investigation) যাত্রা শুরু করে কত সালে?
ক. ২০১২ সালে
খ. ২০১৫ সালে
গ. ২০১৬ সালে
ঘ. ২০১৮ সালে

১৫. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মকর্তা-কর্মচারীদের সৃজনশীল ও উদ্ভাবনী কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ কোন পদক প্রদান করা হয়?
ক. জনপ্রশাসন পদক
খ. উত্তরণ পদক
গ. শুদ্ধাচার পদক
ঘ. বঙ্গবন্ধু পদক

১৬. ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তনের বক্তা কে ছিলেন?
ক. কৈলাস সত্যার্থী
খ. ড. জ্যাঁ তিরোল
গ. কাজুও ইশিগুরো
ঘ. আবদুলরাজাক গুরনাহ

১৭. ‘শোনো একটি মুজিবরের থেকে, লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি, আকাশে বাতাসে উঠে রণি’—এই গানটির গীতিকার কে?
ক. মোহাম্মদ মনিরুজ্জামান
খ. গাজী মাজহারুল আনোয়ার
গ. গৌরীপ্রসন্ন মজুমদার
ঘ. আবু হেনা মোস্তফা কামাল

১৮. জাতীয় পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর (ডিপিডিটি) কোন মন্ত্রণালয়ের অধীন?
ক. বাণিজ্য
খ. শিল্প
গ. অর্থ
ঘ. বিজ্ঞান ও প্রযুক্তি

১৯. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স কত?
ক. ২৫ বছর
খ. ৩৫ বছর
গ. ৪০ বছর
ঘ. ৪৫ বছর

২০. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৩ অনুচ্ছেদ মতে, কার সম্মতি ব্যতীত যুদ্ধ ঘোষণা করা যাবে না কিংবা প্রজাতন্ত্র কোনো যুদ্ধে অংশগ্রহণ করবে না?
ক. সংসদের
খ. রাষ্ট্রপতির
গ. প্রধানমন্ত্রীর
ঘ. মন্ত্রিসভা

২১. BSTI (Bangladesh Standards and Testing Institution) কোন মন্ত্রণালয়ের অধীন?
ক. অর্থ
খ. বাণিজ্য
গ. শিল্প
ঘ. খাদ্য

২২. ঢাকার কোথায় আওয়ামী মুসলিম লীগ গঠন করা হয়?
ক. বলধা গার্ডেন
খ. রোজ গার্ডেন
গ. বোটানিক্যাল গার্ডেন
ঘ. রয়্যাল বোটানিক গার্ডেন

২৩. বর্তমানে বাংলাদেশে সরকারি টিভি চ্যানেলের সংখ্যা কতটি?
ক. ৩টি
খ. ৪টি
গ. ২টি
ঘ. ৫টি

২৪. কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম প্রথম কত সালে চালু হয়?
ক. ১৯৯১
খ. ২০২০
গ. ১৯৯৭
ঘ. ১৯৯৮

২৫. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের সপ্তদশ সংশোধনীতে কত নং অনুচ্ছেদে সংশোধন আনা হয়েছে?
ক. ৬৫(১)
খ. ৬৫(২)
গ. ৬৫(৩)
ঘ. ৬৬

২৬. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৪(১) অনুচ্ছেদ মতে, প্রজাতন্ত্রের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’র প্রথম কত চরণ নেওয়া হয়?
ক. চার
খ. ছয়
গ. দশ
ঘ. সাত

২৭. ‘জাতীয় ঐতিহাসিক দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে কোন তারিখ?
ক. ১ মার্চ
খ. ৭ মার্চ
গ. ২১ মার্চ
ঘ. ১৭ মার্চ

২৮. Bangladesh Institute of Development Studies (BIDS)-এর কার্যালয় কোথায় অবস্থিত?
ক. আগারগাঁও
খ. সেগুনবাগিচা
গ. মিরপুর
ঘ. ফার্মগেট

২৯. গণপ্রতিনিধিত্ব আদেশ [Representation of the People’s Order (RPO)] প্রথম কত সালে জারি করা হয়?
ক. ১৯৭১
খ. ১৯৭২
গ. ২০২২
ঘ. ২০২৩

৩০. ‘জাতীয় চা দিবস’ পালিত হয় কবে?
ক. ২৩ মার্চ
খ. ৭ এপ্রিল
গ. ৪ জুন
ঘ. ২২ জুলাই

৩১. ২০২২ সালে ‘গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস’ পুরস্কারে ভূষিত হন কে?
ক. আখতার হোসেন
খ. তারিক আহসান
গ. শেখ রেহানা
ঘ. শেখ হাসিনা

৩২. ২০২৪ সালে বাংলাদেশে কততম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে?
ক. একাদশ
খ. দ্বাদশ
গ. ত্রয়োদশ
ঘ. চতুর্দশ

৩৩. ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ মতে, দেশে মোট (পুরুষ ও মহিলা) সাক্ষরতার হার কত?
ক. ৭৬.৪৬%
খ. ৭৪.৬৬%
গ. ৮৪.৬৬%
ঘ. ৭৬.৪৪%

৩৪. ফোর্বস’র ২০২২ সালের বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান কততম?
ক. ৪০তম
খ. ৪১তম
গ. ৪২তম
ঘ. ৪৩তম

৩৫. নিম্নবর্ণিত কোন উপাদানটি ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার ভিত্তি নয়?
ক. স্মার্ট সিটিজেন
খ. স্মার্ট ইকোনমি
গ. স্মার্ট গভর্নমেন্ট
ঘ. স্মার্টফোন

৩৬. জাতীয় ‘গণহত্যা দিবস’ পালিত হয় কবে?
ক. ২৫ মে
খ. ২৫ আগস্ট
গ. ২৫ মার্চ
ঘ. ২৫ সেপ্টেম্বর

৩৭. বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন (BSEZ) বা জাপানিজ অর্থনৈতিক অঞ্চল কোথায় অবস্থিত?
ক. আড়াইহাজার, নারায়ণগঞ্জ
খ. সাভার, ঢাকা
গ. মিরসরাই, চট্টগ্রাম
ঘ. লৌহজং, মুন্সিগঞ্জ

৩৮. বিশ্বব্যাংকের হিসাবমতে, ২০২২ সালে প্রবাসী আয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
ক. ৭ম
খ. ৮ম
গ. ৯ম
ঘ. ১০ম

৩৯. ‘রূপকথা’কোন ফসলের জাত?
ক. আম
খ. ধান
গ. গম
ঘ. ভুট্টা

৪০. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ ‘সংসদ সদস্যদের আসন শূন্য হওয়া’ সম্পর্কিত?
ক. ৬৮
খ. ৬৭ (১)
গ. ৬৯
ঘ. ৭২

১. বঙ্গবন্ধুকে নিয়ে প্রথম পূর্ণাঙ্গ এনসাইক্লোপিডিয়া ‘মুজিবপিডিয়া’ সম্পাদনা করেন কে?
ক. কবির হোসেন
খ. ফখরুল আলম
গ. জিল্লুর রহমান
ঘ. ফরিদ হোসেন

২. বাংলাদেশের উত্তর-পশ্চিম দিকে বিস্তৃত ‘বরেন্দ্রভূমি’ অঞ্চলটির আয়তন কত বর্গ কিলোমিটার?
ক. ৮,৩২০
খ. ৯,৩২০
গ. ৭,৩২০
ঘ. ৫,৩২০

৩. ‘গণতন্ত্র ও মানবাধিকার’ সম্পর্কে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে আলোকপাত করা হয়েছে?
ক. ১৮
খ. ১১
গ. ১৭
ঘ. ১৪

৪. কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দৈর্ঘ্য কত কিলোমিটার?
ক. ৩ দশমিক ৭৩
খ. ৩ দশমিক ৩২
গ. ৩ দশমিক ৫০
ঘ. ৩ দশমিক ৭৫

৫. পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরের ২৫ বছর পূর্ণ হয় কবে?
ক. ২ ডিসেম্বর ২০২০
খ. ২ ডিসেম্বর ২০২১
গ. ২ ডিসেম্বর ২০২২
ঘ. ২ ডিসেম্বর ১৯৯৭

৬. ‘জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস’ কবে পালিত হয়?
ক. ৬ সেপ্টেম্বর
খ. ৬ আগস্ট
গ. ৬ অক্টোবর
ঘ. ৯ অক্টোবর

৭. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে?
ক. চতুর্থ
খ. পঞ্চম
গ. ষষ্ঠ
ঘ. সপ্তম

৮. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে ‘রাজনৈতিক দল থেকে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোটদানের কারণে আসন শূন্য হওয়ার বিধানটি বর্ণিত আছে?
ক. অনুচ্ছেদ ৬৯
খ. অনুচ্ছেদ ৭০
গ. অনুচ্ছেদ ৬৭(১)
ঘ. অনুচ্ছেদ ৬৬(১)

৯. কার নেতৃত্বে গঠিত হয়েছে ‘স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্স’?
ক. প্রধানমন্ত্রী
খ. পরিকল্পনামন্ত্রী
গ. মন্ত্রিপরিষদ বিভাগ
ঘ. স্পিকার

৫০. বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি রায়ে কত কিলোমিটার জায়গাজুড়ে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে?
ক. ১৯,৪৬৭ বর্গ কিলোমিটার
খ. ১,১১,৬৩১ বর্গ কিলোমিটার
গ. ১,১৮,৮১৩ বর্গ কিলোমিটার
ঘ. ১,১৮,৬৩১ বর্গ কিলোমিটার

১. বাংলাদেশের কৃষি পরিবেশ অঞ্চল কতটি?
ক. ২৮টি
খ. ৩১টি
গ. ২৯টি
ঘ. ৩০টি

২. প্রথম বাংলাদেশি নারী হিসেবে হিমালয়ের দুর্গম ‘ডোলমা খাং’ পর্বতচূড়া জয় করেন কে?
ক. শায়লা পারভীন
খ. সাহেরা খাতুন
গ. ওয়াসফিয়া নাজরীন
ঘ. ফারিয়া ইসলাম

৩. বাংলাদেশে সরকার অনুমোদিত প্রথম Genetically Modified (GM) খাদ্য ফসল কোনটি?
ক. বিটি বেগুন
খ. ভুট্টা
গ. গম
ঘ. ধান

৪. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২২ মতে, বর্তমানে বাংলাদেশে আর্থিক প্রতিষ্ঠান (ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান) কতটি?
ক. ৩৩টি
খ. ৩৪টি
গ. ৩৫টি
ঘ. ৪৩টি

৫. ৪ নভেম্বর ২০২২ পালিত হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের
ক. রজতজয়ন্তী
খ. প্লাটিনাম জয়ন্তী
গ. সুবর্ণজয়ন্তী
ঘ. হীরকজয়ন্তী

৬. ১৯৭১–এর মুক্তিযুদ্ধকালে ‘ANNIHILATE THESE DEMONS’ শিরোনামের পোস্টারটি কে এঁকেছিলেন?
ক. শিল্পাচার্য জয়নুল আবেদিন
খ. লেওনার্দো দা ভিঞ্চি
গ. পাবলো পিকাসো
ঘ. কামরুল হাসান

৭. ‘একাত্তরের ক্ষুদিরাম’ চলচ্চিত্রটির নির্মাতা কে?
ক. মান্নান হীরা
খ. তারেক মাসুদ
গ. গৌতম ঘোষ
ঘ. নাসির উদ্দিন ইউসুফ

৮. তেলপণ্য রপ্তানিকারক ‘বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন’–এর দৈর্ঘ্য কত?
ক. ১৩০ কিলোমিটার
খ. ১৩৫ কিলোমিটার
গ. ১৫০ কিলোমিটার
ঘ. ১৫৫ কিলোমিটার

৯. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘অনিল বাগচীর একদিন’ কার?
ক. জহির রায়হান
খ. হুমায়ূন আহমেদ
গ. চাষী নজরুল ইসলাম
ঘ. তানভীর মোকাম্মেল

৬০. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘ইসলামিক ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন কবে?
ক. ২২ মার্চ ১৯৭৪
খ. ১৭ মার্চ ১৯৭৩
গ. ২২ মার্চ ১৯৭৫
ঘ. ১৭ মার্চ ১৯৭৫

মডেল টেস্ট (বাংলাদেশ বিষয়াবলি)-এর উত্তর

১. ক ২. ঘ ৩.৪.৫.৬.৭.৮.৯.১০.১১. ক ১২.১৩.১৪.১৫.১৬.১৭.১৮.১৯.২০.২১.২২.২৩.২৪.২৫.২৬.২৭.২৮.২৯.৩০.৩১. ঘ। ৩২. খ। ৩৩. খ। ৩৪. গ। ৩৫. ঘ। ৩৬. গ। ৩৭. ক। ৩৮. ক। ৩৯. খ।৪০. খ। ১. ঘ। ২. খ।৪৩. খ।৪৪. খ।৪৫. গ। ৬. গ। ৭. গ। ৮. খ।৪৯. ক। ৫০. ক। ৫১. ঘ। ২. ক।৫৩. ক।৫৪. গ। ৫. গ। ৬. ঘ। ৭. ক।৫৮. ক।৫৯. খ। ৬০. গ।

আন্তর্জাতিক বিষয়াবলি

১. ২০২২ সালে জাতিসংঘের জীববৈচিত্র্য-বিষয়ক কপ-১৫ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. বেইজিং, চীন
খ. মন্ট্রিল, কানাডা      
গ. দোহা, কাতার
ঘ. কায়রো, মিসর

২. কপ-২৬ সম্মেলনে প্রদর্শিত ‘নোনা জলের কাব্য’ চলচ্চিত্রটির পরিচালক কে?
ক. আবদুল্লাহ মোহাম্মদ সাদ
খ. জেরেমি চুয়া
গ. রাজীব মহাজন
ঘ. রেজওয়ান শাহরিয়ার

৩. সম্প্রতি (১ ডিসেম্বর ২০২২) জি-২০ জোটের সভাপতির দায়িত্ব গ্রহণ করে কোন দেশ?
ক. মালদ্বীপ
খ. আফগানিস্তান
গ. নেপাল
ঘ. ভারত

৪. কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২-এ চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ?
ক. আর্জেন্টিনা
খ. ফ্রান্স
গ. ক্রোয়েশিয়া
ঘ. মরক্কো

৫. ‘রাবাত’ কোন দেশের রাজধানী?
ক. কাতার
খ. মিসার
গ. ব্রুনেই
ঘ. মরক্কো

৬. জাতিসংঘের সমুদ্রসংক্রান্ত কনভেনশন কত সালে অনুষ্ঠিত হয়?
ক. ১৯৬৮
খ. ১৯৮২
গ. ১৯৭৮
ঘ. ১৯৮০

৭. করোনার টিকাদান হারের ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
ক. ৪র্থ
খ. ৫ম
গ. ৬ষ্ঠ
ঘ. ৭ম

৮. রাশিয়ার দক্ষিণাঞ্চলের সঙ্গে ক্রিমিয়া উপদ্বীপের সংযোগ স্থাপনকারী কার্চ সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার?
ক. ১৯ কিলোমিটার
খ. ২৯ কিলোমিটার
গ. ৩৯ কিলোমিটার
ঘ. ৪৯ কিলোমিটার

৯. ২০২২ সালে ফিফা ফুটবল বিশ্বকাপে সেরা খেলোয়াড় (গোল্ডেন বল) লাভ করেন কে?
ক. লিওনেল মেসি
খ. লুকা মদরিচ
গ. এমিলিয়ানো মার্তিনেজ
ঘ. কিলিয়ান এমবাপ্পে

১০. ‘Everything but Arms (EBA)’ বাণিজ্য–সুবিধাটি কার?
ক. যুক্তরাষ্ট্র
খ. ইউরোপীয় ইউনিয়ন      
গ. বিশ্বব্যাংক
ঘ. ইউনেসকো

বাংলা ব্যাকরণ থেকে বিভিন্ন পরীক্ষায় বার বার আসা প্রশ্ন ও উত্তর

মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র, উপন্যাস, নাটক, গ্রন্থ, প্রবন্ধ, গল্প, গান, প্রামাণ্যচিত্র, ছোট গল্প

মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র, উপন্যাস, সাহিত্য থেকে বার বার আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় বার বার আসা গুরুত্বপূর্ণ Phrase and Idioms

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

ঢাকা মেট্রোরেল সম্পর্কে সকল প্রশ্ন ও উত্তর – মেট্রোরেল সাধারণ জ্ঞান

পদ্মা সেতু সম্পর্কে গুরুত্বপূর্ণ সকল প্রশ্ন ও উত্তর – পদ্মা সেতু সাধারণ জ্ঞান

বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক গুরত্বপুর্ন প্রশ্ন ও উত্তর- মুক্তিযুদ্ধ সাধারণ জ্ঞান

চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পত্রিকার নাম ও সম্পাদক তালিকা এবং সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

বিখ্যাত কবি সাহিত্যিকদের ছদ্মনাম ও উপাধি

অষ্টম শ্রেণির বোর্ড বই থেকে বিসিএস ও অন্যান্য চাকরি পরীক্ষায় আসা প্রশ্ন ও উত্তর

সবচেয়ে বেশি বার বিসিএস ও অন্যান্য চাকরির পরীক্ষায় আসা পশ্ন ও উত্তর

সাধারন জ্ঞান থেকে বিসিএস ও অন্যান্য চাকরি পরীক্ষায় আসা প্রশ্ন ও উত্তর

চাকরির পরীক্ষায় আসা বিভিন্ন দিবসের তালিকা- জাতীয় ও আন্তর্জাতিক দিবস 

বিসিএস প্রস্তুতির জন্য বাংলা সাহিত্য থেকে কিছু গুরত্বপুর্ন প্রশ্নোত্তর – গুরুত্বপূর্ণ MCQ

বাংলা ভাষা ও সহিত্য থেকে ১০ ম থেকে ৪৩ তম বিসিএস পরীক্ষার সকল প্রশ্নোত্তর

আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী MCQ – গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

সাধারণ বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি

মানসিক দক্ষতা থেকে গুরত্বপুর্ন বিসিএস প্রশ্ন ও উত্তর (প্রিলিমিনারি ও লিখিত)

কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি ২০২৩ – গুরত্বপুর্ন প্রশ্ন ও উত্তর

সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৩ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

১১. ‘G-20 সম্মেলন ২০২২’ অনুষ্ঠিত হয় কোথায়?
ক. নয়াদিল্লি, ভারত
খ. বেইজিং, চীন      
গ. বালি, ইন্দোনেশিয়া
ঘ. রোম, ইতালি

১২. টুইটারের বর্তমান মালিক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কে?
ক. ইলন মাস্ক
খ. রিচার্ড ব্র্যানসন
গ. জেফ বেজোস
ঘ. মার্ক জাকারবার্গ

১৩. ২০২২ সালে আইনের শাসন সূচকে শীর্ষ দেশ কোনটি?
ক. নরওয়ে
খ. ফিনল্যান্ড      
গ. ডেনমার্ক
ঘ. নিউজিল্যান্ড

১৪. Global Climate Fund (GCF)-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. নিউইয়র্ক
খ. রোম      
গ. দক্ষিণ কোরিয়া
ঘ. লন্ডন

১৫. আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পূর্বাভাস অনুযায়ী, ২০২৩ সালে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি কত হবে?
ক. ৯.২৫ শতাংশ
খ. ৯.১০ শতাংশ      
গ. ৯.৩৫ শতাংশ
ঘ. ৯.৭৫ শতাংশ

১৬. আফ্রিকান উন্নয়ন ব্যাংকের বর্তমান সদস্যদেশ কতটি?
ক. ৮১টি
খ. ৮৯টি  
গ. ৭৮টি
ঘ. ৯৬টি

১৭. অষ্টম টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ ২০২২-এ ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ কে হয়েছেন?
ক. বিরাট কোহলি
খ. সূর্যকুমার যাদব      
গ. মার্ক উড
ঘ. স্যাম কারেন

১৮. IUCN-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. রোম, ইতালি
খ. ওসাকা, জাপান      
গ. গ্ল্যান্ড, সুইজারল্যান্ড
ঘ. ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র

১৯. ‘চমন-স্পিন বোল্ডাক’ সীমান্তবর্তী স্থানটি কোন দুটি দেশের মধ্যে অবস্থিত?
ক. ভারত ও পাকিস্তান
খ. আফগানিস্তান ও পাকিস্তান
গ. চীন ও পাকিস্তান
ঘ. ভারত ও চীন

২০. বাংলাদেশ ‘ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি)’ সদস্য পদ লাভ করে কত সালে?
ক. ১৯৭৩
খ. ১৯৭২
গ. ১৯৭৪
ঘ. ১৯৭৫

২১. গ্লোবাল হাঙ্গার ইনডেক্স (জিএইচআই) বা ক্ষুধা সূচক ২০২২ অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম?
ক. ৭৬তম
খ. ৮৪তম
গ. ৮৬তম
ঘ. ৮৯তম

২২. ‘বিশ্ব খাদ্য দিবস’ পালন করা হয় কবে?
ক. ১৮ অক্টোবর
খ. ১৬ সেপ্টেম্বর
গ. ১৬ জুলাই
ঘ. ১৬ অক্টোবর

২৩. বর্তমান বিশ্বের কতটি দেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সদস্য?
ক. ১৯০টি
খ. ১৮৯টি
গ. ১৯৫টি
ঘ. ১৯৩টি

২৪. জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের নির্বাচনে বাংলাদেশের প্রাপ্ত ভোটসংখ্যা কতটি?
ক. ১৫৬টি
খ. ১৭১টি
গ. ১৮০টি
ঘ. ১৬০টি

২৫. শ্রীলঙ্কান লেখক শেহান করুনাতিলকা কোন উপন্যাসের জন্য বুকার পুরস্কার ২০২২ লাভ করেন?
ক. টোম্ব অব স্যান্ড
খ. দ্য সেভেন মুনস অব মালি আলমিদা
গ. দ্য প্রমিজ
ঘ. শুগি বেইন

২৬. কার্চ প্রণালি কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে?
ক. কৃষ্ণসাগর ও আজভ সাগর
খ. কৃষ্ণসাগর ও ভূমধ্যসাগর
গ. বঙ্গোপসাগর ও আরব সাগর
ঘ. লোহিত সাগর ও আরব সাগর

২৭. ২০২২ সালে সাহিত্যে নোবেলজয়ী অ্যানি এর্নোর প্রকাশিত প্রথম উপন্যাসের নাম কী?
ক. আ ম্যানস প্যালেস
খ. লে আরমোয়ার বিড
গ. লা প্ল্যাগ বিড
ঘ. ক্লিনড আউট

২৮. ব্রেক্সিট-পরবর্তী সময়ে বাংলাদেশ কত সাল পর্যন্ত যুক্তরাজ্যের বাজারে শুল্ক ও কোটামুক্ত বাণিজ্যসুবিধা পাবে?
ক. ২০২৩
খ. ২০২৪
গ. ২০২৬
ঘ. ২০২৭

২৯. ২০২৩-২৫ মেয়াদে বাংলাদেশ জাতিসংঘের কোন সংস্থার সদস্যপদ লাভ করেন?
ক. UN Women
খ. UNIDO
গ. IFAD
ঘ. UNHRC

৩০. ‘ওপেক প্লাস’-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. অস্ট্রিয়া
খ. ইরাক
গ. রাশিয়া
ঘ. ইরান

১. বিবিসি বাংলা রেডিওর সম্প্রচার বন্ধ হয় কবে?
ক. ৩০ ডিসেম্বর ২০২২
খ. ৩১ ডিসেম্বর ২০২২
গ. ৩০ জানুয়ারি ২০২৩
ঘ. ৩১ জানুয়ারি ২০২৩

২. সার্কের বর্তমান চেয়ারপারসন কে?
ক. রনিল বিক্রমাসিংহে (শ্রীলঙ্কা)
খ. শাহবাজ শরিফ (পাকিস্তান)
গ. ইব্রাহিম মোহাম্মদ সলিহ (মালদ্বীপ)
ঘ. পুষ্প কমল দাহাল (নেপাল)

৩. ২০২৩ সালের মুসলিম বিশ্বের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয় কোন শহরকে?
ক. দোহা, কাতার
খ. সানা, ইয়েমেন
গ. ঢাকা, বাংলাদেশ
ঘ. নোয়াকচট, মৌরিতানিয়া

৪. ৪৯তম ‘জি-৭’-এর শীর্ষ সম্মেলন ২০২৩ কোথায় অনুষ্ঠিত হবে?
ক. প্যারিস, ফ্রান্স
খ. বন, জার্মানি
গ. লন্ডন, যুক্তরাজ্য
ঘ. হিরোশিমা, জাপান

৫. সর্বশেষ (২৭তম) শেনঝেন অঞ্চলভুক্ত দেশ কোনটি?
ক. রোমানিয়া
খ. বুলগেরিয়া
গ. ক্রোয়েশিয়া
ঘ. মন্টিনিগ্রো

৬. জাতিসংঘের UNDP, UNFPA ও UNOPS-এর এক্সিকিউটিভ বোর্ডের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কে?
ক. মুহাম্মদ আবদুল মুহিত
খ. রাবাব ফাতিমা
গ. মাসুদ বিন মোমেন
ঘ. ইসমাত জাহান

৭. প্রথম বিশ্বযুদ্ধের স্মৃতি স্মরণে নির্মিত ‘Tom of the Unknown Soldiers’ নামে ঐতিহাসিক স্মৃতিস্তম্ভটি কোথায় অবস্থিত?
ক. জাপান
খ. চীন
গ. রাশিয়া
ঘ. যুক্তরাষ্ট্র

৮. বর্তমানে কমনওয়েলথভুক্ত দেশ কতটি?
ক. ৫৪টি
খ. ৫৫টি
গ. ৫৬টি
ঘ. ৬১টি

৯. আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২২ পালিত হয় কবে?
ক. ১০ অক্টোবর
খ. ১৩ নভেম্বর
গ. ১৩ সেপ্টেম্বর
ঘ. ১৩ অক্টোবর

৪০. জাতিসংঘের সাধারণ পরিষদের বর্তমান সভাপতি কে?
ক. আন্তোনিও গুতেরেস
খ. সাবা কোরেসি
গ. নানা আকুফো-আদ্দো
ঘ. উলফ ক্রিস্টারসন

মডেল টেস্ট- (আন্তর্জাতিক বিষয়াবলি)-এর উত্তর

১.২.৩.৪.৫.৬.৭.৮.৯.১০.১১. ১২.১৩.১৪.১৫.১৬.১৭.১৮.১৯.২০. গ । ২১. খ। ২২. ঘ। ২৩. ক। ২৪. ঘ। ২৫. খ। ২৬. ক। ২৭. খ। ২৮. ঘ। ২৯. ঘ। ৩০. ক। ১. খ। ২. ঘ। ৩. ঘ। ৪. ঘ। ৫.৩৬. ক।৩৭. ঘ। ৮. গ। ৯. ঘ। ৪০. খ।

বাংলা ভাষা ও সাহিত্য

১. কোন বানানটি শুদ্ধ?
ক. আইনজীবি
খ. কথপোকথন
গ. ব্রাহ্মণ
ঘ. ভৌগোলিক

২. কোন বাক্যটি অশুদ্ধ?
ক. পূর্ব দিকে সূর্য উদিত হয়
খ. সকল সভ্যই উপস্থিত ছিলেন
গ. এ কাজ আমার পক্ষে সম্ভবপর নয়
ঘ. প্রাণে ঐকতান বাজলে দুঃখ থাকে না

৩. অপপ্রয়োগের উদাহরণ নয় কোনটি?
ক. অশ্রুজল
খ. সদাসর্বদা
গ. বিবদমান
ঘ. বাহ্যিক

৪. কাব্য ম্যাজিক হতে পারে, কিন্তু সমালোচনা লজিক হতে বাধ্য। এটি কী ধরনের বাক্য?
ক. যৌগিক
খ. সরল
গ. জটিল
ঘ. বিস্ময়সূচক

৫. নিম্নবর্ণিত কোনটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি?
ক. জ
খ. ভ
গ. থ
ঘ. দ

৬. ‘তোমার এ পুণ্য প্রচেষ্টা সফল হোক।’—বাক্যে ‘পুণ্য’ কোন পদ?
ক. ক্রিয়া
খ. বিশেষ্য
গ. বিশেষণ
ঘ. অব্যয়

৭. বাংলা স্বরবর্ণে পূর্ণমাত্রার বর্ণের সংখ্যা কয়টি?
ক. ৪টি
খ. ৫টি
গ. ৬টি
ঘ. ৭টি

৮. ‘আকাশ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. হোমাগ্নি
খ. দ্যুলোক
গ. অখিল
ঘ. আফতাব

৯. ‘ঊর্মি’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. পর্বত
খ. মেঘ
গ. ঢেউ
ঘ. সাগর

১০. ‘আমার হৃদয়-মন্দিরে আশার বীজ উপ্ত হলো।’ ভাষার বিচারে বাক্যটি কোন দোষে দুষ্ট?
ক. দুর্বোধ্যতা
খ. বাহুল্য দোষ
গ. উপমার ভুল প্রয়োগ
ঘ. গুরুচণ্ডালী দোষ

১১. ‘Manifesto’—এর বাংলা পরিভাষা কোনটি?
ক. ইশতেহার
খ. জনশক্তি
গ. গণসংযোগ
ঘ. প্রচারপত্র

১২. রিক্শা> রিশ্কা—এটি ধ্বনির কোন ধরনের পরিবর্তন?
ক. অসমীকরণ
খ. অপিনিহিতি
গ. বিষমীভবন
ঘ. ধ্বনিবিপর্যয়

১৩. সঠিক সন্ধিবিচ্ছেদ নয় কোনটি?
ক. রবী + ইন্দ্র = রবীন্দ্র
খ. গৈ + অক = গায়ক
গ. লো + অন = লবণ
ঘ. শীত + ঋত = শীতার্ত

১৪. ‘খাসজমি’ কোন সমাস?
ক. সম্বন্ধ তৎপুরুষ
খ. নিমিত্ত তৎপুরুষ
গ. কর্ম তৎপুরুষ
ঘ. অপাদান তৎপুরুষ

১৫. ব্যাপ্তি অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে কোনটিতে?
ক. কুলীন
খ. দ্বৈপায়ন
গ. ঢুলি
ঘ. অভ্যন্তরীণ

১৬. ‘এ ভরা বাদর মাহ ভাদর, শূন্য মন্দির মোর’—উক্তিটি কার?
ক. চণ্ডীদাস
খ. বিদ্যাপতি
গ. জয়দেব
ঘ. ভারতচন্দ্র

১৭. ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, চর্যাপদের প্রাচীনতম চর্যাকার কে?
ক. কাহ্নপা
খ. শবরপা
গ. ভুসুকুপা
ঘ. লুইপা

১৮. ‘টালত মোর ঘর নাহি পড়বেসী, হাঁড়িত ভাত নাহি নিতি আবেশী’ পদটির রচয়িতা কে?
ক. কাহ্নপা
খ. শবরপা
গ. ঢেনপা
ঘ. কুক্কুরীপা

১৯. ‘কবিকণ্ঠহার’ কার উপাধি?
ক. দৌলত কাজী
খ. আলাওল
গ. মুকুন্দরাম চক্রবর্তী
ঘ. বিদ্যাপতি

২০. ‘নষ্টনীড়’ গল্পটি কার লেখা?
ক. জহির রায়হান
খ. বুদ্ধদেব বসু
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. শওকত ওসমান

২১. ‘কমলাকান্তের দপ্তর’ কার লেখা?
ক. মীর মশাররফ হোসেন
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. দীনবন্ধু মিত্র

২২. ‘সিরাজাম মুনীরা’ কাব্যটির রচয়িতা কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. কায়কোবাদ
গ. ফররুখ আহমদ
ঘ. মীর মশাররফ হোসেন

২৩. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধটি কার লেখা?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. বেগম রোকেয়া
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. কায়কোবাদ

২৪.‘টিমোথি পেনপয়েম’ ছদ্মনামে কে লিখতেন?
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. ফররুখ আহমদ

২৫. ‘যুগলাঙ্গরীয়’ উপন্যাসটির রচয়িতা কে?
ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ. বিহারীলাল চট্টোপাধ্যায়
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

২৬. ‘ফাঁস কাগজ’ প্রহসনটি কার লেখা?
ক. মীর মশাররফ হোসেন
খ. জসীমউদ্‌দীন
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. মাইকেল মধুসূদন দত্ত

২৭. ‘ক্রীতদাসের হাসি’ উপন্যাসটি কার লেখা?
ক. বুদ্ধদেব বসু
খ. শওকত ওসমান
গ. মুনীর চৌধুরী
ঘ. হুমায়ূন আজাদ

২৮. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতাটি কার লেখা?
ক. আহসান হাবীব
খ. শামসুর রাহমান
গ. নির্মলেন্দু গুণ
ঘ. সুকান্ত ভট্টাচার্য

২৯. ‘বকুলপুরের স্বাধীনতা’ নাটকটি কার লেখা?
ক. হুমায়ূন আহমেদ
খ. আহমদ ছফা
গ. মমতাজউদদীন আহমদ
ঘ. দ্বিজেন্দ্রলাল রায়

৩০. ‘স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতাটি কার লেখা?
ক. নির্মলেন্দু গুণ
খ. আখতারুজ্জামান ইলিয়াস
গ. শামসুর রাহমান
ঘ. হাসান আজিজুল হক

৩১. ‘কাফনে মোড়া অশ্রুবিন্দু’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
ক. জহির রায়হান
খ. শামসুর রাহমান
গ. নির্মলেন্দু গুণ
ঘ. হুমায়ুন আজাদ

৩২. ‘তুমি শুধু পঁচিশে বৈশাখ’ কাব্যটির কবি কে?
ক. আল মাহমুদ
খ. বিষ্ণু দে
গ. নীলিমা ইব্রাহীম
ঘ. জীবনানন্দ দাশ

৩৩. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
ক. কী চাহ শঙ্খচিল
খ. জন্ম যদি তব বঙ্গে
গ. রাইফেল রোটি আওরাত
ঘ. একদা এক রাজ্যে

৩৪. ‘বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই?’—পঙ্‌ক্তিটি কোন কবির রচনা?
ক. রজনীকান্ত সেন
খ. বলাই চাঁদ মুখোপাধ্যায়
গ. যতীন্দ্রনাথ বাগচী
ঘ. যতীন্দ্রমোহন বাগচী

৩৫. ‘বায়ান্ন গলির এক গলি’ গ্রন্থটি কার রচনা?
ক. সুফিয়া কামাল
খ. রাজিয়া খান
গ. রাবেয়া খাতুন
ঘ. সেলিনা হোসেন

মডেল টেস্ট- (বাংলা ভাষা ও সাহিত্য)-এর উত্তর

১. ঘ। ২. ঘ। ৩. ঘ। ৪. ক। ৫. খ। ৬. গ। ৭. গ। ৮. খ। ৯. গ। ১০. গ। ১১. ক। ১২. ঘ। ১৩. ক। ১৪. খ। ১৫. ঘ। ১৬. খ। ১৭. খ। ১৮. গ। ১৯. ঘ। ২০. গ। ২১. খ। ২২.  গ। ২৩. খ। ২৪. ক। ২৫. গ। ২৬. ক। ২৭. খ। ২৮. ক। ২৯. গ। ৩০. ক। ৩১. ঘ। ৩২. খ। ৩৩. গ। ৩৪. ঘ। ৩৫. গ।

ইংরেজি ভাষা ও সাহিত্য

১. What is the masculine form of ‘Bee’?
ক. Hart
খ. Drone
গ. Stag
ঘ. Colt

২. I took a map as I didn’t want —-–ath.
ক. to loose
খ. to lose
গ. to loss
ঘ. to lost

৩. Bangladesh is committed –– a policy of peaceful existence.
ক. of
খ. into
গ. wards
ঘ. to

৪. A Person who can’t pay his debts—
ক. Bankrupt
খ. Optimist
গ. Vegetarian
ঘ. Imposter

৫. You can park your car outside our house. Here ‘outside’ is used as a/an
ক. adverb
খ. adjective
গ. preposition
ঘ. conjunction

৬. Cricket enjoys a huge____ in Bangladesh.
ক. follow on
খ. follow
গ. fall out
ঘ. following

৭. Which of the following does not add ‘ves’ in the plural form?
ক. wife
খ. wolf
গ. roof
ঘ. half

৮. He whom you call uncle has died. The under lined part is a/ an–
ক. Adjective clause
খ. Noun clause
গ. Adverbial clause
ঘ. Co-ordinate clause

৯. ____English are industrious.
ক. An
খ. The
গ. A
ঘ. None

১০. I wish you success in life. What type of sentence is it?
ক. Assertive
খ. Imperative
গ. Optative
ঘ. none

১১. All that glitters ____ not gold.
ক. are
খ. were
গ. make
ঘ. is

১২. If the price is low, demand____
ক. will be increased
খ. will increase
গ. is increased
ঘ. would be increased

১৩. Choose the correctly spelt word …
ক. Buro
খ. Beauro
গ. Bureau
ঘ. Burough

১৪. Choose the correct sentence:
ক. I already twice have read this book.
খ. I have already read this book twice.
গ. I have read already twice this book.
ঘ. I twice have read this book.

১৫. Identify the correct singular form:
ক. Lice
খ. Agenda
গ. Alumnus
ঘ. Antennae

১৬. Which of the following words has been formed with a prefix?
ক. Aspersions
খ. Asleep
গ. Authentic
ঘ. Amnesia

১৭. ‘To rise early is good for health’ The underlined part is a/an–
ক. Gerund
খ. Infinitive
গ. Participle
ঘ. Connector

১৮. What is the synonym of ‘Tangible’?
ক. Abstract
খ. Forbidden
গ. Concrete
ঘ. Relevant

১৯. I am looking forward to seeing you. Here, the word ‘seeing’is used as a/an:
ক. gerund
খ. participle
গ. Preposition
ঘ. Adverb

২০. The phrase ‘Salt of life’ stands for–
ক. sorrow of life
খ. saline water
গ. valuable things
ঘ. beauty of life

২১. ‘A Brief History of Seven Killings’is written by-
ক. Marlon James
খ. Matthew Arnold
গ. Thomas Hardy
ঘ. Lord Byron

২২. ‘That it is impossible to love and to be wise’—who said?
ক. Francis Bacon
খ. William Shakespeare
গ. Lord Byron
ঘ. Thomas Hardy

২৩. “Knowledge comes but wisdom lingers”—Who said?
ক. Alfred Tennyson
খ. Robert Browing
গ. Charles Dickens
ঘ. Thomas Hardy

২৪. ‘Delusion and Dream’ is written by—
ক. H.G. Wells
খ. Sigmund Freud
গ. G.B. Shaw
ঘ. James Osborn

২৫. ‘It is easier to forgive an enemy than to forgive a friend.’ These lines were written by—
ক. John Keats
খ. William Blake
গ. George Eliot
ঘ. P.B. Shelley

২৬. “All the world’s a stage And all the men and women are merely players.”This quotation is from—
ক. Hamlet
খ. As You Like It
গ. Julius Caesar
ঘ. Mid Summer Night’s Dream

২৭. Who is the author of ‘The Revolt of Islam’?
ক. Percy Bysshe Shelley
খ. William Blake
গ. William Wordsworth
ঘ. Lord Byron

২৮. Who wrote the poem ‘Isabella, or the Pot of Basil’?
ক. Alexander Pushkin
খ. John Keats
গ. Charles Lamb
ঘ. Charlotte Bronte

২৯. Which is known as Romantic period of English literature?
ক. 1550-1558
খ. 1649-1660
গ. 1798-1832
ঘ. 1910-1936

৩০. ‘The Passionate Shepherd to His Love’is a famous love poem by—
ক. John Lyly
খ. Robert Green
গ.Christopher Marlowe
ঘ. Thomas Kyd

৩১. Who wrote ‘Gulliver’s Travels’?
ক. Herold J Laski
খ. George Farquhar
গ. Andrew Marvell
ঘ. Jonathan Swift

৩২. ‘To Daffodils’ is a poem written by—
ক. Robert Herrick
খ. Andrew Marvell
গ. George Chapman
ঘ. Alexander Pope

৩৩. William Shakespeare is the author of—
ক. Pride and Prejudice
খ. Waiting for Godot
গ. King Lear
ঘ. Sound of Music

৩৪. Who wrote ‘Felix Holt, the Radical’?
ক. George Eliot
খ. James Joyce
গ. Emily Bronte
ঘ. Thomas Hardy

৩৫. The poem ‘Charitable’is by—
ক. S.T. Coleridge
খ. T.S. Eliot
গ. W.B. Yeats
ঘ. W. Wordsworth

মডেল টেস্ট ইংরেজি ভাষা ও সাহিত্য – এর উত্তর:

১. খ। ২. খ। ৩. ঘ। ৪. ক। ৫. গ। ৬. ঘ। ৭. গ। ৮. ক। ৯. খ। ১০. গ। ১১. ঘ। ১২. খ। ১৩. গ। ১৪. খ। ১৫. গ। ১৬. খ। ১৭. খ। ১৮. গ। ১৯. ক। ২০. গ। ২১. ক। ২২. ক। ২৩. ক। ২৪. খ। ২৫. খ। ২৬. খ। ২৭. ক। ২৮. খ। ২৯. গ। ৩০. গ। ৩১. ঘ। ৩২. ক। ৩৩. গ। ৩৪. ক। ৩৫. ক।

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন

১. আধুনিক পরানীতিবিদ্যার জনক কে?
ক. পপেনো
খ. হল্যান্ড
গ. মসকা
ঘ. জি ই মুর

২. ‘Modern Moral Philosophy’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. ডব্লিউ ডি হার্ডসন
খ. ডেভিড পপেনো
গ. ডি এইচ পার্কার
ঘ. কোনোটিই নয়

৩. নিচের কোনটি আরজ আলী মাতুব্বরের রচিত গ্রন্থ নয়?
ক. সত্যের সন্ধানে
খ. অনুমান
গ. সৃষ্টির রহস্য
ঘ. আমার জীবনদর্শন

৪. নিচের কোনটি পেশাগত ও নৈতিক মূল্যবোধের মধ্যে ভারসাম্য রক্ষা করে?
ক. আমলাতন্ত্র
খ. গণতন্ত্র
গ. মৌলিক গণতন্ত্র
ঘ. স্বৈরতন্ত্র

৫. ‘Justice delayed is justice denied’ উক্তিটি কার?
ক. অমর্ত্য সেন
খ. গ্লাডস্টোন
গ. মিশেল ফুঁকো
ঘ. মার্টিন লুথার কিং

৬. কোনটি নৈতিক মূল্যবোধ?
ক. অন্যায় থেকে বিরত থাকা
খ. পাগলামি করা
গ. ধর্মীয় বিশ্বাস
ঘ. সহমর্মিতা

৭. কোনটি চর্চা ব্যতীত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়?
ক. মূল্যবোধ শিক্ষা
খ. ধর্ম
গ. সামাজিক প্রথা
ঘ. শিক্ষা ও সাহিত্য

৮. জীবনের সব ক্ষেত্রে রুক্ষ আচরণের পরিবর্তে কোমল আচরণের বহিঃপ্রকাশ ঘটায় কোনটি?
ক. সুশাসন
খ. মূল্যবোধ শিক্ষা
গ. স্বাধীন বিচার বিভাগ
ঘ. আইনের শাসন

৯. ‘সু-অভ্যাস গঠনের নামই শিক্ষা।’—কে বলেছেন?
ক. রুশো
খ. ভলতেয়ার
গ. ক্যামডেসাস
ঘ. ম্যাকাইভার

১০. পৃথিবীর প্রথম শিক্ষাগুরু বলা হয় কাকে?
ক. অ্যারিস্টটলকে
খ. প্লেটোকে
গ. সক্রেটিসকে
ঘ. লিওনার্দো দ্য ভিঞ্চিকে

১১. ‘শিক্ষা হচ্ছে দেহ, মন ও আত্মার পরিপূর্ণ ও সুষম বিকাশ।’—কার উক্তি?
ক. মহাত্মা গান্ধী
খ. জিন্নাহ
গ. নেহেরু
ঘ. বার্ট্রান্ড রাসেল

১২. ব্যক্তি জীবনে মূল্যবোধ অর্জনের সর্বোত্তম সময় কোনটি?
ক. শিশুকাল
খ. শিক্ষাজীবন
গ. চাকরিজীবন
ঘ. বার্ধক্য

১৩. অন্যায়, অপচয়, সন্ত্রাস, দুর্নীতি, বিশৃঙ্খলা ইত্যাদির প্রশ্রয়দানের বিরোধিতা করার শিক্ষা দেয় কোনটি?
ক. স্কুল-কলেজ
খ. মূল্যবোধ শিক্ষা
গ. বিচার বিভাগের স্বাধীনতা
ঘ. গণমাধ্যমের স্বাধীনতা

১৪. মূল্যবোধ অনেক পুরোনো—
ক. আমেরিকায়
খ. যুক্তরাজ্যে
গ. ভিয়েতনামে
ঘ. ভারত ও চীনে

১৫. প্রাচীন গ্রিক যে দার্শনিকেরা বাহ্যিক মূল্যবোধের ওপর গুরুত্ব দিয়েছেন—
ক. সক্রেটিস
খ. অ্যারিস্টটল
গ. থেলিস
ঘ. প্লেটো ও অ্যারিস্টটল

১৬. নিচের কোনটি মূল্যবোধ গঠনের মাধ্যম নয়?
ক. পরিবার
খ. শিক্ষাপ্রতিষ্ঠান
গ. সভা
ঘ. সমাজ

১৭. ‘মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি প্রধান মানদণ্ড। যার আদর্শে মানুষের ব্যবহার ও রীতিনীতি নিয়ন্ত্রিত হয় এবং সমাজে মানুষের কাজের ভালো-মন্দ বিচার করা হয়’—উক্তিটি কার?
ক. এম ডি স্টেইন
খ. স্টুয়ার্ট সি ডড
গ. এম আ উইলিয়াম
ঘ. নিকোলাস রেসার

১৮. ‘মূল্যবোধ হলো সেসব কাজ, অভিজ্ঞতা ও নীতি যা মানুষের শুভবুদ্ধির ভারসাম্যপূর্ণ উন্নয়ন ঘটায়।’—উক্তিটি কার?
ক. গার্নার
খ. ফ্রাঙ্কেল
গ. বিক
ঘ. এফ আই গ্লাউড

১৯. কোনটিকে সমাজের ভালো-মন্দের মানদণ্ড বলা হয়?
ক. সাম্য
খ. স্বাধীনতা
গ. মূল্যবোধ
ঘ. আইন

২০. সামাজিক মূল্যবোধের বৈশিষ্ট্য কোনটি?
ক. আপেক্ষিকতা
খ. জনকল্যাণমুখিতা
গ. সহমর্মিতা
ঘ. সহনশীলতা

মডেল টেস্ট- নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন –এর উত্তর

১. ঘ। ২. ক। ৩. ঘ। ৪. ক। ৫. খ। ৬. ক। ৭. ক। ৮. খ। ৯. ক। ১০. গ। ১১. ক। ১২. খ। ১৩. খ। ১৪. ঘ। ১৫. ঘ। ১৬. গ। ১৭. ক। ১৮. গ। ১৯. গ। ২০. ক।

ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা

১. বাংলাদেশের সর্ব দক্ষিণ-পশ্চিমের উপজেলা কোনটি?
ক. শ্যামনগর
খ. কয়রা
গ. কালীগঞ্জ
ঘ. আশাশুনি

২. ‘বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা ২১০০’–এর জন্য কতটি হটস্পট চিহ্নিত করা হয়েছে?
ক. ৫টি
খ. ৬টি
গ. ৭টি
ঘ. ৯টি

৩. এসডিজির ১৭টি অভীষ্টের মধ্যে কতটি অভীষ্ট সরাসরি ‘পরিবেশ ও জলবায়ু পরিবর্তন’সংক্রান্ত?
ক. ৪টি
খ. ৩টি
গ. ৭টি
ঘ. ৯টি

৪. ‘দেবতাখুম’কোথায় অবস্থিত?
ক. রাজশাহী
খ. খাগড়াছড়ি
গ. রাঙামাটি
ঘ. বান্দরবান

৫. কোনটি পাললিক শিলা?
ক. গ্রানাইড
খ. ল্যাকোলিথ
গ. কেওলিন
ঘ. ডলোরাইট

৬. বাংলাদেশের কোন অঞ্চলকে ‘রূপসী বাংলা’ বলে ঘোষণা করা হয়েছে?
ক. বরেন্দ্র জাদুঘর এলাকাকে
খ. সোনারগাঁয়ের জাদুঘর এলাকাকে
গ. নেত্রকোনার বিরিশিরি অঞ্চলকে
ঘ. কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপকে

৭. ‘W.R.I’ কী?
ক. জাতিসংঘের প্রতিষ্ঠান
খ. প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের গোষ্ঠী
গ. জাতিসংঘের পরিবেশ দূষণের বিরুদ্ধে গৃহীত কর্মসূচি
ঘ. বন–সম্পর্কিত প্রতিষ্ঠান

৮. হিমালয় পর্বত কোন শ্রেণির পর্বত?
ক. ভঙ্গিল পর্বত
খ. আগ্নেয় পর্বত
গ. চ্যুতি-স্তূপ পর্বত
ঘ. ক্ষয়জাত পর্বত

৯. মহীসোপানের সীমা হবে ভিত্তিরেখা থেকে—
ক. ২০০ নটিক্যাল মাইল
খ. ৩৫০ নটিক্যাল মাইল
গ. ৩০০ নটিক্যাল মাইল
ঘ. ৪৫০ নটিক্যাল মাইল

১০. বাংলাদেশের ভূমিকম্প বলয়গুলো কী নামে পরিচিত?
ক. ডেঞ্জার জোন
খ. কসমিক রিস্ক জোন
গ. সিসমিক প্লেট
ঘ. সিসমিক রিস্ক জোন

১১. ‘আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস’ কবে পালিত হয়?
ক. ২২ মার্চ
খ. ২২ এপ্রিল
গ. ২২ মে
ঘ. ২২ জুন

১২. দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি সর্বাধিক ব্যয়বহুল?
ক. পূর্বপ্রস্তুতি
খ. দীর্ঘস্থায়ী দুর্যোগ প্রশমন
গ. সাড়া দান
ঘ. পুনরুদ্ধার

১৩. ভারত ও প্রশান্ত মহাসাগরের কত ডিগ্রি অক্ষাংশ ‘গর্জনশীল চল্লিশা’ নামে পরিচিত?
ক. ৪০ ডিগ্রি-৪৫ ডিগ্রি
খ. ৪০ ডিগ্রি-৪৬ ডিগ্রি
গ. ৪০ ডিগ্রি-৪৭ ডিগ্রি
ঘ. ৪০ ডিগ্রি-৪৯ ডিগ্রি

১৪. ‘ভাসানচর দ্বীপ’কোথায় অবস্থিত?
ক. কুমিল্লা
খ. চাঁদপুর
গ. ফেনী
ঘ. নোয়াখালী

১৫. ‘বিশ্ব ধরিত্রী দিবস’ কবে উদ্‌যাপিত হয়?
ক. ১০ এপ্রিল
খ. ২২ এপ্রিল
গ. ১৯ এপ্রিল
ঘ. ২২ এপ্রিল

১৬. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা–বাগান রয়েছে?
ক. সিলেট
খ. মৌলভীবাজার
গ. পঞ্চগড়
ঘ. হবিগঞ্জ

১৭. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত ভাগ?
ক. ৮১.০২%
খ. ৭৮.০২%
গ. ৮৭.০২%
ঘ. ৭৯.০২%

১৮. ‘লা-নিনা’কোন ভাষার শব্দ এবং এর দ্বারা কী বোঝায়?
ক. গ্রিক : খরা ও ঘূর্ণিঝড়
খ. লাতিন : শৈত্যপ্রবাহ
গ. স্পেনীয় : বৃষ্টিপাত ও বন্যা
ঘ. মালয়েশীয় : বিপৎসংকেত

১৯. নিম্নবর্ণিত কোন দুর্যোগটি পূর্ব সতর্কতা ছাড়াই সংঘটিত হয়?
ক. বন্যা
খ. খরা
গ. ভূমিকম্প
ঘ. ঘূর্ণিঝড়

২০. ‘মিঠামইন হাওর’কোথায় অবস্থিত?
ক. নেত্রকোনা
খ. কিশোরগঞ্জ
গ. মৌলভীবাজার
ঘ. সুনামগঞ্জ

মডেল টেস্ট ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা এর উত্তর

১. ক। ২. খ। ৩. খ। ৪. ঘ । ৫. গ। ৬. খ। ৭. ঘ। ৮. ক। ৯. খ। ১০. ঘ। ১১. গ। ১২. খ। ১৩. গ। ১৪. ঘ। ১৫. খ। ১৬. খ। ১৭. খ। ১৮. গ। ১৯. গ। ২০. খ।

Related Articles

Back to top button
error: