
প্রেমিকার রাগ ভাঙ্গানোর উপায় গুলো জেনে নিন- প্রেমিক প্রেমিকার মধ্যে ঝগড়া হওয়া বেশ স্বাভাবিক। যেখানে ভালোবাসা বেশি সেখানে রাগও বেশি হয়ে থাকে। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় প্রেমিকারা যতই ভুল থাকুক না কেনো তারা আসা করে যাতে প্রেমীক এসে তাদের রাগ ভাঙ্গিয়ে থাকে।
প্রেমিকা কি আপনার সাথে কোনো কারণে রাগ করে আছে এবং আপনি ভাবছেন কি ভাবে তার রাগ ভাঙ্গানো যাবে ?
আপনার প্রেমিকা কি কারণে রেগে আছে সেটা যদি আপনার না জানা থাকে তাহলে তার রাগ ভাঙ্গানোর উপায় জানতে এই আর্টিকেলটি পড়ুন।
আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা জানতে পারবো কি উপায়ে প্রেমিকার রাগ সাথে সাথে ভাঙ্গানো যাবে।
কথা বলুন
যেকোনো সমস্যা কথা বলে সমাধান করুন। আপনার প্রেমিকা যদি আপনার সাথে রেগে থাকে এবং আপনার যদি কোনো ধারণা না থাকে সে কেনো রেগে আছে তাহলে নিজের ইগো সাইডে রেখে কথা বলুন এবং জানার চেষ্টা করুন তার রাগের করুন।
ভালোবেসে কথা বলুন এবং সরি বলুন, তাহলেই দেখবেন তার রাগ এমনিতেই অর্ধেক কমে যাবে। প্রেমিকা যদি রাগ করে কিছু বলা শুরু করে দেয় আপনার ধৈর্য রেখে তর্ক না করে ভালোবেসে কথা বলে যেতে হবে।
কিন্তু আপনিও যদি রেগে বা জোরে কথা বলেন তাহলে সমস্যা সমাধান না হয়ে আরো বেড়ে যাবে।
উপহার দিন
প্রেমিকার রাগ কমানোর সহজ উপায় হলো তাকে গিফ্ট করা।তাকে তার পছন্দের ফুল দিন। আপনার দেওয়া ফুলের তোড়া দেখে আপনার প্রেমিকার মন ভালো হবেই।
ফুল ছাড়াও অনেক সময় অনেক জিনিস তাদের খুব পছন্দ হয়ে থাকে । তাকে তার সেই পছন্দ করা জিনিসটি গিফ্ট করেন দেখবেন প্রেমিকা কতটা খুশি হবে।
ভালোবাসি বলুন
“I love u”, শব্দটি শুনতে অনেক ছোটো হলেও একজন প্রেমিক বা প্রেমিকার কাছে এই শব্দের অনেক গুরুত্ব রয়েছে।
আপনার প্রেমিকা এবং আপনার মধ্যে যত বড়ো ঝগড়া হোক না কেন এই ছোটো শব্দ আপনার প্রেমিকার রাগ কমিয়ে মুখে হাসি আনতে বিশেষ সাহায্য করবে।
আপনি ফোনে মেসেজ না করে সরাসরি ফোন করে কথাটি বলুন বা সব থেকে বেশি ভালো হবে আপনি দেখা করে সামনাসামনি বলুন।
পছন্দের খাবার এনে দিন
আমাদের পেট যদি খালি থাকে তাহলে আমাদের রাগ আরো বেশি বেড়ে যায়। আপনার প্রেমিকা যদি আপনার থেকে কোনো কারণে রেগে থাকে তাহলে তার রাগ কমানোর জন্য তার পছন্দের খাবার এনে দিন যেমন চকলেট, কেক, চাইনিজ ফুড ইত্যাদি।
হাসানোর চেষ্টা করুন
হাসি দিয়ে সব রাগ দুঃখ কম করা যায়, হাসির দ্বারাই আপনি প্রেমিকার মন ভালো করে তুলুন।
আমরা যতই রেগে থাকিনা কেনো দেখবেন কোনো হাসির কথা শুনলে আমরা অল্প সময়ের জন্য হলেও রাগ ভুলে যাই।
তাই আপনার প্রেমিকার রাগ কিছুটা কমাতে হলে তার সামনে কমেডি কথা বলুন বা হাস্যকর জোকস বলুন।
তাকে সময় দিন
তাকে সময় দিন তা নাহলে আপনার উপর তার রাগ আরো বাড়তে থাকবে। সময় হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস।
আপনি প্রতিদিন বা দিনের যেকোন সময় যেকোন কাজেই ব্যস্ত থাকেন না কেন, আপনার প্রিয়জনকে যথেষ্ট সময় দেওয়ার অবশ্যই চেষ্টা করুন।
এতে করে আপনাদের ভালোবাসার সম্পর্ক আরো খাটি হয়ে থাকবে।
গান গেয়ে শোনান
আপনি যদি কোন গান গাইতে পারেন তাহলে তা প্রেমিকার মূহুর্তের মধ্যে ভালো করে দিতে পারে। তার সামনে গিয়ে একটি গান পরিবেশন করুন। আপনি যদি ভালো গান গাইতে না পারেন তাহলেও চেষ্টা করুন।
আপনি কোন পছন্দের গায়ক বা গায়িকার প্রেম বিষয়ক কোন একটি ভালো গান গান গাইতে পারেন। এটি আপনার প্রেমিকা দ্রুত রাগ ভাঙাতে বাধ্য হবে।
ঘুরতে নিয়ে যান
আপনার প্রিয়জন যদি ঘুরতে পছন্দ করে তাহলে তাকে বেড়াতে যাওয়ার কথা বলেই দেখুন। তাই তার মতামত অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে কোথাও ঘুরতে যান।
এতে আপনার প্রিয়জনের মন অধিক ভালো থাকতে সাহায্য করবে।
- বয়স বাড়লেই কি ওজন বাড়ে?
- সুন্দর ত্বক পেতে যা করবেন! উজ্জ্বল ত্বকের ১০টি জাদুকরী প্রাকৃতিক উপাদান
- ওজন কমাতে আদার শরবত (এক সপ্তাহেই ওজন কমিয়ে ফেলুন)
- ত্বকে বয়সের ছাপ বা দ্রুত বুড়িয়ে যাওয়ার কারন গুলি জেনে নিন!
- অনিদ্রা দূর করার জন্য ৬ টি পরামর্শ
- স্তন ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার হওয়ার ১১টি প্রধান কারণ




