
Last updated on March 24th, 2025 at 05:26 am
ভুতের-গল্প-১
তখন ঘড়িতে রাত ১২টা বাজে। অন্যান্য দিনের মত আজকেও ঘুম ঘুম লাগছিল। কিন্তু জেগে যে থাকতেই হবে কারন কাল মিডটার্ম পরিক্ষা। পরীক্ষার আগের রাত খুবই গুরত্তপুর্ন কারনটা পরিক্ষার্থিরা ভালো মতই জানে। মনে হল কফি খাওয়া দরকার এক কাপ। পড়ার টেবিলটা ঠিক জানালার ধারেই। যখনই ভাবলাম কফি বানাতে যাবো ঠিক তখনই জানালার পর্দা উড়া শুরু করলো। খুবই অবাক হলাম কারন এতক্ষণ এমন কোন কিছুই ঘটে নাই। জানালার বাহিরে তাকালাম কিন্তু বাতাসের অমন আলামত পেলাম না। কি আর করা জানালাটা বন্ধ করে রান্নাঘরে গেলাম কফি বানাতে। রান্নাঘরের দিক যেতে যেতে ব্যাপারটা আর মাথায় ছিল না। যাই হোক কড়া এক কাপ কফি বানিয়ে নিয়ে এসে বসলাম পড়ার টেবিলে। খুবই অদ্ভুত ভাবে জানালার পর্দাটা এবার আমার মুখের উপর থেকে উড়ে গেলো। তখনই আমার মাথায় এলো আমিতো জানালাটা বন্ধ করে গিয়েছিলাম। ভয়ে ততোক্ষণে আমার বারোটা বেজে গেছে। এরই মধ্যে হঠাথ কারেন্ট চলে গেল। তারপর কি হয়েছে তার কিছুই আমি এখনো মনে করতে পারি না।
লেখক
সুরাইয়া ইয়াসমিন

ভূতের সিনেমা বাংলা, ভূত , ভুতের মুভি জিন্দা লাশ, যেখানে ভূতের ভয়, ভুতের ছবি , ভূতের ভবিষ্যৎ, ভুতের ছবি দেখাও, ভয়ানক ভুতের ছবি, ভূতের ছবি , ভুতের ছবি , ভুতের পিকচার হিন্দি, ভুতের ফটো ডাউনলোড, ভয়ংকর ছবি, হরর মুভি লিস্ট, ভূতের সিনেমা বাংলা, ভুতের ছবি কার্টুন
আরও পড়ুন-
সুন্দর ত্বক পেতে যা করবেন! উজ্জ্বল ত্বকের ১০টি জাদুকরী প্রাকৃতিক উপাদান
ওজন কমাতে আদার শরবত (এক সপ্তাহেই ওজন কমিয়ে ফেলুন)