গল্প ও কবিতা

মধ্য রাতের অতিথিরা- ভয়ংকর সব গা শিউরে উঠা ভূতের গল্প- ৬

Last updated on March 24th, 2025 at 05:16 am

মধ্য রাতের অতিথিরা- ভয়ংকর সব গা শিউরে উঠা ভূতের গল্প –

তখন মধ্য রাত। হঠাথ চোখ মেলেই দেখি দেয়ালের সাথে একটি চোখ।

ঘরে এত আলো কেন? (মনে মনে ভাবলাম)। কিছু একটা মনে হয় দেয়ালের এপারে আসার চেষ্টা করছে। পাশেই দরজা। সেটাও খুলে গেল। কারা এরা। কাউকেই চিন্তে পারছি না। যদিও কোথায় যেন দেখেছি। কি এক অদ্ভুত ব্যাপার। তারা নিজেদের মত করে আসছে ভিতরে আবার কথাও বলছে নিজেদের মত করে। ৪ থেকে ৫ জনের মত হবে সংখ্যায়। দেখতেও কেমন অদ্ভুত। কারো চুল অনেক লম্বা, কারো আবার এলোমেলো আবার কারো চুল ই নেই। পোশাকেও আছে বিচিত্রতা। কেও খুবই আধুনিক আবার কেউ খুবই সেকেলে। তখন সব কিছুই ভুতুরে মনে হতে লাগল।

মাথার কাছের জানালার বাহিরে অসম্ভব অন্ধকার। কেমন যেন কিছুই বুঝে উঠতে পারছিলাম না। হঠাথ মনে হল আমার কিছু একটা করতে হবে। এরা সবাই ভুতই হবে হয়ত। সাথে সাথে বিছানা থেকে উঠে পড়লাম। উঠতে উঠতেই ঘর আবার অন্ধকার হয়ে গেল। ঠিক যেমনটি ঘুমানোর আগে ছিল। মনে হল আগে জানালা দুটি বন্ধ করে দেয়া উচিৎ। জানালা বন্ধ করে ওদিকটা ফিরতেই বাতাসের ধাক্কা খেলাম। পেছন ফিরে দেখি জানালা আগের মত খোলা আছে।

লেখক- সুরাইয়া ইয়াসমিন

ভূতের সিনেমা বাংলা, ভূত, ভুতের মুভি জিন্দা লাশ, যেখানে ভূতের ভয়, ভুতের ছবি , ভূতের ভবিষ্যৎ, ভুতের ছবি দেখাও, ভয়ানক ভুতের ছবি, ভূতের ছবি , ভুতের ছবি, ভুতের পিকচার হিন্দি, ভুতের ফটো ডাউনলোড, ভয়ংকর ছবি, হরর মুভি লিস্ট, ভূতের সিনেমা বাংলা, ভুতের ছবি কার্টুন

আরও পরুন-

বয়স বাড়লেই কি ওজন বাড়ে?

সুন্দর ত্বক পেতে যা করবেন! উজ্জ্বল ত্বকের ১০টি জাদুকরী প্রাকৃতিক উপাদান

ওজন কমাতে আদার শরবত (এক সপ্তাহেই ওজন কমিয়ে ফেলুন)

ডায়েট কন্ট্রোল ছাড়াই ওজন কমাবেন যেভাবে !

Related Articles

Back to top button
error: